মরুভূমির মানুষ

মরুভূমির মানুষ "মনুষ্যত্ব বিকিয়ে নয়, মানুষ হতে চাই সবার আগে " মানব সেবার শপথ নিন মুমূর্ষুকে রক্ত দিন
(1)

05/01/2025

জামাত বিএনপি একসাথে ছিলো তখন তারা ভালো ছিলো, এখন যখন আলাদা তখন খারাপ!
আসলে খারাপ নাকি ভাগে বনতাছে না?

04/01/2025

কথা ক্লিয়ার, এটা শোনার পরে যাদের চুলকানি শুরু হয়েছে তারা আসলেই ঐডা.......!

04/01/2025

বিএনপি এবং জামায়াতের যারা অতি দলপ্রেমি সাজতে গিয়ে পারস্পরিক কাদা ছুঁড়াছুঁড়ি করছে, তারা মূলত পলাতক আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করছে।

বিএনপির কাউকে দেখি না আওয়ামী লীগের বিরুদ্ধে একটা লেখা পোস্ট করতে, অথচ গত ১৫ বছর একনাগারে আওয়ামী লীগ ওদেরকে ধ'র্ষ'ণ করেছে। ওরা এমনভাবে জামায়াতের পিছনে লেগেছে যেন আওয়ামী লীগ নয়, ১৫টি বছর জামায়াতই ওদের পুটু মে'রেছে। কে বুঝাবে জামায়াত কোনভাবেই বিএনপির প্রতিপক্ষ নয়।

জামায়াত কেন কম যাবে? ওদের নেতাদেরকে বিচারের নামে হ'ত্যা করেছে আওয়ামী লীগ, জামায়াতের রাজনীতি করাটাই যেন ছিল অপরাধ! কিন্তু ওরাও আওয়ামী লীগ ভুলে গিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে।

তাহলে কে বেশি খারাপ? কেউ যদি এতো খারাপ তাহলে বছরের পর বছর ধরে জোটে ছিলেন কেন? খারাপের সাথে জোট করলে তুমিও খারাপ। সেই মোতাবেক আপনারা দুই দলই খারাপ।

লিখেছেন Meer Zahan ভাই।

04/01/2025

যারা বলে কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবেনা, তারা হয়তো কুরআন জানেনা, নতুবা তারা মুসলমানের বাচ্চাই না।

04/01/2025

যুদ্ধের সময়ে কৌশল অবলম্বনে যে যতবেশি দক্ষতার সাথে দ্রুত সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেই বিজয়ী হবে।

তাকে শাহবাগী খেতাবে ভূষিত করার জোর দাবী জানাচ্ছি ✊
04/01/2025

তাকে শাহবাগী খেতাবে ভূষিত করার জোর দাবী জানাচ্ছি ✊

04/01/2025

পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি?
#আল্লামাসাঈদী #মরুভূমিরমানুষ

04/01/2025

জোর করে চরিত্র পরিবর্তন করিয়ে দিতে পারবে না কেউ!
যদি নিজে থেকে তার, চরিত্র পরিবর্তন করতে না চায়।

সকলের সহযোগিতা কামনা করছি 🙏পেইজে আপনাদের রিভিউ প্রয়োজন🙏
04/01/2025

সকলের সহযোগিতা কামনা করছি 🙏
পেইজে আপনাদের রিভিউ প্রয়োজন🙏

04/01/2025

রাজনৈতিক মাঠে সবাই নিজেকে সাধু প্রমাণ করতে ব্যাস্ত!
কিন্তু কেউ নিজের চরিত্র ঠিক করতে চাচ্ছে না।

04/01/2025

পকেট ফাঁকা থাকলে পেটের ক্ষুধাই কমে যায়! সেখানে আসপাশের মানুষতো বিলাসিতা!

গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।এখনকার সময়ের পুর...
04/01/2025

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।
আল্লাহুম্মা আমীন..!🤲

এটাই বাস্তবতা!
03/01/2025

এটাই বাস্তবতা!

