Israt Ara Ferdushi Lopa

Israt Ara Ferdushi Lopa Israt Ara Ferdushi Lopa is ready to give you full computer skills and Freelancing services.

আপনি পিছিয়ে পরছেন না তো😳😳😳🟩🟢বর্তমানে ফ্রিল্যান্সিং পেশার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।✅✅ফ্রিল্যান্সিং হল এমন একটি সে...
21/10/2024

আপনি পিছিয়ে পরছেন না তো😳😳😳

🟩🟢বর্তমানে ফ্রিল্যান্সিং পেশার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

✅✅ফ্রিল্যান্সিং হল এমন একটি সেক্টর যেখানে মানুষ নিজের স্কিল কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয় করতে পারে।

✅✅বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং পেশাকে পার্ট টাইম আবার কেউ ফুল টাইম হিসেবে বেছে নিয়েছে। আবার কেউ চাকরির পাশাপাশি নিজের ফ্রি সময়টাকে নষ্ট না করে ফ্রিল্যান্সিং করে আয় করছে।

✅✅ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনার প্রয়োজন কিছু নির্দিষ্ট স্কিল। তা অর্জন করে আপনি খুব সহজেই লোকাল এবং গ্লোবাল মার্কেটপ্লেসে একজন মার্কেট এক্সপার্ট হিসেবে
নিজের পরিচিতি বাড়িয়ে কাজ করতে পারেন। এবং উপার্জন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত আয়।

✅✅ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো মাধ্যম রয়েছে যেমন facebook ,instagram ,twitter , tik tok, LinkedIn ইত্যাদি

✅✅সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার হাতে থাকা ডিভাইসটার মাধ্যমেই আপনি চাইলেই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারেন।

📣📣এর জন্য প্রথমত প্রয়োজন একটি দক্ষ গাইডলাইন। যে গাইডলাইন ফলো করে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করবেন।

✅✅তাই সময় নষ্ট না করে নিজেকে তৈরি করুন ভবিষ্যতের জন্য।


20/10/2024

নিজের লক্ষ্য ঠিক আছে❓❓

🚫🚫একটু খেয়াল করলেই আমরা দেখতে পাই আমাদের ছোটবেলায় একটা ক্যারিয়ারের চিন্তা আমাদের বাবা মায়ের কাছ থেকে আসে।

যেমন আমার ছেলে বা মেয়ে এমন হবে , এ কাজ করবে ঐ কাজ করবে। আরো কত কি। আসলে কি তা হয়❗

আবার যখন আমরা একটু বড় হয়ে যায় নিজের ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করি তখন মনে হয় যে ,আমার এই
পড়াশোনাটা শেষ করে এইটা করবো ,কিন্তু শেষ পর্যন্ত দেখি সেটাও হয়ে ওঠেনা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে।😔😔😔এই অবস্থা মেয়েদের বেলায় খুব বেশিই পরিলক্ষিত হয়।

এখানে আসলে কি দাঁড়ায়❓❓

✅✅এখানে বলা যায়,আমাদের লক্ষ্য স্থির নেই। কারণ শুধু লক্ষ্য স্থির করলেই হবে না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে।

✅✅এইজন্য কিছু কথা না বললেই নয়।

👉নিজের লক্ষ্য স্থির করুন এবং তার অনুপাতে পরিকল্পনা করুন।

👉নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সময় নির্দিষ্ট করুন।

👉কাজ করতে গেলে ভুল হবে নিজের ভুল থেকে শিক্ষা নেন।

👉নিজের লক্ষ্য অর্জনের জন্য একজন দক্ষ মেন্টরকে Follow করুন।

👉নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য্য ধরে নিজের লক্ষ্য এগিয়ে যান। সাফল্য ঠিক একদিন আপনের কাছে এসে ধরা দেবে।
ইনশাআল্লাহ।






বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জীবন শুধুমাত্র লেখাপড়ার মাঝেই সীমাবদ্ধ নেই, বরং যুগের সাথে তাল মিলিয়ে ছাত্র জীবন থেকেই শু...
19/10/2024

বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জীবন শুধুমাত্র লেখাপড়ার মাঝেই সীমাবদ্ধ নেই, বরং যুগের সাথে তাল মিলিয়ে ছাত্র জীবন থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্যারিয়ারের জন্য যুদ্ধ।

সাধারণত ছাত্র জীবনে লেখাপরার পাশাপাশি একজন ছাত্রের আরো নানাবিধ কাজে অর্থের প্রয়োজন হয়। এই সময়টা এমন একটা সময় আমরা চাইলেও সকল প্রয়োজনের জন্য টাকা পরিবারের কাছ থেকে চাইতে পারিনা। হয়তোবা নতুন একটা জিনিস কিনতে ইচ্ছে করলো কিন্তু পরিবারের কাছে টাকা চাইতে হয়তোবা নিজের কাছেই বাধো বাধো ঠেকলো, কারণ তারা এমনিতেই আমাদের পড়াশোনার পেছনে অনেক টাকা-পয়সা খরচ করেন।
আবার নিজেই এইকথা ভেবে চুপসে যাই।

