কাশফুল প্রকাশনী

কাশফুল প্রকাশনী শুদ্ধ জ্ঞানের চর্চায়... কুরআন-সুন্নাহর আলোকে উদ্ভাসিত জীবন গড়ার বার্তাগুলো মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে "কাশফুল প্রকাশনী"র পথচলা।
(1)

04/01/2025

তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস ১-৩

—ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

পাঠক যে বই হাতে নিয়েই খুশি তা কিন্তু তার ছবি দেখেই বুঝা যাচ্ছে! প্রি-অর্ডারের অফার পাবেন ৫ তারিখ পর্যন্ত।— অর্ডার করলেই ...
03/01/2025

পাঠক যে বই হাতে নিয়েই খুশি তা কিন্তু
তার ছবি দেখেই বুঝা যাচ্ছে!

প্রি-অর্ডারের অফার পাবেন ৫ তারিখ পর্যন্ত।

— অর্ডার করলেই নিশ্চিত গিফট
— সম্পাদকের নাসিহাপত্র গিফট
— প্রতি অর্ডারে একটি সারপ্রাইজ গিফট
— ভাগ্যবান ৩ জন পাবে Tree Bookshelf

📘 তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড একত্রে

লেখক: ড. গোলাম আহমাদ হারিরি (র.)
প্রকাশনায়: কাশফুল প্রকাশনী

অনুবাদক: আব্দুস সালাম মিতুল (রা.)
সম্পাদক: ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী
পৃষ্ঠা : 1364, কভার : হার্ড কভার

মুদ্রিত মূল্য: ২০৫০৳ [অফার মূল্য ১২৩০৳]

আলহামদুলিল্লাহ! ড. মোহাম্মদ মানজুরে ইলাহী হাফিজাহুল্লাহ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া হাফিজাহুল্লাহ ড. আহমাদ আব্দুল্লাহ ছ...
01/01/2025

আলহামদুলিল্লাহ!
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী হাফিজাহুল্লাহ
ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া হাফিজাহুল্লাহ
ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব হাফিজাহুল্লাহ

আমরা ইতিমধ্যে শাইখ ড. মানজুরে ইলাহী শাইখের একটি রিভিউ ভিডিও পেয়েছি, সন্মানিত শাইখ বইটি কিনতে জ্ঞানপিপাসু পাঠকদের রেকোমেন্ড করেছেন, আলহামদুলিল্লাহ।

সেই সাথে ‘ আব্দুল্লাহ ছাকিব’ হাফিজাহুল্লাহ এই কাজের বেশ প্রশংসা করেছেন।

এটি এমন একটি বই যে বই পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞ আলেমরাও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।

—নিজে বইটি কিনুন অন্যকে উপহার দিন।

দেশে এবং দেশ থেকে বিদেশে বই চলে যাচ্ছে, আপনি অর্ডার করেছেন তো?ইন্ডিয়ার ভাইদের জন্য সুখবর কিছু বই আপনাদের ওপার বাংলায় শীঘ...
29/12/2024

দেশে এবং দেশ থেকে বিদেশে বই চলে যাচ্ছে,
আপনি অর্ডার করেছেন তো?

ইন্ডিয়ার ভাইদের জন্য সুখবর কিছু বই আপনাদের ওপার বাংলায় শীঘ্রই চলে যাবে, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ,আমাদের দীর্ঘদিনের মেহনত!এই প্রজেক্টের পিছনে দিনরাতের অনেক মেহনত জড়িয়ে আছে, আমরা আশাবাদী ‘তাফসীর ও মুফাসসি...
25/12/2024

আলহামদুলিল্লাহ,
আমাদের দীর্ঘদিনের মেহনত!
এই প্রজেক্টের পিছনে দিনরাতের অনেক মেহনত জড়িয়ে আছে, আমরা আশাবাদী ‘তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস’ ইলম পিপাসুদের আত্মার খোরাক জোগাবে, ইনশাআল্লাহ।

আজকে ‘সিএফসি ইসলামিক কনফারেন্স’ চট্টগ্রামের প্রোগ্রামে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

যারা এখনো বইটি সংগ্রহ করেননি তাদের জন্য আমরা একটি শেষ সুবর্ণ সুযোগ রেখেছি ‘ আগামী মাসের জানুয়ারি ৫ তারিখ’ পর্যন্ত প্রি-অর্ডারের স্পেশাল ছাড়ের অফারে বইটি সংগ্রহ করতে পারবেন।

ইনশাআল্লাহ..

