CampusNews

CampusNews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CampusNews, Media/News Company, Dhaka.

20/04/2023

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার।
আর বাংলাদেশে ঈদ...

13/03/2023
এনপিআই-এর ক্রয়কৃত প্লটের টাকা পরিশোধের পরেও রেজিষ্ট্রি দলিল বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলনন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এ...
01/09/2022

এনপিআই-এর ক্রয়কৃত প্লটের টাকা পরিশোধের পরেও রেজিষ্ট্রি দলিল বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলন
ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই) সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান প্রশিক্ষিত জনবল তৈরিতে ভূমিকা রেখে আসছে। এনপিআই প্রতিষ্ঠার পর থেকে তা রাজধানীর মহাখালীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, কিন্তু করোনা মহামারীর লকডাউনের মধ্যে প্রতিষ্ঠানের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ায় সর্ব সিদ্ধান্তক্রমে এনপিআই-এর জন্য নিজস্ব ক্যাম্পাস তৈরির লক্ষ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ নম্বর সেক্টরের ৪০১/বি রোডের রাজউক থেকে বরাদ্দকৃত ব্যাক্তি মালিকানাধীন ১৪ নম্বর প্লটসহ কয়েকটি প্লট ক্রয়ের জন্য প্লটের‌ দালাল মোঃ সালাউদ্দিন এবং তার পরিবারের সদস্যদেরকে টাকা পরিশোধ করার পর দ্রুত সেখানে ভবন এবং স্হাপনা নির্মাণ করে‌ প্লটের রেজিষ্ট্রি ও দলিল বুঝে না পাওয়ায় মোঃ সালাউদ্দিন এবং সালাউদ্দিনের পিতা জহির উদ্দিনের মাধ্যমে বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে এনপিআই-এর শিক্ষক, কর্মকর্তা, কর্তৃপক্ষ। সেই সাথে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকিতে পড়েছে।
মোঃ সালাউদ্দিন এবং সালাউদ্দিনের পিতা জহির উদ্দিন পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে এনপিআই-এর কর্তৃপক্ষের কাছ থেকে রাজউক কর্তৃক বরাদ্দকৃত প্লট এবং জমি রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্লট এবং জমি বিক্রয় বাবদ গত ১২/৩/২০২০ থেকে ২৬/০১/২০২১ তারিখের মধ্যে ব্যাংক চেক, ব্যাংক ডিপোজিট, পে অর্ডারের মাধ্যমে এবং প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা বাবদ মোঃ সালাউদ্দিন মোট ৭৭,৫৮৯,৮২০ (সাত কোটি পঁচাত্তর লাখ ঊননব্বই হাজার আটশত কুড়ি টাকা গ্রহণ করেছেন (সালাউদ্দিনকে ব্যাংকের মাধ্যমে টাকার প্রদানের কপি সংযুক্ত)। এখন পর্যন্ত উক্ত প্লটগুলোতে প্রতিষ্ঠানের ভবন নির্মাণ বাবদ বিভিন্ন সময়ে মোট এক কোটি সত্তর লাখ টাকা প্রদান করা হয়েছে। সর্বমোট নয় কোটি পঁয়তাল্লিশ লাখ উনানব্বই হাজার আটশত কুড়ি টাকা জমি ও ভবন নির্মাণ বাবদ খরচ করার পরও সালাউদ্দিন উক্ত জমি এবং প্লট রেজিস্ট্রি করে দেওয়ার পরিবর্তে এনপিআইকে এই প্লটগুলো থেকে উৎখাত করার জন্য পায়তাড়া শুরু করে। কিন্তু তারা জমি রেজিষ্ট্রি করে দেন নাই। যেহেতু তারা জমির পজিশন বুঝিয়ে দিয়েছে, সেজন্য এনপিআই কর্তৃপক্ষ সরল বিশ্বাসে অপেক্ষা করতে থাকে। কিন্তু বর্তমানে মোঃ সালাউদ্দিন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্রয়কৃত উক্ত প্লট থেকে এনপিআইকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এনপিআই-এর বিরুদ্ধে মিথ্যা তথ্য এবং অপপ্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে।প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের ভয় ভীতি প্রদর্শন করছে।এতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করছে।এই সব কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন আজ অনিশ্চিত।
মোঃ সালাউদ্দিন এবং জহির উদ্দিন পেশিশক্তির বলে এই ধরনের কার্যক্রম শুধু এনপিআই-এর সাথে করে নাই। রাজউক থেকে আবাসিক প্লট হিসেবে বরাদ্দকৃত আশেপাশের অনেক গুলো প্লট জোরপূর্বক সালাউদ্দিন গং মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার সাইনবোর্ডের আড়ালে দখল করে রেখেছে।এসব বিষয় নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন এনপিআই কর্তৃপক্ষ ও ভুক্তভোগী জমি’র মালিকরা।সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এনপিআই-এর লিগ্যাল অ্যাডভাইজার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. ইমদাদুল হক কাজী। ভুক্তভোগী জমির মালিক মো. গোলাম হোসেন, মো. মকবুল হোসেন, আলতাফ হোসেন, মো. জয়নাল উপস্থিত ছিলেন।

