Joban

Joban পর্যালোচনা ও মতামতের পত্রিকা

প্রিন্? Joban is here as an expression of the search for our inherent truth and its aspirations.

03/12/2024

29/11/2024

আওয়ামীময় রাজনীতি ও নতুন বাংলাদেশের সামনের বিপদ:
জবান সম্পাদক, চিন্তক রেজাউল করিম রনি

22/11/2024

নূরুল করীরের বাড়তি পরিচয় দরকার নাই। বাংলাদেশে জনগনের পক্ষের চিন্তা ও মতামত উৎপাদনে তিনি বহুদিনের পরীক্ষিত চরিত্র। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে বিরল, ব্যতিক্রম এই মানুষটি ইতিহাস ও দর্শনের একনিষ্ঠ অনুশীলনকারী। যার কিছু কিছু ছাপ তাঁর লেখা-লেখিতে পাওয়া যায়। নিউএজ পত্রিকার সম্পাদক পরিচয়ের বাইরেও তিনি লেখক ও চিন্তক হিসেবেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জিবনে বহু সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এটি তার সবচেয় দীর্ঘতম ও বিস্তারিত সাক্ষাৎকার। ফ্যাসিবাদি শাসন আমল থেকে শুরু করে গণঅভ্যুত্থানের বিষদ বয়ানসহ অনেক জরুরী প্রসঙ্গে বেশ লম্বা সময় ধরে, জবানের তরফে আপনাদের জন্য এই আলাপটি করেছেন, জবান সম্পাদক; রেজাউল করিম রনি।

,

( প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে পুরো লেখা পড়ুন)

"যে-কোনো প্রতাপশালী স্বৈরশাসকের গুলিভরা খুনি রাইফেলের চেয়ে ন্যায়পরায়ন গণতান্ত্রিক তারুণ্যের বুকে ঠাসা প্রতিবাদের বারুদ অ...
14/11/2024

"যে-কোনো প্রতাপশালী স্বৈরশাসকের গুলিভরা খুনি রাইফেলের চেয়ে ন্যায়পরায়ন গণতান্ত্রিক তারুণ্যের বুকে ঠাসা প্রতিবাদের বারুদ অনেক বেশি শক্তিমান"
-নূরুল কবীর

নূরুল কবীরের দীর্ঘতম বিশেষ সাক্ষাৎকারটি পড়তে চোখ রাখুন জবান-এর ফেসবুক পেজ ও জবান ম্যাগজিনের ওয়েব সাইটে। jobanmagazine.com

“আমরা যদি মোটাদাগে বুঝতে চাই মানুষ কেন আওয়ামী লীগ করে? তা হলে আমরা পাঁচটি কারণকে সামনে রাখতে পারি। এক.  রাজনৈতিকভাবে অশি...
29/10/2024

“আমরা যদি মোটাদাগে বুঝতে চাই মানুষ কেন আওয়ামী লীগ করে? তা হলে আমরা পাঁচটি কারণকে সামনে রাখতে পারি। এক. রাজনৈতিকভাবে অশিক্ষিত হওয়া। দুই. অনৈতিকতা বা গুন্ডামিকে পূজা করতে আপত্তি না থাকা। তিন. পরিবারের বা ব্যক্তিগত লোভের কারণে বা টাকার প্রয়োজনে। চার. মিথ্যা প্রপাগান্ডা, ইতিহাসের দলীয় বয়ান ও মিথ্যার উপর ঈমান বা বিশ্বাস রাখার ফলে। পাঁচ. লীগ করে নাই, আসলে লীগ সেজে ছিল।”

“দ্রুত পরির্বতনশীল সমাজে, আধুনিক বিশ্বের বিভিন্ন কৌশলী আক্রমণের সামনে আত্মসত্তা হারাবার সমস্যাটির জন্য স্বৈরত....

