Shine through Tazrimin

Shine through Tazrimin Mehedi artist...
Makeup artist....
beauty blogger.. Brand promoter ♥️🫰
(2)

17/12/2024

' mute ' করে টিভি দেখতেছি। কারন চ্যানেলগুলো শুধু দেখতে বলেছেন 🤭

ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। পাশের রুম থেকে ছাত্রীর গলা ভে'সে আসছিলো- "খিঁচ মে'রে ফটো, তোর বাপে চালায় অটো..." বাকীটা আর শুন...
16/12/2024

ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। পাশের রুম থেকে ছাত্রীর গলা ভে'সে আসছিলো- "খিঁচ মে'রে ফটো, তোর বাপে চালায় অটো..."

বাকীটা আর শুনতে পেলাম না।
কিছুক্ষণ পর ছাত্রী বেশ নিরীহ মুখ করে সামনে এসে বসলো। বললাম-
"বিন্তি, কিছুক্ষণ আগে যেই গানটা গাইছিলে, সেটা গাও তো?"

-"না মিস, ভুলেও না। আপনি মা'র'বে'ন।"

-"আমি মা'র'বো যে তেমন গান গাওয়ার কি প্রয়োজন? শেখায় কে এসব?"

-"নতুন স্কুলের মেয়ে গুলো খুব মজার মজার গান গায়, মিস। কিছু গান পঁচাও । শুনলে আপনি বকা দিবেন।"

-"আচ্ছা, দেবো না। যেটা বলেছিলাম সেটা শোনাও।"

-"খিঁচ মে'রে ফটো, তোর বাপে চালায় অটো, তোর মায়ে চালায় গাড়ি, তোর বাঁকা ত্যাড়া বাড়ি, তোর ভাইয়ে চালায় হুন্ডা, তোর চৌদ্দ গুষ্টি গু'ন্ডা।"

একনাগাড়ে বলে গেলো, আর আমি তাজ্জব হয়ে বসে রইলাম। কিছুতেই হাসিটা পুরোপুরি লুকোতে পারছিলাম না। তাই কিছুটা প্রশ্রয় পেয়ে গেলো।

- "মিস আরেকটা শুনবেন??"

-"এই চুপ! এসব গান আর শুনলে দেবো মার!"

"আচ্ছা মিস, আর গাইবো না তো। শুধু আজকে গাই, প্লিজ?"

উত্তরের অপেক্ষা না করেই শুরু করে দিলো -
"মুরগি করকরায়, করকরায়, আন্ডা পাড়ে না। আন্ডা না পাড়িলে মুরগির দাম বাড়ে না...."

(ছাত্রী তৃতীয় শ্রেণীতে পড়ে)
কালেক্টেড

সাংবাদিক মুন্নী সাহা এখন কই আছেন আমার জানা নেই। তবে তিনি অতি অবশ্যই আমার এই লেখা পড়বেন। এর মাঝে নিশ্চয় আপনারা জেনে গিয়েছ...
16/12/2024

সাংবাদিক মুন্নী সাহা এখন কই আছেন আমার জানা নেই। তবে তিনি অতি অবশ্যই আমার এই লেখা পড়বেন। এর মাঝে নিশ্চয় আপনারা জেনে গিয়েছেন, মুন্নী সাহার ব্যাংক একাউন্টে ১৩৪ কোটি টাকা পাওয়া গিয়েছে। এর বেশিরভাগ টাকাই তিনি তুলে নিয়েছেন। এখন মনে হয় আছে ১৪/১৫ কোটি টাকা।

২০০৮ সালে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এশিয়ান স্টাডিজে মাস্টার্স শেষ করে এক মুহূর্তও আর দেরি করি নি। সোজা বাংলাদেশে চলে গিয়েছিলাম। আমার ইচ্ছে- সাংবাদিকতা করবো। কিংবা খবর পাঠ করবো। সে অনুযায়ী আবেদন করতে শুরু করলাম।

এর মাঝে ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষক হসাবে জয়েন করেছি। কিন্তু আমার তো ইচ্ছে- সংবাদ মাধ্যমে কাজ করার। তাই আবেদন করে যাচ্ছিলাম। এক সময় এনটিভি থেকে ডাক আসলো। দুইটা ইন্টার্ভিউ দেয়ার পর ফাইনাল ইন্টার্ভিউ দিতে গেলাম তখনকার এনটিভির মালিকের রুমে। তিনি আমাকে বললেন

- আপনার যে যোগ্যতা। আপনি কি আদৌ এ কাজ করবেন?

