11/01/2025
ছবিতে থাকা প্রতিটি ডট একটি নক্ষত্র, আসলে আকাশের কোন অংশই খালি নেই* কিন্তু আমরা দেখি অন্ধকার। এখানে দেখতে পাচ্ছি north american nebula, pelican nebula, sdyr region, gamma cygni nebula এবং আরও অনেক কিছু। নেবুলা গুলো বোঝার জন্য তার ওপরের কিছু অংশ থেকে কিছু কিছু তারা দূর করেছি। মাত্র 35 টা শট নিটে পেরেছিলাম, তার পরেই মেঘ চলে এলো।
setup: nikon z6ii + 50mm (30 sec, f/1.8, 800)
place: my rooftop, Bhagabanpur, Purba Medinipur
* যদিও 3 dimension ধরলে ম্যাক্সিমাম টাই খালি কিন্তু আমরা যখন দেখছি তখন দেখতে পাচ্ছি 2 dimension এ।