উমেদ প্রকাশ Umed Prokash

উমেদ প্রকাশ Umed Prokash তিলে তিলে গড়ি বিজয়ী প্রজন্মের ভিত
(5)

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥“জুমাবার কুইজ প্রতিযোগিতা” (পর্ব -৩)কুইজের নিয়মাবলী-১. সঠিক উত্তরটি কমেন্টে জানা...
05/01/2024

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥

“জুমাবার কুইজ প্রতিযোগিতা” (পর্ব -৩)

কুইজের নিয়মাবলী-
১. সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে।
২. আপনার যেকোন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
৩. পোস্টটি শেয়ার করতে হবে। (ঐচ্ছিক)

জুমাবার কুইজ প্রতিযোগিতার গতসপ্তাহের বিজয়ীকে অভিনন্দন। 💥বিজয়ীর প্রতি আমাদের অনুরোধ, শীঘ্রই আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে ...
04/01/2024

জুমাবার কুইজ প্রতিযোগিতার গতসপ্তাহের বিজয়ীকে অভিনন্দন। 💥
বিজয়ীর প্রতি আমাদের অনুরোধ, শীঘ্রই আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে আপনাদের নাম-ঠিকানা লিখে জমা দেবেন। ইনশাআল্লাহ, আপনার নিকট উমেদ প্রকাশের পক্ষ থেকে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।
দ্বিতীয় পর্বের সঠিক উত্তর - গারে হেরা।

বই : সালাফের জীবন থেকে
02/01/2024

বই : সালাফের জীবন থেকে

02/01/2024

সকাল সন্ধ্যার দুআতে আমাদের প্রিয়নবী ﷺ খুব গুরুত্ব দিয়ে একটা বিষয়ে আল্লাহর কাছে আবেদন জানাতেন-
اَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ
'হে আল্লাহ, আমার গোপন ত্রুটিগুলো ঢেকে রাখুন।'[১]

পৃথিবীর বুকে এমন মানুষ খুব কমই আছে, যার জীবনের এমন পাপ নাই, যা আল্লাহ তাআলা দয়া করে ঢেকে না রাখলে তার মানইজ্জত সব খুইয়ে যেতো। জগতবাসীর সামনে মুখ দেখানো দায় হতো। এটা বান্দার প্রতি দয়াময় আল্লাহর অনেক বড় অনুগ্রহগুলোর একটি। এই অনুগ্রহ লাভ করার দুইটি উপায় হাদীস থেকে পাওয়া যায়-
ক. সকাল-সন্ধ্যায় এই দুআটা করা।
খ. অন্যের গোপন দোষ ঢেকে রাখা।

[১.] আবু দাউদ : ৫০৭৪

© আবদুল্লাহ আল মাসউদ

বই : নারী জীবনের সুখ সংগ্রাম
01/01/2024

বই : নারী জীবনের সুখ সংগ্রাম

পর্দা গাইডলাইন বইয়ের রিভিউ:সম্ভবত আমাদের উপমহাদেশের মানুষেরা যে ফরজের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল সেটা হলো ‘পর্দা’। আবার,...
01/01/2024

পর্দা গাইডলাইন বইয়ের রিভিউ:

সম্ভবত আমাদের উপমহাদেশের মানুষেরা যে ফরজের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল সেটা হলো ‘পর্দা’। আবার, পর্দা নিয়ে অনেক তাত্ত্বিক বই থাকলেও পরিস্থিতি বুঝে সমাধান দেবার মতো বই তেমন নেই। সে দিক থেকে 'পর্দা গাইডলাইন' বইটা বেস্ট। সহজ, সাবলীল ভাষায় লেখা অসম্ভব সুন্দর একটা বই! পর্দা সম্পর্কিত বেশ কিছু বই আমার পড়া হয়েছে কিন্তু এ বইটির মতো বাস্তবসম্মত সমাধানসহ বই সহসা দেখিনি।
ভাবছি, 'মনের পর্দাই বড় পর্দা' বলে মানা লোকজন এই বই পড়ে উনাদের মনের পর্দার বিরাটত্ব নিয়ে সন্দেহে পরে যান কিনা!

