Nostami অ-মানুষ

Nostami অ-মানুষ সত্যের সন্ধানে

👇 Must Watch This 👇 PLESS VISIT
21/09/2024

👇 Must Watch This 👇 PLESS VISIT

Big Pangas Fish kutting video Pangas Fish Cutting halal ghor bd | Big Pangas Fish Cutting #...

যখন প্যাট কামিন্সকে হায়দ্রাবাদ নিলাম থেকে দলে নিয়ে নেয় তখন কাব্য মারানের মুখে খুশি। হায়দ্রাবাদের  ইতিহাসে একটি ঐতিহা...
29/05/2024

যখন প্যাট কামিন্সকে হায়দ্রাবাদ নিলাম থেকে দলে নিয়ে নেয় তখন কাব্য মারানের মুখে খুশি। হায়দ্রাবাদের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত!

- আরসিবিও কামিন্সের জন্য 20.25 কোটি পর্যন্ত গিয়েছিল যখন তাদের পার্সে মাত্র 23.75 কোটি টাকা অবশিষ্ট ছিল।

29/05/2024

নদী খননের পর পাওয়া গেল বিশাল সাইজের মাছ, নদীর পারে পার্কে এটা কি ময়লার ভাগার এখন নদী Saifullah Sadiনদী খননের পর পাওয়া গেল বি.....

বিরাট কোহলিকে একটা ইন্টারভিউ'তে জিজ্ঞেস করেছিলো, "আপনার সবচেয়ে খারাপ মোমেন্ট কোনটা!"কোহলির উত্তর ছিলো এরকম - "অস্ট্রেলিয়...
20/05/2024

বিরাট কোহলিকে একটা ইন্টারভিউ'তে জিজ্ঞেস করেছিলো, "আপনার সবচেয়ে খারাপ মোমেন্ট কোনটা!"
কোহলির উত্তর ছিলো এরকম - "অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে আনুশকা উপস্থিত ছিলো। আমরা হারার পর অনেক ফ্যানরা আনুশকাকে অপয়া বলেছে। সে মাঠে থাকলে নাকি ভারত হারে"

আমার মনে হয় একটা মানুষের জীবনে নিজের স্ত্রী সম্পর্কে এরকম কথা শুনার চেয়ে কষ্টের আর কিছুই নেই। তাও বিরাট কোহলির মত একটা ব্যাটসম্যান! অথচ আনুশকা শর্মাকে কোনদিন এসব ব্যাপারে পাবলিকলি নাক গলাতে দেখেছেন?! দেখবেনও নাহ!

আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন- বিরাট কোহলি বিয়ের পর চেঞ্জ হয়ে গেসেন। কোহলির মধ্যে আগের সেই এগ্রেসিভ ভাব, অস্থিরতা বা উশৃংখলা নেই।

গত আইপিএলে হারার পর কোহলি যেভাবে ইশানের মাথায় হাত বুলিয়ে দেন, কিংবা বিশ্বকাপে দর্শকরা যখন নাভিদকে দুয়ো দিচ্ছিলো ওই মূহুর্তে দর্শকদের থামার জন্য যেভাবে আহবান করলেন- মনে হলো যেন তার মত এত শান্ত, ধী-স্থীর মানুষ পৃথিবীতে আর একটাও নেই। বছর-দুয়েক আগে যখন কোহলির পারফরম্যান্স ড্রপ করলো, অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠলো - তখনো সবকিছু ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করেছেন। এরকম আরো অনেক পরিবর্তন আমি কোহলির মধ্যে দেখেছি।

এই সবকিছুর আড়ালে আনুশকার একটা বড় প্রভাব আছে। একজন নারী সম্পূর্ণ রূপে একজন পুরুষকে ভাঙ্গতেও পারেন, গড়তেও পারেন। সৃষ্টিকর্তা সবাইকে সব ক্ষমতা দেননি, সম্ভবত নারীদের এই ক্ষমতা দিয়েছেন।

কোহলি ম্যাচ জেতার পর এমন উল্লাস আনুশকা শর্মাকেই মানায়।
শুভকামনা।

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।এই হাত লাগা শুধু শারীরিক...
19/05/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি,আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে
আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..

মুখলিস দা'ঈ ডা: জাকির নায়েক হাফিজাহুল্লাহ। বয়সের ভারে দাঁড়ি-চুল সাদা হতে শুরু করেছে। আপাদমস্তক একজন বায়োবৃদ্ধ হিসেবে চিহ...
18/05/2024

মুখলিস দা'ঈ ডা: জাকির নায়েক হাফিজাহুল্লাহ। বয়সের ভারে দাঁড়ি-চুল সাদা হতে শুরু করেছে। আপাদমস্তক একজন বায়োবৃদ্ধ হিসেবে চিহ্ন দেখা দিয়েছে !

