22/08/2024
আসসালামু আলাইকুম, সবাইকে। আশা করি, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সকলে অবগত। সম্প্রতি নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের বেশ কিছু জায়গা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্কাউট গ্রুপ,ঢাকা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে স্ব-শরীরে এবং আর্থিকভাবে দাড়াতে চায়।
আমরা স্প্রীড বোট এ করে বন্যার্তদের উদ্ধার অভিযান করবো এবং তাদের নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করা এবং ত্রান বা শুকনো খাবারের ব্যবস্থা করে যথার্থ সহযোগিতা করা এবং পরবর্তীতে ত্রাণ বিতরণ করবো বন্যার্ত এলাকাগুলোতে।
এসব জিনিস সব ঢাকা থেকেই প্রস্তুত করে রওনা দিতে হবে। এই মুহুর্তে আমাদের দরকার ফান্ড। তাই সকলের কাছে অনুরোধ যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আশা করি, আপনারা সকলে নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন।
BKash : 01580739171
Nagad: 01580739171
Account Name : Mahe Alam Utshab
Account Number :1391570016180
Imamgang Branch(DBBL)
বা অন্য কোন উপায়ে টাকা পাঠাতে চাইলে উক্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ :
01568413566
রিসাদ ইবনে কবির
(সিনিয়র রোভার মেট)
❤️❤️❤️