03/08/2022
নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫:
সম্প্রতি হিরো মোটোকর্প ১২৫সিসি-র স্প্লেন্ডার-এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন নিয়ে হাজির হয়েছে। এই লেটেস্ট বাইকের নাম সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশন। যার দাম শুরু হচ্ছে ভারতীয় ৭৭,৪৩০ টাকা (এক্স-শোরুম) থেকে।
মোট দুটি ট্রিমে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে একেবারে টপ-স্পেসিফিকেশনের মডেলটির দাম ভারতীয় ৮১,৩৩০ টাকা (এক্স-শোরুম)।
হিরো মোটোকর্পের তরফে দাবি করা হয়েছে মোটরসাইকেলটির এই লেটেস্ট ভার্সন আগের মডেলগুলোর তুলনায় আরও পরিণত মাইলেজ অফার করবে, যা ঘোরাফেরা করবে 60 km/L থেকে 68 km/L -এর মধ্যে। যা আগের তুলনায় অন্তত ১৩ শতাংশ বেশি।