Md Emran kabir

Md Emran kabir Everyone is requested to like and comment on my page because it will help you take the likes far.

টক্সিক মানুষ চিনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দি...
23/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

হঠাৎ একটা দিন বুঝবেন, এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?

এমন কিছু আচরণ আছে, যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে

তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!

তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ

তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা

তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ—কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা

আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া

টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া

তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি।

জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,

যারা আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।

fans

20/12/2024

Jaker Ali show - 72*(41)🔥

🥱🥱🥱
07/12/2024

🥱🥱🥱

তিনি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য গরম পারি...
04/12/2024

তিনি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য গরম পারি ঢেলে সাহায্য করার ভান করছিলেন।ঠিক এভাবেই কিছু লোক প্রয়োজনের সময় আপনার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায়।

চিরন্তন সত্য!
আমাদের মাঝে এমন বন্ধুর অভাব নাই। মানুষের প্রয়োজনে মানুষ আমাদের ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে সর্ম্পক শেষ হতে দুই মিনিটও লাগে না। এটাই বাস্তব সত্যি কথা।

ভারতের একটা শিল্পীও আজ পর্যন্ত জুলাই বিপ্লব নিয়ে একটা কথা বলেনি। ২০০০ মানুষ মরে গেছে, এতো এতো লেখক, শিল্পী, অভিনেতা, স্...
02/12/2024

ভারতের একটা শিল্পীও আজ পর্যন্ত জুলাই বিপ্লব নিয়ে একটা কথা বলেনি। ২০০০ মানুষ মরে গেছে, এতো এতো লেখক, শিল্পী, অভিনেতা, স্রেফ চোখ বন্ধ করে আছে।

তাই পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান যখন ফ্রিতে গান করতে আসেন, জুলাই বিপ্লবের আহতদের জন্য ফান্ড রেইজ করার জন্য, তখন সেইটা আমাদের অন্তরে যাইয়া লাগে।

আবেগে আপ্লুত হয়ে বলতে ইচ্ছা করে, আফরি,আফরি.....

ধন্যবাদ রাহাত ফতেহ আলী খান। আপনার লাইভ কনসার্ট দেখার শখ ছিলো খুব, বাট আপনাকে সামনাসামনি দেখার শখ এতো মহান একটা প্রোগ্রামেই পূরণ হতে যাইতেছে, ভাবি নাই।

বেশিরভাগ আর্টিস্ট নিজের আর্টের চেয়ে ছোট হয়ে থাকেন। আপনি আপনার আর্টের চেয়েও বড় হতে পেরেছেন।

আফরি!! আফরি!!

25/11/2024

সব শখের নারী ও আবার এক হয়না 😅
শখের নারী কে নিয়ে কিছু বলে যান 😊

07/11/2024

বেকার ছেলেকে দেখে খোঁচা অথবা খোঁটা দিয়েন না। কারণ সময় সব সময় এক থাকে না। fans

Pakistan vs Bangladesh 2nd Test Win probability..
03/09/2024

Pakistan vs Bangladesh 2nd Test Win probability..

বাংলাদেশের বিষাক্ত শিং মাছ বন্যায় ভেসে যাওয়ার সময়  বিজিবির জালে আটকা পড়ে।
24/08/2024

বাংলাদেশের বিষাক্ত শিং মাছ বন্যায় ভেসে যাওয়ার সময় বিজিবির জালে আটকা পড়ে।

23/08/2024

পুরুষ মানুষের দায়িত্ব মারাত্মক রকমের সুন্দর ❤️

যমুনা টিভির ভাইরাল উপস্থাপিকা নিকোল, জিজ্ঞাস করছে ছাত্র হাসনাত আবদুল্লাহ কে। এই কয়দিনে কি পরিবর্তন করেছেন? উত্তর আপনি এত...
21/08/2024

যমুনা টিভির ভাইরাল উপস্থাপিকা নিকোল, জিজ্ঞাস করছে ছাত্র হাসনাত আবদুল্লাহ কে। এই কয়দিনে কি পরিবর্তন করেছেন? উত্তর আপনি এতদিন টকশোতে বিলাই ছিলেন, এখন বাঘিনী হয়ে গেছেন এইটা কি কম বড় পরিবর্তন?