বর্তমান সময়ে উপার্জনের জন্য সবচাইতে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং ( ঘরে বসে আয়) কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়।

যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় মুক্ত পেশাজীবী এ ধরণের কাজে কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে, এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক।

ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। নিজের অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ থাকে। সাথেই সুযোগ থাকে নিজের ইচ্ছামত একটা পেশার।

সবকিছু মিলিয়ে এই বর্তমান সময়টাতে একজন ছাত্র কেন শুধু পড়াশোনার উপর নির্ভর করে নিজের ক্যারিয়ার গঠন করার চিন্তা করবে বরং নিজের একটি মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিংও বেছে নিতে পারে।

আপনাদের কি মতামত???

🟢🟢চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং - এক নতুন দিগন্ত🪟⏰আজকের দিনে চাকরিজীবী হওয়া মানেই সারাক্ষণ ব্যস্ত থাকা।😓😓 কিন্তু এই ব্য...
19/10/2024

🟢🟢চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং - এক নতুন দিগন্ত🪟

⏰আজকের দিনে চাকরিজীবী হওয়া মানেই সারাক্ষণ ব্যস্ত থাকা।😓😓 কিন্তু এই ব্যস্ততার মাঝেও অনেকেই নিজের দক্ষতা বাড়াতে এবং অতিরিক্ত আয়ের স্বপ্ন দেখেন। ।

🙂🙂এই স্বপ্ন পূরণের এক অন্যতম মাধ্যম হল ফ্রিল্যান্সিং।

👉👉 তবে প্রশ্ন হল, একজন চাকরিজীবীর জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসলে কতটা জরুরী❓❓❓

✅✅ চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের সবচেয়ে বড় কারণ হল অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা।

👉👉চাকরির বেতন যতই ভালো হোক না কেন, অতিরিক্ত আয় সবসময়ই স্বাগত। কারণ, আজকের দিনে এই বাড়তি খরচ সামলানো অনেকের কাছেই অসম্ভব হয়ে উঠেছে।😔😔 এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া ও ভবিষ্যতের সমস্যা থেকে আগাম তৈরি থাকার একটি মাধ্যম ফ্রিল্যান্সিং।

👉👉‌ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি নিজের দক্ষতার ভিত্তিতে বাড়তি আয় করতে পারবেন😊😊

🤔🤔অনেকেই ভাবতে পারেন, চাকরি থাকলে আর ফ্রিল্যান্সিং করার দরকার কী? আসলে, ফ্রিল্যান্সিং চাকরিজীবীদের জন্য অনেক সুযোগ এবং সুবিধা নিয়ে আসতে পারে।

✅আয়ের উৎস বৃদ্ধি: ফ্রিপ্রল্যান্সিং আপনার আয়ের উৎস বাড়াতে সাহায্য করতে পারে। আপনার দক্ষতা অনুযায়ী কাজ বেছে নিয়ে আপনি অতিরিক্ত আয় করতে পারেন।

✅দক্ষতা বৃদ্ধি: নতুন নতুন প্রকল্পে কাজ করার মাধ্যমে আপনি নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এটি আপনার ক্যারিয়ার গ্রোথে সাহায্য করবে।

✅স্বাধীনতা: ফ্রিল্যান্সিং আপনাকে কাজের স্বাধীনতা দেয়। আপনি নিজের পছন্দমতো সময় এবং জায়গায় কাজ করতে পারবেন।

✅নতুন নেটওয়ার্ক তৈরি: ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন ক্লায়েন্ট এবং প্রফেশনালদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। এটি আপনার নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করবে।

✅প্যাসিভ ইনকাম: কিছু ক্ষেত্রে, আপনি একবার তৈরি করা পণ্য বা সার্ভিস বিক্রি করে প্যাসিভ ইনকাম করতে পারবেন।

👉👉চাকরিজীবী হয়েও ফ্রিল্যান্সিং আপনার আয় বাড়াতে, দক্ষতা বৃদ্ধি করতে এবং কাজের স্বাধীনতা পেতে সাহায্য করতে পারে। যদি আপনি সময় ব্যবস্থাপনা করতে পারেন এবং আপনার দক্ষতার উপর কাজ করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য একটি দুর্দান্ত অতিরিক্ত আয়ের উৎস হতে পারে।

16/10/2024

আলহামদুলিল্লাহ🥰🥰🥰

গতকাল আমরা Weekly Meeting সম্পূর্ণ করলাম ।এই মিটিং এর জন্য অসংখ্য ধন্যবাদ Perk Prova ম্যামকে ❤️

ম্যাম অত্যন্ত সুন্দরভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে সবার সাথে আলোচনা করেছেন।

✅✅টিমের সাথে ঐক্যতা নিয়ে যেনো ভালোভাবে কাজ করতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

✅✅ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্তপেশা। বর্তমানে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিয়ে...
15/10/2024