চরমপন্থা অবলম্বনকারী খারেজী ফেরকাখারেজী সম্প্রদায়ের উদ্ভবই ঘটে ছিল কঠোরতা, নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্রতা, সীমালঙ্ঘন ও বাড়া...
22/12/2024

চরমপন্থা অবলম্বনকারী খারেজী ফেরকা

খারেজী সম্প্রদায়ের উদ্ভবই ঘটে ছিল কঠোরতা, নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্রতা, সীমালঙ্ঘন ও বাড়াবাড়ির ওপর ভিত্তি করে। ইসলামী জীবন দর্শনের মূল চেতনা উপলব্ধিকরণের ক্ষেত্রে ঐসব লোক সূচনালগ্ন থেকেই সকল অবস্থাতে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক অবস্থান গ্রহণ করেছিল। কঠোরপন্থা অবলম্বনের কারণেই শেষ পর্যন্ত তাঁরা পথভ্রষ্ট হয়ে ভ্রষ্ট পথের ওপরই দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিল।

ঐসব লোক নিজেরাই শুধু পথভ্রষ্ট হয়নি; বরং সকল মুসলিম জনগোষ্ঠীকেই পথভ্রষ্ট করার লক্ষ্যে সামগ্রিক ক্ষেত্রে তৎপর থেকেছে। তাদের ঐ উগ্র দৃষ্টিভঙ্গির বিপরীতে প্রকৃত সত্য উপলব্ধিকরণে বোধ শক্তিসম্পন্ন ঈমানদার জনগোষ্ঠী কখনোই তাদের প্রতি কুফরীর ফতোয়া আরোপ করেননি। খুব বেশি হলে তাদেরকে পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট ও মূল চেতনা থেকে বিচ্যুত বলে আখ্যায়িত করেছে।

ইতিহাসে উল্লেখ করা হয়েছে, আলী এ স্বীয় অনুসারীদের ওসিয়ত করেছিলেন, 'আমার মৃত্যুর পরে কোনো একজন খারেজীর সাথে কখনোই যেন যুদ্ধে লিপ্ত না হও। কেননা, যাঁরা সত্যানুসন্ধানে বের হয়েছে এবং প্রকৃত সত্যের সন্ধান না পেয়ে পথের বাঁকে বাঁকে বারবার হোঁচট খাচ্ছে। এসব লোক ঐ ধরনের লোকদের অনুরূপ নয়, যাঁরা বাতিলের তথ্যানুসন্ধানে বের হয়েছে এবং বাতিলের সন্ধান পেয়ে বাতিল পথই অবলম্বন করেছে।'

আলী রা. এর নসিহত থেকে এ কথা স্পষ্ট হয়ে যায়, তিনি বনু উমাইয়াদের বাতিলের অনুসন্ধানকারী এবং তাদের মোকাবেলায় খারেজীদের সত্যানুসন্ধাকারী বলেই ধারণা পোষণ করতেন। খারেজীরা সত্যানুসন্ধানের ক্ষেত্রে বার বার হোঁচট খাচ্ছিলো আর উমাইয়ারা বাতিলের সন্ধান পেয়ে তার ওপরই প্রতিষ্ঠিত হয়েছিল।

খারেজী সম্প্রদায়ের মধ্যে এমন ফেরকাও জন্মগ্রহণ করেছিল এবং তাঁরাই সংখ্যাগরিষ্ঠ ছিল, যাদের অবলম্বিত চিন্তাধারার প্রতি কুরআন-হাদীসে সামান্যতম সমর্থনও অনুসন্ধান করে পাওয়া যায় না। কুরআন-হাদীসের বিকৃত ব্যাখ্যা ব্যতীত এর স্পষ্ট বক্তব্য তাদের অবলম্বিত চিন্তা-চেতনার প্রতি অস্বীকৃতিই জ্ঞাপন করতো।

