Amilash kali Bari o Radha Krishna Mondir ar Parichalana Comitir prathom shamanoi shava Shavapoti Babu Prakash Chowdhuryr Shavapatitta Kali Bari Prangana anusthitha hoi. Nicha shaver vedio futaz daya holo.
সুষ্ঠু ভোট হলে যেকোন রায় মেনে নেবো : সাখাওয়াত [অডিও]
==============================================
সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শুরু হয়েছে। ৮টার কিছু পর ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী সাখাওয়াত। এসময় তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা।
ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল যাইহোক তা আমরা মেনে নেবো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সে আশাই করছি। নির্বাচনে সকল নাগরিক বিনা বাধায় কেন্দ্রে আসতে পারবে। নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে এসে হারানো ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ থেকে কাজ করে তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়ী হবো। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। ১৭৪টি কেন্দ্রে এখনও কোথাও কোন বিশৃঙ্খলার খবর আসেনি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা মাঠেই থাকবো।
এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শ স্কুল কেন্দ্রে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নেই। এই কেন্দ্রে বিজিবি টহলের দাবি জানান তিনি।
তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা
তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। সোমবার সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্যের পেছনে খুব কাছে থেকেই গুলি করা হয়। এসময় আহত হয়েছেন আরো তিনজন। কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে কর্মরত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হামলাকারীর নাম মেভলাত মার্ট আদিনতাস। ২২ বছরের আদিনতাস আঙ্কারা রিওট পুলিশের একজন সদস্য। পুলিশের পরিচয়পত্র দেখিয়েই তিনি প্রদর্শনীস্থলে ঢুকেছিলেন। রাষ্ট্রদূতের বক্তব্যের সময় তিনি পেছনেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে গুলি করতে শুরু করেন। এসময় মেঝেতে লুটিয়ে পড়েন কারলভ। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান রাষ্ট্রদূত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আদিনতাস গুলি চালিয়ে বলতে থাকেন ‘আলেপ্পোর কথা মনে রেখো, সিরিয়ার কথা মনে রেখো।’ পরে পুলিশের গুলিতে নিহত হন আদিনতাস।
এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এটি একটি সন্ত্রাসী ঘটনা। রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্যই এটা করা হয়েছে। তবে এ উদ্দেশ্য সফল হবে না। ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এরদোগান।
সংবাদ শিরনাম
সংবাদ শিরনাম
চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা এএসআই [ভিডিও]
পুলিশের হয়রানি বা চাঁদাবাজি নতুন কোনো ঘটনা নয়। এটি এখন ওপেন সিক্রেট। আইনরক্ষার দায়িত্বে নিয়োজিত এসব ব্যক্তির কেউ কেউ আইন লঙ্ঘনকেই অবশ্য কর্তব্য বলে মনে করেন যেন! তারা চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি ও জিনিসপত্র নিয়ে দাম না দেয়ার কাজটি করে যাচ্ছেন লাগামহীনভাবে।
জনসাধারণের চলাচল স্বাভাবিক করার নামে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ ফুটপাতের গরীব দোকানিরা। প্রকাশ্যে এ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিলেও হয়রানির ভয়ে মুখ খুলেন না কেউ। তবে কথায় আছেন না- চোরের ১০ দিন গৃহস্থের একদিন। এমনটাই হয়েছে কাফরুলে।
বৃহস্পতিবার রাজধানীর কাফরুলের হাইটেক হাসপাতালের সামনে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন ওই থানার এএসআই আজগর। পরে অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়ে তাকে ছাড়িয়ে নেন ওসি শামীম আহমেদ।
জানা গেছে, বিকেল সোয়া ৫টায় হাসপাতালের সামনে এসে দোকান ও মালিকের নাম লেখা শুরু করেন আজগর। এসময় তার সঙ্গে থাকা কনস্টেবল দোকানিদের কাছ থেকে ৫শ’টাকা করে নেন। এর কারণ জানতে চাইলে উনি বলেন- ডিএমপির নির্দেশ!
এ বিষয়ে এএসআই আজগরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএমপি। তাই আমি ফুটপাতের রাস্তা দখলকারীদের নামের তালিকা করছি।’ তবে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এটি আমার দায়িত্ব না।’
এমন অসংলগ্ন কথাবার্তা বলায় এএসআই আজগর এবং তার সঙ্গে থাকা পুলিশ কনস্টেবলকে আটক করে রাখে জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাফরুল থানার ওসি শামীম আহমেদ। তিনি এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে ঘটনাস্থল থেকে আজগরকে ছাড়িয়ে নেন।
পরে এ বিষয়ে জানতে চাইলে ঘটনার কথা স্বীকার করে কাফরুল থানার ওসি শামীম আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, ‘এটি ভুল বোঝাবুঝি। তবে টাকা নেয়ার বিষয় আমি জানি না। থানা থেকে কাউকে এমন কোনো নির্দেশনাও দেয়া হয়নি।’
সুত্রঃ আরটিভি
বগুড়ার শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্বা নারীকে তাড়িয়ে দেয়ার পর নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সকে তলব করেছে হাইকোর্ট
বার্মা সীমান্তে রোহিঙ্গা ইস্যু তে ভিডিও রিপোর্ট,
Life in the womb
Knowledge
It's as if it never happend
Japan fixes 30 meter sinkhole in just two days
It's as if it never happend
ডোনাল্ট ট্রাম্প কে নিয়ে বাংলাদেশী মানুষের মন্তব্য
The moment Barack Obama will live to regret for the rest of his life?
ডোনাল্ট ট্রাম্প জীবনী
নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এর জীবনী,