A Zaman

A Zaman It is a comedy satire page. All of our contents are for fun purpose.

আফরান নিশো ভূমিকম্পে এবার চুর্নবিচির্ন হয়ে যাবে ঢালিউডের তথাকথিত অভিনেতা শাকিব খান
09/12/2024

আফরান নিশো ভূমিকম্পে এবার চুর্নবিচির্ন হয়ে যাবে ঢালিউডের তথাকথিত অভিনেতা শাকিব খান

একজন বাপ্পি ইন্ডাস্ট্রিতে একদিনে সুপারস্টার হয়নি। সুপারস্টার হওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
09/12/2024

একজন বাপ্পি ইন্ডাস্ট্রিতে একদিনে সুপারস্টার হয়নি। সুপারস্টার হওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

'পুষ্পা' সিনেমা শেষ হওয়ার ২৫ মিনিট আগে এন্ট্রি হয় ফাহাদ ফাসিলের। অথচ,তৎকালীন সময়ে নেট দুনিয়া এবং সিনেমা হল উভয় জায়গায় আল...
09/12/2024

'পুষ্পা' সিনেমা শেষ হওয়ার ২৫ মিনিট আগে এন্ট্রি হয় ফাহাদ ফাসিলের। অথচ,তৎকালীন সময়ে নেট দুনিয়া এবং সিনেমা হল উভয় জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই বান্দা 🔥

১৯৯৮ সালের ৩০ শে জানুয়ারী পবিত্র  ঈদ-উল ফিতর এ মুক্তিপ্রাপ্ত , মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত,শাকিল খান, পপি, ববিতা, আজ...
09/12/2024

১৯৯৮ সালের ৩০ শে জানুয়ারী পবিত্র ঈদ-উল ফিতর এ মুক্তিপ্রাপ্ত , মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত,
শাকিল খান, পপি, ববিতা, আজহারুল ইসলাম খান,
সিরাজ হায়দার, নাসিমা খান, দিলদার,
আহমেদ শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু,
মিশা সওদাগর অভিনীত ছায়াছবি
"এই মন তোমাকে দিলাম"

★ ছবিটি আজ সকাল ৯.৩০ মিনিট থেকে
দেখা যাবে বাংলা টেলিভিশনে।

জসিম বড়ভাই। নিজে পড়াশোনা না করে ছোটভাই মিঠুনকে পড়াশোনা করিয়েছে। কিন্তু মিঠুন মানুষের মতো মানুষ হতে পারেনি। অরুণা বিশ্বাস...
09/12/2024

জসিম বড়ভাই। নিজে পড়াশোনা না করে ছোটভাই মিঠুনকে পড়াশোনা করিয়েছে। কিন্তু মিঠুন মানুষের মতো মানুষ হতে পারেনি। অরুণা বিশ্বাসকে বিয়ে করে জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখে। অরুণার বাবার হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিয়ে বিশ্বস্ততার সূত্রে চাকরি পায় কিন্তু সে অফিসে মিঠুন থাকাতে নিজের অস্তিত্ব রক্ষা নিয়ে সন্দিহান হয়। জসিমকে অফিস থেকে তাড়াতে মিথ্যে চুরির নাটক করে মিঠুন এবং সফল হয়। জসিমকে পুলিশে দেয়া হয়। পরিবারের জন্য নিজের সুখ, স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয়া এমন অনেক বড়ভাই সমাজে আজও আছে জসিম এ ছবিতে তাদেরই প্রতিনিধি। জসিমের অসাধারণ অভিনয় বড়ভাইয়ের চরিত্রটিকে প্রাণবন্ত করেছে।

ছবি - নিঃস্বার্থ

১৯৭১ এর মুক্তিযুদ্ধ,এরপর কেটে গেছে অনেকটা সময়। স্বাধীন মাহমুদ একদিন জানতে চায় তার পিতৃ পরিচয়, তার জন্ম যুদ্ধ জয়ের পরপ...
09/12/2024

