TPI Communication

TPI Communication WE CONEECT YOU
WITH THE WORLD. BEST
INTERNET SERVICE PROVIDER

21/04/2023

May this Eid fills your life with the brightest of colours. Here’s wishing you and your family a very happy Eid!

Especially thanks to Faisal Sir.
16/04/2023

Especially thanks to Faisal Sir.

28/04/2022

সম্মানিত গ্রাহক,
পবিত্র ঈদ-উল-ফিতর এর অগ্রিম শুভেচ্ছা। মে মাসের বিল অগ্রিম পরিশোধ করে আমাদের ঈদ আনন্দের অংশীদার হওয়ার জন্য অনুরোধ করছি।

09/03/2022
22/02/2022

Mainly there are five reasons, why internet keeps disconnecting from wifi router. This video will discuss about that causes and give you the solutions of int...

07/06/2021

প্রিয় গ্রাহক,
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ইন্টারনেটের মূল্য যুক্তি সংগত পর্যায়ে নামিয়ে আনা হবে’ এর প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সকল ইউনিয়নের গ্রাহকের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য প্রান্তিক পর্যায়ে এক দেশ, এক রেট ট্যারিফ অনুযায়ী ৫ (পাঁচ) এমবিপিএস শেয়ার্ড ব্যান্ডউইথ সর্বোচ্চ প্যাকেজ মূল্য ৫০০ টাকা, ১০ (দশ) এমবিপিএস প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ (বিশ) এমবিপিএস ব্যান্ডউইথ প্যাকেজ এর মূল্য সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৫ (পাঁচ) এমবিপিএস শেয়ার্ড ব্যান্ডউইথ=640kbps
১০ (পাঁচ) এমবিপিএস শেয়ার্ড ব্যান্ডউইথ=1024kbps/1mbps
২০ (পাঁচ) এমবিপিএস শেয়ার্ড ব্যান্ডউইথ=2560kbps/2.5mbps
দযাকরে আগে ব্যাপার টা বুজুন তার পর সার্ভিস গ্রহন কারি প্রতিষ্ঠানের সাথে কথা বলুন।

