Entertainment By Abbas

Entertainment By Abbas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Entertainment By Abbas, Video Creator, Sofipur, Gazipur, Dhaka.
(3)

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা!
আমি মুসলিম। ইসলাম আমার ধর্ম! আল্লাহ আমার রব! হযরত মুহাম্মদ (সাঃ) আমার নবী!! ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নিন! আমাদের সবাইকে জান্নাতবাসী করুন আমীন!!

02/02/2025

কক্সবাজারে সাগরে আনন্দ!!
Shahadat Sumon Sourav Munsi

সাগরের বুকে একটু সময়!
02/02/2025

সাগরের বুকে একটু সময়!

সাগরের ঢেউয়ের মাঝে আমিআমি রুদ্র। সাগর আমার ভালোবাসা, আমার আশ্রয়। ছোটবেলা থেকেই ঢেউয়ের গর্জন আমাকে টানত। মাঝে মাঝে মনে হ...
02/02/2025

সাগরের ঢেউয়ের মাঝে আমি

আমি রুদ্র। সাগর আমার ভালোবাসা, আমার আশ্রয়। ছোটবেলা থেকেই ঢেউয়ের গর্জন আমাকে টানত। মাঝে মাঝে মনে হতো, ঢেউয়ের সঙ্গে কথা বলতে পারি, তারা যেন আমাকে ডাকছে, তাদের গল্প শোনাতে চায়।

সেদিনও তেমনই এক বিকেল। আকাশ ছিল রোদঝলমলে, বাতাসে লবণের গন্ধ। আমি একটা ছোট্ট মাছ ধরার নৌকা নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলাম। আমার সঙ্গী ছিল সাগরবিলাসী এক নৌকা—নাম "নীল তরী"।

আমি ঢেউয়ের মাঝে নৌকা ভাসিয়ে বসে ছিলাম, যেন পৃথিবীর সব ব্যস্ততা ভুলে গেছি। কিন্তু প্রকৃতির মন বদলাতে সময় লাগে না।

আকাশ ধীরে ধীরে ঘন কালো মেঘে ছেয়ে গেল। বাতাসের গতি বাড়ল, ঢেউগুলো হঠাৎ করেই রুদ্রমূর্তি ধারণ করল। আমি জানতাম, এটা কোনো সাধারণ ঝড় নয়।

কিছুক্ষণের মধ্যেই বিশাল ঢেউ আমার নৌকাটাকে আছড়ে ফেলল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলাম উত্তাল সমুদ্রে। ঠান্ডা, গাঢ় নীল জল আমাকে গ্রাস করতে চাইল। আমি সাঁতার জানতাম, কিন্তু ঢেউগুলো এত বিশাল আর শক্তিশালী ছিল যে কোনোভাবেই উপরে উঠতে পারছিলাম না।

সাগর যেন আমাকে গিলে নিতে চাইছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, হাত-পা অবশ হয়ে আসছিল। হঠাৎ এক মুহূর্তের জন্য মনে হলো, সব কিছু শেষ…

ঠিক তখনই, একটা শক্ত হাত আমাকে টেনে তুলল। আমি আধা-অচেতন অবস্থায় বুঝতে পারলাম, কেউ আমাকে উদ্ধার করেছে। চোখ মেলে দেখি, একজন জেলে, বয়স বেশি না হলেও চোখেমুখে অভিজ্ঞতার ছাপ।

— "ভাই, তুমি ভাগ্যবান!" সে হেসে বলল।
— "আমি কি… বেঁচে গেছি?" আমি ফিসফিস করলাম।
— "সাগর যার আপন, তাকে সহজে ছাড়ে না!"

আমি চুপচাপ সাগরের দিকে তাকিয়ে থাকলাম। ঢেউগুলো তখনো তীব্র, কিন্তু মনে হলো তারা আমাকে স্বাগত জানাচ্ছে।

সেদিনের পর থেকে আমি বুঝলাম—সাগরের ঢেউ ভয়ংকর হলেও, তারা আমাকে কখনো সত্যিকারের তলিয়ে যেতে দেবে না।

01/02/2025

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! "শুভ সকাল"

সবাই সবাইকে সাপোর্ট করি !সবাই আমরা ফেসবুকে সবগুলো অর্জন করি!" শুভ রাত্রি"
01/02/2025

সবাই সবাইকে সাপোর্ট করি !
সবাই আমরা ফেসবুকে সবগুলো অর্জন করি!
" শুভ রাত্রি"

সমুদ্রের তীরে যখন বান্ধবী ঘুমিয়ে পড়ে!!..গোধূলির আলোয় সাগরের ঢেউগুলো চিকচিক করছিল। আমি আর রিয়া হাত ধরে নরম বালির ওপর হ...
01/02/2025

সমুদ্রের তীরে যখন বান্ধবী ঘুমিয়ে পড়ে!!..

