গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ভ্যানগাড়ীর ৪ আরোহী নিহত হয়েছেন। এতে ১জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ও গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করেছে।
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে রিক্রুট ব্যাচ ২০২২ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে যুক্ত হলো ১৫৩ সৈনিক।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-ট্রেনের সংঘর্ষে মাইক্রোর এক যাত্রী নিহত এবং চালক আহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১১টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দ সাবেক ব্যাংক কর্মকর্তা তিন বছরের সাজা প্রাপ্ত সালাউদ্দিনের মৃত্যু
টঙ্গী নদী বন্দর এলাকায় তিন একর অধিগ্রহণ করা জমির মধ্যে আড়াই একর জমিতে ১১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে টঙ্গী ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ইকোপার্কে ১০ হাজার গাছ লাগানো হয়েছে তা নদী রক্ষার পাশাপাশি জনসাধারণের বিনোদন দেবে।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বলেন, শিল্প নগরী হিসেবে এখানে বিদ্যুৎ এর ব্যাপক চাহিদা থাকায় লোডশেডিং আছে। তবে এই গ্রিড গুলো চালু হলে লোডশেডিং অনেকটা কমে যাবে। আর পাশ্ববর্তী জেলা ময়মনসিংহেও সরবরাহ করা যাবে। যার ফলে যেখানকার মানুষও এর সুফল ভোগ করবে।