07/06/2021
07/06/2021

প্রেস বিজ্ঞপ্তি
সারাদেশে প্রান্তিক পর্যায়ে সকল ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ, এক রেট’ ট্যারিফ উদ্ধোধন
সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫০০ টাকা ও সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ
ঢাকা, ০৬ জুন, ২০২১ খ্রিঃ-
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ইন্টারনেটের মূল্য যুক্তি সংগত পর্যায়ে নামিয়ে আনা হবে’ এর প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সকল ইউনিয়নের গ্রাহকের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য প্রান্তিক পর্যায়ে এক দেশ, এক রেট ট্যারিফ অনুযায়ী ৫ (পাঁচ) এমবিপিএস শেয়ার্ড ব্যান্ডউইথ সর্বোচ্চ প্যাকেজ মূল্য ৫০০ টাকা, ১০ (দশ) এমবিপিএস প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ (বিশ) এমবিপিএস ব্যান্ডউইথ প্যাকেজ এর মূল্য সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলনে কক্ষে কমিশনের চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোঃ মোস্তাফা জব্বার এর উদ্ধোধন করেন। প্রান্তিক পর্যায়ে সারাদেশের জন্য বিটিআরসি প্রথমবারের মত ব্রডব্যান্ড ইন্টারনেটের ট্যারিফ নির্ধারণ করে। ফলে প্রান্তিক পর্যায়ের গ্রাহকগণ এই ট্যারিফ অনুযায়ী আইএসপিদের নিকট থেকে সেবা গ্রহণ করতে পারবেন, যা ইন্টারনেট সেবার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বিদ্যমান করোনা মহামারীর সময় ইন্টারনেটের গুরুত্ব সবাই উপলব্ধি করতে পেরেছে। ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের সেবার পাশাপাশি ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে উদ্যোগ নেয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের চরাঞ্চলে ও হাওড় এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
স্বাগত বক্তব্যে বিটিআরসি’র সিস্টেমস এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনা মূলক চিত্র উপস্থাপনের পাশাপাশি পুরো ট্যারিফ নির্ধারণ প্রক্রিয়া সর্ম্পকে একটি তথ্য বহুল উপস্থাপনা প্রদান করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন বলেন আগে ইন্টারনেটের মূল্য নির্ধারণ করে না দেওয়ায় এলাকাভিত্তিক বিভিন্ন প্যাকেজ বিদ্যমান ছিল। নতুন এক দেশ এক রেট নির্ধারণের ফলে প্রান্তিক গ্রাহকগণ নির্দিষ্ট মূল্যে ইন্টারনেট সেবা পাবেন এবং এর ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর হারও বাড়বে। তবে ইন্টারনেট সেবাদানকারীরা যেন প্যাকেজে নির্দিষ্ট গতি পান সে বিষয় নজরদারীর ওপর গুরুত্বারোপ করেন।
কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, এক দেশে এক রেট ট্যারিফ নির্ধারণের ফলে ইন্টারনেট সেবা প্রদান ও গ্রহণের ক্ষেত্রে শৃংখলা ফিরে আসবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিনুল হাকিম এক দেশ এক রেট ট্যারিফ নির্ধারণকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে আইএসপিদের সাথে ব্যবহারকারীদের দূরত্ব কমবে। এনটিটিএন ও আইআইজিদের ট্যাারিফ নির্ধারণের জন্য বিটিআরিসির প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়াও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ রফিকুল মতিন এবং এনটিটিএন ও আইআইজি অপারেটরদের প্রতিনিধিগণ বিটিআরসির এ পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সেবা প্রাপ্তিকে আরো সহজ করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব উল্লেখ করে বলেন, বিটিআরসি টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা অব্যাহত রেখে সমস্যা সমাধানে কাজ করে যাবে।
বর্তমানে ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার কোন ট্যারিফ না থাকায় শহর ও গ্রামের সেবার মান ও মূল্যে বিস্তর তফাৎ রয়েছে এবং গ্রাহক কম থাকায় অনেক আইএসপি ইউনিয়ন পর্যায়ে যেতে আগ্রহী হয় না অথবা গেলেও অধিক মূল্য ধার্য করেন। নতুন এক দেশ এক রেট ট্যারিফের মাধ্যমে সকল ইউনিয়নের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করায় প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা পাবে।
ব্রডব্যান্ড ইন্টারনেট এর ট্যারিফ নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অপারেটরদের ব্যয় ও বাজার বিশ্লেষণ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এর ব্যান্ডউইথ মূল্য, ন্যশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক ( এনটিটিএন) এর ট্রান্সমিশন মূল্য, পয়েন্ট অব প্রেজেন্স (পপ), ইকুইপমেন্ট, ক্যাপাসিটি ব্যাক-আপ ব্যবস্থা ইত্যাদি মূল্যায়ন ও বিবেচনা করে প্রান্তিক পর্যায়ে সাশ্রয়ী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ইন্টারনেট ট্যারিফ নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মোঃ মুহিউদ্দিন আহমেদ, লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, স্পেকট্রাম বিভাগের কমিশনার এ.কে.এম শহীদুজ্জামান, প্রশাসন বিভাগের মহাপরিচালক মোঃ দেলোয়ার হোসাইন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, লীগ্যাল এন্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক প্রকৈাশলী মোঃ মেসবাহুজ্জামানসহ পিজিসিবি, বাংলাদেশ রেলওয়ে, এনটিটিএন ও আইআইজিএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

26/02/2021

আপনার শিশু কি ইন্টারনেটে নিরাপদ? অনলাইনে সে কিভাবে আছে লক্ষ্য রাখছেন তো? কিভাবে শিশুকে অনলাইনে নিরাপদ রাখবেন এ বিষয়ে ফেসবুক লাইভ এ থাকবেন বিটিআরসির মাননীয় চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার
২৮/০২/২১, রবিবার,
সন্ধ্যা ৭ঃ৩০

24/01/2021

জরুরী ঘোষণা:

প্রিয় গ্রাহক,
নিরাপত্তাজনিত কারন ও ইন্টারনেট সংযোগের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে একটি কানেকশনে ১ টি রাউটারের ল্যান থেকে আর কোন সাব রাউটার কানেক্ট করে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ওয়্যারলেস কভারেজ বৃদ্ধি করতে চাইলে রেঞ্জ এক্সটেন্ডার ডিভাইস অথবা রাউটারের রেঞ্জ এক্সটেন্ডার ফিচার ব্যবহার করুন।