16/08/2022

ভারত বর্ষে উচ্চশিক্ষার শুরু ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পরপরই। ১৮৫৭ সালের পর ভারতের বড় লাট লর্ড ক্যানিং ‘দ্যা অ্...

15/08/2022

১৯২০: ১৭ মার্চ, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১৬টি হোয়াইটওয়াশ
17/07/2022

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১৬টি হোয়াইটওয়াশ

ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের জমি দখলমুক্ত করার জন্য মানববন্ধনন্যাশনাল প্রফেশনাল ইন্সটিটিউট-(এনপিআই) নামক প্রতিষ্ঠানটি...
16/07/2022

ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের জমি দখলমুক্ত করার জন্য মানববন্ধন

ন্যাশনাল প্রফেশনাল ইন্সটিটিউট-(এনপিআই) নামক প্রতিষ্ঠানটির জমি দখল, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর পূর্বাচলের হেলিপ্যাড চত্ত্বরে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় জহির উদ্দিন ও তার পুত্র সালাহ উদ্দিন দীর্ঘদিন প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে জমি দখলের মাধ্যমে অনেক মানুষকে সর্বশান্ত করেছে। তারা জানান, মানুষের ধর্মীয় আবেগকে পূজি করে মসজিদ ও মাদ্রাসার সাইনবোর্ডের আড়ালে দীর্ঘদিন তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। জানা গেছে, মসজিদ-মাদ্রাসার নামে জায়গা দখল করে তাতে বসতবাড়ি নির্মাণসহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে প্রতারক পিতা-পুত্র চক্র। শুধু তাই নয়, পার্শ্ববর্তী ন্যাশনাল প্রফেশনাল ইন্সটিটিউটের কাছে জায়গা বিক্রির নামে বেশ কয়েক কোটি টাকা হাতিয়ে নিলেও জায়গা বুঝিয়ে দেয়নি অভিযুক্তরা। উলটো নানানভাবে হুমকি ও হয়রানি করে যাচ্ছে এই চক্রটি। পাশাপাশি মাজারের জমি দখলসহ জাল-জালিয়াতির মাধ্যমে এক জমি একাধিকবার বিক্রিরও অভিযোগ রয়েছে সালাহউদ্দিন ও তার পিতার বিরূদ্ধে।

মানববন্ধনে অংশ নেয়া লোকজন জানান, স্থায়ীয় অধিবাসী এবং ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই) এর প্রতিষ্ঠাতাদের অর্থিক সহযোগিতায় তৈরি মাদ্রাসা, ইনস্টিটিউট, এতিমখানা এবং মসজিদের জায়গায় জোর করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে জহির উদ্দিন এবং সালাউদ্দিন গং এর পরিবার এবং আত্মীয়-স্বজন। স্থানীয় জনগন বিক্ষোভ অনুষ্ঠানে বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেদের অপরাধের সম্রাজ্য বাড়িয়ে চলছে অভিযুক্তরা। এসময় তারা সালাহ উদ্দিন ও তার পিতা জহির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মা...
15/07/2022

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ-

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিতসোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশ...
01/07/2022

