Journey of Artwork and Creativities
ছবি আঁকার প্রতিভা টুকটাক আমাদের সবার ভিতর আছে! আমার নিজের এই প্রতিভাটা বিকাশের কারণ হচ্ছে আমার পরিবার! আমার আব্বু আম্মু ২জনই চমৎকার আঁকেন. আমার বড় বোনকে ছোট বেলায় দেখতাম অনেক সুন্দর স্কেচ করতেন! আমার আম্মু জামা কাপড়ে সুন্দর সুন্দর নিজের করা নকশা করতেন. আমার আব্বু আমার বোন এর প্রাক্টিকালের ছবি এঁকে দিতেন চমৎকার ভাবে! এজন্য বলা যেতে পারে বংশগতভাবে পেয়েছি জিনিসটা ! কেও কখনো আমাকে বাধা দেয়নি এটার জন্য! ছোট বেলায় বিছানার চাদরে ছবি আঁকতাম. এজন্য আব্বু দেখে দেখে পশুপাখি ফুল ফল ওয়ালা বিছানার চাদর আনতেন যেন আমি ওটা দেখে আরো আঁকাআঁকি করি, কিছু শিখি!
2018 সালে হঠাৎ কি যেন মনে হলো একটা YouTube চ্যানেল ওপেন করে ফেলি. আঁকাআঁকির ভিডিও বানাতাম! তারপর কিছুদিন পর এই পেজটা ওপেন করে ফেলি! শুরুর দিকে শুধু মাত্রই নিজের আঁকা ছবি পোস্ট করতাম!আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে! তখন আমি ছিলাম ক্লাস ৯ এ ! এসএসসি পরীক্ষা সামনে থাকার কারণে তেমন একটা সময় দিতে পারতাম না তবুও অনেক রেসপন্স পেয়েছি! তারপর একদিন একটা গ্রুপ এ একটা অপুকে দেখলাম সে তার কিছু আঁকানো ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন সহায়তা এবং প্রকাশ করার মাধ্যমের অভাবে আজ সে সব ভুলে গিয়েছেন এবং হারিয়েছেন তার প্রতিভা! তখন হঠাৎ করে মাথায় এলো যে আমি যদি আমার পেজটাকে একটা প্লাটফর্ম বানিয়ে ফেলি যেখানে সবাই সবার প্রতিভা প্রকাশ করতে পারবে তাহলে কেমন হয়! তারপর একটা পোস্ট দেই যে অনেকেই আছেন আমাদের ভিতর যাদের অনেক প্রতিভা আছে তবে হেল্পিং হ্যান্ডের অভাবে সেগুলো হারিয়ে যায় এজন্য আমার পেজের মাধ্যমে আমি ঐসব মানুষদের হেল্পিং হ্যান্ড হতে চাই! প্রথম দিনই অনেক রেসপন্স পেয়েছি!
মূলত ব্যাপার তা হচ্ছে ফেইসবুক এ অনেক অনেক গ্রুপ আছে এমন যেখানে মানুষ নিজেদের আঁকাআঁকি পোস্ট দিতে পারে! কিন্তু সেখানে ম্যাক্সিমাম সময় পোস্ট অপ্প্রভ হয়না, আবার অনেকসময় রেসপন্স পায়না, উৎসাহ পায় না! এজন্য আরো বেশি রেসপন্স পেয়েছি আমি ! আর তাছাড়াও শুধু মাত্র আঁকাআঁকি পোস্ট করা না, পাশাপাশি সবাই কে উৎসাহ দিয়ে ছবি আঁকানোও আমাদের উদ্দেশ্য!
এরপর থেকে নিজের আঁকা ছবির পাশাপাশি কেও পেজ এ মেসেজ দিয়ে তার ছবি পাঠালে তার নাম সহ আমরা সেটা পৌঁছে দেয় সবার কাছে! এরপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো. পরীক্ষার ভিতর একদম এ সময় পেতাম না. তবুও অনেক সহায়তা পেয়েছি সবার থেকে! মাঝে মাঝে এমন অনেক ছবি পেতাম যেগুলো থেকে অনেক বেশি কিছু শেখার আছে কিন্তু ওই মানুষ গুলো সহায়তার অভাবে লুকিয়ে রেখেছিলো এতদিন এগুলো ! আস্তে আস্তে মেম্বার বাড়তে থাকে পেজ এ ! অনেক বেশি ভালো লাগলো এটা দেখে! স্কুল, কোচিং এ যখন যেতাম তখন আমার শিক্ষকরাও অনেক এপ্রিশিয়েট, ইন্সপিয়ার করতেন এটার জন্য! ভালো লাগতো তখন! নিজেকে সফল মনে হতো তখন!
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা পেয়েছি তা অনেক!
Keep Supporting Us!