১৯৭১ এর মুক্তিযুদ্ধ,এরপর কেটে গেছে অনেকটা সময়। স্বাধীন মাহমুদ একদিন জানতে চায় তার পিতৃ পরিচয়, তার জন্ম যুদ্ধ জয়ের পরপরই। প্রশ্ন উঠে কে তার পিতা? মুক্তিযোদ্ধা সেজান মাহমুদ নাকি ঘাতক দালাল রাজাকার মজিদ নাকি পাকিস্তানী ক্যাপ্টেন সাদেক? এই তিনটি চরিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দুঃসহ স্মৃতি। মা সুরাইয়ার কাছে সন্তান স্বাধীন জানতে চায়, তার জন্মের প্রকৃত ইতিহাস।যেন একজন সন্তান নয় বাংলাদেশের জন্মেরও ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবিতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধত্তর সময় কালের পটভূমিকায় দেশপ্রেম, ভালোবাসা এবং ত্যাগের বীরত্ব বিস্তৃত হয়েছে এই ছবিটিতে।

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'মেঘের পরে মেঘ'। চাষী নজরুল ইসলামের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মত দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ,এছাড়া অভিনয় করেছিলেন পূর্ণিমা,মাহফুজ আহমেদ,প্রমি,শহিদুল আলম সাচ্চু,খালেদা আক্তার কল্পনা,মাজনুন মিজান সহ আরো অনেকেই। এই ছবিতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা,ইমন সাহার সঙ্গীতে সুবীর নন্দীর কন্ঠে গাওয়া 'ভালোবাসি সকালে' গানটা বেশ শ্রুতিমধুর,যিনি এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

©হৃদয় সাহা

আফরান নিশো আসছেন নতুন সিনেমায়, নতুন লুকে! 🔥🔥স্পেশাল দিনে আফরান নিশো এলেন উপহার নিয়ে। "দাগী" সিনেমার এনাউন্সমেন্ট টিজারে ...
09/12/2024

আফরান নিশো আসছেন নতুন সিনেমায়, নতুন লুকে! 🔥🔥

স্পেশাল দিনে আফরান নিশো এলেন উপহার নিয়ে। "দাগী" সিনেমার এনাউন্সমেন্ট টিজারে এসেছে প্রযোজক ও নায়িকাদের নিয়ে। বেশ ভালো লেগেছে নতুন ভাবে কোনো কাজের প্রচারণার ধরন দেখে। আফরান নিশোকে আবারো বড় পর্দায় দেখা যাবে এটাই ভালো লাগার মত বিষয়। আলফা আই এবং চরকির প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে ঈদে।

শুভ কামনা রইলো।

দাগী সিনেমায় জেলখানা আর হেলিকপ্টার এই দুটো এলিমেন্ট থাকবে বলে আমার মনে হয়। এনাউন্সের ভিডিও থেকে আন্দাজ করতে পারছি। দাগ...
09/12/2024

দাগী সিনেমায় জেলখানা আর হেলিকপ্টার এই দুটো এলিমেন্ট থাকবে বলে আমার মনে হয়। এনাউন্সের ভিডিও থেকে আন্দাজ করতে পারছি। দাগী নামের ফন্টে জেলখানায় বন্দী কয়েদির হাতের ছাপ স্পষ্ট বোঝা যায়। শিহাব শাহীন - আফরান নিশো যখন এক হয়েছে, তখন গল্প দুর্দান্ত হবে, এ নিয়ে সন্দেহ নেই। এনাউন্সের এই আইডিয়াটা দারুন। টিজার টিজার ফিল আসে।

ভক্তদের জন্য বেগুনের তরকারি রান্না করছেন ছোট পর্দার অভিনেত্রী তটিনি
09/12/2024

ভক্তদের জন্য বেগুনের তরকারি রান্না করছেন ছোট পর্দার অভিনেত্রী তটিনি

এই লুকে তমা মীর্জাকে কেমন লাগলো? মূল সিনেমায় এই লুকে দেখা যেতে পারে?তমা মীর্জাকে এই লুকে বেশ আকর্ষণীয় লেগেছে। 'দাগী'তে ত...
09/12/2024

এই লুকে তমা মীর্জাকে কেমন লাগলো?
মূল সিনেমায় এই লুকে দেখা যেতে পারে?

