04/12/2024
হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপাখ্যান ‘শী’ সিরিজের ২য় বই ‘আয়েশা - দ্য রিটার্ন অভ শী’-এর প্রচ্ছদ ও নামলিপি অবশেষে ফাইনাল হলো।
প্রচ্ছদ ছবি : ইন্টারনেট
নামলিপি : জুলিয়ান
আপডেট: বইটির অনুবাদ শেষ হয়ে এখন সম্পাদকের হাতে আছে। তবে, এটি আসতে আসতে আমরা ক্লিওপেট্রা প্রকাশের কাজ শুরু করে দিবো। ইনশাআল্লাহ।
ক্লিওপেট্রা নিয়ে আপডেট : অনুবাদ শেষ, সম্পাদনা শেষ, প্রচ্ছদ ও নামলিপি নিয়ে কাজ চলমান। অনেকেই আগের ডেমো প্রচ্ছদটি রাখার সাজেশন দিচ্ছেন, কিন্তু সেটি রাখতে পারছি না। কারণ, ডেমো প্রচ্ছদের যে রমনী আছে সে আরব্য রজনীর কোন এক নারীর মতো লাগছে, কিন্তু ক্লিওপেট্রা মিশরীয় রানী, আরবের না! সেটার উপরই এখন কাজ করা হচ্ছে... সময় মতো এটাও প্রকাশ করা হবে, এবং ১০ তারিখের পর যে কোন সময় প্রি-অর্ডারও শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