21/11/2022
বাংলাদেশে Online এ ব্যবসা মানেই Facebook পেইজের মাধ্যমে পরিচালনা করাই মুলত বুঝায়। তবে, আপনার ব্যবসার ধরন অনুযায়ী অন্যান্য Social Media গুলোতেও আপনার প্রতিষ্ঠানের পেইজ রাখতে পারেন। তবে নিয়মিত Update রাখতে হবে এবং কিছুটা Promote ও করা যেতে পারে। মনে রাখবেন, যত প্রচার, ততই প্রসার।