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন শুক্রবার (১জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এম.পি-এর সভাপতিত্বে রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার, লিভিংটেক্সের সিইও জাকের জাহান শুভ্র এবং প্যাট্রন হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল বাশার নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নেয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম উপস্থিত ছিলেন।
সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এম.পি সভাপতির বক্তব্যের বলেন, রিসিপশন ও ওরিয়েন্টেশনে বক্তারা যা বলেছেন শিক্ষার্থীরা তোমরা তা মেনে চললে অবশ্যই ভালো মানুষ হতে পারবে। তোমাদের বাবা মা’র আশা পূরণ করতে পারবে। তিনি শিক্ষকদের নৈতিকতার কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করে পড়াশোনা করে যাওয়ার কথা বলেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রতিষ্ঠার কথা স্মরণ করে সব শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলেছেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল জব্বার খাঁন শিক্ষার্থীদের সংবিধান অনুযায়ী চলার কথা বলেন। তিনি তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় অনুধাবনসহ সংবিধানকে লালন করার কথাও বলেন। তিনি শিক্ষার্থীদের ইতিহাস থেকে বিচ্যুত না হওয়ার কথা বলে তাদের গবেষণাতে মনোযোগ দিতে বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশলপত্র সবার ক্ষেত্রে চালু রাখার কথা বলা ছাড়াও একাডেমিক মাস্টার প্ল্যান রাখার কথাও বলেন। তিনি নবীন শিক্ষার্থীদের সেলফ মোটিভেশন থেকে নিজেদের সমৃদ্ধ করতে বলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এ ইউনিভার্সিটির সাফল্যের নায়ক আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর অবদানের কথা তুলে ধরেন। তিনি ভিসি ও প্রো ভিসিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসইউ ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি ও ভবিষ্যতেও করবে না। এই ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়। যে স্বপ্ন নিয়ে আপনার বাবা মা এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন আশা করি আপনারা তার বাস্তবায়ন করবেন। তিনি আরো বলেন, এই বছর সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করতে চাই।

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার বলেন, চার বছরের অনার্সে পড়ার সময়কে ভাগ করে নিয়ে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং গড়া , পার্টটাইম চাকরি, পার্টটাইম ব্যবসা, ও উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন। তিনি শিক্ষার্থীদের আরো বলেন, বাবা মার দোয়া নিয়ে নিজের স্বপ্নটাকে বড় করে দেখুন ও লেগে থাকুন।
লিভিংটেক্সের সিইও জাকের জাহান শুভ্র তার অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের লার্নিং ও নেটওয়ার্কিং তৈরি করার উপর গুরুত্ব দিতে বলেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নেয়ার পাশাপাশি অনুষ্ঠানের প্যাট্রন, সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল বাশার বলেন, শিক্ষকদের সহযোগীতায় তোমরা পড়াশোনা করবে। সেমিনার ও ওয়ার্কশপে তোমরা অংশগ্রহণ করবে। তাহলে তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি গ্লোবালাইজেশনের সাথে তাল মেলাতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, নবীন ও উদীয়মান শিক্ষার্থীদের বরণ করে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন। সেগুলো হলো: মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মানবিক গুণাবলীর অনুশীলন করা, সহশিক্ষা কার্যক্রম, উচ্চশিক্ষা শেষ করে চাকরি করা বা উদ্যোক্তা হতে তোমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে।
ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা, সোনারগাঁও ইউনিভার্সিটির নামকরণের ইতিহাস নবীন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। তিনি সোনারগাঁও ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের সিলেবাস ও মানসম্মত শিক্ষক নিয়োগের কথাও বলেন। তোমরা শিক্ষককে সম্মান করবে ও প্রতিদিনের পড়া ও বেশি বেশি লাইব্রেরি ওয়ার্ক করবে। তাহলে তোমরা শিক্ষকদের সহযোগীতায় তোমাদের বুক ভরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ বলেন, তোমাদের ভিন্ন আঙ্গিকে আমরা বরণ করে নিচ্ছি। তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে নবীন শিক্ষার্থীদের বলেন, এসইউতে পড়াশোনার পরিবেশ আছে। তোমরা এখানে কম খরচে কয়েকটি বিষয়ে পড়াশোনা করতে পারবে।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলমগীর হোসেন বলেন, তোমাদের যোগ্যতা অর্জনে আমরা শিক্ষকরা সার্বিক সহযোগীতা করবো। আমাদের সবার চেষ্টা তোমাদের মানসম্মত শিক্ষা প্রদান করা।
ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম বলেন, তোমাদের প্রধান কাজ মনোযোগ সহকারে ক্লাস করা। তোমরা কখনও ক্লাস মিস করবে না। তিনি আরো জানান, সোনারগাঁও ইউনিভার্সিটিতে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
অনুষ্ঠানে ২ জন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি তুলে ধরার পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা করা হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তিকৃত...
23/06/2022

সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রামের প্রস্তুতি সভা আজ (২৩ জুন) বিকেল চারটায় ইউনিভার্সিটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ জুলাই (শুক্রবার) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউটে সোনারগাঁও ইউনিভার্সিটির সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন (১ জুলাই) অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিকেল ২:৩০ মিনিটে উপস্থিত হতে হবে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়।
সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মেসবাউল হোসাইন, মো: রাকিবুল আলম, সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: দিদারুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, মোহাম্মদ নাদেরুজ্জামান, প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: মোস্তফা হোসাইন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এস.এম ইয়াসীন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: মাসুদ রানা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আকমল হাকিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আর্কিটেকচার বিভাগ, হাসান রুহান রাব্বি, শিক্ষক, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

Trust Deed Signing Ceremony of Closed-end Mutual Fund Named “ICB AMCL CMSF Golden Jubilee Mutual Fund”Capital Market Sta...
07/06/2022

Trust Deed Signing Ceremony of Closed-end Mutual Fund Named “ICB AMCL CMSF Golden Jubilee Mutual Fund”

Capital Market Stabilization Fund (CMSF) is in the process of adding a new Closed-end mutual fund named “ICB AMCL CMSF Golden Jubilee Mutual Fund” to its portfolio.
CMSF is in close-partnership with relevant entities and completing all the formalities that are required to operationalize this closed-end mutual fund. Recently, it has obtained a very crucial approval from Bangladesh Securities & Exchange Commission (BSEC) in respect of the approval of trust deed and investment management agreement on dated 31 march, 2022.
In this regard, a ‘Trust Deed’ signing ceremony was held at Investment Corporation of
Bangladesh’s (ICB) head office on Monday dated April 11, 2022 at 10:30 am.

CMSF is the sponsor and ICB AMCL is the fund manager of the “ICB AMCL CMSF Golden Jubilee Mutual Fund” while Bangladesh General Insurance Company (BGIC) will act as the trustee and BRAC Bank Limited will act as the custodian of the fund.

Mr. Md. Monowar Hossain, Chief of Operation of Capital Market Stabilization Fund (CMSF), with A.T.M. Ahmedur Rahman, Chief Executive Officer (CEO) of Investment Corporation of Bangladesh Asset Management Company Limited, conducted the sign.

The size of this fund is BDT. 100 Crore the unit face value of BDT 10 and the sponsor(CMSF) will provide BDT. 50 Crore which is 50% of the fund size.

Professor Dr. Mohammad Tareq, Chairman, Golden Jubilee Mutual Fund Committee of CMSF stated that this fund will help the market to stabilize through investing in potential shares.

Mr. Abul Hossain, Managing Director of ICB expressed his optimism that there will be 100% subscription in this fund. He stated that if this fund becomes successful, it will reduce the uncertainty among the investors about Closed -end Mutual Fund. He expressed his belief that with the reputation and experience of Mr. Nojibur Rahman, Chairman, CMSF, the fund will be successful and it will create positive vibration and boosting up the confidence of investors about the mutual fund.

Mr. Md. Monowar Hossain, FCA, FCMA, Distinguished Chief of Operation, CMSF expressed his optimism that this mutual fund will contribute a lot to stabilize the market and he emphasized on the significant contribution of the relevant entities.