গোধূলির আলোয় সাগরের ঢেউগুলো চিকচিক করছিল। আমি আর রিয়া হাত ধরে নরম বালির ওপর হেঁটে চলেছিলাম। বাতাসে লবণের গন্ধ, আর ঢেউয়ের স্নিগ্ধ শব্দ যেন আমাদের কথোপকথনের ছন্দ ঠিক করে দিচ্ছিল।

হঠাৎ রিয়া বলল, "একটু বসি? বেশ ক্লান্ত লাগছে।"
আমি হাসলাম, "বসো, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন!"

আমরা দুজন বালিতে বসে পড়লাম। রিয়া একসময় মাথা রাখল আমার কাঁধে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এল। আমি ভাবলাম, সামান্য ক্লান্তি—কিছুক্ষণ পর নিজেই উঠে যাবে। কিন্তু মিনিট পেরোতে না পেরোতেই দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন!

আমি তাকিয়ে দেখলাম, সূর্য আস্তে আস্তে দিগন্তের নিচে হারিয়ে যাচ্ছে, আকাশ রঙ বদলাচ্ছে, সমুদ্রের ঢেউ নিঃশব্দ সাক্ষী হয়ে রয়েছে। রিয়ার ঘুমন্ত মুখে প্রশান্তির ছাপ। মনে হলো, যেন এই মুহূর্তটা অনন্তকাল ধরে থাকুক।

হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাদের পায়ের কাছে পানি ছুঁয়ে দিয়ে গেল। রিয়া কেঁপে উঠে ধড়মড় করে বসে পড়ল।

"ওরে বাবা! আমি ঘুমিয়ে পড়েছিলাম?"
আমি হাসলাম, "হ্যাঁ, আর যদি আরেকটু ঘুমাতে, তাহলে সমুদ্র এসে তোমাকে তুলে নিয়ে যেত!"

রিয়া হেসে ফেলল, চোখে তখনও ঘুমের ঘোর। আমি তার হাতটা ধরে বললাম, "চলো, সূর্য ডুবে যাচ্ছে, আমরা ফিরে যাই।"

সেই সন্ধ্যার পর থেকে রিয়া আর কখনো সমুদ্রের ধারে বসে ঘুমায়নি, তবে আমার কাঁধে মাথা রাখার অভ্যাসটা কখনও বদলায়নি।

কক্সবাজার থেকে আসার সময় শেষ আনন্দ!!
01/02/2025

কক্সবাজার থেকে আসার সময় শেষ আনন্দ!!

31/01/2025

আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল আবার জীবনে ফিরে ফিরে পেলাম!!

31/01/2025

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা!
আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহকে মাফ করে দিন আমিন। শুভ রাত্রি!!

কক্সবাজার এসে যখন একা একা আনন্দ করি!!!
31/01/2025

কক্সবাজার এসে যখন একা একা আনন্দ করি!!!

31/01/2025
30/01/2025

আলহামদুলিল্লাহ! শুভ সকাল!!

শুভ রাত্রি আমার প্রিয় বন্ধুরা !!
30/01/2025

শুভ রাত্রি আমার প্রিয় বন্ধুরা !!

আমি যখন নদী ভ্রমণ করিনদী ভ্রমণ সবসময়ই আমার কাছে এক অন্যরকম আনন্দের উৎস। কয়েক মাস আগে আমি আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে...
30/01/2025

আমি যখন নদী ভ্রমণ করি

নদী ভ্রমণ সবসময়ই আমার কাছে এক অন্যরকম আনন্দের উৎস। কয়েক মাস আগে আমি আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে একটি নদী ভ্রমণের পরিকল্পনা করি। আমাদের গন্তব্য ছিল পাশের গ্রামে বয়ে চলা শান্ত ও মনোরম একটি নদী।