তমা মীর্জাকে এই লুকে বেশ আকর্ষণীয় লেগেছে। 'দাগী'তে তমা এই লুকে হাজির থাকুক। অভিনেত্রী হিসেবে তাকে অধিকাংশ কন্টেন্টে নন গ্ল্যামার নায়িকা হিসেবে দেখা যায়। এবার না হয় গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবেই নিজেকে উপস্থাপন করুক।

এনাউন্সমেন্টেই দাগি দাগ লাগিয়ে দিয়ে গেল🔥 দীর্ঘ প্রতীক্ষার পর এলো আফরান নিশোর দ্বিতীয় মুভির এনাউন্সমেন্ট। যেন রাজকীয় কামব...
09/12/2024

এনাউন্সমেন্টেই দাগি দাগ লাগিয়ে দিয়ে গেল🔥

দীর্ঘ প্রতীক্ষার পর এলো আফরান নিশোর দ্বিতীয় মুভির এনাউন্সমেন্ট। যেন রাজকীয় কামব্যাকের আভাস দিলেন।পরিচালক শিহাব শাহীনেরও ২য় মুভি। দু'জন পরিপক্ক অভিনেতা-নির্মাতা এক হয়ে গেলে সেখানে সন্দেহ বা হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। বরং প্রত্যাশা আরো দ্বিগুণ হয়।

এভাবে আলাদাভাবে শুট করে, পোস্ট প্রডাকশন করে সিনেমার এনাউন্সমেন্ট দেওয়ার নজির এই বঙ্গদেশে এর আগে হয়নি বললেই চলে। সেটা বাইরের দেশে করা হয়।

সিনেমার অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক সবাইকে নিয়ে একসাথে এনাউন্সমেন্ট প্রোমো রিলিজ করাটা সত্যিই ইউনিক লেগেছে। দেড় মিনিটের ভিডিওর কালার গ্রেডিং, ভিজ্যুয়াল ইফেক্ট, এডিটিং অনেক যত্ন করে করা হয়েছে। স্যুটেড-বুটেড স্টাইলিশ হয়ে নিশোর হ্যালিকপ্টার থেকে স্লোমোশনে নামা, হেটে যাওয়ার সিনগুলো দারূণ লেগেছে। শেষে অভিয়েন্সের উদ্দেশ্যে তার দরাজ গলার ভয়েসওভার হৃদকম্পন সৃষ্টি করেছে।

তাকে সব অবতারেই ভালো মানায়। সেটা গ্রাম্য পরিবেশের অর্গানিক র লুকেই হোক, আর পশ গেটআপ, স্টাইলিশ লুকেই হোক। প্রতিটা লুকে, চরিত্রে তিনি পারফেক্ট।

আফরান নিশো আসছে ঢালিউড ইন্ডাস্ট্রি কাপছে
09/12/2024

আফরান নিশো আসছে ঢালিউড ইন্ডাস্ট্রি কাপছে

রিসেন্ট ক্লিকে ঢালিউডের একমাত্র কুইন পরি মনি
09/12/2024

রিসেন্ট ক্লিকে ঢালিউডের একমাত্র কুইন পরি মনি

রানভির কাপুরের সাথে সিনেমায় কি চুক্তিবদ্ধ হলেন মেহজাবিন? এবার কি তাহলে তিনি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন?
09/12/2024

রানভির কাপুরের সাথে সিনেমায় কি চুক্তিবদ্ধ হলেন মেহজাবিন? এবার কি তাহলে তিনি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন?

ভ্যান বিক্রি করে প্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী স্যারের সঙ্গে ঢাকায় দেখা করতে এসেছেন দুজন ডাইহার্ড ফ্যান। ইন্ডাস্ট্রিতে বাপ...
09/12/2024

ভ্যান বিক্রি করে প্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী স্যারের সঙ্গে ঢাকায় দেখা করতে এসেছেন দুজন ডাইহার্ড ফ্যান। ইন্ডাস্ট্রিতে বাপ্পি চৌধুরী স্যারের মতো এত জনপ্রিয়, ক্রেজ অন্য কোন অভিনেতার নেই।

WAR 2 আপডেট :- ⭐ মুভিতে টোটাল ৩টা গান থাকবে। দুটো হৃত্তিক ও কিয়ারার এবং একটি হৃত্তিক ও এন্টিয়ারের ড্যান্স ফেইস অফ।⭐ হলিউ...
09/12/2024