The Honorable Chairman, CMSF, Mr. Md. Nojibur Rahman expressed hope and believe on the potentials of investor friendly framework of the mutual fund. He stated that it is a good initiative by BSEC to increase the standard quality of the capital market and this fund is dedicated to the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman and to commemorate the Glorious Golden Jubilee of our independence and mujibborsho. He stated that BSEC and CMSF has made a good combination of the best organization of the market to open the door of opportunities for the investors. This fund will protect the interest of small investors and will be a role model of the Mutual Funds.

Mr. Md. Nojibur Rahman, Chairman, Capital Market Stabilization Fund (CMSF), and Dr. Mohammad Tareq, Professor, AIS, DU, Independent Director, CCBL and Board of Governors , CMSF and Mr. Md. Abul Hossain, Managing Director of Investment Corporation of Bangladesh (ICB) and Mr. Ahmed Saifuddin Chowdhury Minto, MBA MD & CEO of Bangladesh General Insurance Company (BGIC); representatives of BRAC Bank Limited and CMSF officials were also present in the ceremony.

ই-কমার্স নিয়ে একটি পরিপূর্ণ ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে চাই : আব্দুল আজিজই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ই-ক্যাবে...
04/06/2022

ই-কমার্স নিয়ে একটি পরিপূর্ণ ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে চাই : আব্দুল আজিজ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ই-ক্যাবের ২০২২-২৪ সালের ৪র্থ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচন নিয়ে ঐক্য প্যানেলের টিম লিডার যাচাই.কম লি:-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ ক্যাম্পাস নিউজকে তার ভাবনার কথা জানান।

ক্যাম্পাস নিউজ : প্রার্থী হিসেবে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করেন?
প্রকৌশলী আব্দুল আজিজ : আমি ই-কমার্স প্রতিষ্ঠান দিয়ে ব্যবসায়ি হিসেবে কর্মজীবন শুরু করি। আমি সবচেয়ে বেশি সময় দিয়ে থাকি আমার প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই ডট কম প্ল্যাটফর্মে। উদ্যোক্তা হিসেবে সৎভাবে ই-কমার্স পরিচালনা করতে গিয়ে নানামুখী প্রতিকূলতা এবং সমস্যার মুখোমুখি হয়েছি। বার বার স্বপ্ন ভেঙে হতাশায় নিমজ্জিত হয়েছি, কিন্তু প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার যুদ্ধ চালিয়ে গিয়েছি। কখনো হাল ছাড়িনি। বার বার মনে হয়েছে যে যুদ্ধটা একা চালিয়ে যাচ্ছি, যদি পাশে কাউকে পাই! যিনি বা যেই সংগঠন বিভিন্ন সমস্যা সমাধানে সঠিক পরামর্শ দেবেন এবং সাহস দিয়ে যুদ্ধ জয়ের জন্য সহযোগিতা করবেন। এ ধরনের প্রতিষ্ঠানের সহযোগীতার জন্যই প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। আমি যেহেতু ছোট পরিসরে ই-কমার্স পরিচালনা করছি, তাই কিছু সমস্যা চিহ্নিত করতে পেরেছি। ই-কমার্স সেক্টরের সবার চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য আমি ই-ক্যাবের সব সদস্য প্রতিষ্ঠানের কল্যাণে এবং ই-ক্যাব সদস্যদের স্বার্থ ও অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই। কিন্তু ই-ক্যাব সদস্যদের নির্বাচিত প্রতিনিধি না হয়ে কাজ করা কঠিন। তাই ই-ক্যাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি পরিচালক পদে নির্বাচনে দাড়িয়েছি। যাতে করে আমি ই-ক্যাবের সদস্যদের সম্পৃক্ত করে তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারি।

