Metro Coverage

Metro Coverage Bangladesh 1st online store .Trusted discount partner , low price guarantee.

26 Years of selling World leading Brand products in Bangladesh
for Consumer Electronics , Information Technology , as well as professional communication and broadcasting equipment. Metro Coverage opened its original storefront in 1990 at Purana Paltan in the city of Dhaka and our reputation for extensive inventory and fair, honest advice began with our first customer. Metro Coverage began dedica

tion to candid selling and quality merchandise which quickly attracted a loyal following of photo, video and audio professionals and retail consumers as well around the city of Dhaka and all the Bangladesh

By the time we developed a reputation for honesty and ethical business practices, and the word spread.

দাম বাড়ার আগেই অর্ডার করুন.জিনসেং মিশ্রিত মালয়েশিয়ান নম্বর ওয়ান কফি. জিনসেং অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায়, এটি রোগ প্রত...
12/01/2025

দাম বাড়ার আগেই অর্ডার করুন.জিনসেং মিশ্রিত মালয়েশিয়ান নম্বর ওয়ান কফি. জিনসেং অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনীশক্তি বাড়ায়। এটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় কার্যকরী। এটি যৌনাকাংখা বৃদ্ধি করে, শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে, সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে। এটি ডায়াবেটিস রোগে সহায়ক ঔষধ হিসেবে নির্দেশিত।
এখন মাত্র ৯৯৯ টাকা.

বিউটি পার্লার এর সকল পণ্যের জন্য ইনবক্স করুন.
01/10/2024

বিউটি পার্লার এর সকল পণ্যের জন্য ইনবক্স করুন.

28/09/2024

চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ

দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নোবেল পুরস্কার ব...
24/09/2024

দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকব। যা কিছুই হোক না কেন; যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান।

সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে।

এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি তার (ড. ইউনূস) পাশে থাকব, যাই হোক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস ১৭ কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব— এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। আহমাদুল্লাহ বলেন, সরকারি টাকায় হজ করা এক ধর...
24/09/2024

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

আহমাদুল্লাহ বলেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতিবছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরিয়া ও নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়। এতে একদিকে যেমন দেশের টাকার অসদ্ব্যবহার হয়, পাশাপাশি এসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা।

জিম্মি ফল ব্যবসায়ীরাআমদানির আড়ালে জিল্লুর-সিরাজুল সিন্ডিকেটরাজধানীর বাদামতলী। বিদেশি ফল আমদানির প্রাণকেন্দ্র। এখানকার সা...
12/09/2024

জিম্মি ফল ব্যবসায়ীরা
আমদানির আড়ালে জিল্লুর-সিরাজুল সিন্ডিকেট
রাজধানীর বাদামতলী। বিদেশি ফল আমদানির প্রাণকেন্দ্র। এখানকার সাধারণ ব্যবসায়ীদের লক্ষ্য ও উদ্দেশ্য অল্প টাকায় বিদেশি ফল দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়া। তবে বিগত প্রায় দেড় দশকে সাধারণ আমদানিকারকদের মাথায় হাত জিল্লুর চেয়ারম্যান ও সিরাজুল ইসলাম সিন্ডিকেটের দৌরাত্ম্য।

ফল আমদানিকারক হাজি রহমত বলেন, ২০২২ সালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ভিটামিন ‘সি’র চাহিদা মেটাতে বেশ কয়েকজন ব্যবসায়ী মিলে আমরা আমদানি করি অন্তত ৬০ কনটেইনার মাল্টা। যা ঢাকা পর্যন্ত পৌঁছলে ক্রেতারা মাত্র দেড়শ টাকা কেজিতে কিনতে পারবেন। তবে বেয়াই হাজি সিন্ডিকেটের কারসাজিতে সে ফল আটকা পড়ে চট্টগ্রাম বন্দরে। এই সুযোগে সিন্ডিকেটের মজুত রাখা মাল্টা বাজারে ছেড়ে প্রতি কেজি বিক্রি করা হয় ৪৫০ টাকা দরে। এতে সর্বস্বান্ত হয়ে ফলের বাজার ছাড়তে হয় রহমতদের। এখন টুকটাক ব্যবসা করেন টুকরিতে ফল নিয়ে।

বাদামতলীর আরেক ব্যবসায়ী বলেন, বেয়াই হাজি সিন্ডিকেটের অন্যতম হোতা ও হাজি সেলিমের একান্ত ঘনিষ্ঠ অনুচর জিল্লুর চেয়ারম্যান ও সিরাজুল ইসলাম। তাদের একচেটিয়া কর্তৃত্ব এখনও বহাল আড়ত এলাকায়।

সিরাজুল ইসলাম নিয়ন্ত্রণে রেখেছেন ফল আমদানি-রপ্তানিতে সহায়তাদানকারী ব্যাংকগুলো। তার এই কাজে নেপথ্য সহযোগী আলোচিত ব্যবসায়ী এস আলমের একজন নিকটাত্মীয়।

