30/05/2021
শ্রদ্ধেয় উস্তায একজন সুলেখক, সুবক্তা। পরিশীলিত জীবনবোধের অনন্য উদাহরণ। আমাদের পরম শ্রদ্ধেয় প্রিন্সিপাল জনাব। আমার খুব ছোট বেলা থেকে যাঁকে ভয় ও শ্রদ্ধা নিয়ে বেড়ে ওঠা৷ জনাবকে ব্যাখ্যা করছি কেন বইয়ের আলোচনা না করে? আমার কাছে জ্ঞানের উৎসমূলটা গুরুত্বপূর্ণ। একজন পথিক যতই তৃষ্ণার্ত হোন তিনি স্বচ্ছ জলধারা খোঁজে ফিরেন। জ্ঞানপিপাসু পাঠকের জন্য এমন জ্ঞান সমুদ্র প্রয়োজন যা থেকে নির্দ্বিধায় জ্ঞানের অমিয়সুধা পান করা সম্ভব হয়। জনাবের লেখনি ও চিন্তা থেকে ইন শা আল্লাহ উপকৃত হবেন সকল পাঠক।
#শাহীদুল_হাসান_তারেক
মো. লুৎফুর রহমান হুমায়দী জনাবের লেখা ২টি বই।
✦ প্রশান্তির ঝর্ণাধারা
✦ বিপর্যয়ের অন্তরালে
মুদ্রিত মূল্য: ৩৩৫৳
প্যাকেজ মূল্য: ২০০৳ (ডেলিভারি চার্জসহ)
আপনার কপিটি পেতে অর্ডার করতে মেসেজ অথবা কল করুন।
সারাদেশে কুরিয়ারের মাধ্যমে বই ডেলিভারি করে থাকি।
প্রয়োজনে কল করতে পারেন ☎ 01708 545000/ 01717 132325
01719 233466/ 01848 333200
্রশান্তির_ঝর্ণাধারা
আল্লাহ আমাদের হৃদয়-মনকে ঈমানের সুরভি দিয়ে সুবাসিত করেছেন। ঈমানের মাধ্যমে এক পরম সৌভাগ্যের ঝর্ণাধারায় সিক্ত হয়েছে আমাদের জীবন, আমাদের পথ চলা। কিন্তু এ সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রকৃত পক্ষে অর্থবহ হয়ে উঠে না যদি একজন ঈমানদার ব্যক্তি জীবনভর আল্লাহর দাসত্ব এবং রাসুল সাঃ এর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত না থাকেন। যদি আল্লাহর একজন বান্দা সর্বক্ষণ আল্লাহর স্মরণে ব্যাকুল না থাকেন। নিত্য দিনের কর্মকান্ডে নিজেকে মহান রবের স্মরণে সোপর্দ না করেন। মহান রবের প্রতি আকুল প্রার্থনায় নিজেকে একান্তভাবে বিগলিত না করেন। সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালনের মাধ্যমেই মূলত একজন বান্দা তার রবকে স্মরণ করে। মহান মাওলার যিকিরে নিজেকে মশগুল রাখে। জীবনের সকল কাজে কর্মে সমস্ত ব্যাপারেই সব সময় তার হৃদয় এবং মুখে ফুটে উঠে আল্লাহর নাম। আত্মার প্রশান্তি, হৃদয়ের নির্মল নিরাপত্তা এবং বক্ষের প্রাশস্ত্য অর্জনের জন্য আল্লাহর স্মরণের বিকল্প নেই। দিবারাত্রির কর্মচাঞ্চল্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহকে স্মরণ করা, তার কাছে নিজের মনোবেদনা প্রকাশ করে সাহায্য প্রার্থী হওয়ার মধ্যেই হৃদয়-মনের প্রকৃত প্রশান্তি নিহিত। বিস্তারিত জানতে বইটি পড়ুন।
িপর্যয়ের_অন্তরালে
পৃথিবীতে মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেছে, ততোদিন তারা অবস্থান করেছে শান্তি ও নিরাপত্তার সুশীতল ছায়াতলে। আর যখনই তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে, বিদ্রোহ করেছে তাঁর দেয়া বিধি-বিধানের প্রতি, তখনই নেমে এসেছে বিপর্যয়; বিভিন্ন ধরনের আযাব ও শাস্তি। মানব ইতিহাসের ঊষালগ্ন থেকেই এ ধারা বহমান। যখনই পৃথিবীতে কোনো দুর্যোগ দুর্বিপাকের ঘনঘটা নেমে আসে, তখন মানুষ পেরেশান হয়ে যায়। মানব সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে অজানা ভয় ও আশঙ্কা। চারিদিকে শোনা যায় উদ্বেগ, উৎকণ্ঠা। অনেকেই জানেনা এ বিপর্যয়ের অন্তরালে কারণ বা রহস্য কী? এ কঠিন সময়ে ঈমানদার বান্দা-বান্দীদের করণীয়ই বা কী?
পৃথিবীতে কেন আযাব বা শাস্তি নেমে আসে, কোন্ কোন্ অপরাধের কারণে কী রকম শাস্তি অবধারিত হয়ে যায়, এ ব্যাপারে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল-কুরআনের অসংখ্য আয়াত এবং রাসুলে কারীম সাঃ এর বেশ কয়েকটি হাদীসের আলোকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। বইটিতে আল-কুরআনের যেসব আয়াত এবং যেসব হাদীস উপস্থাপন করা হয়েছে, তা যে কোনো চিন্তাশীল পাঠকের চিন্তার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস। বইয়ের শেষে যে কোন বিপর্যয় থেকে আত্মরক্ষা করতে চাইলে বা বিপর্যয়ের সম্মুখীন কোনো জনপদ কীভাবে শাস্তি থেকে পরিত্রাণ লাভ করতে পারে সে বিষয়েও সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হয়েছে। বিস্তারিত জানতে বইটি পড়ুন।
প্রাপ্তিস্থানঃ
★ শামাদান পাবলিকেশন্স।
৬৬ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
মোবাইলঃ ০১৭১৭-১৩২৩২৫
★ কোরআন মহল
হাজী কুদরতউল্লাহ মার্কেট (দ্বিতীয় তলা), বন্দরবাজার, সিলেট।
মোবাইলঃ ০১৭৫৯-৮৬৬৯৪৬
★ রিয়াদ লাইব্রেরী
হক ম্যানশন, মাদিনা মার্কেট, সিলেট।
মোবাইলঃ ০১৩১০-৫৩৫১৫৮
★ আল আমিন লাইব্রেরী
হাজী কুদরতউল্লাহ মার্কেট, বন্দরবাজার, সিলেট।
★ পপি লাইব্রেরী
জিন্দাবাজার, সিলেট।
এছাড়া অনলাইন থেকে ক্রয় করতে পারবেন। নিচে লিংক দেয়া হলো-
https://www.rokomari.com/book/215769/prosantir-jhornadhara
https://www.rokomari.com/book/215768/biporjoyer-ontorale