চলো বাংলাদেশ

চলো বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সকল ঘটনা পাবলিস্ট করা হবে সবাই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন

20/12/2024

টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না ।সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়।একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়।একে অপরকে সময় দিতে হবে সন্মান করতে হবে সর্বোপরি একে অপরকে বুঝতে হবে।ভালোবাসায় দুজনকেই একে অপরের জন্য সমান ভাবে স্যাক্রিফাইস করতে হবে। 😊
পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আচ লাগতে দেব না।
ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শিখ। সম্পর্কে হাজার বাঁধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাঁধা অতিক্রম করতে হয়! 🖤

05/12/2024

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে... যে ভবিষ্যত নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।

শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো' তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয় পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে... মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না...

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅
25/11/2024

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅

20/11/2024

দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষ টাকে ছেড়ে দিচ্ছেন।
মানুষ টা আপনার জন্য কান্না করে বালিস ভেজাচ্ছে, আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবছেন মানুষটা খুব বোকা,, মানুষ টা বোকা নয় মানুষ টা বিশ্বাসী মানুষ টা আপনার আপনি টাতে আসক্ত ।
আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি।
একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না।

দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না।
আপনি যেরকম করে ঐ মানুষ টাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একোই ভাবে এই মানুষটি আপনাকে ভেঙ্গে চুরমার করে দিবে।
না পারবেন সইতে না পারবেন কইতে ।
শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল 💔🥀

সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না! 'তাহসান মিথিলার সে মেয়ে মিথিলা কে ছাড়াই এখন বড় হ'য়েছে, হ'য়েছে বাবার রুপকথা! 'এর জন্য...
19/11/2024

সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না! 'তাহসান মিথিলার সে মেয়ে মিথিলা কে ছাড়াই এখন বড় হ'য়েছে, হ'য়েছে বাবার রুপকথা! 'এর জন্যই হয়তো ব'লে "জন্ম দিলেই মা হওয়া যায় না!❤️

বাংলাদেশ নারী ক্রিকেট ও ফুটবল এর লিজেন্ড
11/11/2024

বাংলাদেশ নারী ক্রিকেট ও ফুটবল এর লিজেন্ড

11/11/2024

মানুষের পক্ষে কখনোই কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না? হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ পরে তাকে মনে পরবেই, হয়তো ষাট বছর পর হুমায়ূন ফরিদের মতো আক্ষেপ করে বলবো আমি এখনো একটা মানুষকে ভীষন ভালোবাসি🥹💔

10/11/2024
01/11/2024

ভালোবাসা সব সময় ভুল মানুষের সাথে হয় 😢😅🥰

29/08/2024

Love হচ্ছে এইরকম যেcompromise, understanding, sacrifice, care and respect (5)🤍এটা one partner এর না এটা both partner এর তখনই love গুলা maturity পাবে relationship এ sustainable হবে🌺🤗

আমরা শব্দ গুলা বলি but কোনো না কোনো ভাবেই either male partner বা female partner করে কিন্তু both party করবে তখনই আসলে love এর essence মানে মধুর ব্যাপারটা সেটা আসে🥰

আমরা both party করতে পারি না তাই বেশির ভাগ সম্পর্ক গুলা success হয় না😶

07/08/2024

আগামীর বাংলাদেশ ❤️

দেশ সংস্কারের কাজে নেমে পড়েছে শিক্ষার্থীরা।❤️লোকেশন: রাজশাহী 📍
06/08/2024

দেশ সংস্কারের কাজে নেমে পড়েছে শিক্ষার্থীরা।❤️
লোকেশন: রাজশাহী 📍

06/08/2024

This is our new Bangladesh, Students pawer Bro

06/08/2024

রাজনৈতিকভাবে (যেকোন রাজনৈতিক দল) সফল হতে না পেরে যারা ছাত্র আন্দোলনে ভর করে এখন দেশে ভাংচুর,
অ/গ্নিসংযোগ করছেন, লুট করছেন আপনাদের প্রতি ধিক্কার। আপনাদের জন্যই দেশ পিছিয়ে যায়।
আপনারা জীবনেও মানুষের সমর্থন পাবেন না। আপনাদের প্রতি তীব্র ঘৃণা।

05/08/2024

সাহসী মা

05/08/2024

মেধাবীদের হাতেই দেশ নিরাপদ। স্বপ্নের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, গতি হবে দুর্বার। Trust me!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category