29/10/2024

“মনে রাখতে হবে- বাংলাদেশে আগামী দিনে রাজনীতি তৈরি হবে আওয়ামী লীগ বিষয়ে কে কি অবস্থান গ্রহণ করছেন মানে আওয়ামী লীগ প্রশ্নটিকে কে কতোটা কার্যকর ভাবে ডিল করছেন – তার উপরই আগামীর রাজনীতি নির্ভর করবে।”

প্রথম কমেন্ট থেকে লেখাটি পড়ুন ও অন্যদের পড়ার সুবিধার জন্য শেয়ার করুন।

“আওয়ামী লীগ যেহেতু নিজেকে সার্বজনীন মনে করে- তাই ক্ষমতায় গিয়ে তার পক্ষে ফ্যাসিবাদ কায়েম ছাড়া আর কোন অপশনও চিন্তা করার সু...
18/10/2024

“আওয়ামী লীগ যেহেতু নিজেকে সার্বজনীন মনে করে- তাই ক্ষমতায় গিয়ে তার পক্ষে ফ্যাসিবাদ কায়েম ছাড়া আর কোন অপশনও চিন্তা করার সুযোগ থাকে না। কারণ- তার ধারণার মধ্যেই ফ্যাসিবাদ রয়ে গেছে। কাজেই শুধু লীগের পরাজয়েই মুক্তি আসবে না যদি না পাল্টা সাংস্কৃতিক ধারা তৈরি করা না যায়। তা হলে- ফ্যাসিবাদের কবল থেকে সাময়িকভাবে মুক্ত হয়েও নিস্তার পাওয়া যাবে না। নতুন রূপে, নয়া অজুহাতে, ভিন্ন কোন ভিকটিমহুডে গল্প ফেদে তা ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়।”

একটা দেশে হুট করেই ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব হয় না। তার জন্য সমাজে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার একটা লম...

ফ্যাসিবাদের কোন রাজনীতি থাকে না। যে দানবীয় সংগঠনের উপর ভর করে সরকার এমন অত্যাচার চালাচ্ছে তা জনপ্রতিরোধে গুড়িয়ে যেতে বাধ...
11/09/2024

ফ্যাসিবাদের কোন রাজনীতি থাকে না। যে দানবীয় সংগঠনের উপর ভর করে সরকার এমন অত্যাচার চালাচ্ছে তা জনপ্রতিরোধে গুড়িয়ে যেতে বাধ্য। ফলে রাজনীতি শূন্য হয়ে বাংলাদেশে আগামীতে আওয়ামী লীগ করার লোক হারিকেন দিয়েও খুজে পাওয়া দুষ্কর হবে। বরং এই বিষয়টা নিয়ে মাহফুজ আনামদের চিন্তিত হওয়া দরকার। বিএনপি সঠিক লাইনেই আছে। জনগনের অধিকারের পক্ষেই আছে। এখানে কোন কৌশলের সুযোগ নাই। হয় আপনি জনগনের পক্ষে অথবা জনগনের বিপক্ষে।

“মূল্যবোধ ধ্বংস হয়েছে, আইনের অপব্যবহার হচ্ছে, প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ হয়েছে এবং দুর্নীতি স্বাভাবিক ঘটনায় পর...

“ইডিওলজিহীন বলে কোন কথা নাই। কোন কিছু হয় না। সমাজে ইডিওলজি ছিল, আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেইজড।”-রেজাউল করি...
02/09/2024

“ইডিওলজিহীন বলে কোন কথা নাই। কোন কিছু হয় না। সমাজে ইডিওলজি ছিল, আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেইজড।”
-রেজাউল করিম রনি

আপনারা আমন্ত্রিত।
30/08/2024

আপনারা আমন্ত্রিত।

দর্শন কোন বায়বীয় আতলামির বিষয় না। এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত। আসলেই কে কাকে ক্ষমা করার এখতিয়ার রা...
30/08/2024