রিভিউ লিখেছেন : নাসিফা সিদ্দিকা।

বই : এখন যৌবন যার
31/12/2023

বই : এখন যৌবন যার

29/12/2023

মাঝে মাঝে হাসপাতাল, লাশ ধোয়ার ঘর ও কবরস্থানে যাতায়াত আপনার মনকে নরম রাখতে সহায়ক হবে।

-শায়েখ সুলতান ইবনে আবদুল্লাহ আলউমারী

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥“জুমাবার কুইজ প্রতিযোগিতা” (পর্ব -২)কুইজের নিয়মাবলী-১. সঠিক উত্তরটি কমেন্টে জানা...
29/12/2023

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥

“জুমাবার কুইজ প্রতিযোগিতা” (পর্ব -২)

কুইজের নিয়মাবলী-
১. সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে।
২. আপনার যেকোন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
৩. পোস্টটি শেয়ার করতে হবে। (ঐচ্ছিক)

বিয়ের আগে দ্বীনদারিতা ঠিকভাবে যাচাই করছেন তো?বিয়ের ক্ষেত্রে সমতা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমতা না হওয়ার কারণে...
28/12/2023

বিয়ের আগে দ্বীনদারিতা ঠিকভাবে যাচাই করছেন তো?
বিয়ের ক্ষেত্রে সমতা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমতা না হওয়ার কারণে পরবর্তীতে অনেক পরিবারেই মারাত্মক সমস্যা দেখা দেয়। এমনকি কখনো কখনো তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
একজন দ্বীনদার পাত্রপাত্রীর সাথে দ্বীনের বিষয়ে উদাসীন পাত্রপাত্রীর জীবনাচার নাও মিলতে পারে। দ্বীনদার চাইবে সবকিছুতে ধর্মের ছাপ থাকুক। আর দ্বীনহীন চাইবে সবকিছু ধর্মের আবরণমুক্ত থাকুক।

এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, কেউ কেউ বেপর্দা ও দ্বীনবিমুখ মেয়েকে বিয়ে করতে চান এটা ভেবে যে, বিয়ের পর তাকে দ্বীনের পথে ফিরিয়ে আনবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, দ্বীন সম্পর্কে উদাসীন মানুষটাকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে গিয়ে উল্টো নিজেই দ্বীনহারা হয়ে যেতে হয়। এর প্রধানতম কারণ হলো, নিজের ঈমান-আমল তেমন সবল না হওয়ার কারণে দ্বীনহীন মেয়েকে ঘরে এনে একপর্যায়ে নিজেরই দ্বীন হারিয়ে যায়। এ জন্য নিজের ও পরিবারের ঈমান-আমলের হালত যদি সবল না থাকে, তাহলে এমন মেয়েকে বিয়ে না করাই উত্তম।
অন্যদিকে একদম দ্বীনহীন ছেলেকে বিয়ে করলে একটি মেয়েও ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে। দেখা যাবে সে হালাল-হারামের বাছবিচার করে না, মেয়ের পর্দা নিয়মিত লঙ্ঘিত হয়। অনেক সময় দেখা যায় পাত্র মাশাআল্লাহ নামাজী, মেয়েকে পর্দাও করাবে। অথচ বিয়ের পর দেখা গেল পর্দা বলতে কী বোঝায় সে তা-ই জানে না। তার পরিবারে এই ধ্যান-ধারণা রয়েছে যে, পর্দা মানে হলো বাসার বাইরে গেলে একটা বোরকা পরে বের হওয়া, ব্যস এটুকুই।
এ জন্য বিয়ের আগে পাত্রপক্ষের সাথে কথা বলে সুনিশ্চিত হতে হবে যে, তারা পর্দা দ্বারা আসলে কোন পর্দা বোঝে? ইসলামী শরয়ী পর্দা নাকি দেশীয় সামাজিক পর্দা। এরপরই পরবর্তী পদক্ষেপের দিকে এগুনো উচিত হবে।
বই: 'বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি' বই থেকে