✅✅ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্তপেশা।

বর্তমানে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিয়েছে এবং নিচ্ছে।

✅✅ফ্রিল্যান্সিং মূলত ঘরে বা যে কোন জায়গা থেকে কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট কাজ করা।

✅✅বর্তমান সময়ে বেকারত্বের জাঁতাকলে পরা অনেক তরুণের কাছেই এখন আশার আলো হয়ে উঠেছে। প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে কাজের চাহিদাও বাড়ছে।

👉👉কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-

🔸বেকারত্বের হাত থেকে রেহায় পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিধান্ত।

🔸আবার অনেকে চাকুরি করতে ভাল লাগে না। চাকুরির ক্ষেত্রে সকাল-সন্ধ্যা সময় মত অফিসে যেতে হয়। অফিসে কাজ করার চাপ থাকে,
সে কারণে অনেকে চাকুরি করা টা পারফেক্ট মনে করে না। তাছাড়া আবার অনেকে ছোট-খাটো ব্যবসা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে।

🔸আবার এমন অনেকেই আছি যে পড়াশোনা তো শেষ করেছি ,কিন্তু সংসার ও বাচ্চাকে প্রায়োরিটি দিয়ে বাহিরে কিছু করা হয়ে ওঠে নাই। এ অবস্থায় আমরা আমাদের ফ্রী সময় কে কাজে লাগিয়ে খুব সহজেই এই সেক্টরে কাজ করতে পারি।

✅✅আপনি যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা ও নেই।

✅✅তাছাড়া কাজের জন্য অফিসের প্রয়োজন নাই।

✅✅মিনিমাম বাজেটের কম্পিউটার দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন।

👉👉এ ক্ষেত্রে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। আপনার নিস অনুযায়ী যেকোন বিষয়ের দক্ষতা অর্জন করে কাজ করতে পারবেন।

✅✅আর অবশ্যই দক্ষ হতে হলে প্রয়োজন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।




✅✅Facebook monetization✅✅✅✅Facebook monetization হলো ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি এবং শেয়ার করে আয় করার প্রক্রিয়া। ...
12/10/2024

✅✅Facebook monetization✅✅

✅✅Facebook monetization হলো ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি এবং শেয়ার করে আয় করার প্রক্রিয়া।

👉এটি করতে হলে প্রথমে ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা মেনে কনটেন্ট তৈরি করতে হবে।

👉ভিডিও, আর্টিকেল, এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আয় করা যায়। এড ব্রেক, ইনস্ট্যান্ট আর্টিকেল, এবং ইন-স্ট্রিম এডস হলো কয়েকটি মূল উপায়।

✅✅ যারা মনিটাইজেশন সুবিধা উপভোগ করতে চায়, তাদের অবশ্যই নির্দিষ্ট কিছু নীতিমালা এবং প্রয়োজনীয়তা পূরণ করতে হয়।

👉👉এই প্রক্রিয়াটি কনটেন্ট ক্রিয়েটরদের তাদের কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দেয়।

নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারে।✅✅Facebook  Ads Campaign এর মাধ্যমে খুব সহজেই আপনার ব্যবসাকে  টার্গেট অডিয়েন...
10/10/2024

নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারে।

✅✅Facebook Ads Campaign এর মাধ্যমে খুব সহজেই আপনার ব্যবসাকে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন খুব সহজেই।





✅ভিজিটিং কার্ডের ব্যবহারভিজিটিং কার্ড হল ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি ছোট কার্ড যাতে তাদের নাম, পদবি, সংস্থা, যোগাযোগের ...
09/10/2024

✅ভিজিটিং কার্ডের ব্যবহার

ভিজিটিং কার্ড হল ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি ছোট কার্ড যাতে তাদের নাম, পদবি, সংস্থা, যোগাযোগের তথ্য ইত্যাদি থাকে।

এটি ব্যবহার করা হয়:⏬⏬

🔸পরিচয় দেওয়ার জন্য: নতুন লোকের সাথে পরিচয় করানোর সবচেয়ে সহজ উপায়।

🔸যোগাযোগের তথ্য আদান-প্রদান: কার্ডে দেওয়া তথ্যের মাধ্যমে পরবর্তীতে যোগাযোগ করা সহজ হয়।

🔸ব্র্যান্ডিং: কার্ডের ডিজাইন এবং তথ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ তৈরি করে।

🔸নেটওয়ার্কিং: বিভিন্ন অনুষ্ঠানে নতুন যোগাযোগ গড়ে তুলতে কার্ড বিনিময় করা হয়।

👉👉সার্বিকভাবে, ভিজিটিং কার্ড ব্যবসায়িক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এবং যোগাযোগের একটি সহজ মাধ্যম।

09/10/2024

💢ফেইসবুকে মানুষের সফলতা আর কত দেখবেন ? 🫡🫡

🔰এইবার আপনার ক্যরিয়ার গুছানোর পালা। মাত্র একটি ফ্রি সেমিনারের ফর্ম পুরন হতে পারে আপনার বেকার জীবন থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। 😍😍