একাধিক রাউটার /সাব রাউটার ব্যবহারের ফলে গ্রাহকের ইন্টারনেট সংযোগের নানাবিধ সমস্যা হয় এবং এই সমস্যাগুলো আমাদের পক্ষে খুঁজে বের করে সমাধান করা দুষ্কর হয়ে যায়। এছাড়াও, আমাদের সংযোগ ব্যবহারের শর্তাবলী অনুযায়ী একটি কানেকশন মূল রাউটারের পরে সাব রাউটার দিয়ে ব্যবহার করা যাবে না।

গ্রাহকদের বাড়ির /ফ্ল্যাটের আকার আকৃতির উপর ভিত্তি করে সম্পূর্ণ ফ্লোর কভার করে এমন রাউটার কেনা উচিৎ। সস্তা মানহীন ও IPV6 সাপোর্টেড নয় এমন রাউটার কেনা উচিৎ নয়। যেহেতু প্রতিদিনই ইন্টারনেটের গতি বাড়ছে, সেই বিবেচনায় গিগাবিট রাউটার কেনা উচিৎ। ভালো কভারেজের জন্য মেশ টেকনোলজির রাউটার ব্যবহার করা উত্তম।

সর্বোপরি, সঠিক ইন্টারনেট স্পিড পেতে একটি কানেকশনের বিপরীতে শুধুমাত্র একটি মানসম্পন্ন রাউটার ব্যবহার করুন।

খুব শীঘ্রই একটি কানেকশনের বিপরীতে একাধিক /সাব রাউটার ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই, যদি কেউ একটি কানেকশনে একাধিক রাউটার ব্যবহার করে থাকেন, তাহলে দয়া করে দ্রুততম সময়ের মধ্যে তা বন্ধ করে একটি রাউটারের অধীনে ইন্টারনেট কানেকশন ব্যবহার করুন।

যেহেতু, আমাদের লগ সার্ভার সার্ভিস চালু রাখা বাধ্যতামূলক, তাই যে কোন আইন প্রয়োগকারী সংস্থা অফিশিয়ালি কোন তথ্য গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের লগ চাইলে আমরা তা দিতে বাধ্য থাকি। আপনার কানেকশন ব্যবহার করে অন্য কেউ কোন অপরাধমূলক কাজ করলে সেটির দায়ভার আপনার উপরেই বর্তাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাকেই দোষী সাব্যস্ত করবে। একারনে, নিজের রাউটারের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন এবং অপরিচিত /অবিশ্বস্ত কাউকে রাউটারের পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকুন।

টি,পি,আই কমিনিকেশন এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

https://youtu.be/SIWADZUD4zE
10/12/2020

https://youtu.be/SIWADZUD4zE

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুক্তরাজ্যে বৃ.....