03/01/2025

ভিডিও দেখে ভেবেছিলাম হা'মা'স যো'দ্ধা 🤺

ছাত্রলীগের ফরহাদ ও শিবিরের ফরহাদ দুইজন আলাদা, এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটি যখন প্রকাশ করা হয় তখন পোস্ট...
03/01/2025

ছাত্রলীগের ফরহাদ ও শিবিরের ফরহাদ দুইজন আলাদা, এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটি যখন প্রকাশ করা হয় তখন পোস্ট করেছিলাম।

তখনও একদম মাথামোটা বলেছিলো শিবিরের সেক্রেটারি ও হল ছাত্রলীগের ফরহাদ এক।

অথচ তখন পরিস্কার ধারণা পাওয়ার পরেও (তারা আলাদা) বাঙ্গু সু-শীল গুলো এসব গুজব ছড়াচ্ছে।

লাউড এন্ড ক্লিয়ার ওরা দুইজন আলাদা নিচে ছাত্রলীগ ফরহাদের আইডি, নাম ও পিক সহ দেওয়া আছে।

03/01/2025

নির্বাচন, সংস্কার ও বিচার৷
- মোহাম্মদ হিযবুল্লাহ

ভাই-ভাই এক টেবিলে...ফ্যাসিবাদী খুনি ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পাশে বসিয়ে জামাই আদর জুলাই বিপ্লবের শহীদদে...
03/01/2025

ভাই-ভাই এক টেবিলে...
ফ্যাসিবাদী খুনি ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পাশে বসিয়ে জামাই আদর জুলাই বিপ্লবের শহীদদের সাথে তথা শহীদ ওয়াসিম আকরামের সাথে তামাশা ছাড়া কিছু নয়।
শহীদ ওয়াসিমকে নিয়ে ব্যবসা করতে যারা দু'বার ভাবে না, তাদের পক্ষেই সম্ভব ফ্যাসিবাদের সাথে এক কাতারে চলা।

এই জুলাইয়ে এসে ফরহাদ এর উপযোগী সিদ্ধান্ত জুলাইকে আর ৩৬—থেকে ৩৭ হতে দেয়নি। নয়দফার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যের সাথে জড়িয়...
03/01/2025

এই জুলাইয়ে এসে ফরহাদ এর উপযোগী সিদ্ধান্ত জুলাইকে আর ৩৬—থেকে ৩৭ হতে দেয়নি।

নয়দফার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যের সাথে জড়িয়ে আছে ফরহাদ। সেই ৫ই জুন থেকে ৩৬ জুলাইয় অব্দি দিন-রাত এক করে লড়াই করে গেছেন। তার স্ট্র‍্যাটেজিক সিদ্ধান্তে অভ্যুত্থানকে ছাত্র-জনতার অনুকূলে রাখে। কর্মসূচির নাম ঠিক করা, কোন দিন কোন কর্মসূচি দিলে আন্দোলন আরো বেগবান হবে, বিশেষ থেকে সার্বিক হয়ে উঠবে। আন্দোলনে দেশীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ, সারাদেশে সমন্বয়, সমন্বয়কদের সাথে তার সমন্বয় করার দক্ষতা দেখে সকলেই চমকিত হয়েছিলো।

জীবনের ঝুঁকি নিয়ে, ফ্যাসিবাদের বুলেট তোয়াক্কা না করে ছোটাছুটি করেছে ঢাকার এপ্রান্ত থেকে ও ওপ্রান্ত। আমাদের এই বাকস্বাধীনতা, ফ্যাসিমুক্ত বাংলাদেশ ফরহাদদের কাছে কৃতজ্ঞ থাকবে চিরদিন।

ইনকিলাব জিন্দাবাদ, আজাদী জিন্দাবাদ।

Address

Bhola
Dhaka
BHOLA

Telephone

0578100625

Alerts

Be the first to know and let us send you an email when মরুভূমির মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share