ইমাম আবু মানসুর বাগদাদী (র.) স্বীয় 'আল-ফারকি বাইনাল ফিরাক্বি' নামক গ্রন্থে খারেজী সম্প্রদায়ের দুটি ফেরকা সম্পর্কে উল্লেখ করেছেন। যাদেরকে তিনি ইসলাম বহির্ভূত সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করেছেন।

(১) ইয়াযীদিয়া: খারেজীদের মধ্যে এ সম্প্রদায়ের লোকজন ইয়াযিদ ইবনে আবী উনাইছা খারেজীর অনুসরণ করতো। হঠাৎ করে এ সম্প্রদায়ের লোকজন দাবি উত্থাপন করলো, 'আল্লাহ তা'আলা অনারবদের মধ্য থেকে খুব দ্রুত একজন রাসূল প্রেরণ করবেন। তাঁর ওপর কিতাব অবতীর্ণ করবেন এবং তিনি মুহাম্মাদ এর শরীয়ত রহিত করে দিবেন।'

(২) মাইমুনিয়া: খারেজী দর্শনে বিশ্বাসী লোকদের মধ্য থেকে এ লোকগুলো মায়মুন আজারদী নামক একজন লোকের অনুসারী ছিল। এ সম্প্রদায়ের লোকজন নিজ কন্যার সন্তান-সন্ততি, আপন ভাইবোনের সন্তান-সন্ততির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ মনে করতো। এসব বিয়ে বৈধ হওয়ার কারণ হিসেবে তাঁরা বলতো, কুরআনে এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

উক্ত ফেরকার লোকজনের বিশ্বাস, সূরা ইউসুফ আল-কুরআনের অংশ নয়। তাঁরা বলতো, প্রেম কাহিনীর বিষয়বস্তু সম্বলিত একটি বিষয় কীভাবে কুরআনের সূরা হতে পারে? এ দৃষ্টিকোণ থেকে তাঁরা সূরা ইউসুফকে কুরআনের অন্তর্গত বলে মেনে নেয়নি। [আল-ফারকি বাইনাল ফিরাক্বি, পৃষ্ঠা ২৪৩-২৪৫]

----------------------------------
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস বই থেকে
বইটির প্রি-অর্ডার চলছে...
বই সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে!

‘তাফসীর মুফাসসিরদের ইতিহাস’—বইটি যে ইলম পিপাসু পাঠকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা হয়তো পাঠক হাতে পাওয়ার পর বুঝতে পার...
20/12/2024

‘তাফসীর মুফাসসিরদের ইতিহাস’—

বইটি যে ইলম পিপাসু পাঠকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা হয়তো পাঠক হাতে পাওয়ার পর বুঝতে পারবে, এমন একটি বই প্রত্যেক পাঠকের বুকশেলফে না থাকলেই যেন নয়।

কাশফুল প্রকাশনীর ‘টিম’ বইটির অনুবাদ ও সম্পাদনা নিয়ে প্রায় দীর্ঘ ৫ বছর কাজ করেছে, আলহামদুলিল্লাহ।

আমরা আশাবাদী ইলমে ভরপুর এই বইটি বইপ্রিয় পাঠকরা প্রি-অর্ডার মিস করবে না, ইনশাআল্লাহ।

—বই সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে!

Tree Bookshelf Gift..? 🎉৩ জন সৌভাগ্যবানের জন্য অপেক্ষা করছে আমাদের বানানো বুকশেলফ! সেই ৩ জন সৌভাগ্যবানের ১ জন আপনি হলে ক...
19/12/2024

Tree Bookshelf Gift..? 🎉
৩ জন সৌভাগ্যবানের জন্য অপেক্ষা করছে আমাদের বানানো বুকশেলফ! সেই ৩ জন সৌভাগ্যবানের ১ জন আপনি হলে কেমন হয় বলুন তো?

—বিস্তারিত জেনে নিবেন কমেন্ট বক্স থেকে!

