14/09/2024
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের পৈতৃক বসত ভিটা বাড়ি ঘর দখলের কারণে তীব্র প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে গতকাল বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘর এর পার্শ্বে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট গুনি জনরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তাঁর বেশ কিছু কবিতা আবৃত্তি করে শুনিয়ে এর প্রতিবাদ করেন। আরো উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন দৈনিক একুশ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক, সুখময় চৌধুরী বাবু, তিনি বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস মহোদয় কে অনুরোধ করেন অনতিবিলম্বে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসত বাড়ী ঘর যাতে সুষ্ঠু রক্ষনাবক্ষন হয় তার ব্যবস্হা নিতে। এই সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন আমার প্রিয় বাংলাদেশ এর আহ্বায়ক জনাব রুশো রকিব এবং , এর আয়োজকও আমার প্রিয় বাংলাদেশ সংগঠনটির।।