বিভিন্ন সময় ওই আত্মীয়ের সহায়তায় ঋণপত্র খোলায় জটিলতা, ডলারের দাম বৃদ্ধি ও শুল্ক বাড়ানোর অজুহাতে বিপাকে ফেলা হয় ব্যবসায়ীদের। এ সময় ওভার ইনভয়েসে এলসি খুলতে বাধ্য করে ১ টাকার ফল দশ টাকা দেখিয়ে বিদেশে পাচার করা হয় মুদ্রা।

অভিযোগ রয়েছে, এই কাজ সহজতর করতে সিরাজুল ইসলাম নিজেই খেজুর বাগান কিনেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। মাল্টা, কমলা ও আপেল বাগান আছে ভারত, ভুটান, নেপালসহ বেশ কয়েকটি দেশে।

সেকান্দার নামে এক ব্যবসায়ী বলেন, প্রতিবেশী দেশের এসব বাগান থেকে চোরাই পথে ফল ঢোকে দিনাজপুর, হিলি, জয়পুরহাটসহ আশপাশের জেলায়। যেখানে এই সিরাজুলের নামে-বেনামে হিমাগার বা ফল সংরক্ষণাগার আছে অন্তত ৮০ থেকে ৮৪টি। এই ব্যবসায়ী আরও বলেন, পাচার হওয়া টাকা দিয়ে শুধু দুবাই, আবুধাবি ও তৎসংলগ্ন এলাকায় কেনা হয়েছে অন্তত ২৪টি বাড়ি ও ফ্ল্যাট। এই সিন্ডিকেটের কারসাজিতে বছরের ব্যবধানে কমলা, মাল্টা, আঙুর ও আপেলের দাম বেড়েছে কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশের বাজারের ৬০-৬৫ শতাংশ ফল বিদেশ থেকে আমদানি করা হয়। কয়েক বছর আগে দেশের ফলের বাজার ছিল আমদানি করা বিদেশি ফলের দখলে। তবে ডলার সংকটের পাশাপাশি কাস্টমস শুল্কহার বাড়িয়ে দেওয়ায় সেই আমদানি করা ফলের বাজারে ধস নেমেছে।

দেশে কৃষি পণ্য আমদানির ছাড়পত্র দিয়ে থাকে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। প্রতিষ্ঠানটির তথ্যমতে, দেশের সমুদ্রবন্দর দিয়ে ভারত, চীন, থাইল্যান্ড, ভুটান, মিসর, ব্রাজিল, তিউনিশিয়া, আর্জেন্টিনা, তুরস্ক, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, পর্তুগাল, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স থেকে ফল আমদানি করা হয়। ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ৩ লাখ ৭৮ হাজার টন ফল আমদানি করা হয়।

২০২১-২২ অর্থবছরে আমদানি করা হয় ৫ লাখ ৬ হাজার টন। আমদানি কম হয়েছে ১ লাখ ৬ হাজার টন।

এছাড়া, জুলাই ২০২২ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত ৫ মাসে ১ লাখ ৫৮ হাজার টন ফল আমদানি করেছেন ব্যবসায়ীরা। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত দেশে ফল আমদানি করেছেন ব্যবসায়ীরা এক লাখ ৬২ হাজার টন।

আর ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ এর নভেম্বর পর্যন্ত কমলা আমদানি করা হয়েছে ৪১ হাজার ৮৯২ টন, মাল্টা ৩০ হাজার ২২ টন, আপেল ৫৬ হাজার ২৭৭ টন ও আঙুর ২৫ হাজার ৪০৭ টন। আমদানি কম হওয়ার কারণে চাহিদার শীর্ষে থাকা আপেল, কমলা, মাল্টা ও আঙুরের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিভিন্ন ফলের বাজারে সরেজমিন ঘুরে জানা গেছে, ২০২২ সালে আপেলের কেজি ছিল ১৭০-১৮০ টাকা। সেটা এখন ২৬০-২৭০ টাকা। বছরের ব্যবধানে বেড়েছে কেজিতে ৮০-৯০ টাকা। কমলা ছিল ১৫০-১৬০ টাকা কেজি। এখন ২৪০-২৬০ টাকা। বেড়েছে ৯০-১০০ টাকা। মাল্টার কেজি ছিল ১৬০-১৭০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা। বেড়েছে ১০০ টাকা। আর আঙুরের দাম ছিল ৩৫০-৩৬০ টাকা কেজি। এখন ৪৪০-৪৫০ টাকা। কেজিতে বেড়েছে ৯০ টাকা।

ব্যবসায়ীদের অভিযোগ, বেয়াই হাজি সিন্ডিকেট কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে আমদানি করা বিদেশি ফলের ওপর শুল্কহার বাড়িয়ে দেওয়ার সুযোগ কাজে লাগায় সুবিধাভোগীরা। কর বাড়ানোর আগেই আমদানি করা ফল সেই সুযোগে বাজারে ছেড়ে বেশি দামে বিক্রি করে অস্থির করে তোলে ফলের বাজার।

