A Zaman

A Zaman It is a comedy satire page. All of our contents are for fun purpose.

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️আমার কলিজার পাখি টা,  আরাবি ইসলাম সুবা (বয়স ১১) আজ সন্ধ্যা ৬:০০ টার দিকে, মোহাম্ম...
03/02/2025

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️

আমার কলিজার পাখি টা, আরাবি ইসলাম সুবা (বয়স ১১) আজ সন্ধ্যা ৬:০০ টার দিকে, মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়, ওর পড়নে ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি সার্ট।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে দেখে থাকেন অবশ্যই নিম্নোক্ত নাম্বারে কল করার অনুরোধ রইল

📞 01712-985858 ( মেয়ের বাবা )

#মোহাম্মদপুর #মোহাম্মদপুরবাসিন্দা #হারানোবিজ্ঞপ্তি #নিখোজসংবাদ #তাজমহলরোড #নিখোজ

©

বাবা কৃষক..! 😅💔©
03/02/2025

বাবা কৃষক..! 😅💔
©

এবার ঠিক আছে না?©Tashrik Hasan
02/02/2025

এবার ঠিক আছে না?

©Tashrik Hasan

'প্রেমের সমাধি'-র হেনার সংলাপ দিয়ে সম্প্রতি ভাইরাল হবার পর বাপ্পারাজকে নিয়ে নতুন কাজের খবর পাওয়া গেল। লুকও ভালো লেগেছে ট...
02/02/2025

'প্রেমের সমাধি'-র হেনার সংলাপ দিয়ে সম্প্রতি ভাইরাল হবার পর বাপ্পারাজকে নিয়ে নতুন কাজের খবর পাওয়া গেল। লুকও ভালো লেগেছে টিজারে। আমাদের আগের অভিনেতাদের অবশ্যই নতুন করে কাজে লাগানো উচিত তাতে করে আর্টিস্টের অভাবটা কমবে বিশেষ করে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে। আগ্রহ নিয়ে থাকলাম।

প্রিয় নায়কের জন্য শুভকামনা...♥

নতুন রাজনৈতিক বন্দবস্ত ❤️
02/02/2025

নতুন রাজনৈতিক বন্দবস্ত ❤️

02/02/2025

বইমেলায় এবার শাওনের ছবি সংবলিত ডাস্টবিন চাই। আর আশা করি শাওনের ছবিওয়ালা ডাস্টবিনটা জিতবে।

কেউ দয়া করা কেউ এই কাজটি করুন।

শুভ জন্মদিন ঢালিউড বাদশাহ, মহানায়ক, সুপারস্টার, ধোনি এক্টর, রোমান্সের ঈশ্বর আরশ খান
02/02/2025

শুভ জন্মদিন ঢালিউড বাদশাহ, মহানায়ক, সুপারস্টার, ধোনি এক্টর, রোমান্সের ঈশ্বর আরশ খান

02/02/2025

শাওনের মতো একটা নিচু প্রকৃতির মেয়েকে বিয়ে করে এবং হুমায়ুন আহমেদের সম্পদের উপর দাড়িয়ে আজকে শাওন যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এর দায় কোনভাবেই হুমায়ুন আহমেদ এড়াতে পারেনা।

আজকের শাওনের এ উত্থান এর পেছনে লেখক হুমায়ুন আহমেদ দায়ী।

সাদিয়া আয়মান ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী, জনপ্রিয়, ধোনী অভিনেত্রী। তারপরও দেখেছেন কি নিরহংকার সে?একদম সাধারণ মেয়...
02/02/2025

সাদিয়া আয়মান ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী, জনপ্রিয়, ধোনী অভিনেত্রী। তারপরও দেখেছেন কি নিরহংকার সে?

একদম সাধারণ মেয়েদের মতো নিজ হাতে রান্না করছেন। ইন্ডাস্ট্রিতে এত লক্ষী মেয়ে আর নেই। সাদিয়া আয়মান আমাদের ঢালিউড কুইন, প্রিন্সেস সবকিছু।

এত নিরহংকার অভিনেত্রী এশিয়া মহাদেশেও পাওয়া যাবেনা। কি নেই তার? টাকা পয়সা, খ্যাতি জনপ্রিয়তা সব আছে। শুধু নেই অহংকার। এই জিনিসটায় তাকে আলাদা করে ফেলেছে বাকি সব সাধারণ মানের অভিনেত্রীদের কাছ থেকে।

সাদিয়া আয়মানই ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র কুইন যে নিজ হাতে রান্না করছেন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করে বরং ওদের করা অপরাধ সব ক্ষমা করে দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে উচিত ছিলো ওদের বিচারের মুখোমুখি করা। প...
01/02/2025

ছাত্রলীগকে নিষিদ্ধ করে বরং ওদের করা অপরাধ সব ক্ষমা করে দেওয়া হয়েছে।

আমাদের সবচেয়ে উচিত ছিলো ওদের বিচারের মুখোমুখি করা। প্রতিটা এলাকায় আওয়ামী লীগের লোকজনদের বিচারের মুখোমুখি করলে আজকে ওরা এত সাহস পেতোনা।

