Sarafi TECH

Sarafi TECH Get a best solution for your online business and be secure. Just contact us and be secure.

নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫:সম্প্রতি হিরো মোটোকর্প ১২৫সিসি-র স্প্লেন্ডার-এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন ন...
03/08/2022

নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫:
সম্প্রতি হিরো মোটোকর্প ১২৫সিসি-র স্প্লেন্ডার-এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন নিয়ে হাজির হয়েছে। এই লেটেস্ট বাইকের নাম সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশন। যার দাম শুরু হচ্ছে ভারতীয় ৭৭,৪৩০ টাকা (এক্স-শোরুম) থেকে।
মোট দুটি ট্রিমে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে একেবারে টপ-স্পেসিফিকেশনের মডেলটির দাম ভারতীয় ৮১,৩৩০ টাকা (এক্স-শোরুম)।
হিরো মোটোকর্পের তরফে দাবি করা হয়েছে মোটরসাইকেলটির এই লেটেস্ট ভার্সন আগের মডেলগুলোর তুলনায় আরও পরিণত মাইলেজ অফার করবে, যা ঘোরাফেরা করবে 60 km/L থেকে 68 km/L -এর মধ্যে। যা আগের তুলনায় অন্তত ১৩ শতাংশ বেশি।

গুগল ক্রোম ব্যবহারে নিষেধাজ্ঞা:নিরাপত্তা ও গোপনীয়তাজনিত কারণে সারাবিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের...
01/08/2022

গুগল ক্রোম ব্যবহারে নিষেধাজ্ঞা:

নিরাপত্তা ও গোপনীয়তাজনিত কারণে সারাবিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের সফটওয়্যার, ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
টেকরাডার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়: নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় সেদেশের শিক্ষা খাতসংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে এসব পরিবর্তন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছে। মন্ত্রণালয়ের আশঙ্কা, জাতীয় পর্যায়ে তথ্য সুরক্ষা বিধির পাশাপাশি অন্যান্য নীতিমালার সঙ্গে গুগলের এসব সফটওয়্যার সাংঘর্ষিক।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, এসব পরিবর্তনের মধ্যে গ্রুপের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ছাড়াও স্বয়ংক্রিয় ওয়েবসাইট ট্রান্সলেশন ফিচার ও স্পেল চেকের মতো বিষয় অন্তর্ভুক্ত। তবে গুগলের যেসব সার্ভিস রয়েছে, সেগুলো ইউরোপের বাইরে আদৌ তথ্য পাচার করে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

নীতিমালার অধীনে গুগল ক্লাউডে সংরক্ষিত ভৌগোলিক অবস্থানের সকল তথ্য ইউরোপের মধ্যেই রাখতে হবে এবং এ ফিচার পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এছাড়া সব ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ এবং ব্যবহারকারীদের গুগলের সার্চ ইঞ্জিন পরিত্যাগ করতে হবে।

নতুন ডার্ট বাইক আনল হিরো: হিরোর ডার্ট বাইক এক্সপালস। এই মডেলের র‌্যালি এডিশন ৈএবার বাজারে এলো। আগের ভার্সনের গ্রাফিক্সের...
30/07/2022

নতুন ডার্ট বাইক আনল হিরো:
হিরোর ডার্ট বাইক এক্সপালস। এই মডেলের র‌্যালি এডিশন ৈএবার বাজারে এলো। আগের ভার্সনের গ্রাফিক্সের থেকে আরও বেশি আক্রমণাত্মক দেখায় এই নতুন বাইক। এটি একটি অফরোডার বাইক, যাকে অনেকেই ডার্ট বাইক নামেও চেনেন। এক্সপালসের নতুন এডিশনে বিশেষ ফিচার যোগ করেছে হিরো।

5G চালু করল গ্রামীণফোন: পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করল গ্রামীণফোন। মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগ, ঢা...
28/07/2022

