BNP Media Information

BNP Media Information BNP Media Information:
The right place for the political information at the right time.

07/12/2023

ইন্ডিয়ানদের আচরন। বিশ্বকাপে বিরোধীদা করাতে বৃদ্ধ বাবাকে চিকিৎসা করাতে দিচ্ছেনা উগ্র ইন্ডিয়ানরা।

অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে— জাতিসংঘ———বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে। আবারও সু...
02/12/2023

অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে
— জাতিসংঘ
———

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে। আবারও সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তাগিদ দেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ বিষয়ে ইংরেজিতে যে বাক্যটি বলেছেন, তা এরকম ‘দ্য ইনক্লুসিভ ইলেকশন্স বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল’। অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘আমাদের পরামর্শ হলো—নির্বাচনের সঙ্গে জড়িত সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন; যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়।’




গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা আন্দোলন একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের যৌথস...
02/12/2023

গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা আন্দোলন

একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে
যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী
রাজনৈতিক দলসমূহের
যৌথসভা অনুষ্ঠিত।




28/11/2023

জাতীয় প্রেসক্লাব হতে সরাসরি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
গায়েবী মামলায় কারাবন্দি বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ।
আয়োজকঃ রাজবন্দিদের স্বজন

#পুলিশি_সন্ত্রাস #১দফাদাবী #টেইকব্যাকবাংলাদেশ

27/11/2023

২৭ নভেম্বর ২০২৩, সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন।

#বিএনপি #রিজভী #সংবাদসম্মেলন #অবরোধ #পুলিশি_সন্ত্রাস #১দফাদাবী #টেইকব্যাকবাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু করে সহিংস দমনপীড়ন-গণগ্রেফতার চলছে— হিউম্যান রাইটস ওয়াচ...
27/11/2023

বাংলাদেশে নির্বাচনের আগে
বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু করে সহিংস দমনপীড়ন-গণগ্রেফতার চলছে
— হিউম্যান রাইটস ওয়াচ
———

যখন সরকার মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরে এবং খেয়ালখুশিমতো গ্রেপ্তার, জোরপূর্বক গুম, হয়রানি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে বিরোধী দল, সমালোচক এবং অধিকারকর্মীদের অক্ষম করে দেয়, তখন একটি অবাধ নির্বাচন অসম্ভব। এ কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার।

তিনি আরও বলেন, সহিংসতা ও সমালোচকদের জেলে পাঠানোর পরিবর্তে সরকারের উচিত অবিলম্বে রাজনৈতিক গ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো। একই সঙ্গে এটা পরিষ্কার করতে হবে যে, জোরপূর্বক গুম, নির্যাতন এবং নিরাপত্তা রক্ষাকারীদের হাতে হত্যাকাণ্ডের ঘটনা সহ্য করা হবে না।

এ বিষয়ে রোববার নিজস্ব ওয়েবসাইটে একটি রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়, অবিলম্বে রাজনৈতিক এবং বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা ও সমর্থকদের টার্গেট করছে কর্তৃপক্ষ। একদিকে যখন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে জেলখানা ভরে ফেলছে কর্তৃপক্ষ, তখন সরকার কূটনৈতিক অংশীদারদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিচ্ছে। এতে কূটনৈতিক অংশীদারদের এটা পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে যে, এই দমনপীড়নে দেশের অর্থনৈতিক সহযোগিতা বিপন্ন হতে পারে। এই রিপোর্টে সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বলেছে, যেসব ঘটনায় একে অন্যকে দায়ী করছে, তদন্ত করতে হবে তারও।

হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, গত ২৮শে অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশের পর থেকে বিরোধী দলের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সহিংসতায় দুই পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫৫০০ মানুষ। ১৩ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, ভিডিও ও পুলিশি রিপোর্ট বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ তথ্যপ্রমাণ পেয়েছে যে, অতিরিক্ত শক্তি প্রয়োগ, খেয়ালখুশি মতো গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম, নির্যাতন এবং বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারীরা। সম্প্রতি নির্বাচন সংক্রান্ত সহিংসতায় তা বেড়ে গেছে।