ছবিতে: কাশফুল প্রকাশনীর ম্যানেজার।

'তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস' প্রি-অর্ডার করেছেন তো ...?➵ প্রি-অর্ডারের স্পেশাল ৪০% ছাড়ে ৩ খন্ডের     বইটি পেয়ে যাবেন ১২...
19/12/2024

'তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস'
প্রি-অর্ডার করেছেন তো ...?

➵ প্রি-অর্ডারের স্পেশাল ৪০% ছাড়ে ৩ খন্ডের
বইটি পেয়ে যাবেন ১২৩০ টাকায়।
➵ প্রি-অর্ডারকারীদের মধ্যে ৩ জন পাবে
আকর্ষণীয় টেবিল বুকশেলফ উপহার!
➵ সাথে প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে
সম্পাদকের পক্ষ থেকে অটোগ্রাফ সহ নাসিহা পত্র।
_________________________________
❑ তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড
লেখক: ড. গোলাম আহমাদ হারিরি (র.)
—অনুবাদক: আব্দুস সালাম মিতুল (রা.)
—সম্পাদনায়: ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী
মুদ্রিত মূল্য: ২০৫০৳
প্রি-অর্ডার মূল্য: ১২৩০৳
পৃষ্ঠা সংখ্যা: ১৩৬৪ (৩ খন্ডে)
কভার: হার্ড কভার + [প্রিমিয়াম বক্স]
প্রকাশনায়: কাশফুল প্রকাশনী
_________________________________
প্রি-অর্ডারের স্পেশাল ছাড়ে বইটি অর্ডার করতে পারেন আপনার পছন্দের যে কোন বুকশপে, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন।

❗প্রি-অর্ডারের শেষ সময় ২৫/১২/২৪ ইংরেজি।
❗বুকশেলফের অফার চলবে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত।

Short PDF দেখতে কমেন্ট বক্স চেক করুন।

প্রি-অর্ডারকারীদের মধ্যে সৌভাগ্যবান ৩ জন পাবে টেবিল বুকশেলফ উপহার 🎉 —অর্ডার করুন আপনার পছন্দের যে কোন বুকশপে।বই সম্পর্কে...
15/12/2024

প্রি-অর্ডারকারীদের মধ্যে সৌভাগ্যবান ৩ জন পাবে
টেবিল বুকশেলফ উপহার 🎉

—অর্ডার করুন আপনার পছন্দের যে কোন বুকশপে।

বই সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে!

—নবী-রাসূলদের কাছে সাহায্য কামনা করা!ইমাম শাওকানী (র.) নবী-রাসূল ও আওলিয়ায়ে কেরামের কাছে যাঁরা সাহায্য কামনা করে দোয়া কর...
14/12/2024

—নবী-রাসূলদের কাছে সাহায্য কামনা করা!
ইমাম শাওকানী (র.) নবী-রাসূল ও আওলিয়ায়ে কেরামের কাছে যাঁরা সাহায্য কামনা করে দোয়া করে, তিনি তাদের সাথে দ্বিমত পোষণ ও বিরোধিতা করেন। তাদের কাছে সাহায্য কামনা করা যাবে বলে যাঁরা বিশ্বাস করেন, তিনি তাদের এ বিশ্বাস গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেন। তিনি তাঁর মতের অনুকূলে কুরআন থেকে এ দলীল উপস্থাপন করেছেন-

قُلْ لَّا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ

"বলুন, আল্লাহ্ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার কোনো অধিকার নেই আমার নিজের ক্ষতি বা মন্দের।" [সূরা ইউনুস: ৪৯]

আল্লামা শাওকানী (র.) উক্ত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে সকল লোক দুর্যোগ, বিপর্যয়, বিপদ-আপদ, মসিবত ও দুঃসময়ে নবী কে ডাকে, তাঁর কাছে সাহায্য কামনা করে, তাদের জন্যে উক্ত আয়াতে শিক্ষা ও উপদেশ নিহিত রয়েছে। কিছু সংখ্যক লোক নবী কে উদ্দেশ্য করে এমন সব আবেদন-নিবেদন করে থাকে, যা কেবল মহান আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে করা যায় না। রাসূল ﷺ এর কাছে এমন কিছু চাওয়া হয়- যা কেবল আল্লাহ তা'আলা ব্যতীত ভিন্ন কেউই মানুষকে দিতে পারে না।

