Govt. Circular

Govt. Circular It's not the Govt. Organization but from here you can get Govt Order, Circular. So, Follow this Page.
(1301)

পবিত্র রমজান মাস আসার আগেই সিন্ডিকেট ব্যবসায়ী ষড়যন্ত্র করছে।
09/12/2024

পবিত্র রমজান মাস আসার আগেই সিন্ডিকেট ব্যবসায়ী ষড়যন্ত্র করছে।

ছবির দুইজনই হিন্দু ( সনাতনী)আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন? ছবির ১ম জন  দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্রা...
09/12/2024

ছবির দুইজনই হিন্দু ( সনাতনী)
আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন?
ছবির ১ম জন দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছে। ❤️🇧🇩

ছবির ২য় জন, চিন্ময় কৃষ্ণ দাশ ওরফে প্রভু যে দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রে লিপ্ত, ভারতীয় চর!!

শুধু হিন্দু হলেই আপনি হিন্দুর পক্ষে যাবেন না! বুঝতে হবে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী!

✅ এনআইডিতে ভুল থাকলে জরুরি সংশোধনের আহ্বান।আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে ত...
09/12/2024

✅ এনআইডিতে ভুল থাকলে জরুরি সংশোধনের আহ্বান।
আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

09/12/2024

✅ কাস্ট-ইন-সিটু পাইল (Cast-in-Situ Pile) এর বিস্তারিতঃ
কাস্ট-ইন-সিটু পাইল হলো এমন একটি পাইলিং পদ্ধতি, যেখানে পাইল সরাসরি নির্মাণ সাইটে তৈরি করা হয়। এতে মাটি খনন বা ড্রিল করার পর সেই গর্তে কংক্রিট ঢেলে পাইল তৈরি করা হয়। এই পদ্ধতি মূলত গভীর ভিত্তি নির্মাণে ব্যবহার করা হয়, যেখানে মাটি নরম বা ভারবহনক্ষমতা কম থাকে।

✅কাস্ট-ইন-সিটু পাইলের বৈশিষ্ট্যঃ
সাইটে প্রস্তুতকরণ:
এই পাইল সাইটে সরাসরি তৈরি হয়।
পাইলের ব্যাস ও দৈর্ঘ্য মাটির প্রকৃতি এবং কাঠামোর প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়।
উপাদান:
কংক্রিট (সাধারণত রিইনফোর্সড কংক্রিট)।
স্টিলের রড (রিইনফোর্সমেন্ট)।
প্রক্রিয়া:
ড্রিলিং বা খনন।
রিইনফোর্সমেন্ট বসানো।
কংক্রিট ঢালা।
বৈচিত্র্য:
কাস্ট-ইন-সিটু পাইল বিভিন্ন প্রকার হতে পারে, যেমন বোর পাইল (Bored Pile), গ্রাউটেড পাইল (Grouted Pile)।

✅কাস্ট-ইন-সিটু পাইলের প্রক্রিয়া
===================
সাইটের মাটি পরীক্ষা:
মাটির ধরন, গভীরতা ও শক্তি যাচাই করা হয়।
গর্ত খনন বা ড্রিলিং:
নির্ধারিত ব্যাস এবং গভীরতা অনুযায়ী মাটি খনন করা হয়।
বোরিং মেশিন ব্যবহার করা হয়।
রিইনফোর্সমেন্ট স্থাপন:
গর্তের ভিতরে রডের কাঠামো বসানো হয়।
কংক্রিট ঢালা:
কংক্রিট ঢালা হয়, সাধারণত ট্রেমি পাইপের মাধ্যমে।
পাইলের শক্তি বাড়ানোর জন্য কম্প্যাকশন করা হয়।
কিউরিং:
কংক্রিট শক্ত হওয়ার জন্য নির্দিষ্ট সময় ধরে কিউরিং করা হয়।
কাস্ট-ইন-সিটু পাইলের সুবিধা
সাইটে সামঞ্জস্য:
সাইটের মাটি ও কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পাইল ডিজাইন করা যায়।
ব্যাস নিয়ন্ত্রণ:
প্রয়োজন অনুযায়ী পাইলের ব্যাস বড় বা ছোট করা যায়।
কম পরিবহন খরচ:
পাইল পরিবহনের ঝামেলা নেই।