আগে প্রতি কেজি আপেল, কমলা ও মাল্টায় ৬২ টাকা শুল্ক আদায় করা হলেও এখন তা ঠেকেছে ৮৮ টাকায়। একইভাবে ৯৮ টাকার আঙুরের শুল্কহার ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে বিদেশি ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্কহার ছিল ৩ শতাংশ, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৩ শতাংশে। এছাড়া এসব পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খুলতে চায় না ব্যাংকগুলো। সেই সঙ্গে আছে অন্যান্য ভ্যাট ও কর। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এলসির নামে অর্থ পাচার করে এই সিন্ডিকেট।

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী ও আড়তদার সমিতির বর্তমান সভাপতি মো. হারুন বলেন, বাংলাদেশে ‘ফ্রেশ ফ্রুটস’ ও ‘ড্রাই ফ্রুটস’ এই দুই ক্যাটাগরিতে প্রায় ৫২টির মতো ফল আমদানি করে। শুল্ক না কমলে এসব ফলের দাম কমার সম্ভাবনা নেই। তিনি বলেন, ফল আমদানির ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। এতে আমরা ফল আমদানি করতে হিমশিম খাচ্ছি। সে ক্ষেত্রে যদি কাস্টমস কর কমানো হয়, তাহলেই সাধারণ মানুষ বাজার থেকে ফল কিনতে পারবে। আর সেটি না হলে ফলের দাম নিু ও মধ্যবিত্তের নাগালে আসবে না। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মোবাইলে এসএমএস ও কল দিয়েও পাওয়া যায়নি।

আপনার নিজের খেয়াল রাখছেন তো?সুন্দর এই পৃথিবীতে নিজেকে সুন্দর এবং আকর্ষনীয় রাখতে কে না চায়। সাংসারিক প্রচন্ড কাজের চাপে এ...
09/09/2024

আপনার নিজের খেয়াল রাখছেন তো?
সুন্দর এই পৃথিবীতে নিজেকে সুন্দর এবং আকর্ষনীয় রাখতে কে না চায়। সাংসারিক প্রচন্ড কাজের চাপে এবং পরিস্থিতি বিবেচনায় পার্লার এর খরচ এডর্জাষ্ট করতে আপনি আপনার নিজের রুপচর্চার কথা ভুলে যাচ্ছেন ? এখন বাসায় বসে আপনি আপনার ফেশিয়াল করতে পারেন মাত্র-৬০/= টাকায়। এই ফেশিয়াল মাস্ক ব্যবহারে আপনার ত্বক হবে আরো উজ্জল ও মসৃন এবং মন হবে প্রফুল্ল্য।
অর্ডার করতে আজই ইনবক্স করুন

দেশে ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। মৃত্যুও বেড়েছে দ্বিগুণের বেশি। জনস্বাস্থ্যবিদেরা ব...
05/09/2024

দেশে ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। মৃত্যুও বেড়েছে দ্বিগুণের বেশি। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, আবহাওয়া পরিস্থিতি যেমন, তাতে ডেঙ্গু বেড়ে যাওয়ার লক্ষ্মণ স্পষ্ট।

আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬ হাজার ৯৯৯ জন, মৃত্যু হয় ৩০ জনের।

কালোটাকা সাদা করার বিধান বাতিল হুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে। এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্ত...
29/08/2024

কালোটাকা সাদা করার বিধান বাতিল
হুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে। এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

Floods: Over 1 million marooned in 11 districtsPlease Help us,
25/08/2024

Floods: Over 1 million marooned in 11 districts
Please Help us,

Congratulations Bangladesh Cricket team ,
25/08/2024

Congratulations Bangladesh Cricket team ,

আলাদা করে ভালোবাসা তৈরি হলো।❤️❤️আমরা সত্যিই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গর্বিত
22/08/2024

আলাদা করে ভালোবাসা তৈরি হলো।❤️❤️
আমরা সত্যিই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গর্বিত

পানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ,টানা বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু...
22/08/2024

পানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ,
টানা বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাঁটুপানিতে তলিয়ে গেছে।

বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে উপদেষ্টা নাহিদ, দ্রুত স্পিডবোট-ট্রলার পাঠাতে বললেন
22/08/2024

বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে উপদেষ্টা নাহিদ, দ্রুত স্পিডবোট-ট্রলার পাঠাতে বললেন

সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
21/08/2024

সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক
21/08/2024

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক

এইচএসসিতে অটোপাসের সিদ্ধান্ত আসতে পারে,নতুন রুটিন অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর হওয়া কথা ছিল। তবে পুনর...
20/08/2024

এইচএসসিতে অটোপাসের সিদ্ধান্ত আসতে পারে,
নতুন রুটিন অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর হওয়া কথা ছিল। তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি (রুটিন) বাতিল হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Address

16, Purana Palton, Unit No 12, Ground Floor Advanced Gloriana Tower
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Metro Coverage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Coverage:

Videos

Share