5G চালু করল গ্রামীণফোন: পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করল গ্রামীণফোন। মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগ, ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি নির্দিষ্ট স্থানে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি নেট দুনিয়ায় ফাইভ-জি স্পিডে যাত্রা শুরু করল।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রাহকগণ তাদের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে নেট ব্যবহারে বর্ধিত এই স্পিড সুবিধা পাবে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে অপারেটরটি ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

ডেভেলপারদের সঙ্গে আইনি বিবাদ মেটাতে ৯ কোটি ডলার অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছে গুগল। খবর রয়টার্স।সান ফ্রান্সিসকোর আদালতে গ...
11/07/2022

ডেভেলপারদের সঙ্গে আইনি বিবাদ মেটাতে ৯ কোটি ডলার অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছে গুগল। খবর রয়টার্স।

সান ফ্রান্সিসকোর আদালতে গুগলের বিরুদ্ধে মামলা করে অ্যাপ ডেভেলপাররা। স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে গুগলের এক চুক্তি অনুযায়ী, গুগল প্লের মাধ্যমে অর্থ পরিশোধ করে ব্যবহারকারীরা। এক্ষেত্রে পরিষেবা ফি হিসেবে গুগল ৩০ শতাংশ বরাদ্দ পায়। ফলে লাভ কমে যায় অ্যাপ ডেভেলপারদের। এজন্য আদালতের দ্বারস্থ হন তারা।

এক ব্লগপোস্টে গুগল জানায়, অ্যাপ ডেভেলপারদের সহায়তা করতে তহবিলে ৯ কোটি ডলার জমা দেবে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ২০১৬-২০২১ সাল পর্যন্ত ২০ লাখ বা তার কম বার্ষিক আয়কারী অ্যাপ ডেভেলপারদের জন্য এ অর্থ বরাদ্দ থাকবে। মার্কিন ডেভেলপারদের একটি বড় অংশ যারা গুগল প্লের মাধ্যমে আয় করেছেন, তারা এ তহবিল থেকে আর্থিক সহযোগিতা নিতে পারবেন।

এছাড়া প্রতি বছর গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডেভেলপারদের প্রথম ১০ লাখ ডলার আয়ের ওপর ১৫ শতাংশ কমিশন ধার্য করে গুগল। গত বছর থেকে এ ব্যবস্থা কার্যকর হয়।

সারাফি টেক   এর পক্ষথেকে সবাইকে ঈদুল আজহার প্রান-ঢালা শুভচ্ছো।
10/07/2022

সারাফি টেক এর পক্ষথেকে সবাইকে ঈদুল আজহার প্রান-ঢালা শুভচ্ছো।

চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ এর উন্মোচন করেছে। ৩ টি ভেরি...
08/07/2022

চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ এর উন্মোচন করেছে। ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি, তবে বাংলাদেশের বাজারের জন্য লঞ্চ করা হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি এর ফোন স্টোরেজ । ইনফিনিক্স নোট ১২ ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায়।

নকিয়া টি২০ ট্যাবলেটের একটি মিনি ভার্সন নিয়ে আসছে এইচএমডি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোয় ট্যাবলেট পিসির জনপ্রিয়তা কাজে লাগি...
05/07/2022

নকিয়া টি২০ ট্যাবলেটের একটি মিনি ভার্সন নিয়ে আসছে এইচএমডি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোয় ট্যাবলেট পিসির জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিস্তৃত গ্রাহক শ্রেণীর কাছে পৌঁছাতে সাশ্রয়ী ট্যাবটি আনবে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম কোম্পানিটি।

এক সময়ের বিশ্ব কাঁপানো ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া বাজারে তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। ফোনটির মডেলে নকিয়া জি১...
03/07/2022

এক সময়ের বিশ্ব কাঁপানো ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া বাজারে তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। ফোনটির মডেলে নকিয়া জি১১ প্লাস। নকিয়া জি১১ এর আপডেটেড ভার্সন। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে টানা তিনদিন চলবে ফোনটি। পাশাপাশি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