🔰ফেইসবুক স্ক্রোল করলেই দেখবেন ফ্রিল্যন্সারদের সফল ক্যরিয়ার কিন্তু কখনো কেউ আপনার ক্যরিয়ার গঠনে সঙ্গি হতে চায় না।

🔰ঠিক এইখান থেকে Success Biz Family-র যাত্রা শুরু। প্রোজেক্ট মেম্বার হিসেবে Success Biz Family-তে জয়েন করলেই লার্নিং এর পাশাপাশি ক্যরিয়ার এবং আর্নিং হবে নিশ্চিত। 😍😍

🔰তাই সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ক্যপ্সনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে রেজিস্ট্রেশন ফর্মটি পূরন করে পারসোনাল ভাবে Zoom লাইভে এসে ক্যারিয়ার অপরচুনিটি সম্পর্কে বিস্তারিত জেনে ১৪/১০/২০২৪ইং বিকেল ৩ টার মেগা সেমিনারের জন্য আপনার সিট টি কনফার্ম করুন।😍😍

💢💢কথা দিচ্ছি এই সেমিনারটি আপনার ক্যারিয়ার + ইনকামের জন্য টার্নিং পয়েন্ট হবে।


#

✅ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হল আপনার ব্যবসা বা পণ্যের বিজ্ঞাপন সরাসরি ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যক...
09/10/2024

✅ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হল আপনার ব্যবসা বা পণ্যের বিজ্ঞাপন সরাসরি ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর উপায়।

👉👉 এটি আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কার্যকরভাবে টার্গেট করতে সাহায্য করে। আপনি বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ এবং অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরের ভিত্তিতে আপনার লক্ষ্যবস্তুকে নির্বাচন করতে পারেন।

✅✅ফেসবুক Ads এর গুরুত্বপূর্ণ দিকগুলি:

🔸দৃশ্যমানতা বৃদ্ধি: মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারীর কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

🔸লক্ষ্যবস্তু নির্ধারণ: নির্দিষ্ট গ্রাহকদের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারেন।

🔸পরিমাপ: বিজ্ঞাপনের কার্যকারিতা মূল্যায়ন করা সহজ।

🔸বাজেট নিয়ন্ত্রণ: আপনার বাজেট অনুযায়ী বিজ্ঞাপন চালাতে পারেন।

🔸ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সফল করার জন্য:

🔸স্পষ্ট লক্ষ্য: আপনার ক্যাম্পেইনের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন।

🔸আকর্ষণীয় কন্টেন্ট: দর্শকদের আকৃষ্ট করার মতো কন্টেন্ট তৈরি করুন।

🔸নিয়মিত পর্যবেক্ষণ: ক্যাম্পেইনের পারফরম্যান্স নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন।

✅✅সংক্ষেপে বলতে গেলে, ফেসবুক অ্যাডস আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারে।





✅✅"আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান!✔️✔️  আপনি কি আপনার ব্যবসা বা পণ্যকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান? ✅✅ফ...
09/10/2024

✅✅"আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান!

✔️✔️ আপনি কি আপনার ব্যবসা বা পণ্যকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান? ✅✅ফেসবুক বুস্টিং হতে পারে আপনার জন্য সঠিক সমাধান!

👉ফেসবুক বুস্টিং কী?
ফেসবুক বুস্টিং হল আপনার ফেসবুক পেজে শেয়ার করা পোস্টগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি পদ্ধতি। এটি মূলত একটি পেইড এডভার্টাইজিং সিস্টেম, যেখানে আপনি নির্দিষ্ট একটি পরিমাণ টাকা দিয়ে আপনার পোস্টকে ফেসবুকের বিভিন্ন নিউজ ফিডে দেখাতে পারেন।

👉কেন ফেসবুক বুস্টিং?

🔸বৃহত্তর দর্শক: পোস্টগুলোকে টার্গেট দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ উপায়।

🔸ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি: ব্যবসা বা পণ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করে।
বেশি

🔸 ইনগেজমেন্ট: আপনার পোস্টগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার বৃদ্ধি করে।

🔸বেশি ট্রাফিক: আপনার ওয়েবসাইটে বা অনলাইন স্টোরে ট্রাফিক বাড়াতে সাহায্য করে।
ফেসবুক বুস্টিং করার আগে জানা জরুরি:

🔸টার্গেট দর্শক: কাকে টার্গেট করবেন, তা সঠিকভাবে নির্ধারণ করুন।

🔸বাজেট: আপনি কত টাকা ব্যয় করতে চান, তা নির্ধারণ করুন।

🔸পোস্টের গুণমান: আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করুন।

ফেসবুক বুস্টিং আপনার ব্যবসার জন্য একটি শক্তিশালী টুল হতে পারে। তবে, সঠিকভাবে ব্যবহার করলেই এর সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে।

✅✅আপনি কি ফেসবুক বুস্টিং সম্পর্কে আরও জানতে চান?
আমাকে জানান, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত

#ফেসবুকবুস্টিং
#ডিজিটালমার্কেটিং
#সোশ্যালমিডিয়ামার্কেটিং"

আসসালামু আলাইকুম 🌿🌿🌿
07/10/2024

আসসালামু আলাইকুম 🌿🌿🌿

👉👉আপনার বিজনেসকে নতুন উচ্চতায় নেওয়ার পথ তৈরি করতে চান??আপনার পেজে লাইক ফলো আছে কিন্তু সেল হচ্ছে না🙄🙄🙄✅✅আসুন আমাদের কাছ...
06/10/2024

👉👉আপনার বিজনেসকে নতুন উচ্চতায় নেওয়ার পথ তৈরি করতে চান??