২৮শে অক্টোবরের সহিংসতার পর বিএনপি ৩১ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়। এ সময়ে এবং পরে পুলিশ, বিরোধী দলের সদস্য এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সব পক্ষই সহিংসতা করেছে। বিক্ষোভের জবাবে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ বিরোধী দল বিএনপির বিরুদ্ধে বিশৃংখলা সৃষ্টির অভিযোগ এনে তাদের প্রধান কার্যালয় তালাবদ্ধ করে দিয়েছে। একে ‘ক্রাইম সিন’ হিসেবে অভিহিত করা হয়েছে। সরকারের সিনিয়র কর্মকর্তারা বিরোধী দলীয় প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলাকে উৎসাহিত করে প্রকাশ্য বিবৃতির মাধ্যমে চলমান সহিংসতাকে উস্কে দিয়েছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট থেকে দেখা যায়, বিরোধী দলীয় নেতাকর্মীদের হুমকি এবং টার্গেট করায় পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সমন্বয়ের প্রমাণ আছে। এটা হতাশাজনক। বিএনপির একজন সমর্থক বলেন, পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় থাকায় লোকজন বাইরে আসতে ভয় পাচ্ছে। ৪ঠা নভেম্বর ঢাকায় রেকর্ড করা একজন সাংবাদিকের একটি ভিডিওতে দেখা যায়, দাঙ্গা পরিস্থিতিতে পুলিশের পিছনেই কাঠের লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছেন, বিএনপির একটা করে কর্মী ধর, ধরে ধরে জবাই কর। আরও স্লোগান দিচ্ছেন, বিএনপির পাণ্ডারা রাস্তায় আসার সাহস দেখিও না। আমরা তোমাদের প্রহার করবো।

একই রকম দৃশ্য দেখা গেছে দেশের অন্য অংশগুলো থেকেও। ফেনী থেকে ৪ঠা নভেম্বর স্থানীয় সময় রাত ১১টার দিকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে দেখা গেছে, দাঙ্গা মোকাবিলার প্রস্তুতি নেয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কাঠের লাঠি হাতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ই নভেম্বর এক ঘটনার পর ঢাকার তেজগাঁওয়ে যানবাহনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। এরপরই এ ঘটনার জন্য দায়ীদের সন্ধানে একসঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী, ভিডিও এবং ওই ঘটনার ছবিগুলো অনুযায়ী, এ সময় কমপক্ষে একজন আওয়ামী লীগ কর্মীর হাতে ছিল দৃশ্যত ধাতব রড।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এ সময় রাস্তায় থাকা লোকজনের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার অথবা আওয়ামী লীগের কর্মীদের হাতে প্রহৃত হওয়ার ভয় দেখা দেয়। এসব সহিংসতার যখন সবদিক দিয়ে তদন্ত করে দেখা উচিত পুলিশের, তখন তাদের পক্ষপাতিত্বে এবং আইনের শাসন সমুন্নত রাখার সক্ষমতা ক্ষুন্ন হয়, বিশেষ করে যখন তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। যখন চলমান সহিংসতায় ভূমিকা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়মুক্তি পায়, তখন বিরোধী দলীয় নেতাকর্মীরা ব্যাপকহারে গ্রেপ্তার, কখনো খেয়ালখুশিমতো গ্রেপ্তারের মুখে পড়েন।

হিউম্যান রাইটস ওয়াচ আরও লিখেছে, বিরোধী দলকে মুছে দেয়ার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে তাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে মুছে দিতে চায়। বিএনপির মতে, তাদের ৫০ লাখ সদস্যের মধ্যে প্রায় অর্ধেকই রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারের মুখোমুখি। একজন কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, গ্রেপ্তারের ক্ষেত্রে কাউকে বাদ দিচ্ছে না। সিনিয়র পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে।

আরেক বিরোধী দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) একজন মুখপাত্র বলেছেন, তাদের অনেক সমর্থক রাতে পুলিশি অভিযানের ভয়ে পালিয়ে থাকছেন। জেলখানা আর বন্দি নিতে পারছে না। কারণ সেখানে বন্দিতে উপচে পড়ছে। বর্তমানে সক্ষমতার দ্বিগুণের চেয়েও বেশি বন্দি সেখানে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিডিয়াকে বলেছেন, যদিও আমাদের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা ৪২ হাজার। তবু সেখানে আমরা রাখতে পারি ৯০ হাজার বন্দিকে। এ জন্য ঠিক এই মুহূর্তে কারাগারের সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন নেই।

ওদিকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিরাপত্তা হেফাজতে প্রহার ও নির্যাতন করার অভিাযোগ আছে। একজন নারী বলেছেন, তার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আমি দেখেছি তার বাম হাতের আঙ্গুলগুলো ব্যান্ডেজ করা। বিএনপির একজন কর্মী বলেন, তার ভাইয়ের হার্টের সমস্যা আছে। ৩০শে অক্টোবর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। ১০ দিন যোগাযোগহীন অবস্থায় রাখা হয় তাকে। তার স্বাস্থ্যগত উদ্বেগ থাকা সত্ত্বেও নিরাপত্তা হেফাজতে প্রহার করা হয়েছে।

এর প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, বিদেশি সরকারগুলোর বলা উচিত যে, মানবাধিকারকে সমুন্নত রাখতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে সরকারের। ইউরোপিয়ান ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ বাণিজ্য কর্মসূচির প্রধান সুবিধাভোগী বাংলাদেশ। এছাড়া জিএসপি সুবিধা প্রয়োগের ইচ্ছা ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। এটা করা হলে গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ রপ্তানিতে শুল্ক কমিয়ে দেয়া হবে। কিন্তু নিয়ম লঙ্ঘনের ফলে এসব কর্মসূচিতে সরকারের বৈধতা প্রশ্নের মুখে ফেলেছে। এর সঙ্গে যুক্ত সুনির্দিষ্ট মানবাধিকার ও শ্রম অধিকার। সম্প্রতি এ দেশ সফরে এসে ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা ও ইউরোপিয়ান পার্লামেন্ট এসব নিয়ে উদ্বেগ তুলে ধরেছে।

মানবজমিন/ নভেম্বর ২৭, ২০২৩




26/11/2023

আওয়ামী সমমনা জাতীয় বীরদের তৎকালীন বক্তব্য।

25/11/2023

২৫ নভেম্বর ২০২৩, শনিবার
প্রিয় দেশবাসী এবং নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যঃ
“ফ্যাসিস্ট হাসিনার ভাগ বাটোয়ারার এমপি তালিকা ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। ফ্যাসিস্ট হাসিনার তৈরী করা তালিকাভুক্ত এমপিদেরকে গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করুন।”

#অবরোধ

25/11/2023

ঢাকা থেকে সরাসরি
২৫ নভেম্বর ২০২৩, শনিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন।

#বিএনপি #রিজভী #সংবাদসম্মেলন #অবরোধ #পুলিশি_সন্ত্রাস #১দফাদাবী #টেইকব্যাকবাংলাদেশ

25/11/2023

আমেরিকা থেকে কমেছে আমদানি - রপ্তানি।

দুর্ঘটনায় দুই হাত হারানো রফিকুল নাশকতা মামলায় গ্রেপ্তার!প্রায় দুই যুগ আগে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন রফিকুল ইসলাম।...
24/11/2023

দুর্ঘটনায় দুই হাত হারানো রফিকুল নাশকতা মামলায় গ্রেপ্তার!

প্রায় দুই যুগ আগে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন রফিকুল ইসলাম। অথচ, নাশকতার চেষ্টার অভিযোগে নভেম্বর ২২, ২০২৩, রাজধানীর ভাটারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এই অবিচারের
বিচার দিবো কোথায়?

সংশ্লিষ্ট সংবাদের লিঙ্ক কমেন্ট‌ সেকশনে দেখুন —




শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনেপেশাজীবী সমাবেশ।।দলে দলে যোগ দিনসফল করুন ✊🇧🇩
24/11/2023

শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩
সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে

পেশাজীবী সমাবেশ।।

দলে দলে যোগ দিন
সফল করুন ✊🇧🇩




মিথ্যা ও গায়েবি মামলায় বাড়িছাড়া, সরিষাক্ষেতে মিলল বিএনপি নেতার লাশ———বগুড়ার শেরপুরের মান্দাইল গ্রামে বুধবার রাতে ইউনিয়...
24/11/2023

মিথ্যা ও গায়েবি মামলায় বাড়িছাড়া, সরিষাক্ষেতে মিলল বিএনপি নেতার লাশ
———

বগুড়ার শেরপুরের মান্দাইল গ্রামে বুধবার রাতে ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মতিনকে (৫৫) ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে সরিষাখেতে ফেলে রেখে গেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলার আসামি হওয়ায় পুলিশের গণগ্রেফতার এড়াতে বাড়িতে থাকেন না। বুধবার দুপুরে তিনি বাড়িতে গিয়ে শীতের জামাকাপড় নিয়ে আসেন।

জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য এবং গরু ব্যবসায়ী আব্দুল মতিন একটি গায়েবি মামলার আসামি হওয়ায় পর থেকে বাড়িতে থাকেন না। একপর্যায়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে শেরপুর থেকে বাড়িতে গিয়ে শীতের জামাকাপড় নিয়ে চলে আসেন। আওয়ামী লীগ সন্ত্রাসীরা বুধবার, নভেম্বর ২২, ২০২৩, রাতের যেকোনো সময় তাকে মাথায় ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে ওই গ্রামের একটি সরিষাক্ষেতে ফেলে দিয়ে চলে যায়।

পরিবারের লোকজন খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




22/11/2023

দলীয় সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে যাবেনা গণঅধিকার পরিষদ।

সরকারের নানামুখি চাপ, হুমকি ও সুযোগ সুবিধার প্রস্তাব উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকার পতনের চলমান আন্দোলন সফল করতে সকল রাজনৈতিক দলকে এক হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।

#গণঅধিকারপরিষদ #১দফাদাবী

উন্নয়ন.......
22/11/2023

উন্নয়ন.......

21/11/2023

২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার।
প্রিয় দেশবাসী এবং নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যঃ
“বিনাভোটে এমপি-মন্ত্রী হওয়ার লোভে বিরোধী দলের লেবাসে যারা ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন-বঙ্গভবনে ছুটোছুটি করছেন, বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহবান- অবৈধ ক্ষমতার দাপটের চেয়ে জনগণের ভালোবাসা, সম্মানে ধন্য হওয়া অনেক বেশি সম্মানের।”

#অবরোধ

21/11/2023

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রকি হোসেন-কে না পেয়ে তার ছোট ভাই রিয়াজ হোসেন রাব্বি -কে এইভাবে তার মা বোনের কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। থানায় রাতভর অমানুষিক নির্যাতন করে, পরদিন বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করে চট্টগ্রাম খুলশী থানা পুলিশ।

21/11/2023

গাজীপুর মহানগরে অবরোধের সমর্থনে মিছিল।

মঙ্গলবার , নভেম্বর ২১, ২০২৩,‌ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২২ ও ২৩ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল।

‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’।




ভোলায় ছাত্রলীগ নেতার বাসায় ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে ‘কারিগর’ নিহত!অগ্নি সন্ত্রাসী কারা?
21/11/2023

ভোলায় ছাত্রলীগ নেতার বাসায় ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে ‘কারিগর’ নিহত!

অগ্নি সন্ত্রাসী কারা?

21/11/2023



সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সংকট আসবে, ষড়যন্ত্র হবে এবং নানা রকমভাবে ভয়ভীতি দেখাবার চেষ্টা করবে কিন্তু আমরা ভয়ে ভিতু ন‌...
21/11/2023

সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সংকট আসবে, ষড়যন্ত্র হবে এবং নানা রকমভাবে ভয়ভীতি দেখাবার চেষ্টা করবে কিন্তু আমরা ভয়ে ভিতু ন‌ই।





21/11/2023

রাষ্ট্রীয় বাহিনীর তান্ডব। বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারে বাড়ি বাড়ি হানা।




প্রায় চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আবু তাহের দাইয়াকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ রায় দেন ঢাক...
21/11/2023

প্রায় চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আবু তাহের দাইয়াকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ রায় দেন ঢাকার সিএমএম আদালত। পৃথক মামলায় একই আদালত ১০ এবং আট বছর আগে ‘নিখোঁজ’ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন এবং আমিনুল ইসলাম জাকিরকেও আড়াই বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন গতকাল।

মৃত কিংবা বিদেশে এবং আগে থেকেই কারাগারে থাকা ব্যক্তিদের আসামি করে গত কয়েক বছরে বিভিন্ন সময়ে এসব গায়েবি মামলা হয়েছে। এবার মৃত ও নিখোঁজ নেতাদের সাজা দেওয়ার ঘটনা ঘটল।

সংশ্লিষ্ট সংবাদের লিঙ্ক কমেন্ট‌ সেকশনে দেখুন —




বিএনপির শক্তি জনগণ, জনগণের সাহস বিএনপি!
19/11/2023

বিএনপির শক্তি জনগণ, জনগণের সাহস বিএনপি!

Address

VIP Road, Naya Polton
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All