জীবনের বিরাট একটা অংশ দাওয়াতি কাজে ব্যয় করে অসামান্য অবদান রেখেছেন। আল্লাহর পথে সংগ্রাম করে নিজ মাতৃভূমি ,সম্পদ ও আত্মীয়-স্বজন সবাইকে হারিয়েছেন। সবিশেষ হিজরতের স্বাদ আস্বাদন করে দূর দেশে দিন পার করছেন।

এমন একজন মুখলিস ও পারঙ্গম দা'ঈ উম্মাহের বড় প্রয়োজন ছিলো। কিন্তু, আল্লাহদ্রোহী শক্তি সহ্য করতে পারে নাই। এমনকি , নামদারী তাওহীদবাদী দেশগুলাও ভালো একটা সাপোর্ট দেয় নাই। তিনি সবর করে আছেন। আল্লাহ থেকে আগত উত্তম ফায়সা চুপসে মেনে নিয়েছেন। আল্লাহ স্যারকে উত্তম জাযা দান করুক!

দরদী এই দা'ইর জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন এবং আবারো যেন তাকে দাওয়াতের ময়দানে চষে বেড়াবার তাওফীক্ব দান করেন - আমীন।

কপি পোস্ট

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাই বুঝতে পেরেছিল ভারত আমাদের বন্ধু নয় ।বর্তমান প্রজন্মের যারাই বুঝতে পারবে,যে ভারত আমা...
23/04/2024

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাই বুঝতে পেরেছিল ভারত আমাদের বন্ধু নয় ।
বর্তমান প্রজন্মের যারাই বুঝতে পারবে,যে ভারত আমাদের বন্ধ হতে পারে না
তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান ।

23/04/2024

হিন্দুদের কবলে মহিলা মাদ্রাসার দাওরা পড়োয়া ছাত্রীর করুন হাল।

অপরিচিত নাম্বারে কল রিসিভ করলাম : যত সম্ভব একজন মধ্য বয়সী মহিলা সালাম দিয়েছেন। আমি উত্তর দিয়ে জিজ্ঞাসা করলাম কে বলছেন?
কিসের জন্য কল করেছেন..!?

হুজুর আপনি রাকি আমির হামজা বলছেন?

আমি : জ্বী

হুজুর " আমার একটি মেয়ে কে মাদ্রাসায় দিয়েছিলাম পড়াশোনা করার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলছে তার। এই বছর দাওরায়ে হাদিস উঠার পর সে মোবাইল ব্যবহার করে। আমাদের পরিবার থেকে তাহাকে মোবাইল দেয়নি। কিন্তু যখন সমস্যা হয়েছে তখন জানতে পারি। সে একটি ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে আছে সে ছেলে তাহাকে মোবাইল গিফট করে।দীর্ঘ ৭ মাসের সম্পর্ক ছিলো তাদের। আর এই ৭ মাসে ৯ বারের বেশিই ছেলের সাথে সাক্ষাত হয় সরাসরি। প্রতিবার মাদ্রাসা থেকে মিথ্যা অযুহাত দেখিয়ে দেখিয়ে ছুটি নিয়ে ছেলের সাথে সাক্ষাত হয় তার। সম্পর্কের সূচনা হয় fb থেকে তার এক বান্ধুবির মোবাইলে fb id ব্যবহার করে। ছেলেটি একটি মুসলিম নাম দিয়ে আইডি পরিচালনা করতো : আইডির নাম আজিজুল ইসলাম।তার পুরো টাইম লাইনে মুসলিমের কালচার রীতিনীতি বেশ ভরপুর ছিলো। কিন্তু তার আসল নাম ছিলো রঞ্জিত কুমার সাহা, সে একজন ক ট্ট র হি ন্দু ত্ব বা দী এবং ভা গু য়া ট্রাপ মিশনের সদস্য। এই বিষয়টি আমরা তখনি জানতে পারি!যখন আমার মেয়েকে নিয়ে সে পালিয়ে যেতে চাচ্ছে সেদিন রাতে। এগুলো বিস্তারিত আপনার সাথে সরাসরি বলতে চাচ্ছি। এখন যে কারণে আপনার নিকট কল করা। সেটা হলো আমার মেয়ের সাথে সে যত বার সাক্ষাত করতো ততবারই মিষ্টি খাওয়াই তো। বর্তমানে আমার মেয়ে শারীরিক মানসিক উভয় ভাবে বেশ অসুস্থ। যখন চোখ বন্ধ করে তখনি তার সামনে কালী মন্দির ও মূর্তির ছবি ভেসে উঠে।আর ঘুমে স্বপ্ন দেখে বিভিন্ন সাপ তাহাকে দৌড়ানোর চেষ্টা করে। কখনো কখনো শ্মশ্বান ঘাট থেকে একটি পুরোহিত তাহাকে মিষ্টিমুখ করে যায়। যেদিন মিষ্টি খাওয়া হয় স্বপ্ন সেদিন সে রক্ত বমি করে।টয়লেট অনেক আটকে থাকে তার। মেডিক্যাল রিপোর্টে কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানতে পারছি বা তার উস্তদরা বলতেছে তাহাকে যাদু করা হয়েছে। বহু কবিরাজ ও দেখিয়েছি তাবিজ ব্যবহারে করে দেখছি, কোনো উপকার আসতেছেনা। আজকে আপনার একটি লাইভ সেশনের তিলাওয়াত শোনেন হয়। আর সেটা শোনার পর তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।প্রচুর পরিমানের রক্ত বমি করতেছে। এখন এই মুহুর্তে কি করতে পারি আমাকে সাহায্য করুন ........