আপনার পেজে লাইক ফলো আছে কিন্তু সেল হচ্ছে না🙄🙄🙄

✅✅আসুন আমাদের কাছে জেনে নিন আপনার পেজের যাবতীয় সকল সমস্যার এবং তার সমাধান। ✅✅✅

✅✅ আপনি যদি চান আপনার পণ্য বা সেবা সম্পর্কে আরও বেশি মানুষ জানুক এবং আপনার বিজনেসটি আরও বৃদ্ধি পাক, তাহলে বুস্টিং আপনার জন্য একটি দারুণ উপায় হতে পারে।👍👍

✅✅বুস্টিং এর প্রয়োজনীয়তা কেন?

🔸দ্রুত দর্শক বৃদ্ধি: বুস্টিং এর মাধ্যমে আপনি খুব কম সময়ে আপনার পোস্টকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করআপনার বিজনেসকে নতুন উচ্চতায় নেওয়ার পথ
বুস্টিং হল ফেসবুকের একটি সরঞ্জাম যা আপনার পোস্ট বা বিজ্ঞাপনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি চান আপনার পণ্য বা সেবা সম্পর্কে আরও বেশি মানুষ জানুক এবং আপনার বিজনেসটি আরও বৃদ্ধি পাক, তাহলে বুস্টিং আপনার জন্য একটি দারুণ উপায় হতে পারে।

✅✅বুস্টিং এর প্রয়োজনীয়তা কেন?

🔸দ্রুত দর্শক বৃদ্ধি: বুস্টিং এর মাধ্যমে আপনি খুব কম সময়ে আপনার পোস্টকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন।

🔸টার্গেটেড দর্শক: আপনি আপনার পোস্টকে নির্দিষ্ট ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যেমন: বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ ইত্যাদি।

🔸ব্র্যান্ড সচেতনতা বাড়ানো: বুস্টিং আপনার ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতে সাহায্য করে।

🔸ইনগেজমেন্ট বাড়ানো: বুস্টিং এর মাধ্যমে আপনার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার বৃদ্ধি করা যায়।

🔸বেচাকেনা বাড়ানো: বুস্টিং আপনার পণ্য বা সেবা বিক্রয় বাড়াতে সাহায্য করতে পারে।
বুস্টিং কীভাবে কাজ করে?

🔸পোস্ট নির্বাচন: আপনার ফেসবুক পেজে যে কোন পোস্টকে বুস্ট করা যায়।

🔸বাজেট নির্ধারণ: আপনি কত টাকা খরচ করতে চান তা নির্ধারণ করবেন।

🔸দর্শক নির্ধারণ: আপনি কাদের কাছে আপনার পোস্টটি পৌঁছে দিতে চান তা নির্ধারণ করবেন।

🔸সময় নির্ধারণ: আপনি কতদিনের জন্য বুস্টিং চালাবেন তা নির্ধারণ করবেন।
🔸বুস্টিং এর ব্যবহার

নতুন পণ্য বা সেবা লঞ্চ: নতুন কোন পণ্য বা সেবা লঞ্চ করার সময় বুস্টিং একটি দারুণ উপায়।

🔸অফার বা ডিসকাউন্ট: কোন অফার বা ডিসকাউন্ট দেওয়ার সময় বুস্টিং এর মাধ্যমে আরও বেশি মানুষকে জানাতে পারবেন।

🔸ইভেন্ট প্রচার: কোন ইভেন্টের প্রচার করার জন্য বুস্টিং একটি কার্যকর উপায়।

🔸ব্লগ পোস্ট প্রচার: আপনার ব্লগ পোস

সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি করতে চান? 🌿🌿🌿আসুন জেনে নেই এর সম্পর্কে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ                            ...
05/10/2024

সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি করতে চান? 🌿🌿🌿

আসুন জেনে নেই এর সম্পর্কে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ
⏬⏬
🛜🛜আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া একটি অপরিহার্য মাধ্যম। ব্যক্তি বা ব্যবসা, সকলের জন্যই একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা জরুরি।

কিন্তু কীভাবে একটি আকর্ষণীয় অ্যাকাউন্ট তৈরি করবেন🙄🙄🙄

✅✅নিজের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তা স্পষ্ট করে নিন। ব্যক্তিগত ব্যবহার, ব্র্যান্ড প্রচার বা নতুন বন্ধু খুঁজতে চান, সবকিছুর জন্যই ভিন্ন রকম প্ল্যাটফর্ম উপযুক্ত।

