Entire Universe

Entire Universe Everything is in one place. We are a reputed buy, sale & sourcing agent of garments stocklot here in Bangladesh.

09/01/2025

Remember mates, our physical and mental energy is high, and we are able to tackle tasks and activities with vigor and vitality.

- Entire Universe

08/01/2025

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পুরোনো মতপার্থক্যের পরিবর্তে এখন দরকার একটি নতুন ঐক্য ও মানসিকতার পরিবর্তনের নির্মোহ রাজনীতি। সেটা কথিত বৈষম্য বিরোধীরা যেভাবে চাচ্ছে সেভাবেও নয়, আবার রাজনৈতিকরা যেভাবে চাচ্ছে সেভাবেও নয়। বৈষম্য বিরোধীদের মধ্যে বৈষম্যহীনতা পরিলক্ষিত হচ্ছে না, রাজনৈতিকদের মধ্যে নির্মোহতাও দেখা যাচ্ছে না। উভয়েরই ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। না হলে গণঅভ্যুত্থানের সফলতা এবারও অধরাই রয়ে যাবে।

- Entire Universe

গত ৫ আগস্টের মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা। ৫০ সেকেন্ডের একটি ভিডিও। এই দৃশ্য যে কারও অন্তরে কাঁপন ধরাবে। যেখানে কলেজপড়ুয়া...
04/01/2025

গত ৫ আগস্টের মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা। ৫০ সেকেন্ডের একটি ভিডিও। এই দৃশ্য যে কারও অন্তরে কাঁপন ধরাবে। যেখানে কলেজপড়ুয়া একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য। চড়-থাপ্পড়, কিল- ঘুষি মারছে। কেউ কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে। একটু দূর থেকেই দৌড়ে এলো এক পুলিশ সদস্য। কাছে এসেই কলেজ শিক্ষার্থী হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনে দিলো। গুলির বিকট শব্দ। মাত্র ৩ সেকেন্ডেই মাটিতে লুটিয়ে পড়েন হৃদয়। ছটফট করে হাত-পা নাড়তে থাকেন। দাঁড়াতে চেষ্টা করেন। তবে পারেননি। একটু পরেই নিথর হয়ে যায় মাটিতে পড়ে থাকা হৃদয়ের দেহ। স্রোতের বেগে রক্ত বের হতে থাকে। অল্প সময়ে রাস্তা লাল হয়ে যায়। পরনের কাপড় ভিজে যায়। গুলি করেই পুলিশ সদস্যরা দৌড়ে সরে যায়। কিছুক্ষণ পর আবার তারা হৃদয়ের কাছে ফিরে আসে। এসে নিথর দেহ পা দিয়ে ঠেলে দেখতে থাকে মৃত্যু হয়েছে কি না। পরে ৪ জন পুলিশ সদস্য মিলে হৃদয়ের গুলিবিদ্ধ মরদেহ হাত-পা ধরে টেনে-হিঁচড়ে দূরে কোথায় নিয়ে যান। কোথায় নিয়ে যাওয়া হলো হৃদয়ের মৃতদেহ? কেউ জানে না এখনো।’

মামলায় তদন্ত কর্মকর্তা উৎপল কুমার সাহার বিশেষ প্রতিবেদন ছিল ভাইরাল ভিডিও সামনে রেখে। ভিডিও পর্যালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে পুলিশ কনস্টেবল আকরাম হোসেন তার ব্যবহৃত শটগান দিয়ে হৃদয়কে পেছন দিক থেকে গুলি করছে। সে গুলি করে হৃদয়কে মাটিতে ফেলে দেয়। ভিডিও ফুটেজ থেকে হত্যাকাণ্ডে আকরামের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নিশ্চিত করা যাচ্ছে। তাই খুনী কনস্টেবল আকরামকে কারাগারে রাখা ও জামিন না দেয়ার জন্য আদালতে অনুরোধ করাও হয়েছিল। কিন্ত এই তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে সবাইকে অবাক করে গত ২৩শে ডিসেম্বর গাজীপুর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক প্রধান অভিযুক্ত আকরামকে জামিন দিয়ে দিয়েছেন। জামিন পাওয়ামাত্র রাতেই কারাগার থেকে বেরিয়ে গা ঢাকা দিয়েছে পুলিশ কনস্টেবল আকরাম হোসেন। তার গ্রামের বাড়িতেও সে আর বাড়িতে ফেরেনি। গত ২৬শে ডিসেম্বর সে দেশ ছেড়ে পালিয়েছে।