✅ভারি লোড সহ্য করতে সক্ষম:
বিশেষ করে গভীর এবং ভারী কাঠামোর জন্য কার্যকর।
কাস্ট-ইন-সিটু পাইলের সীমাবদ্ধতা
সময় সাপেক্ষ:
প্রি-কাস্ট পাইলের তুলনায় সময় বেশি লাগে।
পরিবেশগত প্রভাব:
ড্রিলিংয়ের সময় শব্দ এবং কম্পন হয়।
মাটি ও পানি দূষণ হতে পারে।
ক্লান্তিকর প্রক্রিয়া:
পাইলের গুণগত মান বজায় রাখা কঠিন।
খরচ বেশি হতে পারে:
সাইটে নির্মাণের জন্য বিশেষ সরঞ্জাম ও দক্ষ শ্রমিকের প্রয়োজন।

✅কাস্ট-ইন-সিটু পাইলের প্রকারভেদঃ
=======================
বোর পাইল (Bored Pile):
গর্ত ড্রিল করার পর কংক্রিট ঢালা হয়।
ড্রাইভন কাস্ট-ইন-সিটু পাইল (Driven Cast to cast in sito pile

09/12/2024

🔥 আপনার মতামত কী 🔥

09/12/2024
💥 আজ থেকে জাতীয় নাগরিক কমিটি - Jatiya Nagorik Committee এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বোচ...
09/12/2024

💥 আজ থেকে জাতীয় নাগরিক কমিটি - Jatiya Nagorik Committee এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার অঙ্গীকার।💥

09/12/2024

দাম বৃদ্ধির ১০ মিনিট পর বাজারে মিলছে বোতলজাত সয়াবিন তেল। জাতির কাছে প্রশ্ন এতদিন এ-ই বোতলের তেল কোথায় ছিলো.?

✅ বসদের ৯ ভুলে চলে যান যোগ্য কর্মীরা:-১. বাড়তি কাজ২. প্রতিদান না দেওয়া৩. ভালো-মন্দ না দেখা৪. প্রতিশ্রুতি পালন না করা৫....
09/12/2024

✅ বসদের ৯ ভুলে চলে যান যোগ্য কর্মীরা:-
১. বাড়তি কাজ
২. প্রতিদান না দেওয়া
৩. ভালো-মন্দ না দেখা
৪. প্রতিশ্রুতি পালন না করা
৫. ভুল মানুষকে প্রমোশন দেওয়া
৬. কর্মীদের আবেগকে পাত্তা না দেওয়া
৭. কর্মীর দক্ষতাকে হেয় করা
৮. সৃস্টিশীলতায় বাধা প্রদান
৯. অযথা পীড়াদায়ক লক্ষ্য নির্ধারণ করা।

✅ মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র (০৮/০৭/২০১৫)৷
09/12/2024

✅ মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র (০৮/০৭/২০১৫)৷

08/12/2024

🔥 ভারতের পা-চাটা কিছু কুলাঙ্গার মুসলিম যেটা বলার সাহস পায় না সেটা এই দেশপ্রেমিক হিন্দু বোনটি বলতে মোটেই দ্বিধা করেনি। এরাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। এই হিন্দু বোনকে সত্য কথা তুলে ধরার জন্য জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।❤️🌺

08/12/2024

🔥যুগে যুগে স্বৈরাচারের পতন এমন হয়।পৃথিবীর সমস্ত স্বৈরাচারের পতন হবে। ইনশাআল্লাহ।

08/12/2024
08/12/2024

✅ জমি রেজিস্ট্রি খরচ ২০২৪: জেনে নিন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে।

যদি কোনো জমির ঘোষিত মূল্য হয় ৫০ লাখ টাকা, তবে আনুমানিক রেজিস্ট্রেশন খরচ হবে:

স্ট্যাম্প ডিউটি: ৭৫,০০০ টাকা (১.৫%)

রেজিস্ট্রেশন ফি: ৫০,০০০ টাকা (১%)

ভ্যাট: নগর এলাকায় ৭,৫০,০০০ টাকা (১৫%)

এআইটি: নির্ভর করবে জমির প্রকৃতির উপর।

জমি রেজিস্ট্রেশনের আগে কিছু পরামর্শ

জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করুন।

সকল নথি যাচাই করে নিন।

সংশ্লিষ্ট ভূমি অফিস বা রেজিস্ট্রি অফিস থেকে সঠিক তথ্য সংগ্রহ করুন।

জমি রেজিস্ট্রেশনের খরচের ক্ষেত্রে সরকারি নিয়মাবলী অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাই, জমি কেনার আগে সঠিক তথ্য জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

জমি রেজিস্ট্রি খরচ ২০২৪: জেনে নিন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে

জমি কেনা-বেচার ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশে জমি রেজিস্ট্রেশনের খরচ নির্ধারিত হয় জমির মূল্যের উপর ভিত্তি করে এবং এতে বেশ কয়েকটি ফি ও কর অন্তর্ভুক্ত থাকে। ২০২৪ সালের জমি রেজিস্ট্রেশনের আনুমানিক খরচ ও প্রয়োজনীয় তথ্য নিচে তুলে ধরা হলো:

জমি রেজিস্ট্রেশন খরচের প্রধান উপাদান

১. স্ট্যাম্প ডিউটি:

জমির ঘোষিত মূল্যের ১.৫%।
২. রেজিস্ট্রেশন ফি:

জমির ঘোষিত মূল্যের ১%।
৩. ভ্যাট:

নগর এলাকায় ১৫% এবং গ্রামীণ এলাকায় ৩%।
৪. এডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি):

জমির ঘোষিত মূল্যের উপর নির্ভর করে, বাণিজ্যিক ক্ষেত্রে এটি বেশি হতে পারে।

অন্যান্য খরচ

ডকুমেন্টেশন ফি: দলিল তৈরি, দাখিলা, ও অন্যান্য নথিপত্র প্রস্তুতের খরচ।

আইনজীবীর ফি: জমি রেজিস্ট্রেশনের আইনি দিকগুলো নিশ্চিত করতে আইনজীবী নিয়োগের প্রয়োজন হতে পারে।

বিজ্ঞপ্তি ফি: সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের খরচ।

গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত৷https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/mopa_repor...
08/12/2024

গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত৷
https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/mopa_report_publication/8a53147e_e6b8_454a_9f88_99c2a924cd8f/cr3-2024-122.PDF

🌏 বর্তমান বিশ্বের আলোচিত স্বৈরশাসকেরা কে কত বছর শাসন করছে?ইওয়েরি মুসেভেনিউগান্ডা, ১৯৮৬ সাল থেকে - বর্তমানভ্লাদিমির পুতিন...
08/12/2024

🌏 বর্তমান বিশ্বের আলোচিত স্বৈরশাসকেরা কে কত বছর শাসন করছে?

ইওয়েরি মুসেভেনি
উগান্ডা, ১৯৮৬ সাল থেকে - বর্তমান

ভ্লাদিমির পুতিন
রাশিয়া, ১৯৯৯ সাল থেকে - বর্তমান

বাশার আল আসাদ
সিরিয়া, ২০০০ সাল থেকে - ২০২৪

শেখ হাসিনা
বাংলাদেশ, ২০০৯ সাল থেকে - ২০২৪

কিম জং উন
উত্তর কোরিয়া, ২০১১ সাল থেকে - বর্তমান

আবদেল ফাত্তাহ আল-সিসি
মিশর, ২০১৪ সাল থেকে - বর্তমান

হাসিনা-আসাদের পর মধ্যপ্রাচ্যের আরেক গণহ'ত্যাকারী-খু'নি সি'সির প'ত'ন দেখতে চায় বিশ্ববাসী।
🤲🤲🤲

Address

Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Circular posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Govt. Circular:

Videos

Share