আমি হেসে বললাম

- করবো বলেই তো আবেদন করেছি।

তিনি এবার হেসে বললেন

- আপনি অনেক ভালো জায়গায় পড়াচ্ছেন। বরং সেখানেই থাকুন।

আমি এবার হেসে বললাম

- এর মানে আমার চাকরিটা হচ্ছে না; তাই তো?
- না না। আপনি চমৎকার করে কথা বলেন। আপনি চাইলে জয়েন করতে পারেন। কিন্তু আমার ধারণা আপনি যেখানে আছেন, সেখানে থাকাই ভালো।

এরপর আমাকে অফার দেয়া হয়েছিলো সংবাদ পড়তে। কিন্তু আমার মা যেতে দিলেন না। এত কিছু লেখার কারন হচ্ছে- আজ যখন দেখতে পেলাম মুন্নী সাহার ব্যাংক একাউন্টে ১৩৪ কোটি টাকা! তখন সোজা গিয়ে খানিক গুগল করলাম। যদিও আমি উনাকে চিনি। এরপরও ভালো করে জানার জন্য।

তিনি ইডেন কলেজ থেকে বিএসসি (ডিগ্রী) পাশ করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রিলিমিনারী মাস্টার্স করেছেন। এছাড়া ভোরের কাগজ এবং এটিএন নিউজে সাংবাদিকতা করেছেন। এই হচ্ছে উনার যোগ্যতা। মানে সাংবাদিকতা করতে এসে উনার ভাগ্য খুলে গিয়েছিলো।

ঢাকায় গুলশান লিঙ্ক রোডের পাশে ডুপ্লেক্স বাড়ি আছে। ব্যাংকে শত শত কোটি টাকা! তাহলে বুঝতে পারছেন তো- কারা সাংবাদিকতা করতো? আর আমরা কেমন সংবাদ পেতাম!

আমি শুধু চিন্তা করছিলাম- আমাদের পক্ষে কি এক জীবনে এত টাকা ইনকাম করা সম্ভব? পড়াশুনা পেছনেই প্রায় ৩০ বছর কাটিয়ে দিয়েছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স করেছি। এরপর সুইডেনে আরেকটা মাস্টার্স। ইংল্যান্ডে পিএইচডি করে এখন এস্তনিয়ায় ছোট একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। ইউরোপে থাকছি ২০ বছর হতে চলেছে।

পৈতৃক সূত্রেই আমি মোটামুটি স্বচ্ছল পরিবারে মানুষ। বাবার ঢাকায় একটা অতি সাধারণ বাড়ি আছে। গ্রামে কিছু সম্পত্তি। এই টাইপ আরকি। সেই আমার পক্ষেই সম্ভব হচ্ছে না পুরনো বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি বানানো। মানে জায়গা আছে। কিন্তু বাড়ি বানানোর টাকা নেই। আশপাশের লোকজন এসে প্রায়ই বলে- ভেঙে পড়বে না-তো!

অথচ দেখেন মুন্নী সাহারা শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কারন উনারা দিনে-রাতে বিকিয়েছেন। লিখতে গেলে অনেক কিছু লেখা যায়। কারন আমি উনাকে কিছুটা হলেও চিনি এবং জানি। শুধু এত টুকু বলি- ওই আমলে অনেক মানুষকে বলতে শুনেছি- মুন্নী সাহার মত হতে চাই।

আমি এসব শুনে ভাবতাম- একটা মানুষ, যে কিনা সকাল-বিকাল বিকোচ্ছে। ছেলে-মেয়েগুলো কিনা এর মত হতে চায়! কোন দিন শুনেছেন- কেউ এই আমাদের মত হতে চায়? যে জীর্ণ বাসায় থাকে, রিকশায় কিংবা সিএনজিতে করে এখানে-ওখানে যায়।

মুন্নী সাহাররা এমনি এমনি তৈরি হয় না। এদের তৈরি করা হয়। যাদের দেখে পুরো সমাজ এদের মত হতে চায়। শাসক গোষ্ঠী এভাবেই কিছু চকচকে মানুষ তৈরি করে রাখে। আর পুরো সমাজ ওই চকচকের পেছনেই ছুটে বেড়ায়।

লেখক-আমিনুল ইসলাম
Collected

14/12/2024

আপা থাকতে এতো শীত পরতো না 😞

এমন ছেলে কোনো বাবা মায়ের না হোক৷ বিয়ে যখন করতে পারবি না তাহলে একটা মেয়ের জী*বন শে*ষ করবি কেন? মেয়ের এই অবস্থা সইতে না পে...
11/12/2024

এমন ছেলে কোনো বাবা মায়ের না হোক৷ বিয়ে যখন করতে পারবি না তাহলে একটা মেয়ের জী*বন শে*ষ করবি কেন? মেয়ের এই অবস্থা সইতে না পেরে বাবা কার্ডিয়াক অ্যাটাক করে icu তে এডমিট হয়। ছেলে এবং নাতনীর এই অবস্থা সইতে না পেরে দাদি ইন্তেকাল করেন। শাশুরির মৃত্যু আর স্বামী ও মেয়ের এই অবস্থা সইতে না পেরে মা ও ইন্তেকাল করেন কিছুদিন পর। ভয়ানক ব্যাপার হল বাবা এখনো জানেই না উনার icu তে থাকাকালীন সময়ে পরিবারের এত মানুষ ইন্তেকাল করেন। ডাক্তার বলেন এইসব সংবাদ জানানো মাত্রই উনাকে আর বাঁচানো সম্ভব হবে না।
(বিস্তারিত কমেন্টে)