ভয়ংকর রকমের টেলেন্ট 😳😮এরা কারা, এমন হিসাব কিভাবে মিলাইলো।😜😀
20/08/2024

ভয়ংকর রকমের টেলেন্ট 😳😮
এরা কারা, এমন হিসাব কিভাবে মিলাইলো।😜😀

ফিল্টার লাগিয়ে আরো সুন্দর ভাবে মানুষকে সাহায্য করতেছে যেতে ছবি ভালো উঠে 😑
18/08/2024

ফিল্টার লাগিয়ে আরো সুন্দর ভাবে মানুষকে সাহায্য করতেছে যেতে ছবি ভালো উঠে 😑

৭ই আগস্ট পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে , এ রাস্তায় ও রাস্তায় , এ মোড়ে ও মোড়ে , ডাস্টবিনের পাশে ,নর্দমার ধারে। স...
16/08/2024

৭ই আগস্ট পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে , এ রাস্তায় ও রাস্তায় , এ মোড়ে ও মোড়ে , ডাস্টবিনের পাশে ,নর্দমার ধারে। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের এখান থেকে সেখান, কাঁধে বস্তা নিয়ে ।

সকালবেলা কৌতুহল বশে জিজ্ঞাসা করেছিলাম,
"তোমার নাম কি?"
বলেছিল , "ক্ষুদিরাম" ।

দুপুরে দেখলাম সিটি করপোরেশন অফিসের সামনে , ডাস্টবিনে হাত ঢুকিয়ে কী সব খুঁজছে , বললাম ,
"কী খুঁজছ ক্ষুদিরাম?"

উত্তর দিল, "আমি ক্ষুদিরাম নই , মোশাররফ ঢালী।"
অবাক হলাম ।

বিকালে আবার দেখা , বললাম,
"মোশাররফ ঢালী চা খাবে?"

ও বলল , "আমার নাম রমজান আলী" ।
এবার বিস্ময়।

সন্ধের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম।

জিজ্ঞাসা করলাম ,
"কী হয়েছে?"
ভীড়ের থেকে একজন বলল, "একটা চোর ধরা পড়েছে।"

ভীড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম , ল্যাম্প পোষ্টে বাঁধা সকালের ক্ষুদিরাম দুপুরের মোশাররফ ঢালী বিকালের রমজান আলী।
পাশে মাল বোঝাই বস্তা, যা ছিল সকালে খালি।

একজন বলল ,ঐ বস্তায় আছে চুরি করা জিনিস ।
খটকা লাগল ,জিজ্ঞাসা করলাম ,
"চুরি করেছ?"
ও নির্বিকার, কোনো উত্তর দিল না।
আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম , বেরোল ছেঁড়া , ফাটা ,দুমড়ানো ,মোচড়ানো, প্লাস্টিকের ও কাগজের যত বঙ্গবন্ধুর ছবি।
রাস্তা, ডাস্টবিন, নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায় ।

মুহূর্তে ভীড় হল অদৃশ্য, চোখ ভরা জল নিয়ে বাঁধন খুলে দিলাম পাগলের।
আমার মুখের দিকে তাকাল একবার, তারপর মৃদুস্বরে বলল,
"যেন কেউ পা দিয়ে মাড়িয়ে না যায় তাই ...."

তারপর আবার ছবি গুলো বস্তায় ভরে নিয়ে চলে গেল দূর থেকে দূরে ।

আমি দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো অপার বিস্ময় আর যন্ত্রণা বুকে নিয়ে । কপি পোষ্ট!!

তখন প্রতিবাদ করতে যখন ভয় পেয়েছেন, এখন চুপ থাকেন।
16/08/2024

তখন প্রতিবাদ করতে যখন ভয় পেয়েছেন, এখন চুপ থাকেন।

এমন স্বাধীনতা কি আমরা চেয়েছি আজ ১৫ই আগষ্ট সুখের মাসে খিচুড়ি নাই।
15/08/2024

এমন স্বাধীনতা কি আমরা চেয়েছি আজ ১৫ই আগষ্ট সুখের মাসে খিচুড়ি নাই।

14/08/2024

কথা ছিলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরে আসবে।
কিন্তু তারা হিন্দু হয়ে ফিরে আসবে তা জীবনেও কল্পনা করতে পারিনি।

সেরা অভিনেত্রীর অভিনয় ধরতে ছাত্র জনতার সময় লেগেছে দীর্ঘ ১৭ বছর।-------------------------------------------------------...
14/08/2024

সেরা অভিনেত্রীর অভিনয় ধরতে ছাত্র জনতার সময় লেগেছে দীর্ঘ ১৭ বছর।
-------------------------------------------------------------------------

এতো নিখুঁতভাবে অভিনয় করে গেছেন দেখুন
উনি ইচ্ছে করলে নাটক সিনেমায় ও অভিনয় করতে পারতেন।

সিলেটের এম ইলিয়াস আলীর মেয়েকে শান্তনা দেবার সময়, তিনি নিজেও চোখের জল ফেলছিলো - অথচ সব কিছু তার আদেশেই হয়েছিলো। এবং সে চাইলেই ইলিয়াস আলী তার ছেলে মেয়েদের কাছে ফিরতে পারতো।

অতিসাধারণ বাহিরের রুপটার আড়ালে ভয়ঙ্কর এক মানুষ ছিলো 🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Emran kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Emran kabir:

Videos

Share

Category