সকালবেলা আমরা শহর থেকে রওনা দিলাম। নদীর ঘাটে পৌঁছে দেখি, চারপাশে সবুজ বনানী, মৃদু বাতাসে দুলছে গাছের পাতা, আর নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। একটি ছোট নৌকা ভাড়া নিয়ে আমরা সবাই উঠে পড়লাম। নৌকা চলতে শুরু করতেই মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে।

নদীর দুই পাশে ছিল বিশাল ধানক্ষেত, মাঝে মাঝে দেখা যাচ্ছিল জেলেদের মাছ ধরার দৃশ্য। নৌকা যখন মাঝনদীতে পৌঁছাল, তখন বাতাস আরও ঠাণ্ডা ও মিষ্টি লাগছিল। আমরা সবাই হাসি-ঠাট্টায় মেতে উঠলাম, কেউ কেউ নদীতে হাত ডুবিয়ে পানির ঠান্ডা স্পর্শ উপভোগ করছিল।

একসময় আমরা নৌকা থামিয়ে নদীর ধারে একটি জায়গায় নেমে পড়লাম। সেখানে বসে কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম, কিছু ছবি তুললাম, আর নদীর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে শীতল অনুভূতি পেলাম।

বিকেলের দিকে আমরা ফিরে আসার প্রস্তুতি নিলাম। ফেরার পথে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল, আর আকাশ রাঙা হয়ে উঠছিল। এই মনোরম দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম।

এই নদী ভ্রমণ আমার মনে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। প্রকৃতির সান্নিধ্যে এসে আমরা যেমন সতেজ হয়েছিলাম, তেমনি বন্ধুত্বের বন্ধনও আরও দৃঢ় হয়েছিল। ভবিষ্যতে আবারও এমন একটি ভ্রমণের সুযোগ পেলে আমি তা হাতছাড়া করব না।

আমি যখন নদী ভ্রমণ করি

নদী ভ্রমণ সবসময়ই আমার কাছে এক অন্যরকম আনন্দের উৎস। কয়েক মাস আগে আমি আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে একটি নদী ভ্রমণের পরিকল্পনা করি। আমাদের গন্তব্য ছিল পাশের গ্রামে বয়ে চলা শান্ত ও মনোরম একটি নদী।

সকালবেলা আমরা শহর থেকে রওনা দিলাম। নদীর ঘাটে পৌঁছে দেখি, চারপাশে সবুজ বনানী, মৃদু বাতাসে দুলছে গাছের পাতা, আর নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। একটি ছোট নৌকা ভাড়া নিয়ে আমরা সবাই উঠে পড়লাম। নৌকা চলতে শুরু করতেই মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে।

নদীর দুই পাশে ছিল বিশাল ধানক্ষেত, মাঝে মাঝে দেখা যাচ্ছিল জেলেদের মাছ ধরার দৃশ্য। নৌকা যখন মাঝনদীতে পৌঁছাল, তখন বাতাস আরও ঠাণ্ডা ও মিষ্টি লাগছিল। আমরা সবাই হাসি-ঠাট্টায় মেতে উঠলাম, কেউ কেউ নদীতে হাত ডুবিয়ে পানির ঠান্ডা স্পর্শ উপভোগ করছিল।

একসময় আমরা নৌকা থামিয়ে নদীর ধারে একটি জায়গায় নেমে পড়লাম। সেখানে বসে কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম, কিছু ছবি তুললাম, আর নদীর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে শীতল অনুভূতি পেলাম।

বিকেলের দিকে আমরা ফিরে আসার প্রস্তুতি নিলাম। ফেরার পথে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল, আর আকাশ রাঙা হয়ে উঠছিল। এই মনোরম দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম।

এই নদী ভ্রমণ আমার মনে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। প্রকৃতির সান্নিধ্যে এসে আমরা যেমন সতেজ হয়েছিলাম, তেমনি বন্ধুত্বের বন্ধনও আরও দৃঢ় হয়েছিল। ভবিষ্যতে আবারও এমন একটি ভ্রমণের সুযোগ পেলে আমি তা হাতছাড়া করব না।

30/01/2025

শুভ সকাল! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

29/01/2025

রাতের অন্ধকারে কক্সবাজার সাগর পাড়ে একটু বিনোদন!!
Mazharul Islam Islam @

Address

Sofipur, Gazipur
Dhaka

Telephone

+8801714406438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Abbas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment By Abbas:

Videos

Share

Category