দর্শন কোন বায়বীয় আতলামির বিষয় না। এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত। আসলেই কে কাকে ক্ষমা করার এখতিয়ার রাখেন তা বুঝবার আগে খোদ ক্ষমা বিষয়টা বুঝতে হবে। ক্ষমার ভূমিকা কি তাও বুঝতে হবে। কেউ একজন অন্য জনের হয়ে ক্ষমা করার এখতিয়ার রাখে কি না? মহত্বের বাণিজ্য ক্ষমার গৌরবকে কতটা প্রভাবিত করে ইত্যাদি বিভিন্ন বিয়ষ নিয়ে এই জরুরী লেখাটি এই সময়ের রাজনৈতিক সমস্যা ও আমাদের সমাজের ঐক্যকে সুদৃঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। একজন প্রকৃত দার্শনিকের কাজ সমস্যার ভেরত সরাসরি প্রবেশ করা। ত্যানাপ্যাচানো আর বড় বড় টার্ম ব্যবহার করে আলগা রহস্যময়তা তৈরি করা তার কাজ না। এই লেখা আমাদের সময়ের দার্শনিকতার একটা উত্তম নজির হতে পারে। এটা সরাসরি আমাদের চলতি রাজনৈতিক ঝগড়াকে দার্শনিক ভাবে মোকাবেলার একটা পথ বাতলে দিতে পারে।

পড়ুন, তর্ক তুলুন, শেয়ার করুন।

চটকদার হুজগেপনার বাইরে জাতি গঠনের জন্য রাজনৈতিক ও দার্শনিক অবস্থানকে শক্তিশালি করুণ।

কমেন্টে দেখুন...
27/08/2024

কমেন্টে দেখুন...

22/08/2024

পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলতে কিছু নাই।
- রেজাউল করিম রনি
চিন্তক, জবান সম্পাদক

সম্পাদক বচন: ২
21/08/2024

সম্পাদক বচন: ২

"বাংলাদেশে ‘সাংস্কৃতিক আধিপত্য’ ব্যাপারটা কিভাবে হাজির আছে তার আলোচনা না করে মিডিয়াকে বোঝা যাবে না। বাংলাদেশে তথাকথিত সে...
18/08/2024

"বাংলাদেশে ‘সাংস্কৃতিক আধিপত্য’ ব্যাপারটা কিভাবে হাজির আছে তার আলোচনা না করে মিডিয়াকে বোঝা যাবে না। বাংলাদেশে তথাকথিত সেকুলার আধুনিক যে সাংস্কৃতিক আধিপত্য জারি রয়েছে। আর আওয়ামী জবরদস্তির যে রাজনীতি তা এই সাংস্কৃতিক আদর্শের উপরই দাঁড়িয়ে আছে। ফলে খুব সহজেই মিডিয়া কালচার আর আওয়ামী কালচার এর একটা যোগসূত্র তৈয়ার হয়েছে। ফলে কে ক্ষমতায় থাকলো তাতে কিছু আসে যায় না। মিডিয়াতে লীগের ধারাই মূলধারা থেকে যায়- সংষ্কৃতি ও চিন্তার দিক থেকে। সমাজের এই দিকটি বিশদভাবে না বুঝলে আমরা এখনকার মিডিয়া কিভাবে গোলামির গুণ্ডায় পরিণত হলো তা ধরতে পারব না।

- রেজাউল করিম রনি
চিন্তক, সম্পাদক জবান

বিস্তারিত কমেন্টের লিংক থেকে পড়ুন

সম্পাদক বচন ১
15/08/2024

সম্পাদক বচন ১

15/08/2024

মুজিব একটা লুটপাটের রেফারেন্স পয়েন্ট।

“ফ্যাসিবাদের প্রথম বৈশিষ্ট্য হল ঐতিহ্য পূজা। ঐতিহ্যবাদিতা ফ্যাসিবাদের চেয়েও পুরানা।” পুরো লেখা প্রথম কমেন্টে...
12/08/2024

“ফ্যাসিবাদের প্রথম বৈশিষ্ট্য হল ঐতিহ্য পূজা। ঐতিহ্যবাদিতা ফ্যাসিবাদের চেয়েও পুরানা।”

পুরো লেখা প্রথম কমেন্টে...

Address

Joban Media Initiatives, House# 06, Avenue# 04, Block# C, Section #06, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Joban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joban:

Videos

Share