জুমাবার কুইজ প্রতিযোগিতার গতসপ্তাহের বিজয়ীকে অভিনন্দন। 💥বিজয়ীর প্রতি আমাদের অনুরোধ, শীঘ্রই আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে ...
28/12/2023

জুমাবার কুইজ প্রতিযোগিতার গতসপ্তাহের বিজয়ীকে অভিনন্দন। 💥
বিজয়ীর প্রতি আমাদের অনুরোধ, শীঘ্রই আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে আপনাদের নাম-ঠিকানা লিখে জমা দেবেন। ইনশাআল্লাহ, আপনার নিকট উমেদ প্রকাশের পক্ষ থেকে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।
প্রথম পর্বের সঠিক উত্তর - ৩ জন।

ভাবিয়া করিও বিয়ে করিয়া ভাবিও না। 😁আর ভাবতে হলে পড়তে হবে “বিয়ের আগে” বই
28/12/2023

ভাবিয়া করিও বিয়ে করিয়া ভাবিও না। 😁
আর ভাবতে হলে পড়তে হবে “বিয়ের আগে” বই

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥কুইজের নিয়মাবলী-১. সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে।২. আপনার যেকোন ফ্রেন্ডকে মেনশ...
27/12/2023

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥

কুইজের নিয়মাবলী-
১. সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে।
২. আপনার যেকোন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
৩. পোস্টটি শেয়ার করতে হবে। (ঐচ্ছিক)

26/12/2023

বাবুটা কি ভালো মা-বাবার “দুষ্টু বাচ্চা” নাকি “ভালো বাচ্চা”.!? 😁

[বলুন, আল্লাহুম্মা বারিক লাহা।] 🥰

26/12/2023

রাসূল ﷺ বলেন,

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمْ وَلَا حَزَنٍ وَلَا أَذًى وَلَا غَمْ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِمَا مِنْ خَطَايَاهُ

কোনো মুসলমান যখন 'نصبٌ' (নসব) তথা সফরের কারণে ক্লান্তি, 'وَصَبْ' (ওয়াসব) তথা পুরাতন কোনো রোগ, '' (হাম্মুন) তথা ভবিষ্যতের কোনো বিপদের আশঙ্কায় দুশ্চিন্তা, '' (হুযনুন) তথা অতীতের কোনো বিপদের কারণে দুঃখ, 'أَذًى' (আজা) তথা অন্যায়ভাবে কারও মাধ্যমে কষ্ট পাওয়া, '' (গম্মুন) তথা মনের মধ্যে কোনো কারণে দুঃখ অনুভূত হওয়া ইত্যাদি, পায়ে কোনো কাঁটা বিঁধে (অথবা ইনজেকশনের সুইয়ের আঘাতেও কষ্ট পায়, তবুও আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মার্জনা করে দেবেন। [১]

এই প্রতিটি বিপদের কারণে আল্লাহ তাআলা মুমিন-মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন। সে আল্লাহ তাআলার সঙ্গে গুনাহমুক্ত হয়ে সাক্ষাৎ করবে তারপর জান্নাতে প্রবেশ করবে। তাই সকল বিপদের সময় মুমিনের জন্য উচিত হলো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা।

[১] সহীহ বুখারী, হাদীস নং ৫৬৪০,৫৬৪১; সহীহ মুসলিম, হাদীস নং ২৫৭২।
নারীজীবনের সুখ-সংগ্রাম
আব্দুল্লাহ মুহাম্মাদ আবদুল মু'তী
ড. হুদা সাঈদ বাহলূল
অনুবাদ : মাহমুদ তাশফীন
খুচরা মূল্য : ২৮০৳

আপনার কী মনে হয়, কোন বই সম্পর্কে!?
25/12/2023

আপনার কী মনে হয়, কোন বই সম্পর্কে!?