কেমনে ঐ হারামী দেশ ছেড়ে পালাতে পারলো? কথিত বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নজর এদিকে নেই। তারা এখন ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত। ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এসব দেখার সময় আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলো ক্ষমতালোভী কথিত বৈষম্য বিরোধী সমন্বয়কদের সামলাতে ব্যস্ত।

04/01/2025

জামায়াত-শিবিরের আইডিগুলো থেকে বিভ্রান্তিমূলক পোস্ট দেখে অবাক হচ্ছেন! তাদের পোস্টের সমালোচনা করে একটা কমেন্টস করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুনেও অবাক হইনা।

কারণ আমি ধরেই নিয়েছি যে তাদেরকে মনে হয় ইসলামের নামে এইসব মিথ্যাচার, গালিগালাজের ট্রেইনিং দেয়া হয়। 🤔

03/01/2025

There could be some communication breakdowns or misunderstandings, and it's important to express ourself clearly.

- Entire Universe

02/01/2025

Today, the Five of Swords upright may represent a need for change or action. We need to make a difficult decision or take a bold step forward. Trust our instincts and have the courage to pursue our goals, even if it means facing some challenges or risks.

- Entire Universe

01/01/2025

In terms of emotions, you may need to pay more attention to your own feelings and needs. Try to communicate openly and honestly with others, and express your emotions and opinions.

- Entire Universe

01/01/2025

বাঙালি বাংলা দিন তারিখ বছর জানে?

29/12/2024

We have a lot of energy and vitality today. We can achieve a lot if we focus on your goals.

- Entire Universe

27/12/2024

Stay positive and optimistic. Focus on the silver lining and find gratitude in difficult situations.

- Entire Universe

26/12/2024

Remember that every day is a new opportunity to learn and grow. Even if things don't go as planned today, there's always tomorrow.

25/12/2024

There may be some temptations or distractions coming your way today, but we should try to stay focused on what is important and avoid getting sidetracked.

- Entire Universe

24/12/2024

A gang of Bangladesh student protesters entered the offices of the investor of a television station accusing it of "propaganda", protesters said Tuesday, with at least five journalists subsequently fired.

24/12/2024

Current situation suggests a sense of stability and security. We may find a certain level of contentment in this situation. However, it doesn't strongly indicate the immediate arrival of particularly exciting news. There could be a sense of holding onto what we have rather than expecting major new developments. We might receive some minor positive updates, but not necessarily earth-shattering ones. Overall, it seems like a balanced and steady period.

- Entire Universe

23/12/2024

Our hard work will likely lead to rewards. It's an auspicious sign for focusing on goals and taking action. This bodes well for a productive day.

- Entire Universe

21/12/2024

The Two of Swords upright suggests that you approach situations with a rational and level-headed mindset. Avoid emotional reactivity and make decisions based on facts and logic.

- Entire Universe

20/12/2024

A new beginning in relationships is indicated. It suggests the need to approach interactions with a clear mind and a willingness to communicate. This could lead to positive developments. However, patience and understanding are still crucial.

- Entire Universe

19/12/2024

Your ability to lead and influence is in alignment with the King of Swords. It suggests that you should confidently embrace your leadership potential. You have the capacity to make a significant impact with your words and actions.

- Entire Universe

Address

Plot# 78/A, Road# 07, Dakshin Bishil, Mirpur/01
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Entire Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entire Universe:

Videos

Share