Course Point

Course Point /সৃষ্টিকর্তা আমার দুর্বলতা/🥀❤️

25/12/2024

BNP- অধিকাংশ নেতা-কর্মীরা গ্রুপিং, চাঁদাবাজি,দখলদারি,গুন্ডামী সহ অবৈধ ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত সময় পার করছে।

এরা যেন সম্পূর্ণ ভাবে আউট অফ কন্ট্রোল।মনে হয় এদের কোন স্ট্রং নেতৃত্ব নেই।সর্বহারা দলের মত আচরণ,কর্মকান্ড।

এ দল ক্ষমতা পেলে কি করবে; ভাবতেই গাঁ শিউরে ওঠে।

বিঃদ্রঃ ভুল বলে থাকলে বলবেন,ইনশাআল্লাহ শুধরে যাব।

21/12/2024

ওর অপরাধ বড়দের সম্মান করেনা!😃

21/12/2024

#মুমূর্ষু_রোগীকে_সহায়তার_জন্য_আবেদন 😭
আমি #মিলি_আক্তার, স্বামী-মোহাম্মদ কামরুল ইসলাম পেশায় দিনমজুর ( হকার ), সংসার জীবনে আমার এক ছেলে ও এক মেয়ে, যথাক্রমে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে । ২০১৪ সাল থেকে আমি কিডনি রোগে আক্রান্ত । ২০১৯ সালের ২১ ডিসেম্বর আমার একটি
#১টি_কিনডি_কেটে_ফেলা_হয় 😭 অন্য কিডনি ৭২% অকার্যকর হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ ক্রমে সপ্তাহে ৩টা ডায়ালাইসিস করা লাগে। দীর্ঘ দিন চিকিৎসা করতে গিয়ে পিতার ও স্বামীর ২৫ লক্ষ টাকা ও সমস্ত কৃষি জমি বিক্রি করতে হয়েছে ।নতুন কিডনি প্রতিস্থাপনে আরো ২০ লক্ষ টাকার প্রয়োজন। এমতাবস্থায় পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকার নিমিত্তে আপনাদের কাছে মানবিক সহযোগিতা চাচ্ছি। আপনাদের সাধ্যমত সহযোগিতা করে আমার পাশে দাঁড়াবেন #পোস্ট_share_করে_সহযোগীতা_করবেন
নিম্ন ঠিকানায় সহায়তা পাঠাবেন 👇👇
IFIC Bank account 👉 0200171219811
বিকাশ_নগদ_পার্সোনাল_নাম্বার
👉 018 87 16 67 48

20/12/2024

দেশের পরিস্থিতি ভালো না
গুম খুন চুরি ডাকাতি লুটপাট প্রতি দিন হচ্ছে! 🤔

18/12/2024

নিজের হাতে বউ কে খুন,
অতঃপর জনতার হাতে আটক এ-ই যুবক! 😡

18/12/2024

একজন মায়ের আত্মনাথ! 😭

18/12/2024

"রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল তারা—নিষ্ঠুর ইউনুস বাহিনী।
মাশুদ আর রায়হানের অপরাধ ছিল একটাই—তারা বুকভরা সাহস নিয়ে 'জয় বাংলা' লিখেছিল।
সেই স্লোগান, যে স্লোগানে বেঁচে আছে আমাদের স্বাধীনতা, আমাদের অস্তিত্ব।
তাদের তরুণ শরীরে ছুরির আঘাতের চিহ্ন যেন এই সমাজের নৃশংসতার সাক্ষ্য বহন করছে।

কিন্তু কি জানে তারা? মাশুদ আর রায়হান মরেনি।
তাদের রক্তের প্রতিটি বিন্দুতে লেখা হয়ে গেছে 'জয় বাংলা'।
তাদের সেই লেখা কেউ মুছতে পারবে না।

এই মৃত্যু আমাদের লজ্জা, এই মৃত্যু আমাদের তাড়না।
তোমাদের ত্যাগ আমরা ভোলার নই।
মাশুদ আর রায়হানের নাম আমরা হৃদয়ে লিখে রেখেছি, চিরকাল থাকবে।

জয় বাংলা!"

12/12/2024
12/12/2024

আমার স্বপ্নে কি একটিবার আসবেন আব্বা😭
অনেক কথা বলার আছে আপনাকে💔😭

12/12/2024

সারাদিনের ক্লা'ন্তি শেষে, রাতের নীর-বতায় তোমায় বড্ড মনে পড়ে !!'🙂💔

কারো মানসিক শান্তি! 🫣
10/12/2024

কারো মানসিক শান্তি! 🫣

06/12/2024

এটা দেখা'র জন্য মোটেও প্রস্তুত ছিলাম না 😄🤣

05/12/2024

#রাজনীতি নিয়ে কথা না বললেও পারতেন হুজুর!

03/12/2024

আসুন ভারতীয় সকল পণ্য তেল,চাল,ডাল,আলু,চিনি, পেয়াজ বর্জন করি😂
দেশপ্রেম রক্ষা করি🤣

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Course Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category