24/06/2022
যারা ঈদকে সামনে রেখে অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন, প্রত্যাশিত সেল বা রেসপন্স পাচ্ছেন না তাঁদের জন্যই আমাদের চেষ্টা। #একব...
24/06/2022

যারা ঈদকে সামনে রেখে অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন, প্রত্যাশিত সেল বা রেসপন্স পাচ্ছেন না তাঁদের জন্যই আমাদের চেষ্টা।
#একবার_হলেও_আমাদের_সার্ভিস_নিয়ে_দেখতে_পারেন_তাহলে_নিজেই_বুঝতে_পারবেন_আমরা_কেন_অনেকের_চেয়ে_আলাধা।
আমরা দিচ্ছি ‍বুস্টিং সার্ভিসের পাশাপাশি বুষ্টিং #এ্যানালাইসিস_রিপোর্ট সুবিধা, যে রিপোর্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পণ্যের একজেক্টলি ভোক্তা কারা, কোন বয়স এবং কোন পেশা বা রুচির কাস্টমারদের টার্গেট করে বুষ্ট করলে আপনি হাইস্ট সেল পাবেন।
একবার_হলেও_আমাদের_সার্ভিস_নিয়ে_দেখতে_পারেন_তাহলে_নিজেই_বুঝতে_পারবেন_আমরা_কেন_অনেকের_চেয়ে_আলাধা।
আমাদের সহোযোগীতা নিতে এখনি আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটস্ এ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন-
What's App- 01675515274, 01820-099166

যারা ঈদকে সামনে রেখে অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন, প্রত্যাশিত সেল বা রেসপন্স পাচ্ছেন না তাঁদের জন্যই আমাদের চেষ্টা। #একব...
24/06/2022

যারা ঈদকে সামনে রেখে অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন, প্রত্যাশিত সেল বা রেসপন্স পাচ্ছেন না তাঁদের জন্যই আমাদের চেষ্টা।
#একবার_হলেও_আমাদের_সার্ভিস_নিয়ে_দেখতে_পারেন_তাহলে_নিজেই_বুঝতে_পারবেন_আমরা_কেন_অনেকের_চেয়ে_আলাধা।
******** প্যাকেজসমূহ ******
# প্রতি ডলার ১২৫/- করে। (ভ্যাটসহ এবং ফিক্সড) রিয়েল ডলার।
# বুস্ট করার পর ইন রিভিউ থাকা অবস্থায় পেমেন্ট করতে হবে।
# ৫ ডলার ৬২৫ টাকা। মেয়াদ ৩ দিন। রিচ আনুমানিক ৩ - ৫ হাজার।
# ১০ ডলার ১২৫০ টাকা। মেয়াদ ৫ দিন। রিচ আনুমানিক ৮ - ২০ হাজার।
# ১৫ ডলার ১৮৭৫ টাকা। মেয়াদ ৭ দিন। রিচ আনুমানিক ১২ - ১৫ হাজার।
# ২০ ডলার ২৫০০ টাকা। মেয়াদ ১০ দিন। রিচ আনুমানিক ১৫-৪০ হাজার।
# ৫০ ডলার ৬২৫০ টাকা। মেয়াদ ২৫/৩০ দিন। রিচ আনুমানিক ৫০-৮০ হাজার।

আমরা দিচ্ছি ‍বুস্টিং সার্ভিসের পাশাপাশি বুষ্টিং #এ্যানালাইসিস_রিপোর্ট সুবিধা, যে রিপোর্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পণ্যের একজেক্টলি ভোক্তা কারা, কোন বয়স এবং কোন পেশা বা রুচির কাস্টমারদের টার্গেট করে বুষ্ট করলে আপনি হাইস্ট সেল পাবেন।

আমাদের সহোযোগীতা নিতে এখনি আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটস্ এ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন-
What's App- 01675515274, 01820-099166


Address

House-42 , Road/8, Nikunja 2, Khilkhet
Dhaka
1230

Telephone

+8801793665746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarafi TECH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarafi TECH:

Videos

Share