মেয়েদের খুব বড় একটা সমস্যা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, প্যাটিকোট।শ্রদ্ধেয় জয়া আহসান ও একই সমস্যায় পড়েছিলেন। শেষে না পেরে ...
08/12/2024

মেয়েদের খুব বড় একটা সমস্যা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, প্যাটিকোট।
শ্রদ্ধেয় জয়া আহসান ও একই সমস্যায় পড়েছিলেন। শেষে না পেরে এক শাড়ি দিয়েই নিজের সম্পূর্ণ শরীর ঢাকার সিদ্ধান্ত নেন।
আপনারা অকারনেই মেয়েটাকে দোষ দিচ্ছেন।
আহারে! বেচারা মেয়েটা 😪🥲

জাস্ট ইমাজিন, পাত্র পক্ষ তোমাকে দেখতে আসছে। প্রথম দেখাতে'ই পাত্রের তোমাকে ভালো লেগে গেছে। তোমারও পাত্রকে পছন্দ।এরপর তোমা...
05/12/2024

জাস্ট ইমাজিন, পাত্র পক্ষ তোমাকে দেখতে আসছে। প্রথম দেখাতে'ই পাত্রের তোমাকে ভালো লেগে গেছে। তোমারও পাত্রকে পছন্দ।

এরপর তোমাদের একটু আলাদা কথা বলার ব্যবস্থা করে দেয়া হলো। কথা বলা শেষে সবার সম্মতিতে বিয়ের দিন ফাইনাল করা হলো। চলে যাওয়ার সময় পাত্র তোমার ফেসবুক আইডি চেয়ে নিলো।

তারপর বাসায় গিয়ে পাত্র তোমাকে নক দিলো
" Kaman asan " 🙂

22/11/2024

বছরটা শেষ হোক
এমনভাবে কামব্যাক করবো যে সবাই চমকে যাবে
আবার নাও করতে পারি।
দেখি কি করি 😌

অথচ কত রকম কথা দিয়ে পোস্ট করা হয়েছে।পুরো একটা জেনারেশনএই ছেলেকে  ভুল বুঝেছে 🙂💔
16/11/2024

অথচ কত রকম কথা দিয়ে পোস্ট করা হয়েছে।
পুরো একটা জেনারেশন
এই ছেলেকে ভুল বুঝেছে 🙂💔

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস...
16/11/2024

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস করলে তারা বললো, আমরা ঘরে ফ্রিজ থাকাকে গুনাহ মনে করি।

#জিজ্ঞেস_করলাম, কেনও...?

আমি কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর আমাকে বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিতেন। স্বল্পমূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলতো। মানুষও ব্যাপকহারে ফ্রিজ কিনলো।

কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে, আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গিয়েছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারীকে না বিলিয়ে #ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মধ্যে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন।

কিন্তু #ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিলো। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ-মহিলা সকলকে জুম্মার দিন হাজির হতে বললেন। এরপর তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন।

আমরা সমগ্র এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম।
#আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে আসলো। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ প্রবেশ করে নি...!!

আমি জিজ্ঞেস করলাম, এতে ফায়দা আর কি হলো...?

বললেন, সবচেয়ে বড় যে ফায়দাটা হয়েছে তা হলো, আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।

#পাকিস্তানের_জনপ্রিয়_লেখক...

(মির্জা জাহানজাবের)

একটি আর্টিকেল থেকে সংগৃহিত।

শীতকাল এসে গেছে 😝😝
12/11/2024

শীতকাল এসে গেছে 😝😝

সে আমাকে মেকআপ ছাড়াও দেখেছে,অগোছালো চুল,চোখ ফোলা,শুষ্ক ঠোঁট, কখনো মুখে ব্রণ,কখনো চোখে-মুখে কালো দাগ।~সারাদিন কাজে বিপর্য...
09/11/2024

সে আমাকে মেকআপ ছাড়াও দেখেছে,অগোছালো চুল,চোখ ফোলা,শুষ্ক ঠোঁট,
কখনো মুখে ব্রণ,কখনো চোখে-মুখে কালো দাগ।

~সারাদিন কাজে বিপর্যস্ত-বিদস্ত-ক্লান্ত-অগোছালো
আমাকে দেখেও নির্দ্বিধায় বলেছে---

❤️"you are most beautiful girl"❤️

08/11/2024

একজন মেচিউর মানুষ কখনো প্রতিদিন ফেসবুকে পোস্ট করে না।
শুভ সকাল ☕

07/11/2024

সবসময় মাটির নিচে তাকিয়ে কথা বলা উচিৎ, যেন উপর দিকে থুথু ফেললে সেইটা নিজের গায়েই এসে না লাগে "
এমন কোনো ব্যবহার করা উচিৎ না যাতে অন্য কাওকে হেয় করা হয়।

06/11/2024
সঠিক কথা
31/10/2024

সঠিক কথা

Address

232 Wasa Road, Mirpur Shewrapara.
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shine through Tazrimin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share