যেকোনো ধরনের দুর্যোগে, বিপদ-মসিবতে ও দুঃসময় দেখা দিলে শুধুমাত্র মহান আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তাঁর কাছেই সকল আবেদন- নিবেদন পেশ করতে হবে- যিনি সকল নবী-রাসূল, আউলিয়া এবং সমগ্র সৃষ্টিকেই সৃষ্টি করেছেন। তিনিই সকল সৃষ্টিকে রিযিক দিচ্ছেন এবং কেবল তিনিই প্রাণদান ও হরণের ক্ষমতা সংরক্ষণ করেন।

কোনো নবী-রাসূল, ফেরেশতা অথবা আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে কীভাবে ঐ সকল বিষয় কামনা করে দোয়া করা যেতে পারে, যারা স্বয়ং আল্লাহর কাছেই ঐ সকল বিষয়ের মুখাপেক্ষী? ঐ মহিয়ান-গরিয়ান সর্বশ্রেষ্ঠ মহাশক্তিধর এবং সকল বাদশাহর বাদশাহ্ রাজাধিরাজ আল্লাহ তা'আলা- সকল কিছুর ভাণ্ডার যাঁর মুষ্টিতে নিবন্ধ ও সকল কিছুর ওপর ক্ষমতাবান, সেই মহান আল্লাহকে বাদ দিয়ে কীভাবে তাঁরই সৃষ্টি আরেকজনের কাছে সাহায্য কামনা করা যেতে পারে? উল্লিখিত আয়াতে উক্ত বিষয়ে যে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে এবং যে শিক্ষা ও উপদেশ নিহিত রয়েছে জ্ঞানবানদের জন্যে তা-ই যথেষ্ট।

এ ক্ষেত্রে চিন্তা-ভাবনা ও উপলব্ধির বিষয় হচ্ছে, উক্ত আয়াতের তাফসীরে সর্বশ্রেষ্ঠ মহামানব, খাতেমুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ তা'আলা এ আদেশ দান করেছেন যে, আপনি লোকজনকে জানিয়ে দিন, আমি স্বয়ং আমার নিজের জন্যে কোনো ধরনের কল্যাণ করতেও সক্ষম নই এবং নিজের কোনো ক্ষতি করতেও সক্ষম নই। আমি আমার নিজের মালিক নই এবং আমার মালিক একমাত্র আল্লাহ তা'আলা, আমি আমার উপকার ও ক্ষতি করতে যখন সক্ষম নই তখন অন্যদের কল্যাণ-অকল্যাণ কীভাবে করতে পারি?

এখানে আক্ষেপের বিষয় হচ্ছে, যে সকল ব্যক্তিবর্গ যমীনের নিচে দাফন হয়ে গিয়েছেন, লোকজন সেই লোকদের কবরের কাছে গিয়ে কবরবাসীদের উদ্দেশ্য করে নিজেদের প্রয়োজন পূরণের আবেদন-নিবেদন করে থাকে। অবস্থা দৃষ্টে অনুভূত হয়, ঐসব লোকের এ অনুভূতিও মারা গেছে যে, তাঁরা আল্লাহ তা'আলাকে পরিত্যাগ করে এমন মৃত লোকদের উদ্দেশ্যে আবেদন করছে, যাঁরা নিজেদের ভালো-মন্দ কোনো কিছুই করতে সক্ষম নয় এবং আবেদনকারীর আবেদনও শুনতে পায় না। ঐসব লোক এ কথাও উপলব্ধি করতে আগ্রহী নয়, তাঁরা এক মহা ভয়ঙ্কর শিরকী গুনাহ করে যাচ্ছে, যা ক্ষমার অযোগ্য।

এ অনুভূতিও ঐ লোকদের চিন্তা-চেতনা ও মন-মানসিকতা থেকে মারা গেছে, তাঁরা পড়ে থাকে “বলুন তিনি আল্লাহ এক’ এবং ‘আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই” অথচ তাঁরা এর বিপরীত কর্মকাণ্ডই করে যাচ্ছে।
[ফতহুল কাদীর (২/৪২৯)]

