Zeker Uddin Samrat -জেকের উদ্দিন সম্রাট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Zeker Uddin Samrat -জেকের উদ্দিন সম্রাট

Zeker Uddin Samrat -জেকের উদ্দিন সম্রাট Zeker Uddin Samrat

21/10/2024
আকাশ আমি আর অট্টালিকার অত্যাধুনিক শহর।
31/07/2024

আকাশ আমি আর অট্টালিকার অত্যাধুনিক শহর।

শুভ জন্মদিন ভাইয়া।🌟🎂🎉
28/07/2024

শুভ জন্মদিন ভাইয়া।🌟🎂🎉

07/07/2024

হাতিরঝিল ওয়াটার বাস।Hatirjheel Water Bus

03/07/2024

21/06/2024
06/06/2024

বিল গেটসকে দেওয়া মায়ের ৩টি অমূল্য উপদেশঃ Three Invaluable Mother’s advice to Bill Gates.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিল গেটস তখন বয়সে অনেক ছোট স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা! “বাবা, গণিত পরীক্ষায় কতো নাম্বার পেয়েছিস?”গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, “বাহ! এতো ভাল নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে?”
“আমি একাই পেয়েছি মা!”
“বেশ বেশ! আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই দশ–বিশ, চল্লিশ–পঞ্চাশ এমনকি আশি–নব্বই পেলেও আমি রাগ করতাম। কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস!
এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সবকিছু। তবে তোর জন্য মায়ের তিনটি উপদেশ রইলো–

১. প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগত রয়েছে। সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না।

২. তুই যেরকম চিন্তা করবি, তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না। অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এতো বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে,অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়!

৩. জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরেফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি।

সময় তখন ১৯৬৩ সাল। বিল গেটসের বয়স তখন আট বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাঁকে যখন এই উপদেশ তিনটি দিলেন তখন কেউ চিন্তাও করেনি এই তিনটি উপদেশ কীভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন, বিপ্লব বয়ে আনবে পৃথিবীজুড়ে, স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে!
(Collected)

23/05/2024

সাফারি পার্ক।Safari Park

খাদ্যে ভেজাল নিয়ে কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা চলছে। প্রকাশিত হয়েছে অসংখ্য প্রতিবেদন, টিভি সংবাদ। ভেজালবিরোধী অভিযানও পরিচ...
20/05/2024

খাদ্যে ভেজাল নিয়ে কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা চলছে। প্রকাশিত হয়েছে অসংখ্য প্রতিবেদন, টিভি সংবাদ। ভেজালবিরোধী অভিযানও পরিচালিত হচ্ছে কিছুদিন পরপর। খাবারের মান নির্ণয় করতে রেস্তোরাঁগুলোর জন্য গ্রেডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সবকিছুর পরও দূষিত ও ভেজাল দেয়ার বিষয়টি যেন নির্ভেজালই থেকে গেছে।
সময় কি এখনো আসেনি খাদ্যে ও শিশু খাদ্য ভেজাল নিয়ে কঠোরভাবে রুখে দাঁড়ানোর? তার মধ্যে শুনছি ওষুধে ভেজালের মহামারী, আর সব মিলিয়ে এর ফলে হাজারো রোগের মহামারী ,গড়ে উঠেছে অনেক হাসপাতাল,হাজার ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার। অধিকাংশ মানুষের সাথে কথা বললেই শুনছি কারো শরীর তেমনটা ভালো নেই তারা নিজেরাও জানে না শরীরে কি হচ্ছে,অনেকের বক্তব্য এমনটাই শুনছি' এত ভেজালের রিঅ্যাকশনে শরীরের অনুভূতিটা যেন কেমন,যাই ডাক্তার দেখিয়ে আসি ,যাই ডায়গনিক সেন্টার চেকআপ করিয়ে আসি,পরিশেষে বলছে ওষুধগুলো মনে হয় কাজ করছে না যাই ডাক্তারের কাছ থেকে ওষুধ চেঞ্জ করিয়ে আনি।

নো প্রাইভেসি *আজ থেকে আর মাত্র ১০ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজ...
10/05/2024

নো প্রাইভেসি *
আজ থেকে আর মাত্র ১০ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে —

হ্যালো, এটা কি পিৎজা হাট ?

না স্যর, এটা গুগল'স পিৎজা।

আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?

না স্যর, গুগল দোকানটা কিনে নিয়েছে।

ওকে, আমি কি পিৎজার অর্ডার দিতে পারি?

স্যর, আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দেবেন?

আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন?

আপনার ফোন নাম্বার অনুযায়ী, আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ+পেপারনী পিজা অর্ডার দিয়ে ছিলেন।

আমি এবারও ওটাই চাই।

কিন্তু স্যর আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানলেন?

কাস্টমার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দিন। কলেস্টেরলের জন্য আমি ঔষধ খাই।

কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন।

আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছি।

কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না।

আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।

কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি তোলেননি।

আমার অন্য আয়ের উৎস আছে।

আপনার ট্যাক্স ফর্মে সে তথ্যের কোন উল্লেখ তো চোখে পড়ছে না।

ধুর মশাই, আপনার পিজার গুষ্টি *****। পিৎজাই খাবো না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাবো যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

হ‍্যাঁ স্যর বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, আমাদের কাছে তথ্য আছে ৫ সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে।

সংগৃহীত কিছু লেখা মজার হলেও কথা গুলো সত্যি। আমার তো মনে হয় দশ বছর কেন, এখনই আমাদের কোনো প্রাইভেসি নেই। তার মধ্যে AI ইন্টেলিজেন্স সামনে কি হয় বলা যায় না,এখনই দেখছি এই ইন্টেলিজেন্স ভার্চুয়াল ফ্রেন্ড তৈরি করা যায় যা কিনা হুবহু মানুষের মতই কথা বলছে এবং বুদ্ধিমত্তা অনুযায়ী উত্তর দিচ্ছে ,তাছাড়াও AI এখন মানুষের সব কাজ বিনা পরিশ্রম খুব সহজেই এক ক্লিকে করে দিচ্ছে।। তবে গুগল মামা আর-এআই মিলে মানুষের ব্রেন চর্চা আর শরীর চর্চা কমিয়ে কোথায় নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়।

05/05/2024

On the streets of Singapore
#সিঙ্গাপুর

03/05/2024

Singapore Popular Arab Street
সিঙ্গাপুরের জনপ্রিয় আরব স্ট্রিট

01/05/2024

সিঙ্গাপুরের কিছু কাটপিস।

Eid Day 2024
12/04/2024

Eid Day 2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zeker Uddin Samrat -জেকের উদ্দিন সম্রাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zeker Uddin Samrat -জেকের উদ্দিন সম্রাট:

Videos

Share


Other Dhaka media companies

Show All