OMOR FARUK

OMOR FARUK Digital Marketing Specialist । Property Business । https://farukomor.com

26/12/2023

Enjoyable experience at Nijhum Dwip.
Aah sounds good on a boat trip

26/11/2023

তিতার নদীর পাড়ে

কাশবনের রাজ্যে কাশফুলের সাথে কিছুক্ষণ।আমি মূলত কাশফুলের ছবি তুলেছি এই জন্য যে, যারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে মারাত্মক ম...
12/10/2023

কাশবনের রাজ্যে কাশফুলের সাথে কিছুক্ষণ।

আমি মূলত কাশফুলের ছবি তুলেছি এই জন্য যে, যারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে মারাত্মক মারাত্মক ছবি তুলে জাত উঠেছে মনে করছে, তাদের জাত নিচে নামানোর জন্য।
আমার পর্যায়ে "ওদেরকেও" নামায়া আনলাম আরকি!

কাশফুল দেখতে সুন্দর, কিন্তু তার রাজ্যে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা থাকতে পারে। বাতাসে নাকে মুখে ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।

সরকার 375 CC পর্যন্ত মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।CC বেশি হলে রেজিষ্ট্রেশন ফিও বেশি হয়। এতটাকা দিয়ে আমি রে...
11/10/2023

সরকার 375 CC পর্যন্ত মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।
CC বেশি হলে রেজিষ্ট্রেশন ফিও বেশি হয়। এতটাকা দিয়ে আমি রেজিষ্ট্রেশন না করে বরং যেখানে লাভ হবে বেশি, সেখানে বিনিয়োগ করবো।

এইখানে গেলে আপনি বেশি লাভ সম্পর্কে জানতে পারবেন। এইটা আমার নিজের-ই। দেখতে পারেন। কিছু জানতে ম্যাসেজ করবেন।

https://omagreatbuilders.com/shopnochura/

বাঙালীদের দুইটা জন্মদিন থাকে। তবে ইতিহাসের অংশ কেবল কয়েকজনই হয়। তারমধ্যে যেমন আছে খালেদা জিয়া, তদ্রুপ আপনাদের ভাই, এস কে...
03/10/2023

বাঙালীদের দুইটা জন্মদিন থাকে। তবে ইতিহাসের অংশ কেবল কয়েকজনই হয়। তারমধ্যে যেমন আছে খালেদা জিয়া, তদ্রুপ আপনাদের ভাই, এস কে জাফরীও আছে।
আমার আজকে বেসরকারি জন্মদিন। আমারও বয়স হয়ে যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে আমি মুত্যুর কাছাকাছি চলে আসতেছি।
এত এত দুঃখের আলাপের মাঝেও পিএম স্যারকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। তিনি দয়া করে আমাদের বয়স বাড়ার কথা জানিয়ে দিচ্ছেন এবং বলছেন অচিরেই মৃত্যু বরণ করতে হবে।

দোয়া করি, পিএম স্যার যেন আজীবন বেঁচে থাকেন।

24/09/2023

শনিবার একটা পাঞ্জাবি পরলাম, যেভাবেই হোক, পাঞ্জাবির পিছনে একটু ছিঁড়া ছিল। ঐটা পরেই অফিস করলাম। রবিবার মানে আজকে ছিঁড়া জামা পরেই বসুন্ধরা শপিং মলে গিয়েছি। এমনকি সন্ধ্যায় শ্বশুরবাড়ীও গেলাম। তেমন কোন সমস্যাই মনে হয় নি। মান ইজ্জত চলে যাবে, এমন কোন ভয়ও আসেনি। দিব্যি চলে গেছে।
এমনকি আগামীকাল একজনের জন্য বিবাহের মার্কেটও করতে যাবো। দোয়া করবেন মান ইজ্জত যেন থাকে!😜

25/08/2023

Alhamdulillah, my daughter was born today at 8.40 AM. Please pray for the baby's mother, the baby and me. thank you

Date:
7 Safar 1445
১০ ভাদ্র ১৪৩০
25 August 2023

২০০৯ সালে তোলা।কয়েক বন্ধু ল্যাপটপে কাজ করছিলুম। তখনই হঠাত ছবিটা তুললেন একজন। কোন ধরণের 'পোজ' ও পরিকল্পনা ছাড়া। ছবিটা উঠা...
29/07/2023