আলহামদুলিল্লাহ! কাশফুল প্রকাশনী টিমের দীর্ঘদিনের মেহনতের একটি কাজ  'তারিখুত তাফসীর ওয়াল মুফাস্সিরীন' অর্থাৎ 'তাফসীর ও মু...
13/12/2024

আলহামদুলিল্লাহ!
কাশফুল প্রকাশনী টিমের দীর্ঘদিনের মেহনতের একটি কাজ 'তারিখুত তাফসীর ওয়াল মুফাস্সিরীন' অর্থাৎ 'তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস' নামক এক সুবিশাল গ্রন্থের প্রি-অর্ডার চলছে...

➵ প্রি-অর্ডারের স্পেশাল ৪০% ছাড়ে ৩ খন্ডের
বইটি পেয়ে যাবেন ১২৩০ টাকায়।
➵ প্রি-অর্ডারকারীদের মধ্যে ৩ জন পাবে
আকর্ষণীয় টেবিল বুকশেলফ উপহার!
➵ সাথে প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে
সম্পাদকের পক্ষ থেকে অটোগ্রাফ সহ নাসিহা পত্র।
_________________________________
❑ তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড
লেখক: ড. গোলাম আহমাদ হারিরি (র.)

—অনুবাদক: আব্দুস সালাম মিতুল (রা.)
—সম্পাদনায়: ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী

মুদ্রিত মূল্য: ২০৫০৳
প্রি-অর্ডার মূল্য: ১২৩০৳

পৃষ্ঠা সংখ্যা: ১৩৬৪ (৩ খন্ডে)
কভার: হার্ড কভার + [প্রিমিয়াম বক্স]
প্রকাশনায়: কাশফুল প্রকাশনী
_________________________________

প্রি-অর্ডারের স্পেশাল ছাড়ে বইটি অর্ডার করতে পারেন আপনার পছন্দের যে কোন বুকশপে, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন।

❗প্রি-অর্ডারের শেষ সময় ২৫/১২/২৪ ইংরেজি।
❗বুকশেলফের অফার চলবে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত।

Short PDF দেখতে কমেন্ট বক্স চেক করুন।

কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণমতামত জানাবেন—প্রায় আরো ২ মাস আগে আমাদের সদ্য প্রকাশিতব্য বইয়ের প্রি-অর্ডার নেয়ার কথা ছ...
13/12/2024

কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ
মতামত জানাবেন—

প্রায় আরো ২ মাস আগে আমাদের সদ্য প্রকাশিতব্য বইয়ের প্রি-অর্ডার নেয়ার কথা ছিলো, কিন্তু কিছু জটিলতার কারণে তা হয়নি! আল্লাহ তা'আলা উত্তম পরিকল্পনাকারী..

আমরা ২ মাস আগেই ভেবে রেখেছিলাম যে আমাদের সদ্য প্রকাশিতব্য বইয়ের সাথে ভাগ্যবান ৩-৫ জনকে সুন্দর কিছু উপহার দিব, সেটা হতে পারে টেবিল বুকশেলফ বা অন্য কিছু।

অনেক কিছু ভেবে দেখলাম বুকশেলফ প্রত্যেক
পাঠকের কাজে লাগবে, ইনশাআল্লাহ।

তাই আমাদের ভাবনা অনুযায়ী আমরা নিজেরাই দক্ষ কাঠমিস্ত্রী দিয়ে ছবির ডিজাইন অনুযায়ী ভালো মানের ৩টি বুকশেলফ বানিয়ে নিবো ও আমাদের সদ্য প্রকাশিতব্য বইয়ের সাথে ভাগ্যবান ৩ জনের জন্য উপহার হিসেবে রাখবো, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! বই কাউন্টারে ২য় ছাপা চলে আসছে... শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ (রহ:)লেখক: উস্তায মুনীরুদ্দীন আহমাদপ্রক...
03/12/2024

আলহামদুলিল্লাহ!
বই কাউন্টারে ২য় ছাপা চলে আসছে...

