Tech Bazar

Tech Bazar Welcome to Tech Bazar, one of the gadget retail chains in Bangladesh!

শীতের পিঠা-পায়েস মানেই খেজুর-রস আর গুড়-পাটালি। খুব ভোরে রস নামিয়ে জাল দেওয়া হয়। এরপর তা গুড়ে পরিণত হয়। ছবিগুলো ঝিনাইদহের...
05/01/2022

শীতের পিঠা-পায়েস মানেই খেজুর-রস আর গুড়-পাটালি। খুব ভোরে রস নামিয়ে জাল দেওয়া হয়। এরপর তা গুড়ে পরিণত হয়। ছবিগুলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রাম থেকে তোলা।

আজ ছেলের এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে ছেলেকে নিয়ে বাবা উপস্থিত। বাবারা বুঝি এমনই হয়। জগতে সব বাবার প্রতি শ্রদ্ধা।
14/11/2021

আজ ছেলের এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে ছেলেকে নিয়ে বাবা উপস্থিত। বাবারা বুঝি এমনই হয়। জগতে সব বাবার প্রতি শ্রদ্ধা।

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█উইন্ডিজের হারে র‌্যাঙ্কিয়ে আটে উঠল বাংলাদেশ, সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপে
06/11/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
উইন্ডিজের হারে র‌্যাঙ্কিয়ে আটে উঠল বাংলাদেশ, সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপে

২০২২ সালের সরকারি ছুটির তালিকা
31/10/2021

২০২২ সালের সরকারি ছুটির তালিকা

27/10/2021

বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর ঐতিহাসিক দিনে অধিনায়ক বাবর আজম আর রিজওয়ানের কারণে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখা গেছে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে।

এদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিংরত অবস্থায় মধুর এক অভিজ্ঞতা উপভোগ করলেন তিনি। গ্যালারি থেকে তার উদ্দেশে ভারতীয় দর্শকরা চিৎকারে করতে থাকেন ‘জিজাজি’ ‘জিজাজি’ ( দুলাভাই)।

এক পর্যায়ে এই ‘দুলাভাই’ সম্বোধন স্লোগানে পরিণত হয়। শোয়েব মালিকও বাধ্য হন গ্যালারির দিকে ঘুরে তাকিয়ে তার ভারতীয় ‘শ্যালক-শ্যালিকাদের’ দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে।

এদিকে ঘটনাটি ছুঁয়ে গেছে শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। আবেগে আপ্লুত হয়ে টুইটারে সে মুহূর্তের একটা ভিডিও শেয়ার করে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।

শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। ছড়াচ্ছে অপরূপ...
25/10/2021

শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য।

শীতের আগমনী বার্তার সাথে সাথে খেজুর রস সংগ্রহে ব্যাস্ত হয়ে পড়েছে গাছিরা। নওগাঁর আত্রাই থেকে রোববার তোলা ছবি।
24/10/2021

শীতের আগমনী বার্তার সাথে সাথে খেজুর রস সংগ্রহে ব্যাস্ত হয়ে পড়েছে গাছিরা। নওগাঁর আত্রাই থেকে রোববার তোলা ছবি।

24/10/2021

MEN'S T20 WORLD CUP 2021, SHARJAH

খেলা হবে, ২৪ অক্টোবর বিশ্বজুড়েবাংলাদেশ🇧🇩 - শ্রীলঙ্কা🇱🇰  (সম্ভাব্য)ভারত🇮🇳 - পাকিস্তান🇵🇰 PSG - MarseilleBarcelona - Real ...
23/10/2021

খেলা হবে, ২৪ অক্টোবর বিশ্বজুড়ে
বাংলাদেশ🇧🇩 - শ্রীলঙ্কা🇱🇰 (সম্ভাব্য)
ভারত🇮🇳 - পাকিস্তান🇵🇰
PSG - Marseille
Barcelona - Real Madrid
Man United - Liverpool
Inter Milan - Juventus

21/10/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রী

21/10/2021

█▒▒▒ Breaking News ▒▒▒█

কুমিল্লায় বিভাগের নাম হবে ‘মেঘনা’ এবং ফরিদপুর এলাকায় বিভাগ হবে ‘পদ্মা’ নামে: প্রধানমন্ত্রী।
বিস্তারিত ভিডিও কমেন্টে।

21/10/2021

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবাল- পাগল বলে জানালেন তার মা।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির চাপ সইতে না পেরে তিস্তা নদীর একটি বাঁধের ৭০ স...
20/10/2021

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির চাপ সইতে না পেরে তিস্তা নদীর একটি বাঁধের ৭০ সেঃ মিটার ও অপর ২টি বাঁধ সম্পূর্ণভাবে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ৮ হাজার মানুষ।

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ....রোববার (১৭ অক্টোবর) রাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। উদ্বোধ...
17/10/2021

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ....