২০০৯ সালে তোলা।
কয়েক বন্ধু ল্যাপটপে কাজ করছিলুম। তখনই হঠাত ছবিটা তুললেন একজন। কোন ধরণের 'পোজ' ও পরিকল্পনা ছাড়া। ছবিটা উঠানোর পরে মনে হল, নাহ ;- আমি দেখতে খারাপ না।
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ছবিটার পিছনে একটি গল্প আছে;
বিখ্যাত চিত্রশিল্পী __ দ্য ভিঞ্চির মোনালিসা যেমন কোন প্লান ছাড়া আকা হয়েছিল। কিন্তু সেটাই সবচেয়ে মুগ্ধতা ছড়ায়। আজ পর্যন্ত না ভিঞ্চি, না অন্য কেউ, কেউ মোনালিসার হাসির রহস্য ভেদ করতে পারেনি।
তেমনি আমি কোন দিকে কীসের জন্য তাকিয়ে আছি, সেটা না আমি বের করতে পেরেছি, না যারা ইতোপূর্বে ছবিটি দেখেছে তারা বের করতে পেরেছে।
মোনালিসার সাথে এখানেই আমার সম্পর্ক, __ দ্য ভিঞ্চির সাথে আমার বন্ধুটির সম্পর্ক একটি সৃষ্টিশীল কাজের জন্য। ( ছবিটি আসলে কে তুলেছে, সেটা আজও অজানা। থাকনা কিছু মানুষ মহান সৃষ্টিশীলতার অন্তরালে।)
নিজের ছবিই নিজের কাছে শতাব্দীর সেরা মনে হচ্ছে।
ছবিটির অরিজিন কপি হারিয়ে গেছে, এটি সেই ছবিরই মোবাইল ভার্সন।

30.07.2015

ইদ মোবারক
29/06/2023

ইদ মোবারক

ভাইয়ের রাজনীতি বা রাজনীতির ভাই।একটা আওয়ামী সংগঠনের ( নামটা এখন ঠাহর করতে পারছিনে ) ব্যানারে প্রতিবাদ সভা চলছে প্রেসক্লাব...
27/06/2023

ভাইয়ের রাজনীতি বা রাজনীতির ভাই।

একটা আওয়ামী সংগঠনের ( নামটা এখন ঠাহর করতে পারছিনে ) ব্যানারে প্রতিবাদ সভা চলছে প্রেসক্লাবের সামনে। সামনে দিয়ে হেটে যাওয়ার সময় ঝাঝালো বক্তব্য শুনছিলাম জামাত-জঙ্গীবাদ-বিএনপি বিরোধী। বিষয়বস্তু কি, তা নিয়ে আমার ভাবার সময় কই? আমি ব্যস্ত ছিলাম লোকজন দেখার।

ব্যানারের দু'পাশ ধরে দাড়িয়ে রয়েছে দুটো ষোড়শী কন্যা। বেশ দেখতে। এই অপরুপ সৌন্দর্য দেখার জন্য হলেও প্রেসক্লাবের সামনে ঘুরঘুর করা উচিৎ। রোকেয়া হলের সামনে দাড়ানো এখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাড়িয়েছে। যখন জানতে পারলাম রোকেয়া হলের সামনে দাড়িয়ে পরে প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল হামিদ। এখন ওখানটায় দাড়ালেই অনেকেই জিজ্ঞেস করে; ভাই প্রেসিডেন্ট হইতে চান নাকি? প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছায় এখন অনেকেই রোকেয়া হলের সামনে দাড়ায়। মেয়ে দেখে। নারী দেখে। দেখে ঠোট কামড়ায় অজান্তেই। কল্পনার জগতে হারিয়ে যায়। আলোড়িত হয়। আন্দোলিত হয়। উত্তেজিতও হয়। এত এত তরুণের মাঝে নিজেকে আপাদমস্তক নারীর খেলনা বই কিছুই মনে হয়নি নিজেকে। রোকেয়া হলের সামনে দাড়াও। নারী দেখো আর প্রেসিডেন্ট হয়ে যাও। একটা খেলনা, প্রেসিডেন্ট হওয়ার খেলনা।

নিজেকে প্রবোধ দিলাম; প্রেসিডেন্ট হতে চাইলে রোকেয়া হলের সামনে দাড়ানো কতশত তরুণকে ল্যাঙ মেরে ফেলে দিতে হবে!!! তাদের কে পরাজিত করতে হবে!!! তারা কষ্টে কেঁদে দিতেও পারে। আসল বেগম রোকেয়ার সময় নারী অবলা থাকলেও তার নামে হলে থাকা নারী এখন আর অবলা নয়। তার সামনে দাড়িয়ে থাকা তরুণরাই বর্তমানে অবলা।

এই জন্যই প্রেসক্লাবের সামনে ঘুরঘুর করা, দাড়িয়ে থাকা ভাল। অবলা হওয়ার চেয়ে।

হয়তো প্রেসক্লাবের সামনে দাড়ানো থেকে আরেকটি নতুন কোন ইতিহাস সৃষ্টি হবে। অবশ্য নারী-পুরুষের সম্পর্কের রসায়নটাই তো প্রবাহমান নদীর মতো একটা ইতিহাস। নতুন ইতিহাস। নদীর পানি যেমন সব সময়ই নতুন থাকে, তেমনি নারী পুরুষের সম্পর্কের রসায়নটাও সব সময়ই নতুন থাকে।