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ (রহ:)
লেখক: উস্তায মুনীরুদ্দীন আহমাদ
প্রকাশনী: ILM Publication inc
পরিবেশনায়: কাশফুল প্রকাশনী

মুদ্রিত মূল্য: ৪৬০৳
পৃষ্ঠা সংখ্যা: ৩০৪| হার্ড কভার|

আমরা অনেকেই এই মহান ইমামের রচিত বই পড়লেও তাঁর জীবনী জানি না। কীভাবে কেটেছে তাঁর শৌশবকাল, কতোটা আলোকোজ্জ্বল ছিল তাঁর শিক্ষাজীবন, উম্মতের জন্য তাঁর রেখে যাওয়া খেদমতের বিশালত্য, কী কী ফিতনার সম্মুখীন হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, অনেক কিছু আমাদের জানা নেই। বাজারেও তেমন বই নজরে পড়ে না এই বিষয়ে। এই অভাববোধ থেকে গ্রন্থটি রচনা করা হয়েছে। এতে তাঁর গোটা জীবন-কর্ম এবং আকীদাহ মানহাজ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আলহামদুলিল্লাহ! কাশফুল প্রকাশনী টিমের দীর্ঘদিনের মেহনতের একটি কাজ  'তারিখুত তাফসীর ওয়াল মুফাস্সিরীন' অর্থাৎ 'তাফসীর ও মু...
02/12/2024

আলহামদুলিল্লাহ!
কাশফুল প্রকাশনী টিমের দীর্ঘদিনের মেহনতের একটি কাজ 'তারিখুত তাফসীর ওয়াল মুফাস্সিরীন' অর্থাৎ 'তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস' নামক এক সুবিশাল গ্রন্থের প্রি-অর্ডারের ঘোষণা করা হচ্ছে…

➵ প্রি-অর্ডারের স্পেশাল ৪০% ছাড়ে ৩ খন্ডের বইটি পেয়ে যাবেন ১২৩০ টাকায়।
➵ সাথে প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে সম্পাদকের পক্ষ থেকে অটোগ্রাফ সহ নাসিহা পত্র।
--------------------------

❑ তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড
লেখক: ড. গোলাম আহমাদ হারিরি (র.)

—অনুবাদক: আব্দুস সালাম মিতুল (রা.)
—সম্পাদনায়: ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী

মুদ্রিত মূল্য: ২০৫০৳
প্রি-অর্ডার মূল্য: ১২৩০৳

পৃষ্ঠা সংখ্যা: ১৩৬৪ (৩ খন্ডে)
কভার: হার্ড কভার + [প্রিমিয়াম বক্স]
প্রকাশনায়: কাশফুল প্রকাশনী

╰┈➤ বইটি সম্পর্কে প্রকাশকের সংক্ষিপ্ত কিছু কথা:

আল কুরআন বুঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস জানা। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাফ'রা যেভাবে কুরআন বুঝেছেন ও নিজেদের জীবনে ধারণ করেছেন আমাদেরও সেইভাবেই বুঝতে হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেভাবে না বুঝে আমরা আমাদের আকল ও মনগড়া যুক্তি দিয়ে, আল্লাহর (কালাম) কথা'কে বুঝতে চাই! আর এভাবেই কুরআনের ভুল ব্যাখ্যা করে মুসলিম জাতি আজ বহুদলে বিভক্ত হয়ে পড়েছে। অথচ কুরআন আমাদের প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অহিরুপে নাযিল করা হয়েছে, যা মানব জাতির মুক্তির একমাত্র পথপ্রদর্শক।