ক্যাম্পাস নিউজ : নির্বাচিত হলে এ সেক্টরের উন্নয়নে আপনি কী করবেন?
প্রকৌশলী আব্দুল আজিজ : আমি নির্বাচিত হলে ই-কমার্স নিয়ে একটি পরিপূর্ণ ই-লার্নিং প্লাটফর্ম তৈরি করতে চাই। এ ছাড়া ই-কমার্স সংক্রান্ত বিষয়ে সদস্যদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করবো এবং সেগুলো সমাধানে সবার মতামত নিয়ে কাজের অগ্রগতি ও অসম্পূর্ণ কাজের তালিকা হালনাগাদ করে সেগুলো সমাধানের উদ্যোগ নেবো। সেই সাথে ই-ক্যাবকে সম্পূর্ণ ডিজিটালাইজ এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে দেশের অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।
ক্যাম্পাস নিউজ : ই-কমার্স ব্যবসার উন্নয়নে আপনি কী ভাবছেন?
প্রকৌশলী আব্দুল আজিজ : ই-কমার্স ব্যবসার প্রাণ হলো বিভিন্ন মার্কেটপ্লেস সেলার ও ফেসবুক নির্ভর লাখ লাখ উদ্যোক্তা। কিন্তু ই-কমার্স ব্যবসার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে তাদের কল্যাণে কেউ তেমন কোনো কাজ করেনি। ২০২১ সালে ই-কমার্স সেক্টরে অপ্রত্যাশিত ক্র্যাকডাউনের ফলে হাজার হাজার উদ্যোক্তাকে পথে বসতে হয়েছে, অথচ তাদের সমর্থনে কেউ এগিয়ে আসেনি। অন্যদিকে মার্কেটপ্লেস সেলারদের ওপর নানা ধরনের শর্তারোপ ও বিভিন্ন পলিসির কারণে এ সব ক্ষুদ্র সেলারদের টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এ সব দিক নজরে রেখেই আমি তাদের কল্যাণে সব সদস্যদের সাথে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাবো।

ই-ক্যাব নির্বাচন নিয়ে 'ঐক্য' প্যানেলের প্রার্থীর ভাবনাআগামী ১৮ জুন ই-ক্যাবের ২০২২-২৪ সালের ৪র্থ দ্বি-বার্ষিক কার্যনির্বা...
02/06/2022

ই-ক্যাব নির্বাচন নিয়ে 'ঐক্য' প্যানেলের প্রার্থীর ভাবনা

আগামী ১৮ জুন ই-ক্যাবের ২০২২-২৪ সালের ৪র্থ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচন নিয়ে ঐক্য প্যানেলের টিম লিডার যাচাই.কম লি:-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ কী ভাবছেন, সম্প্রতি ক্যাম্পাস নিউজকে তিনি তা জানান।

ক্যাম্পাস নিউজ : প্রার্থী হিসেবে নিজেকে কতটুকু যোগ্য মনে করেন?
প্রকৌশলী আব্দুল আজিজ : আমার সবচেয়ে ভাললাগা, দূর্বলতা এবং ভালবাসার প্রতিষ্ঠান ই-কমার্স দিয়ে ব্যবসায়ি হিসেবে কর্মজীবন শুরু করি। নিজের প্রতিষ্ঠিত অন্য সব প্রতিষ্ঠানের চেয়ে আমার দূর্বলতা,ভালোবাসা এবং ভালোলাগার প্রতিষ্ঠান হলো ই-কমার্স। আমি সবচেয়ে বেশি ৯০% সময় দিয়ে থাকি ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই ডট কম প্লাটফর্মে। বিগত সময়ে আমি ই-ক্যাবের বড় বড় ইভেন্ট এবং প্রায় সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম । সম্মানিত ই-ক্যাব সদস্যদের নির্বাচিত প্রতিনিধি না হয়ে কাজ করা কঠিন। সম্মানিত ই-ক্যাব সদস্যদের প্রতিনিধি হিসেবে কাজ করতে হলে নেতৃত্ব দিতে হবে। তাই ই-ক্যাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি পরিচালক পদে নির্বাচনে দাড়িয়েছি। যাতে করে আমি ই-ক্যাবের সদস্যদের সম্পৃক্ত করে তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারি।

ক্যাম্পাস নিউজ : নির্বাচিত হলে এ সেক্টরের উন্নয়নে আপনার পরিকল্পনা কী?