03/11/2020

ফ্রি লাইন চালানোর চাহিদাটা এসেছে ডিশ(ক্যাবল টিভি) লাইন থেকে। একসময় ডিশ ব্যবসায়ী মানেই ছিলো এলাকার কোন প্রভাবশালী ব্যক্তি অথবা মহল্লার ক্ষমতাশীল বড় ভাই। সেই বড় ভাইর কাছ থেকে একটা লাইন ফ্রি চালানো মানে, গ্রহীতাও নিজেকে একরকমের ভাই মনে করতেন। যদিও সে বিল না দিলেও ডিশ কোম্পানির আহামরি তেমন কোন ক্ষতি হয়না, কারণ ডিশের কোন ব্যান্ডউইথ কস্ট নেই। এলাকা ভিত্তিত মাসিক ফিড হিসেবে একটা ফিক্সড টাকা আপস্ট্রীম কে দিতে হয়।
কিন্তু লোকজন তালগোল পাকিয়ে ফেলেছে ইন্টারনেট কে ডিশ মনে করে। যেখানে প্রতিটা ইউজারের পিছনে ইন্টারনেট সেবা দানকারী প্রাতিষ্ঠানের মাসিক অনেক টাকা খরচ হয়। এখানে প্রশ্ন আসে, টাকা খরচ করে একটা সংযোগ কিভাবে কোম্পানী ফ্রি দিবে? জিনিস টা এমন না যে, একবার দিলো কিন্তু এর জন্য আর কোন খরচ নাই।
একটা সর্বনিম্ন প্যাকেজ যার মাসিক মূল্য ৫০০ টাকা হলেও, এর পিছনে কোম্পানীকে ব্যান্ডউইথ+সার্ভিস+যন্ত্রপাতি+অফিস + অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেব করলে কমপক্ষে ৪০০ টাকা খরচ হয়। এই হিসেবটা একজন ব্যবসায়ী ছাড়া আর কারো পক্ষে বুঝা সম্ভব নয়। এরপর আছে মাঝে মধ্যে এদের আবার ক্যাবল বদলানো, কানেক্টর চেঞ্জ, রাউটার সমস্যার সমাধান। এই ফ্রি লাইনের সমস্যা কিন্তু আবার সাধারণ ইউজারদের থেকে বেশী। সার্ভিসের জন্য ফোনটা আবার সরাসরি মালিকের কাছে। ফোন না ধরতে পারলে আবার নানান রঙের মেসেজ। এখন প্রশ্ন হলো, নিজের টাকা খরচ করে মাস/বছরব্যাপী একটা সার্ভিস চালানো কতোটা সম্ভব? এখানেই শেষ নয়, এরপর আছে এদের আবার সুপারিশ। অন্য আরেকজন লোক নিয়ে এসে বলবে, "ভাই, এইটা আমার বন্ধু, বিলটা একটু কমাই দেন।" মানে নিজেতো দিবেই না, আরো কিছু ক্ষতি করে গেল।
ছোট একটা হিসেব দেই। ধরেন, একজন ইউজারের পিছনে যদি মাসে একটা ছোট প্রতিষ্ঠানের ৪০০ টাকা খরচ হয়, আর ৫০টি ফ্রি লাইন থাকে। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের মাসে প্রায় বিশ হাজার টাকা লোকসান হচ্ছে। বছরে লোকসান হচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকা যা দিয়ে ছোট মানের এইসব প্রতিষ্ঠানের অনেক উন্নতি সম্ভব। যা কিনা উন্নতির নামে উল্টো বেশীরভাব প্রতিষ্ঠান ঋণগ্রস্ত হয়ে পড়ছে। সাময়িক সমস্যা মনে না হলেও দীর্ঘমেয়াদী সমস্যায় বন্ধ হয়ে যাচ্ছে অনেকের ব্যবসা।
অন্যদিকে, এই যাদের জন্য এতো সমস্যা, এরা চাইলেই কিন্তু মাসের বিলটা অনায়াসে দিতে পারে, যেখানে এদের অনেকেই প্রতিদিন হাজার টাকাও খরচ করে নিজেদের বিনোদনে। তারপরও ফ্রি চাইবে, কারণ এই ফ্রি লাইন চালানোটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।
এরা জানতেও চায় না বা চাইবেও না কখনও যে, তাদের মোবাইল বা কম্পিউটারের মনিটরে ভেসে আসা একটি পেইজ, এইসব ছোট প্রতিষ্ঠানের কতটা পরিশ্রমের ফসল।
ধন্যবাদ সবাইক

26/10/2020

দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মে....

https://youtu.be/bad3jnHbhNI
13/10/2020

https://youtu.be/bad3jnHbhNI

➜ WE strive to be the top TV Channel in the country and as our policy promises, we ensure that our viewers are enjoying the best quality when it comes to New...

https://youtu.be/6xZl7IGalN0
11/08/2020

https://youtu.be/6xZl7IGalN0

বালু তোলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের পাওয়ার কেবল। এতে গতি কমে গেছে ইন্টারনেটের। .....

https://digibangla.tech/news/local/telecom/32652/
09/08/2020

https://digibangla.tech/news/local/telecom/32652/

ইন্টারনেটে ধীরগতি ভর করেছে। রোববার সাকাল থেকেই গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার...

Address

38, Green Road
Dhaka
1205

Telephone

+8801727242885

Website

Alerts

Be the first to know and let us send you an email when TPI Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TPI Communication:

Share