25/12/2023

দ্বীনের কোনো কাজকে তুচ্ছ ভাবা যাবে না।
- মাওলানা ইবরাহীম দেউলা হাফিযাহুল্লাহ।

25/12/2023

আল্লাহর দিকে আমার যাত্রা শুরু হয় ফজর নামাজ থেকে। ফজর একটি যুদ্ধের নাম। ফজরযুদ্ধে জয়ীরা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ প্রিয়পাত্র।

- আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ।

বই : সালাফের জীবন থেকেলেখক : ইমরান রাইহান।খুচরা মূল্য : ১৯০৳
24/12/2023

বই : সালাফের জীবন থেকে
লেখক : ইমরান রাইহান।
খুচরা মূল্য : ১৯০৳

24/12/2023

ফজর নামাজ সময়মতো পড়তে না পারলে বা ছুটে গেলে বুঝতে হবে: আমি ভয়াবহ কোনো গুনাহে লিপ্ত। দ্রুত নিজের কাজকর্ম সংশোধনে মনোযোগি হওয়া জরুরী। আল্লাহ তাআলা শুধু তার প্রিয় আর বিশেষ বান্দাদেরই ফজরের জন্য জাগিয়ে দেন। ফজর পড়াটা মুনাফিকের জন্য খুবই কষ্টকর এক কাজ।

- আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ।

শায়খ মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ হাফি.-এর 'জীবনের একটি লক্ষ্য আছে' বইটি সম্পর্কে রকমারির সাইটে দেয়া একজন পাঠকের মন্তব্য...
23/12/2023

শায়খ মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ হাফি.-এর 'জীবনের একটি লক্ষ্য আছে' বইটি সম্পর্কে রকমারির সাইটে দেয়া একজন পাঠকের মন্তব্য।

খুচরা মূল্য ১৫০৳

মানুষ লজ্জা পায় যে, আমার অন্যায়-অনাচার যদি মানুষ দেখে ফেলে তাহলে তারা আমার নিন্দা করবে, অসৎ মানুষ মনে করবে, হয়তো ঘৃণাও ক...
23/12/2023

মানুষ লজ্জা পায় যে, আমার অন্যায়-অনাচার যদি মানুষ দেখে ফেলে তাহলে তারা আমার নিন্দা করবে, অসৎ মানুষ মনে করবে, হয়তো ঘৃণাও করবে, তাই অন্যের সামনে নিজের অন্যায় কাজকর্ম প্রকাশিত হওয়াকে মানুষ লজ্জার বিষয় মনে করে।

মানুষ পুরোনো ছেঁড়া কাপড় পরে কোনো অনুষ্ঠানে যেতে চায় না। এটাকে লজ্জার বিষয় মনে করে। ভাবে, মানুষ আমাকে গরিব মনে করবে, কৃপণ মনে করবে। দুনিয়ার এই ছোট সমাজ, তার চেয়েও ছোট কোনো একটি অনুষ্ঠানের ক্ষেত্রেও যখন মানুষের এই লজ্জাবোধ, ইমেজ হারাবার শঙ্কা তখন কিয়ামত-দিবসের মহা জমায়েতের ক্ষেত্রে, যেখানে আগের পরের নাবিয়্যীন, সিদ্দীকীন, শুহাদা-ছালেহীন উপস্থিত থাকবেন, কেমন ভয় ও লজ্জা থাকা উচিত! ওই জমায়েতে যদি আমার অন্যায়-আনাচার প্রকাশিত হয়ে পড়ে, সকলের সামনে, আম্বিয়ায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, শুহাদা ও সিদ্দীকীনের সামনে, জগতের সকল মানুষের সামনে—এটা কত বড় লজ্জার ব্যাপার হবে?
বই : জীবনের একটি লক্ষ্য আছে
লেখক : মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
উমেদ প্রকাশ
খুচরা মূল্য: ১৫০৳ টাকা।

22/12/2023

উমেদ প্রকাশ থেকে আয়োজিত “মাসিক মেনশন প্রতিযোগিতার” ৮ জন বিজয়ীদের ঘোষণা আজকে রাতে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে।

যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তারা অনুগ্রহ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।

গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে।

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥আজকে থেকে উমেদের পক্ষ থেকে “জুমাবার কুইজ প্রতিযোগিতা” শুরু হয়েছে।কুইজের নিয়মাবল...
21/12/2023

