VIRAL Crafts ideas

VIRAL Crafts ideas আধুনিক গ্যাজেট ও প্রযুক্তিকে ব্যবহার করে কাজ সহজ করার বিভিন্ন কৌশল

19/12/2024
18/11/2024
15/11/2024

চায়নাদের অসাধারণ কিছু চুলের স্টাইল যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

10/11/2024

আমাদের দেশে যখন ঋতু পরিবর্তন হয়,
আমরা বাঙালিরা
কিভাবে বুঝি
বলেন তো?

19/10/2024

ফ্রিজে কোন ফল
রাখলে তাড়াতাড়ি
নষ্ট হয়ে যায়?

15/10/2024

এটা কিসের ভর্তা হতে পারে?

12/10/2024

সবচেয়ে বেশি গরুর গোশত খায়
কোন কোন
দেশ?

12/09/2024

পাস্তা সালাদ রেসিপি।

যা যা লাগবে :
পাস্তা এক কাপ,
মাঝারি আকারের চিংড়ি এক কাপ,
মাশরুম এক কাপ,
অলিভ তেল
টক দই আড়াই কাপ,
লবণ আধা চা চামচ,
বিট লবণ আধা চা চামচ,
চিনি ২ চা চামচ,
লেবুর রস ২ চা চামচ।

রান্না করার নিয়ম :
প্রথমে টক দই থেকে পানি ঝরিয়ে নিতে হবে ।তারপর একটু তেল মিশিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। চিংড়ি আর মাশরুম সেদ্ধ করুন। এবার টক দই বাটিতে নিয়ে তাতে লবণ, বিট লবণ, লেবুর রস দিয়ে সবগুলো মিশিয়ে নিন,এরপর চিংড়ি, মাশরুম, পাস্তা আর এট্ু অলিভ তেল সব গুলো এক সাথে মিশিয়ে নিন।এখন ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

08/09/2024

ওজন কমানোর টিপস,যাদের ওজন বেশি তাদের জন্যে খুবই কার্যকরী :

১.লেবুর জুস :
সকালে খালি পেটে লেবুর শরবত ওজন কমানোর গতিতে ত্বরান্বিত করে, দেহকে দূষণ মুক্ত করতে সাহায্য করে।

২.গাজরের জুস:
এই পানীয়টি ভরপুর থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যারোটিন এবং ভিটামিন এ, বি১, বি৩, বি৬, সি এবং কে দিয়ে এবং সেই সাথে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের বিপাকক্রিয়াকে উন্নত করে এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৩.বিট জুস:
এটি সত্যিকার ভাবেই একটি স্বাস্থ্যকর পানীয় কারণ এতে থাকে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, জিংক ও খাদ্যআঁশ এবং সেই সাথে ভিটামিন এ, বি৬, সি, ডি এবং কে। ভিটামিন এবং খাদ্যআঁশ দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে যার ফলে দেহের ওজন কমে।

৪.ডালিমের জুস:
এই জুসটিও অ্যান্টিঅক্সিডেন্টের বেশ শক্তিশালী একটি উৎস যা দেহের সংরক্ষিত চর্বির ভাঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

৫.করল্লার জুস:
যদিও এটা অনেকেই পছন্দ করেন না বা শুনতে অরুচিকর মনে হতে পারে কিন্তু করলার জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে সম্পূর্ণ রূপে দেহের দূষণ দূর করতে সাহায্য করে, হজমক্রিয়া উন্নত করে, বিপাকক্রিয়া বৃদ্ধি করে, ওজন কমাতে সাহায্য করে এবং দেহের কোষে চর্বি জমা হতে বাঁধা দেয়।

***এই পানীয় গুলো যারা ওজন কমাতে চান শুধু তারাই নন বরং সবার দেহের সুস্থতার জন্যও সাহায্য করে। তাই আর দেরি না করে আজ থেকেই পান করা শুরু করুন এসব পানীয়ের যেকোনো একটি বা একাধিকটি এবং ওজন কমানোর গতিতে করুন ত্বরান্বিত।

03/09/2024

রান্নার স্বাদ বাড়ানোর কিছু টিপস :
*** ইলিশ ছাড়া বাকি সব মাছ রান্না করার পর কাঁচা ধনিয়া পাতা কুচি করে দিলে, স্বাদ দ্বিগুন বেড়ে যাবে।

***ডালে বাগার দিতেই হবে, রসুন আর পেয়াজ কুচি সাথে এট্ু জিরা তেলে ভেজে ডালে দিলে স্বাদ বেড়ে দ্বিগুণ হবে যাবে।

***মাংস জাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি তেলে ভেজে) দিয়ে দিন। স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

31/08/2024

বাঙালি চেনার কিছু উপায় যা দেখলে যে কেউ বলে দিতে পারবে সে সত্যি বাঙালি:
১.পানি পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।
২.চা খাবে টোস্ট বিস্কুট দিয়ে।
৩.বিছানার তলায় সারিসারি পুরোনো পেপার রেখে দিবে।
৪.ঝাড়ু থাকবে দরজার পেছনে।
৫.একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস খায়।
৬.অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে ।
৭.এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।
৮.কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে রাখবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন পায়ে কাদা না-লাগে।
৯.অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।

23/08/2024

আজকে জুম্মার দিনে বন্যার্তদের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেনো তাদের হেফাজত করেন।

My princess
22/09/2023

My princess

Address

Narayanganj
Dhaka
1361

Telephone

+8801639665352

Website

Alerts

Be the first to know and let us send you an email when VIRAL Crafts ideas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VIRAL Crafts ideas:

Share

Category