প্রকৌশলী আব্দুল আজিজ : আমি নির্বাচিত হলে সম্মানিত ই-ক্যাব প্রতিষ্ঠাতাদের নামে বিভিন্ন এওয়ার্ড চালু করবো। এ ছাড়া ই-ক্যাব অফিসে প্রতিষ্ঠাতা সভাপতির এবং সকল প্রতিষ্ঠাতাদের নাম এবং ছবি প্রদর্শন করার ব্যবস্থা নিবো। যেহেতু আমি ২০০৮ সাল থেকে দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করছি, তাই ই-কমার্স সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরি করে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করতে চাই এবং ই-কমার্স সেক্টরের দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে ভূমিকা রাখতে চাই। এই জন্য আমি ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতির নামে ""রাজিব আহমেদ রিসার্চ এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, ই-ক্যাবের জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করার পাশাপাশি ই-ক্যাব সদস্যদের জন্য বিভিন্ন মিটিং, আড্ডা, অনুষ্ঠানের জন্য ই-ক্যাব অফিস এবং ই-ক্যাব অডিটোরিয়াম ব্যবহারের জন্য বিশেষ সুযোগ করে দিতে চাই। এ ছাড়া সারাদেশে ই-ক্যাবের বিভাগভিত্তিক অফিস স্থাপন করে বিভাগীয় কমিটি গঠন করতে চাই। সেই সাথে সদস্যদের বিভাগভিত্তিক সাপোর্ট সেন্টার স্থাপন করতে চাই। বিভাগীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভাগীয় কমিটির এবং সকল সদস্যদের সব সমস্যা চিহ্নিত করে সমাধান করার জন্য প্রতি মাসে একটি বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করে বিষয়টি সুরাহা করতে চাই। বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত বিভাগীয় সদস্যদের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে চাই। সেই সাথে ই-ক্যাবকে সম্পূর্ণ ডিজিটালাইজ এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে দেশের অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।

ক্যাম্পাস নিউজ : ই-ক্যাব নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
প্রকৌশলী আব্দুল আজিজ : ই-ক্যাবের সম্মানিত সকল সদস্যের মতামত এবং পরামর্শ নিয়ে ই-কমার্স খাতের উন্নয়নের জন্য সদস্যদের সাথে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাবো। ই-ক্যাব নির্বাচন নিয়ে সদস্যদের ভাবনা, মতামত এবং যেকোনো পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করবো। সেই সাথে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য, দায়িত্বশীল ও কর্মঠ প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস ও প্রত্যাশা করি।

টোয়াব নির্বাচনে কনাশাস রিলায়েন্স ফোরামের জয়দেশের পর্যটন খাতে ট্যুর পরিচালনাকারী সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়...
31/05/2022

টোয়াব নির্বাচনে কনাশাস রিলায়েন্স ফোরামের জয়

দেশের পর্যটন খাতে ট্যুর পরিচালনাকারী সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বিবার্ষিক নির্বাচনে ‘কনাশাস রিলায়েন্স ফোরাম’ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।
২০২২- ২৪ মেয়াদে এই নির্বাচনে পরিচালক পদে ৪১ জন প্রার্থী তিনটি আলাদা প্যানেলে নির্বাচন করে। এর মধ্যে কনাশাস রিলায়েন্স ফোরাম পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়।
নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন: শিবলুল আজম কোরেশী, সাহেদ উল্লাহ, মনিরুজ্জামান মাসুম, সোহানুর রহমান স্বপন, আনোয়ার হোসেন, এ রউফ, ইউনুস, মানসুর আলম পারভেজ, ইব্রাহিম খলিল, নুরুজ্জামান সুমন, এস এম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মো: সাঈম, সাইফুল ইসলাম, সজিব।
এই পরিচালকরা পরবর্তীতে বৈঠক করে সংগঠনের সভাপতি সহ অন্যান্য পদ নির্ধারণ করবেন।
রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ট্যুর পরিচালনাকারী ৪২৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪০১ জন।

ক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেটের প্রথম ম্যাচেই জয় পেল সোনারগাঁও ইউনিভার্সিটিক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেটের প্রথম ম্যাচেই জয় পে...
30/05/2022

ক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেটের প্রথম ম্যাচেই জয় পেল সোনারগাঁও ইউনিভার্সিটি

ক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেটের প্রথম ম্যাচেই জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। গত ২৯ মে, ক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেটের দ্বিতীয় দিনের, প্রথম ম্যাচে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সহজ জয় পেল সোনারগাঁও ইউনিভার্সিটি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ফিল্ডিং নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রথম বলেই অধিনায়ক মাইদুলের উইকেট শিকারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওপেনার বিদায় নেন। এরপর আর কোনো উইকেট না হারানোয় তিন ওভার শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৫৯ রান। শেষ পর্যন্ত সাত ওভারে চার উইকেটে ১২৭ রান করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