✅✅সঠিক প্ল্যাটফর্ম বাছাই করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন, টিকটক - প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্ল্যাটফর্মটি বেছে নিন।

✅✅প্রোফাইল তৈরি করুন। আকর্ষণীয় একটি প্রোফাইল পিকচার এবং কাভার ফোটো ব্যবহার করুন। আপনার সম্পর্কে সংক্ষিপ্ত এবং স্পষ্ট একটি বায়ো লিখুন।

✅✅অন্যদের সাথে সংযোগ স্থাপন করুন। বন্ধু, পরিচিত এবং আপনার ক্ষেত্রের অন্যান্য ব্যক্তিদের ফলো করুন।

✅✅নিয়মিত পোস্ট করুন। আপনার অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে নিয়মিত এবং মানসম্পন্ন পোস্ট করুন।

👉👉👉মনে রাখবেন: সোশ্যাল মিডিয়া একটি দারুণ যোগাযোগের মাধ্যম। তবে এটি ব্যবহার করার সময় সতর্ক থাকুন।👍👍

#সোশ্যালমিডিয়া #অ্যাকাউন্টতৈরি #ডিজিটালমার্কেটিং #ব্র্যান্ডিং #সোশ্যালমিডিয়ামার্কেটিং #পরিচয়গড়েতুলুন #অনলাইনপ্রেজেন্স

আস সালামু আলাইকুম 🥰🥰🥰আপনি কি বিক্রয় বাড়াতে চান, নতুবা ব্র্যান্ড সচেতনতা বাড়াতে?🌏🌏❇️আপনার ব্যবসা আরো প্রসার করার জন্য ...
04/10/2024

আস সালামু আলাইকুম 🥰🥰🥰

আপনি কি বিক্রয় বাড়াতে চান, নতুবা ব্র্যান্ড সচেতনতা বাড়াতে?🌏🌏

❇️আপনার ব্যবসা আরো প্রসার করার জন্য Boost করুন।❇️

✅✅ "Boost করুন সেল বাড়ান"✅✅

👉👉মনে রাখবেন সঠিক পদ্ধতিতে Boost করলে সেল বাড়ে বহুগুণ।

আর এই কাজের দায়িত্ব দিতে পারেন আমাদের মতো সঠিক এক্সপার্ট এর হাতে।🌹🌹

আমাদের সাথে counselling করতে পারেন এবং জানতে পারেন আপনার page সংক্রান্ত যাবতীয় সকল সমস্যা এবং এর সমাধান।🌿🌿

বিস্তারিত জানতে
✅✅ যোগাযোগ করতে পারেন
WhatsApp No:+8801731070143

🔰🔰আপনি যে প্রফেশনেরই হন না কেন, ভিডিও এডিটিং স্কিল আপনাকে বাকিদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে। সেটা ফ্রিল্যান্সিং হোক, ...
04/10/2024

🔰🔰আপনি যে প্রফেশনেরই হন না কেন, ভিডিও এডিটিং স্কিল আপনাকে বাকিদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে। সেটা ফ্রিল্যান্সিং হোক, কিংবা অন্য কোনো প্রফেশনাল জব বা নিজের জন্যেও হলেও আপনাকে এই ভিডিও এডিটিং স্কিলস ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করবে।
🔰🔰ভিডিও এডিটিংয়ের একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবকিছু বিস্তারিত আলোচনার জন্যে Success Biz Family নিয়ে এসেছে ৩ মাসের একটি ইফেক্টিভ ভিডিও এডিটিং ক্যারিয়ার অপরচুনিটি প্রোগ্রাম। আমাদের সব কাজ হবে Adobe Premiere Pro-এবং
Adobe After effect
🔰🔰এই ক্যারিয়ার অপরচুনিটি ব্রিফ ডিস্কাশনের জন্যে থাকছে একটি ফ্রি মাস্টারক্লাস। এই ফ্রি মাস্টারক্লাসে অন ডিমান্ড কোনো একটা টপিকের উপর আলোচনা তো হবেই, সেই সাথে ক্যারিয়ার অপরচুনিটির বিভিন্ন ডিটেইলস নিয়েও কথা হবে। আপনাদের কোনো কনফিউশন থাকলে, সেগুলোও দুর করা যাবে এই মাস্টারক্লাসে।
🔰🔰মাস্টারক্লাসে ইন্সট্রাকটর হিসেবে থাকছেন-
Rubayet Ul Karim
Founder & CEO at Success Biz Family
🔰🔰মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে ০৭ অক্টোবর , ২০২৪। বিকেল: ৩ টা। প্ল্যাটফর্ম: জুম।
রেজিস্ট্রেশন ডেডলাইন: ০৬ অক্টোবর , ২০২৪।
🔰🔰তাই আপনি যদি একজন ভিডিও এডিটর হতে চান, তাহলে আপনার শুরুটা না হয় হোক আমাদের সাথেই।
🔰🔰এই ফ্রি মাস্টারক্লাসটি হতে পারে আপনার জন্য ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

