All Banglanews

All Banglanews Bangladesh News: Collection of all online Bangla Newspaper and BD News Agency. Find 24/7 latest Bang Searching the quality Bangladesh Newspaper,
(1)

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher.

One of the most Successful Men in the World! বাবা অসুস্থ হওয়াতে পাঁচ ছেলেই সাথে চলে এসেছে। বেডে জায়গা না পেয়েও ফ্লোরে খু...
26/02/2022

One of the most Successful Men in the World!

বাবা অসুস্থ হওয়াতে পাঁচ ছেলেই সাথে চলে এসেছে। বেডে জায়গা না পেয়েও ফ্লোরে খুশি।

অনুমতি নিয়ে আমি ছবি তুলেছি।
বাবা বলছেঃ আমার ভাল শার্ট-টা দেয়!

মজার বিষয় হচ্ছে, তারা এভাবেই বসা ছিল। ছবি তোলা উপলক্ষে কোনরূপ পজিশন পরিবর্তন করা হয়নি।

Family, Most Important practising units of Islam!

#রোগী_দেখতে_দেখতে_শেখা

27/01/2022
"জন্ম নিবন্ধন" করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দাবীর তথ্য পেলে, চেয়ারম্যান, সচিব, মেম্বার ও গ্রাম পুলিশ কারো চাকুরী থা...
26/01/2022

"জন্ম নিবন্ধন" করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দাবীর তথ্য পেলে, চেয়ারম্যান, সচিব, মেম্বার ও গ্রাম পুলিশ কারো চাকুরী থাকবে না।
👉 নতুন নিবন্ধন ফি ৫০/-টাকা।
👉 জন্ম তারিখ সংশোধন ফি ১০০/-টাকা।
👉 নাম,পিতা ও মাতার নাম সংশোধন ফি ৫০/-টাকা।
---- সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা

কমেন্টে লিখুন  !অটোমেটিক গান শুরু হয়ে যাবে! 😊😊-▶🔘──────────── 00:25🔈
25/01/2022

কমেন্টে লিখুন !
অটোমেটিক গান শুরু হয়ে যাবে! 😊😊
-
▶🔘──────────── 00:25🔈

শেয়ার করুন
15/01/2022

শেয়ার করুন

09/01/2022

-সিগারেটের ধারে কাছেও কোনোদিন যায়নি এমন ছেলের আইডি দেন!!🙂

অভিজ্ঞরা জানিয়ে যান, মানুষের উপকার করেন...
31/12/2021

অভিজ্ঞরা জানিয়ে যান, মানুষের উপকার করেন...

বাবা রিকশা চালাচ্ছে আর মেয়ে খাইয়ে দিচ্ছে৷ এর থেকে সুন্দর কি হতে পারে!❤
28/12/2021

বাবা রিকশা চালাচ্ছে আর মেয়ে খাইয়ে দিচ্ছে৷ এর থেকে সুন্দর কি হতে পারে!❤

রাত প্রায় ১২ টা স্থান মগবাজার ঢাকা। শীত একেবারে কম নয়। আমরা হয়তবা কম্বলের ভিতরে আরাম আয়েশে শুয়ে আছি, কিন্তু এই ছেলে...
27/12/2021

রাত প্রায় ১২ টা স্থান মগবাজার ঢাকা। শীত একেবারে কম নয়। আমরা হয়তবা কম্বলের ভিতরে আরাম আয়েশে শুয়ে আছি, কিন্তু এই ছেলেটা পারেনি।

গ্রামে হয়তবা তার সন্তান /স্ত্রী /বৃদ্ধ পিতামাতার মুখে দুটো অন্ন তুলে দিতে ঢাকায় এসে রাইড শেয়ারিং এর কাজ করছে। রাতের বেলায় একটু ট্রিপ পেলে ভালো পয়সা আসবে এই আশায় এখনও সে রাস্তায় বসে ছিলো।

যদিও শরীরটা মানতে চায় না সারাদিনের ধকল। তাই আপাতত বাইকের উপরই বিশ্রাম।

সংসারের পুরুষ মানুষ গুলোর গল্প এমনই।

অভাব কাকে বলে ? 😢😢😥অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে ?...
24/12/2021

অভাব কাকে বলে ? 😢😢😥

অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

বিষয়টি এমন নয় যে, লোকটি হাতিটিকে পিঠে ধাক্কা দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে দিবে, বরং এখানে ব্যাপারটি হল লোকটি পিঠে হাত রাখলে...
23/12/2021

বিষয়টি এমন নয় যে, লোকটি হাতিটিকে পিঠে ধাক্কা দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে দিবে, বরং এখানে ব্যাপারটি হল লোকটি পিঠে হাত রাখলে হাতি বোঝবে যে তাকে সমর্থন করার জন্য কেউ আছে এবং সে সহজেই নিজেকে ট্রাকের দিকে টেনে নিয়ে যাবে। "প্রেরণার এটি এক চমৎকার উদাহরণ"
আমাদের মধ্যে অনেক লোক এমন আছেন, যারা ব্যর্থ হয়েছেন কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ নেই, অথচ উঠে দাঁড়ানোর মতো তাদের সবই ছিল।
অন্যকে আমরা পুরোপুরি সাহায্য-সহযোগীতা করতে সক্ষম নাও হতে পারি, তবে তার কঠিন সময়ে আমরা তার পাশে থেকে উৎসাহ দিতে পারি। ভালবাসা, ইতিবাচক সহযোগিতার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হতে পারে তাহলে এর চাইতে উত্তম কাজ আর কী হতে পারে?

কোনটা সঠিক ১ নাকি ২?
21/12/2021

কোনটা সঠিক ১ নাকি ২?

Millions Of Feelings 🧡💫
21/12/2021

Millions Of Feelings 🧡💫

দায়িত্ব কখনো বয়স মানে না।🥀
19/12/2021

দায়িত্ব কখনো বয়স মানে না।🥀

Address

House-695/A, Road No-11
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when All Banglanews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

মাত্র দুই টাকায় অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে চালু হল ‘ডাক টাকা’

মাত্র দুই টাকায় অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে চালু হল ‘ডাক টাকা’

- ব্যাংকিং সেবার বাইরে থাকা দেশের প্রায় তিন কোটি মানুষকে আগামী এক বছরের মধ্যে এই সুবিধার আওয়াতায় আনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্বেগ