আমি : আরো বিস্তারিত কিছু জেনে স্বাভাবিক হওয়ার জন্য সেল্ফ সাজেশন দিয়েছি। এবং নিকটস্থ রুকইয়াহ সেন্টারে দ্রুত রেফার করি। যদি সেখানে সমাধান না আসে বলেছি নিয়ে আসতে আমার নিকট।

________________________________________



মহিলা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা মুহতামিমদের নিকট। আকুল আবদেন আপনারা সচেতন হোন। মাদ্রাসা ছাত্রীদের মোবাইল তল্লাশি করুন। দাওরায়ে হাদিস পড়ে ও যদি এতো অধপতনে স্বীকার হয়।তাহলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো এক সময় প্রশ্ন উঠবে জাতির নিকট! ক্লাস গুলো তে তাদের মিশন গুলো নিয়ে স্পষ্ট আলোচনা করুন ছাত্রীদের মাঝে। তারা যেমন কলেজ ভার্সিটি ধ্বংস করে দিয়েছে। এখন তারা কওমি মহিলা মাদ্রাসা গুলো কে ধ্বংস করে দিতে চাই৷ সময় থাকতে সতর্ক হোন। প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করুন। আবারো বলছি তাদের মিশনের টার্গেট আমাদের মা বোন গুলো......

আল্লাহ তাআলা আমাদের সকল কে হিফাজত করুক। সাথে ঘুমন্ত উম্মাহর ঘুম থেকে জাগ্রত করে দেক এই দুআ করি। সকাল সন্ধার মাসনুন আযকার গুলো করুন।হি ন্দু দে র দোকানের মিষ্টি খাওয়া বন্ধ করুন। ঘরে প্রতিদিন সূরা বাকরাহ তিলাওয়াত করুন। প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের প্রতি সর্তক হোন।

দাওয়াহর নিয়তে লেখাটি শেয়ার করতে পারেন।

জাযাকুমুল্লাহ 💐

সংগৃহীত ❤️

08/04/2024
হে মুসলিম যুবতীরা! আপনাদেরকে উপভোগ করার জন্য হিন্দুত্ববাদীরা মারাত্মকভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে। ওইসব হিন্দুদের চক্রান্...
08/04/2024

হে মুসলিম যুবতীরা! আপনাদেরকে উপভোগ করার জন্য হিন্দুত্ববাদীরা মারাত্মকভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে। ওইসব হিন্দুদের চক্রান্তে যেন কোন নারী না পড়ে। আমার আইডির মাঝে মারাত্মক শকুনের নজর পড়েছে। তাদের অনেক কিছুই শেয়ার করেছিলাম, কমেন্ট করেছিলাম, কিন্তু এখন আর করতে পারি না। আপনারা শেয়ার করুন। মুসলিম নারীদেরকে বাঁচান।

23/03/2024

আহারে আরব আমিরাত এখনও নাকে তেল দিয়ে ঘুমাও?

05/01/2024

ইসলামী শরীয়তে বিবাহ শাদী করা সুন্নত। কোন কোন সময় তাহা ওয়াজিব হয়। আবার কোন কোন সময় ফরজ হয়। আবার কোন কোন সময় .....

14/12/2023
প্রতিটি বাবা মায়ের এই উপদেশ গুলো শুনা উচিত
09/12/2023

প্রতিটি বাবা মায়ের এই উপদেশ গুলো শুনা উচিত

Best waz of the year arif bin habib new waz child rights new waz by arif bin habib islamic tvIslamic Lecture- Maulana Hafizur Rahman Siddiki Kuakataবছরের সের...

08/12/2023

যার ওয়াজ শুনে সারা বিশ্ব পাগল হলো। M***i Habibur Rahman HabibiIslamic Lecture- M***i Habibur Rahman Habibiমুফতি হাবিবুর রহমান হাবিবি,মুফতী হাবিবুর রহমান হা.....

06/12/2023

ঈমান ও আমলের চারটি উপকারিতা এক নাম্বারে পৃথিবীর ক্ষমতা দান করবেন। দ্বিতীয় নাম্বারে রাষ্ট্রীয় পেরেশানি বা অশা.....

মনের ভিতর থেকে কোরআন তেলাওয়াত এর স্বাদ-ই আলাদা।
28/11/2023

মনের ভিতর থেকে কোরআন তেলাওয়াত এর স্বাদ-ই আলাদা।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে মনের পেরেশানি দূর হয়, অন্তরে তৃপ্তি অনুভব হয়, দুনিয়াবি পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা...

মায়াবী কন্ঠে কোরআন তেলাওয়াত
28/11/2023

মায়াবী কন্ঠে কোরআন তেলাওয়াত

মনের ভিতর থেকে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা ওই তেলাওয়াত এর মাঝে অনেক তৃপ্তি ও স্বাদ দান করেন যাহা...

Address

DAG/683, Moushire, Sujarpara, Utca Khan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nostami অ-মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category