মাস্টারক্লাসের রেজিস্ট্রেশন লিংক:
👇👇👇👇
১ম কমেন্টে দেওয়া আছে

25/09/2024

নিজের ফ্রি সময়টাকে কাজে লাগান ফ্রিল্যান্সিং শিখুন

আস সালামু আলাইকুম☺️☺️☺️☺️
25/09/2024

আস সালামু আলাইকুম☺️☺️☺️☺️

ফ্রিল্যান্সিং কি???একজন ডিজিটাল মার্কেটারের দৃষ্টিতেডিজিটাল মার্কেটিং  সম্পর্কে  আমি বলতে পারি, ফ্রিল্যান্সিং হল এক বিশা...
24/09/2024

ফ্রিল্যান্সিং কি???

একজন ডিজিটাল মার্কেটারের দৃষ্টিতে
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি বলতে পারি, ফ্রিল্যান্সিং হল এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র নিজের দক্ষতা প্রকাশের।

ফ্রিল্যান্সিং এর সুবিধা:

ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হল, আপনি নিজের সময় নিজে নির্ধারণ করতে পারেন এবং যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন। এছাড়াও, আপনি বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন, যা আপনার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। তবে, ফ্রিল্যান্সিং-এ সফল হতে হলে, আপনাকে নিজেকে ক্রমাগত আপডেট রাখতে হবে এবং নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে।

#ফ্রিল্যান্সিং #ডিজিটালমার্কেটিং #অনলাইনকাজ #হোমবাসডব্যুজিনেস #দক্ষতাবিকাশ

আপনার জন্য কিছু পরামর্শ:

নিজের দক্ষতা চিহ্নিত করুন: আপনি কোন কাজে সবচেয়ে ভালো?
একটি পোর্টফোলিও তৈরি করুন: আপনার কাজের নমুনা দেখানোর জন্য।
অনলাইন মার্কেটপ্লেসে নিজেকে রেজিস্টার করুন: Upwork, Fiverr ইত্যাদি।
নেটওয়ার্কিং করুন: অন্য ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ রাখুন।
সামাজিক মিডিয়া ব্যবহার করুন: আপনার সেবা প্রচার করার জন্য।

আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে।

আলহামদুলিল্লাহ, ১১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ৪র্থ ক্লাস Road To Success (part 1)  🛣️।ক্লাস টি পরিচালনা করে...
12/09/2024

আলহামদুলিল্লাহ,
১১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ৪র্থ ক্লাস Road To Success (part 1) 🛣️।

ক্লাস টি পরিচালনা করেছেন আমাদের GM mam Taskia Ara 🌹🌹🌹

এই ক্লাসটি ছিল আমাদের জন্য বহু তথ্যবহুল একটি ক্লাস।
একজন SO আপনার ওপর কিছু কাজের দায়িত্ব অর্পিত হয়। যা সঠিকভাবে পূরণের মাধ্যমে আপনিও পৌঁছে যেতে পারেন সফলতার উচ্চ শিখরে।

আর এই সফলতার যে রাস্তা তার একটা রোড ম্যাপ Taskia Ara ম্যাম আমাদেরকে দেখিয়েছেন এই ক্লাসে। 🛣️

প্রতি সফলতার পেছনে একটি কঠোর পরিশ্রমের গল্প থাকে।
কারণ👉

🌟🌟 পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।🌟🌟

আল্লাহ তায়ালা যেন আমাদের সবার জন্য সহায় হোন।আমিন।🤲🤲 এবং আমরা আমাদের কঠোর পরিশ্রম দ্বারা যেন সফলতা অর্জন করতে পারি সবার কাছে এর জন্য দোয়া কামনা করছি 🤲🤲

Success biz family কে ধন্যবাদ আমাদের জন্য এরকম একটি প্লাটফর্ম তৈরি করে দেবার জন্য।❣️❣️❣️❣️






আলহামদুলিল্লাহ, 🌹🌹🌹০৮/০৯/২০২৪ তারিখ রাতে হয়ে গেল আমাদের Level -2 এর ৪র্থ ক্লাস। এই ক্লাসের টপিক ছিল Keyword Research an...
09/09/2024

আলহামদুলিল্লাহ, 🌹🌹🌹
০৮/০৯/২০২৪ তারিখ রাতে হয়ে গেল আমাদের Level -2 এর ৪র্থ ক্লাস।

এই ক্লাসের টপিক ছিল Keyword Research and Analysis.🍄🍄🍄

ক্লাসটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের সুনামধন্য trainer Mamun Karim Pranto স্যার ।🌹🌹🌹🌹 #

👉 ক্লাসে তিনি SEO কি এবং SEO এর 4 phase
✅Warm Keyword Research
✅Cold Keyword Research
✅Keyword Golden Ratio
✅Competitor Keywords

