কি ছিল এটা😂🥺👌
##instagood #instamood #instagram #instalove
#instafollow #instaindia❤️ 😘👌🤣🤣🤣🤣
When girls become Pilot ✈️🤣
Just for fun😄
#reels #reelkarofeelkaro #reelitfeelit #trending #viral #comedy #funny #funnyvideos #comedyvideos #funnymemes #comedymemes #comedyvideo #trendingreels #aeroplane #cabincrew #pilot
মা-বাবা আদর করে খাইয়ে দিয়েছিল। তাই সে জানে কোন কষ্ট ছাড়া, হা করলেই খাদ্য মুখে ঢুকে পড়ে। পাখির ছানা কোন কারণে, তার মা-বাবাকে হারিয়ে ফেলেছে। তবে সে নিজের খাদ্য চিনে, যখনই খাদ্যের কাছে পৌঁছে তখনই সে হা করে থাকে। তার ধারণা খাদ্য দেখার পর হা করলেই তা নিজে নিজে মুখে ঢুকে পড়বে। যেভাবে পিতা-মাতা থেকে তৈরিকৃত খাদ্য নেবার ক্ষেত্রে করত!
মানব সন্তানদের মধ্যে যারা আদরে বড় হয়েছে, কখনও কাজ কর্ম শেখে নি, দুঃখ কষ্টের ধারণা পায়নি, এমন চরিত্রের মানব সন্তানও এই পাখির বাচ্চার মত হয়ে যায়। পাখির বাচ্চা একদিন পরে হয়ত ধাতস্থ হয়ে যাবে, সে জানবে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কিন্তু মানব সন্তানকে অতটুকু জানতেই সর্বস্ব হারাতে হয়।
সুতরাং সন্তানের জন্যে উচ্চ শিক্ষা যত জরুরি, তার চেয়ে বেশী জরুরী তাকে কর্মক্ষম করা। কষ্ট সহিষ্ণু করা, বাস্তবতার সাথে পরিচিত করা।
Collected from Nazrul Islam Tipu
এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না 🤣🤣🤣
এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না 🤣🤣🤣
Women 😅🤣 Wait for end 📌
Women 😅🤣
Wait for end 📌
Tawhidul Islam Chy
Iphone user দোস্ত আমার!😎 🤣
বন্ধু তোর গার্লফ্রেন্ড পাইছি। 😑
আপনার কোন বন্ধুকে পরিমনির সাথে বিয়ে দিতে চান মেনশন করে দেন 🤣🤣🤣