কুরআন'কে ভালোভাবে বুঝতে গেলে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের মত করে বুঝতে হবে। আবার তাদের কাছ থেকে যারা বুঝেছেন তাদেরও বুঝ নেওয়া যাবে। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের বুঝ ব্যাখ্যা'কে সামনে রেখে তাবেঈগণ তাবে-তাবেঈগণ থেকে শুরু করে ইমামগণ ও পরবর্তী একই পথের সকল অনুসারী তাফসীর কারকগণের থেকে শিক্ষা নিতে হবে। তবে অত্যান্ত দুঃখের বিষয় ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক তাফসীর কারক এই মূলনীতি অনুসরণ না করে ভুলে ভরা তাফসীর আমাদের সামনে উপস্থাপন করেছেন। যা যুগে যুগে এই উম্মাকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে। এ-কারণে আল-কুরআনের সঠিক তাফসীর ও তাফসীর কারকদের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর তারই উপর ভিত্তিকরে উপমহাদেশের বিখ্যাত আলেম "ড. গোলাম আহমাদ হারীরী (রাহিমাহুল্লাহ) এক সুবিশাল গ্রন্থ রচনা করেছেন যেখানে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাগণ, তাবেঈগণ ও তাবে- তাবেঈগন থেকে পরবর্তী ইমামগণের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কুরআনের বহু অপব্যাখ্যা ও অপব্যাখ্যাকারীদের বাতিল ফিরকা তুলে ধরা হয়েছে। যা থেকে বেচে থাকা না গেলে ঈমানহারা হবার সম্ভাবনা বেশি। তাই আমাদের যেমন কুরআন থেকে সঠিক ব্যাখ্যা জানতে হবে ঠিক সেভাবে অপব্যাখ্যাকারীদের চিহ্নিত করতে হবে। আমরা আশা করি সেই কাজের সাহায্যকারী হিসেবে বইটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
-----------------------------

প্রি-অর্ডারের স্পেশাল ছাড়ে বইটি অর্ডার করতে পারেন আপনার পছন্দের যে কোন বুকশপে, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন।

❗প্রি-অর্ডারের শেষ সময় ২০/১২/২৪ ইংরেজি।

Short PDF দেখতে কমেন্ট বক্স চেক করুন।

আলহামদুলিল্লাহ! আমাদের বেষ্ট সেলার বই ‘অন্তরের রোগ আমল সিরিজ’ (১-৮)টি বই ৩য় ছাপা চলে আসছে। অর্ডার করুন আপনার পছন্দের যে ...
25/11/2024

আলহামদুলিল্লাহ!
আমাদের বেষ্ট সেলার বই ‘অন্তরের রোগ আমল সিরিজ’ (১-৮)টি বই ৩য় ছাপা চলে আসছে।

অর্ডার করুন আপনার পছন্দের যে কোন বুকশপে, অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

—প্রাপ্তিস্থান:
কাশফুল প্রকাশনী
মাদ্রাসা মার্কেট ২য় তলা, বাংলাবাজার, ঢাকা।

—প্রি-অর্ডার বিষয়ে আপডেট! আমরা চেষ্টায় আছি খুব দ্রুত প্রি-অর্ডার ঘোষণা করার, কিছু জটিলতার কারণে সময়টা একটু পিছিয়ে গেল। আ...
23/11/2024

—প্রি-অর্ডার বিষয়ে আপডেট!
আমরা চেষ্টায় আছি খুব দ্রুত প্রি-অর্ডার ঘোষণা করার, কিছু জটিলতার কারণে সময়টা একটু পিছিয়ে গেল। আশা করি আপনারা আরেকটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন...

এই সপ্তাহের মধ্যে প্রি-অর্ডার ঘোষণা আসবে,ইনশাআল্লাহ। সেটা হতে পারে শুক্রবার জুম্মার দিনে...

যে বা যারা মহান স্রষ্টা-আল্লাহকে মালিক হিসেবে মেনে নিয়ে নিজেকে সত্যিকারের দাস হিসেবে তৈরি করতে চান, দাসত্ব প্রকাশ করতে চ...
13/11/2024

যে বা যারা মহান স্রষ্টা-আল্লাহকে মালিক হিসেবে মেনে নিয়ে নিজেকে সত্যিকারের দাস হিসেবে তৈরি করতে চান, দাসত্ব প্রকাশ করতে চান, দাসের মতো বিনম্র হয়ে মালিককে খুশি করতে চান; তাদের জন্য বইটি হতে পারে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য কয়েক ফোঁটা পানির ছটা মাত্র!"

Address

34, Northbrook Hall Road, Madrasha Market (2ND Floor), Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when কাশফুল প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাশফুল প্রকাশনী:

Videos

Share