04/08/2018
আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘ওরা নিরাপদ সড়ক চায়। এটা ওদের রাজনৈতিক দাবি নয়, বাঁচার দাবি।’ আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালী দক্ষিণপাড়ার বাস চাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।
নিরাপদ সড়ক ও নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি তাদের সমর্থন করেছি। তাদের দাবি যৌক্তিক।’
নৌমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘তার হাসি দেখে আমি দুঃখ পেয়েছি। এটা একজন মন্ত্রীর আচরণ হওয়া উচিত না।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি যখন রাষ্ট্রপতি ছিলাম তখন সড়ক পরিবহন আইন করেছিলাম। এটা কিছু দিন চলেছিল। কিন্তু শ্রমিকদের আন্দোলনের কারণে এটা বাদ দেওয়া হয়।’
এভাবে যারা বেপরোয়া বাস চালায় তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও জানান সাবেক এ রাষ্ট্রপতি।