যাই হোক, সৌন্দর্যের রুপ লাবন্যের অপূর্ব প্রদর্শনিতে আমি যারপরনাই বিমোহিত। বোধ করি কন্যা দুটোও মহা আনন্দিত। তাদের স্ফীত হাসির সাথে সাথে গোলাপী ঠোট, কন্ডিশনার দেয়া মোলায়েম চুল কপালের উপর এসে পড়ায় লাবন্যতার বিচ্ছুরণ আরো অধিকমাত্রায় আমাকে আলোড়িত করছে।

একজন নেত্রীর দিকে চোখ পড়ল। রাজ্যের বিরক্তি নিয়ে দাড়িয়ে হাত তালি দিচ্ছেন। আমি সরাসরি নেত্রীর দিকে তাকালেও উনি আমার দিকে আড়চোখে তাকাচ্ছেন। যেন আড়চোখে তাকানোটা অধিকার। ফ্যাশনও হতে পারে। সরাসরি তাকানোটা একটা অপরাধের পর্যায়ে পড়ে।

আড়চোখে তাকিয়ে কি ভাবছে আমাকে নিয়ে, কে জানে? হয়তো ভাবছে ছেলেটার কি কোন কাজ নেই, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন, লজ্জা-শরম বলতে কিছু নাই ছেলেটার??? আরো কত কি ভাবতে পারে মানুষ সেটা মাপার যন্ত্র এখনও আবিষ্কার হয় নাই।

নেত্রীর দিকে তাকনোর পরপরই উপন্যাসের নায়িকাদের কথা মনে পড়ে যায়। নায়িকারা কত বিচিত্র। আবার কত মিলও। নায়িকাদের মত নেত্রীর জীবনও হয়তো অনেক বিচিত্র, অনেক ঘটনাবহুল। কত রাজনৈতিক সহকর্মীর নোঙরা ইঙ্গিত, তবু দমবার পাত্রী নন নেত্রী। লড়াই চালিয়ে যেতে হবে। এতদূর এসে পিছু হটার কোন মানে নেই। কামুক সহকর্মীকে জবাব দিতে হবে।

পুরুষ মানুষ নারী আর মদ ছাড়া কিছুই বুঝেনা। এটাই তাদের রাজনীতি। ধ্রুপদের "ঘুড়িতেও" এমন করে বলা আছে। এই রাজনীতি-ই হয়তো আমাকে প্রেসক্লাবের সামনে নিয়ে এসেছে।

ঐ সভাতে পুরুষ মানুষই বেশী ছিল। তবুও আমি তাদের দিকে তাকাইনি। কারণ আমি তো বিজ্ঞানমনস্ক প্রগতিশীল, তাই নারী আমাকে আকর্ষিত করেছে। পুরুষ আকর্ষণ আমার জন্য ভাল অর্থ হতে পারে না।

নারীর প্রতি আকর্ষণ বিজ্ঞান সম্মত। সারা বিশ্বে এই বিজ্ঞান বেশ খাচ্ছে। মধ্যখান দিয়ে আমি-ই কেন বিজ্ঞান বিরোধী কুয়োর ব্যাঙ হয়ে থাকবো???

আমি হয়েছি নারীর গর্ভে, লালিত পালিত হয়েছি নারীর কোলে। বিজ্ঞান সম্মত একমাত্র সামাজিক স্বীকৃতি রয়েছে নারীর সাথেই বিছানা শেয়ার করার। বিবাহের মৌলিকত্বই হল নারী পুরুষের মেলবন্ধন।

এই জন্যই তো নারীর দিকে তাকানোটা অপরাধ নয়। বিজ্ঞান সম্মত একটি কাজ। একটি শিল্প। স্রষ্টার সৃষ্টির অপরুপ সৌন্দর্য দেখা দোষনীয় নয়।

চারিদিকে শুধু নারী স্বাধীনতা, নারী অধিকারের ধ্বণি। নারীর প্রতি আকর্ষণ থেকেেই তো পুরুষের এই স্লোগান। সব পুরুষের এই তো চাওয়া। এই তো পুরুষের রাজনীতি। এই তো ভাইয়ের রাজনীতি বা রাজনীতির ভাই।

© Omor Faruk
27.06.2017

ইদ মোবারক ২০২৩
22/04/2023

ইদ মোবারক ২০২৩

2013 সাল। ফরিদাবাদে।
17/02/2022

2013 সাল। ফরিদাবাদে।

25/12/2021

আলাপগুলো শব্দে মিলিয়ে দিচ্ছি। যাতে আমাকে আর কেউ দাম না দেয়।

Address

3/3/15, Fatima Monjil, Bashbari, Chandmiya Housing, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801676929890

Website

https://farukomor.com/

Alerts

Be the first to know and let us send you an email when OMOR FARUK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMOR FARUK:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All