সঠিক উত্তর দিয়ে বই হাদিয়া বুঝে নিন! 💥

আজকে থেকে উমেদের পক্ষ থেকে “জুমাবার কুইজ প্রতিযোগিতা” শুরু হয়েছে।

কুইজের নিয়মাবলী-
১. সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে।
২. আপনার যেকোন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
৩. পোস্টটি শেয়ার করতে হবে। (ঐচ্ছিক)

21/12/2023

ভালো মা-বাবার দুষ্টু বাচ্চা 😂

21/12/2023

মানুষকে আদেশ করা হয়েছে কুরআন অনুযায়ী আমল করতে। তাই তোমরা আমলের উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করো।
- হযরত হাসান বসরী রহ.
- তাফসীরে সামআনী, ৪/১১৯; মাদারিজুস সালিকীন, ১/৪৫০: তালবীসে ইবলিস, ১০৯
বই : কুরআন অনুধাবন : পদ্ধতি ও সতর্কতা
মূল : ড. খালিদ বিন আব্দিল কারীম মুহাম্মদ
ভাষান্তর : মুফতী জাওয়াদ আহমাদ
উমেদ প্রকাশ।

20/12/2023

সন্তানের পথভ্রষ্টতার জন্য আপনাকে পাকড়াও করা হবে।
- মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ।

এক বোনের ক্লিকে “পর্দা গাইডলাইন”।আপনার তোলা ছবি কমেন্টে দেখতে চাই।
19/12/2023

এক বোনের ক্লিকে “পর্দা গাইডলাইন”।
আপনার তোলা ছবি কমেন্টে দেখতে চাই।

19/12/2023

হিশাম বিন উরওয়া তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'দুটি মাতলামি তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।

এক, অজ্ঞতার মাতলামি।
দুই, আয়েশি জীবনের মাতলামি।

এ দুটোর কারণেই তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করো না।

- আল-আমরু বিল মারুফ ওয়ান নাহইয়ু আনিল মুনকার লি ইবনি আবিদ দুনইয়া : ৩২।

নবীজীর শেখানো মকবুল দুআ শিখতে পড়ুন, “মুনাজাতে মাকবুল” বইটি।
18/12/2023

নবীজীর শেখানো মকবুল দুআ শিখতে পড়ুন, “মুনাজাতে মাকবুল” বইটি।

18/12/2023

ইতিহাস জানার প্রতি আপনার আগ্রহ সৃষ্টিতে কার অবদান বেশি?

কমেন্টে আপনার উত্তর জানাবেন।

17/12/2023
17/12/2023

মেনশন প্রতিযোগিতার সময় আজ রাত ১২ টায় শেষ হবে, আরও একজনকে মেনশন করে আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে রাখতে পারেন। 😊

17/12/2023

সুফইয়ান রহ. বলেন,
বান্দা যত নিয়ামত ভোগ করে, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহর জিকিরের নিয়ামত।

- হিলইয়াতুল আওলিয়া : ৭/৩০৭।

16/12/2023

ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. বলেন,
যে কোনো বিপদে পড়েছে, সে এই বিপদের মাধ্যমে নবিদের পথ গ্রহণ করেছে, নবিদের সুন্নাত পালন করেছে।
হিলইয়াতুল আওলিয়া: ৪/৫৬।

‘নারী জীবনের সুখ-সংগ্রাম’ বইটা কাউকে গিফট করতে চান? তাহলে তাকে মেনশন করুন। আপনার পক্ষ থেকে আমরা তাকে বই পৌঁছে দেব ইনশাআল...
15/12/2023

‘নারী জীবনের সুখ-সংগ্রাম’ বইটা কাউকে গিফট করতে চান?
তাহলে তাকে মেনশন করুন। আপনার পক্ষ থেকে আমরা তাকে বই পৌঁছে দেব ইনশাআল্লাহ।

মেনশনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৮ জন পাবেন ‘নারী জীবনের সুখ-সংগ্রাম’ বইটি হাদিয়া। মেনশনের ক্ষেত্রে সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা বেশিসংখ্যক মেনশনও করতে পারেন

সময় : প্রতিযোগিতা চলবে,১৭ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when উমেদ প্রকাশ Umed Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উমেদ প্রকাশ Umed Prokash:

Videos

Share

Category



You may also like