22/12/2024
আনুর মন্দিরের প্রধান পুরোহিত মামা সেপা’র কথার মাঝেই হারমাসিস বলে উঠল, “মূর্খ! আপনি এই সিজারকে মহান বলেন! একটা বালিকার ছলনা থেকে আত্মরক্ষার ক্ষমতা যার নেই, সে কী করে সত্যিকারের মহান হতে পারে? সেই বীর জুলিয়াস সিজার, সেই দূরদর্শী জুলিয়াস সিজার-যার কথায় পৃথিবী চলে, সেই সিজার যাঁর কথায় চল্লিশ লেজিয়ন সৈন্য ছুটে ছুটে নানান জাতির ভাগ্য ঠিক করে, সেই সিজার কি না মাকালফলের মতো ক্লিওপেট্রা নামের একটা নষ্টা মেয়ের ছলনার কাছে নিজেকে বিলিয়ে দিল! তাহলে সে-তো সাধারণ মাটির তৈরি সামান্য রোমান সিজার, আর নেহায়েৎ নগণ্য ‘তুচ্ছ মানুষ!”
ক্লিওপেট্রা (পূর্ণাঙ্গ অনুবাদ)
হেনরি রাইডার হ্যাগার্ড
অনুবাদ: হাসান খুরশীদ রুমী