WAR 2 আপডেট :-

⭐ মুভিতে টোটাল ৩টা গান থাকবে। দুটো হৃত্তিক ও কিয়ারার এবং একটি হৃত্তিক ও এন্টিয়ারের ড্যান্স ফেইস অফ।

⭐ হলিউডের স্ট্যান্ট ডিরেক্টর ও একশন কোরিওগ্রাফার Spiro Razatos এবং Se Yeong Oh মুভিতে একশন কোরিওগ্রাফ করেছেন।

⭐ মুভির ১০০দিনের শ্যুটিং শেষ হয়েছে। ক্লাইম্যাক্সের শেষ অংশের শ্যুট মুম্বাইতে ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ হবে। এরপরই শুরু হবে মুভির পোস্ট প্রোডাকশন এবং এডিটিং এর কাজ।

⭐ ক্লাইম্যাক্সের জন্য মুম্বাইয়ে বিশাল সেট বানানো হয়েছে।
আয়ান মুখার্জি মেগা ক্লাইম্যাক্স সিকোয়েন্স প্ল্যানিং করেছেন এই মুভির জন্য।

⭐ মুভিটি ভারতীয় ইন্ডিপেন্ডেন্স ডে এর একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পাবে মোটামুটি কনফার্মড।

⭐ হৃত্তিক রোশনের জন্মদিনে মুভির অফিশিয়াল এনাউন্সমেন্ট আসতে পারে।

⭐ ওয়ার২ মুভির শেষ থেকেই আলিয়া ভাটের 'আলফা' মুভির স্টোরি বিল্ড আপ হবে। আলফায় আলিয়ার মেন্টর হিসেবে এক্সটেন্ডেড ক্যামিও দিবেন মেজর কবির।

⭐ ওয়ার২ তে জুনিয়র এনটিয়ারকে নেভার সীন বিফোর লুকে দেখা যাবে। এক্ট্রিম লেভেলের গ্রে শেডের চরিত্র হবে এন্টিয়ারের।

⭐ হৃত্তিকের এন্ট্রি সিকোয়েন্সে এবার হৃত্তিককে শাওলিন টেম্পলে শার্টলেস অবস্থায় সোর্ড ফাইট করতে দেখা যাবে।

(পোস্টারটি যদিও AI made তবুও দারুন হয়েছে। একদম রিয়ালস্টিক মনে হচ্ছে। এই ধরনের সিকোয়েন্স ভরপুর থাকবে WAR2 এ আশা করি।)

[📌Source : From 'X' Bollywood insiders info collector Rdx, Girish & Greek God ]


আফরান নিশো ফিরবে জানতাম...কিন্তু এতোটা বড় স্কেলে, এতো নিখুঁত ভাবে ফিরবে সেটা ভাবিনি। রায়হান রাফির পর শিহাব শাহীন কতোটা স...
09/12/2024

আফরান নিশো ফিরবে জানতাম...
কিন্তু এতোটা বড় স্কেলে, এতো নিখুঁত ভাবে ফিরবে সেটা ভাবিনি। রায়হান রাফির পর শিহাব শাহীন কতোটা সফল ভাবে নিশোকে ব্যবহার করতে পারে সেটি দেখার অপেক্ষায়।

আসছে 'দাগী'....

মাশাল্লাহ খুব সুন্দর। জ্বি আপনি যা ভাবছেন তাই।সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল হক হল ছাত্রলীগের উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মাহমু...
09/12/2024

মাশাল্লাহ খুব সুন্দর।
জ্বি আপনি যা ভাবছেন তাই।

সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল হক হল ছাত্রলীগের উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ!

২০২০ সালে ঢাবি শিবিরের বর্তমান সভাপতি সাদিক কায়েমকে এভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল।

সাদিক কায়েম তখন ছিল সূর্যসেন হল ছাত্রলীগের একজন সেরা কর্মী ছিল। সূর্যসেন হল ছাত্রলীগের সম্ভাব্য নেতা ছিল।

শিবিরকে আন্ডারগ্রাউন্ড সংগঠন বলা বা বুঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়া লাগে নারে ভাই! 😅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share