নিয়ে আলোচনা করেন।

👉এবং তিনি
✅Keyword Research
✅Tracking
✅Technical SEO
✅Off Page SEO

নিয়ে আলোচনা করেন।

👉এছাড়াও Keyword Research করে তা দিয়ে Excel Sheet তৈরি করতে কি কি প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করেছেন।
👉Keyword Research Sheet
✅Keyword
✅Volume
✅Keyword Difficulty (KD)
✅Cost Per Click (CPC)
✅All Title Search Result(ATSR)
✅Keyword Golden Ratio (KGR)

👉এছাড়াও স্যার কিছু Keyword Research এর প্রয়োজনীয় Tools এর ব্যবহার দেখান






ধন্যবাদ স্যারকে SEO এর ক্লাস গুলো সহজ ও সাবলীল ভাষায় আমাদের কাছে উপস্থাপন করার জন্য। ❤️❤️❤️

👉👉যেমন আমি প্রতিবারই বলি আমাদের trainer রা অত্যন্ত skilled person

👉👉 কারণ তারা যতটা যত্ন, সহজ ও সাবলীল ভাবে ক্লাস পরিচালনা করেন তার জন্য যা প্রয়োজন তা একমাত্র skilled।✌️✌️

আন্তরিক ধন্যবাদ আমাদের সকল Success biz family এর Trainer দের।❤️❤️❤️









আলহামদুলিল্লাহ ,আজ ০৫/০৯/২০২৪ রাতে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের , level- 2 ,এর ০৩ নাম্বার ক্লাস।আজকের ক্লাসটি ছিল Free Domai...
05/09/2024

আলহামদুলিল্লাহ ,
আজ ০৫/০৯/২০২৪ রাতে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের , level- 2 ,এর ০৩ নাম্বার ক্লাস।
আজকের ক্লাসটি ছিল Free Domain omino and Hosting নিয়ে।
মূলত এটি ছিল Sub domain এর কাজ।
ক্লাস টি পরিচালনার দায়িত্বে ছিলেন Mamun Karim Pranto স্যার।🍁🍁🍁

স্যার আমাদের ক্লাসের মাধ্যমে বুঝেছেন কিভাবে আমরা কাজ শেখার উদ্দেশ্যে Free Domain and Hosting create
করতে পারি।🪄
এখানে একটি কথা না বললেই নয় যে, ক্লাস করতে নেটওয়ার্কে এত সমস্যা থাকার পরেও স্যার যে ধৈর্য্য নিয়ে আমাদের ক্লাস করিয়েছেন তা প্রশংসার যোগ্য। ❤️❤️❤️

আমরা আসলেই অনেক ভাগ্যবান এরকম একেকজন Trainer দের আমাদের এই কোর্সে পেয়ে।🥰🥰🥰
ধন্যবাদ।






আলহামদুলিল্লাহ,🌟🌟🌟০৩/০৯/২০২৪, সোমবার  হয়ে গেল আমাদের বহু কাঙ্খিত  ক্লাস  sustainable income. 👈👈ক্লাসটি পরিচালনা করেছেন ...
02/09/2024

আলহামদুলিল্লাহ,🌟🌟🌟
০৩/০৯/২০২৪, সোমবার হয়ে গেল আমাদের বহু কাঙ্খিত ক্লাস sustainable income. 👈👈
ক্লাসটি পরিচালনা করেছেন Rubayet Ul Karim স্যার।🌹🌹

স্যার আমাদের SBF -এর একজন প্রজেক্ট মেম্বার হিসেবে কিভাবে কোম্পানি employee হওয়া থেকে শুরু করে আরো যেসব সুযোগ সুবিধা আমরা আমাদের কাজের মাধ্যমে পেতে পারি তা সবকিছুই আমাদের সামনে উপস্থাপন করেছেন। ❣️❣️❣️❣️

স্যার সবশেষে বলেছিলেন, এখানে সবকিছুই আমাদের attitude এর ওপর নির্ভর করবে।

Positive অ্যাটিটিউড হইলে আমরা এর মধ্যে আমাদের সুযোগ সুবিধা দেখতে পাবো।❣️❣️

আর negative অ্যাটিটিউড হলে আমরা এর মধ্যে এর অসুবিধা গুলোই খুঁজে পাবো। 💔💔

এখন নির্ভর করবে আমরা কোন দিকটা আসলে দেখতে চাই।🤔🤔🤔
কিন্তু, মানুষ হিসাবে আমি সবসময় positive thinker.🥰🥰🥰

এছাড়াও তিনি আমাদের আগামী চলার পথ নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। যা আমাদের কর্মস্পৃহা কে বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ স্যার কে আমি তো কাজে বহু করে বাড়িয়ে তোলার জন্য। 🥰🥰

ইনশাল্লাহ নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করব আপনার করে দেওয়া এই সুযোগ সুবিধা নেবার।

আমি সহ আমার গ্রুপের সকল সদস্যদের জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের আগামী চলার পথকে সুন্দর ও সুগম করে তোলেন।আমিন🤲🤲🤲

ধন্যবাদ।







Address

Suothpike Para, Sp Road, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Israt Ara Ferdushi Lopa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All