রোববার (১৭ অক্টোবর) রাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের এবার খেলতে হচ্ছে ‘বাছাইপর্ব’। স্কটল্যান্ড ছাড়া গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। এই পর্ব পেরোতে পারলেই সুপার বারোতে যাওয়ার সুযোগ পাবে মাহমুদউল্লাহরা। তার জন্য ‘বি’ গ্রুপে শীর্ষ বা দ্বিতীয় স্থানে থাকতে হবে টাইগারদের।

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র। যেখানে স্কটল্যান্ড এখনও সহযোগী দেশগুলোর একটি। সেই হিসাবেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মত দেবেন অনেকে। তবে ক্রিকেট দুলাচলের খেলা। এখানে যে কোনো দল যেমন জয় পেতে পারে তেমনি হারতেও পারে, হোক তারা শক্তিশালী কিংবা দুর্বল।

টাইগার বাহিনী ২০০৭ সাল থেকে এ যাবৎকালের প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও স্কটল্যান্ড খেলেছে মাত্র তিন আসরে।

বাংলাদেশ-স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বীতা নতুন নয়, অনেক পুরনো। সেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফি থেকে।

১৯৯৭ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে এই স্কটল্যান্ডকেই ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

ওই ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৩ রান। খালেদ মাসুদ পাইলট করেন ৭০ রান। জবাবে ১৭১ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। মোহাম্মদ রফিক নেন ৪ উইকেট। এরপর ফাইনালে কেনিয়াকে ২ উইকেটে হারিয়ে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ২২ রানে। প্রথমে ব্যাট করে ৯ উকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৫ রান। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেদিন করেছিলেন অপরাজিত ৬৮ রান।

জবাবে স্কটল্যান্ড অলআউট হয়ে যায় ১৬৩ রানে। হাসিবুল হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম এবং খালেদ মাহমুদ সুজন নেন ২টি করে উইকেট। মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচিত হন ম্যাচ সেরা। এরপর বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়েছিল ৬২ রানের ব্যবধানে।

ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বেও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্কটিশদের। সেবার বাংলাদেশের বিপক্ষে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল স্কটল্যান্ড।

প্রথমে ব্যাট করে তারা সংগ্রহ করেছিল ৩১৮ রান। বর্তমান অধিনায়ক কাইল কোয়েৎজার করেন ১৫৬ রান। জবাবে তামিম ইকবালের ৯৫ রানের ওপর ভর করে ১১ বল হাতে রেখেই জয় পেয়ে যায় ৬ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে যদিও সেরা নির্বাচিত হন স্কটল্যান্ডের কাইল কোয়েৎজার।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে স্কটল্যান্ড। কারণ, এই ফরম্যাটে একবার মাত্র ইংল্যান্ডের প্রতিবেশি এই দেশটির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে শোচনীয় পরাজয় ঘটেছে বাংলাদেশের।

২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৪ রানে। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১৬২ রান। রিচি বেরিংটন করেন ১০০ রান। জবাবে বাংলাদেশ ১৮ ওভারে অলআউট হয়ে যায় ১১৮ রানে।

২০১২ সালের পর দ্বিতীয়বারেরমত এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ স্থানে। স্কটল্যান্ড রয়েছে ১৫তম স্থানে।

ওমানের রজধানী মাসকাটের ‘ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে’ বাংলাদেশ সময় রাত ৮টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়বারের আসরে মোট ২৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৫ জয়ের বিপরীতে হেরেছে ১৯ ম্যাচ। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তার মধ্যে টাইগাররা আগে ব্যাটিং করেছে ১২ বার এবং পরে ব্যাটিং করেছে ১৩ বার।

সর্বোচ্চ দলীয় স্কোর ১৮০, ওমানের বিপক্ষে (২০১৬ সালে)। একই বছর সর্বনিম্ন ৭০ রানের স্কোর গড়ে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ২৫ ম্যাচের সবটিতেই খেলেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তার মধ্যে সর্বোচ্চ ৫৬৭ রান সাকিবের। সবচেয়ে বেশি ২০ ছক্কা ও সবচেয়ে বেশি ৩০ উইকেটও তার। এক আসরে (২০১৬ সালে) সর্বোচ্চ ১০ উইকেটের রেকর্ডটিও সাকিবের।

অবশ্য এই রেকর্ড তিনি ভাগাভাগি করছেন আল-আমিনের সঙ্গে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেট নেন আল-আমিন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা ইনিংস ১০৩* এবং বেশি ৫২ চার তামিম ইকবালের।

সেরা বোলিং (২২ রান দিয়ে ৫ উইকেট) অবশ্য মোস্তাফিজুর রহমানের। সেরা ইকনোমি ৫.৩৩ সাব্বির রহমানের। গ্লাভস হাতে সবচেয়ে ১৯ ডিসমিসাল (১০ ক্যাচ ১০ ও ৯ স্টাম্পিং) মুশফিকের। এছাড়া ফিল্ডিংয়ে সর্বোচ্চ ৮ ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।

এদিকে ক্লিন ফিড ইস্যুতে চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে অধিকাংশ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। তবে বাংলাদেশে বিদেশি স্পোর্টস চ্যানেল বন্ধ থাকলেও দেশি তিনটি চ্যানেলে দেখা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

এ ছাড়া পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও ভারতের স্টার স্পোর্টস ১ ও ২ এ দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। তবে ক্লিন ফিড ইস্যুতে এই চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে।

Address

Dania, Shaympur
Dhaka
1362

Telephone

+8801861366423

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Bazar:

Videos

Share