এই আওয়ামী লীগ শক্তিশালী হয়েই মাঠে নামবে প্রভাবও বিস্তার করবে। আর আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের অদূরদর্শিতার জন্য দেশকে আবার নরকে পরিনত করবে।

রিসেন্ট ক্লিকে মহানায়ক শাকিব খান।
01/02/2025

রিসেন্ট ক্লিকে মহানায়ক শাকিব খান।

01/02/2025

বিচারবহির্ভূত হ'ত্যার ডেফিনিশনটা জানতে হবে বলার পর যে হাসিটা। 🥰

প্রিয় ভাই, প্রিয় উপদেষ্টা আসিফ ভাই ❤️

প্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার। ❤️
01/02/2025

প্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার। ❤️

একদম
31/01/2025

একদম

আমি বেয়া'দব দেখিনি কিন্ত এই ছেলেটিকে দেখেছি।
31/01/2025

আমি বেয়া'দব দেখিনি কিন্ত এই ছেলেটিকে দেখেছি।

ওরা বলে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। তারপর ওরা ভারত থেকে শিল্পী আনে।ওরা বলে ইসলামাবাদ নাকি ঢাকা? ঢাকা ঢাকা। তারপর ওরা পাকি...
31/01/2025

ওরা বলে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। তারপর ওরা ভারত থেকে শিল্পী আনে।

ওরা বলে ইসলামাবাদ নাকি ঢাকা? ঢাকা ঢাকা। তারপর ওরা পাকিস্তান থেকে শিল্পী আনে।

দেশীয় শিল্পী গুরুত্ব না দিয়ে বাইরের দেশের শিল্পীদের এনে ওরা বিরাট বড় দেশপ্রেমিক সাজে।

অথচ আমরা ১৬ ডিসেম্বর সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে দেশীয় সব শিল্পীদের এনে প্রমাণ করে দিয়েছি এই দেশ নিয়ে আমরাই ভাবি। দেশীয় শিল্প, সাংস্কৃতি নিয়ে আমরাই ভাবি।

সত্য ঘটনার ওপর অসাধারণ ইনভেস্টিগেশন, ক্রাইম, থ্রিলার জনরার একটি মুভি। 💥🎬 Movie: Anand Sreebala (2024)🔰 Genre: Investigat...
31/01/2025

সত্য ঘটনার ওপর অসাধারণ ইনভেস্টিগেশন, ক্রাইম, থ্রিলার জনরার একটি মুভি। 💥
🎬 Movie: Anand Sreebala (2024)
🔰 Genre: Investigation, Crime, Thriller
🎀 Language: Malayalam [বিসাব]
🔴 Personal Rating: 8.5/10
#হালকা_স্পয়লার

• শুরুর কিছু সময় একেবারে স্বাভাবিক অন্য কয়েকটা মুভির মতো শুরু হয়। যেখানে একটা মেয়ে নিখোঁজ থাকে। আর নিজে থেকে নিখোঁজ হয়েছে, না-কি কেউ কিডন্যাপ করেছে, না-কি কেউ হত্যা করেছে, না-কি আত্মহত্যা করেছে? এমন প্রশ্নের ছড়াছড়ি হয়। এসব প্রশ্ন যেখান থেকে শেষ, সেখান থেকেই এই মুভি নিয়ে আমার ভালো লাগা শুরু। এরপর থেকে স্ক্রিনে চোখ আটকে রেখেছে।
এখনকার সময়ের সম্পর্ক গুলোতে বফ, গফকে বাড়ি নিয়ে যাওয়া বা গফ, বফকে বাড়িতে ডাকা, এসব অনেকটা কমন হয়ে গিয়েছে। এর কারণে কতটা ভয়ংকর ঘটনা ঘটছে... তার প্রমাণ আমরা প্রতিদিনের খবরে দেখতে পাচ্ছি। এই মুভিতে সবকিছু একসাথে খুব সুন্দর করে সেটা বুঝিয়েছে। আরো উঠে এসেছে... ভালোবাসা কতটা ভয়ংকর! সরলতার আড়ালে দুজনের কেউ একজন অন্যজনকে ভালোবাসার নাম দিয়ে কীভবে ইউস করছে।
• শুরুর কিছু সময় বাদ দিলে পুরোটা সময় বেশ উপভোগ করেছি। যদিও গল্পটা বেশ প্যারা দায়ক। স্ক্রিনে অত্যন্ত সাবলীলভাবে আমাদের বর্তমান সময়কে ফুটিয়ে তুলেছে। প্রতিটা সংলাপ, ক্লাইম্যাক্স, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে। অর্জুন অশোকান দারুণ অভিনয় করেছে। সাথে তার মা এবং প্রেমিকার চরিত্রে দুজনই ভালো ছিল। আরামসে বসে একবার দেখার মতো একটি মালায়ালাম মুভি।❤️

কল্পনা জল্পনা শেষে জুনের ২৭ তারিখ আসছে স্কুইড গেইম-এর ফাইনাল সিজন।🔥Season 3 premieres June 27😲
31/01/2025

কল্পনা জল্পনা শেষে জুনের ২৭ তারিখ আসছে স্কুইড গেইম-এর ফাইনাল সিজন।🔥

Season 3 premieres June 27😲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share