১২৮ রানের লক্ষ্যে সোনারগাঁওয়ের দুই ওপেনার ইমন ও আল আমিন মাঠে নামেন। সোনারগাঁও ইউনিভার্সিটির ওপেনার ইমন ছয়ের হ্যাটট্রিক করে আউট হয়ে গেলেও আরেক ওপেনার আরিফুলেরও ছয়ের হ্যাটট্রিকের সুবাদে দুই ওভার শেষে সোনারগাঁওয়ের স্কোরবোর্ড দাঁড়ায় এক উইকেটে ৪৭ রান। এরপর ইনিংসের চতুর্থ ওভারে জহির আউট হয়ে গেলেও খুব বেশি চাপে পরতে হয়নি সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমকে। পঞ্চম ওভারে রাজিন ৮ বলে ৪৪ করে রিটায়ার্ড হলে টিম সোনারগাঁও তখন জয়ের একেবারে দ্বারপ্রান্তে। ষষ্ঠ ওভারের প্রথম বলেই টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম।

তিন বছর পর আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮ বলে ৪৪ করে ম্যাচ সেরা হয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির রাজিন। এছাড়া টিম সোনারগাঁওয়ের হয়ে ব্যাট হাতে রিটায়ার্ড হওয়ার আগে ৪৩ রান করেন ওপেনার আরিফুল ও বল হাতে দুই উইকেট নিয়েছেন আনিসুর ও একটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাইদুল ও সোহাগ।

দাপুটে জয়, দুর্দান্ত জয় ম্যাচ শেষে এমন মন্তব্য করেন সোনারগাঁও ইউনিভার্সিটি ও যাছাই ডট কমের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ।

মাঠে বসে নিজের ইউনিভার্সিটির জয় দেখে উচ্ছ্বসিত খেলোয়াড়দের উদ্দ্যেশে আব্দুল আজিজ বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির হাতে ট্রফি দেখতে চাই। তিনি আরও বলেন, আমি আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য ই-ক্যাবের নির্বাচনে পরিচালক পদের একজন প্রার্থী। নির্বাচনের ব্যস্ততার মধ্যেও খেলার টানে আমি মাঠে উপস্থিত হয়েছি।

আজ ৩০ মে, বিকেল পাচটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামবে সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম।

মানুষের ভালোবাসায় সিক্ত প্রকৌশলী আব্দুল আজিজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চানশিক্ষা উদ্যোক্তা, বাণিজ্য, গার্মেন্টস, আবা...
26/05/2022

মানুষের ভালোবাসায় সিক্ত প্রকৌশলী আব্দুল আজিজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান

শিক্ষা উদ্যোক্তা, বাণিজ্য, গার্মেন্টস, আবাসন ও গণমাধ্যম খাতের পরিচিত মুখ প্রকৌশলী আব্দুল আজিজ নেতৃত্ব গুণ, স্বতঃস্ফূর্ততা ও উদ্ভাবনী আইডিয়া এবং দূরদর্শীতার মতো গুণাবলির জন্য তরুণ বয়সেই সাফল্য অর্জন করেছেন। তার এই সাফল্য এ দেশের তরুণদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত এবং দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করছে।
উদ্যোক্তা এবং সংগঠক হিসেবে সুপরিচিত ও ‘যাচাই.কম’-এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য ই-ক্যাবের ২০২২-২৪ সালের ৪র্থ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন।
এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সম্মানিত ই-ক্যাব প্রতিষ্ঠাতাদের নামে বিভিন্ন এওয়ার্ড চালু করবো। এ ছাড়া ই-ক্যাব অফিসে প্রতিষ্ঠাতা সভাপতির এবং সকল প্রতিষ্ঠাতাদের নাম এবং ছবি প্রদর্শন করার ব্যবস্থা নিবো। যেহেতু আমি ২০০৮ সাল থেকে দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করছি, তাই ই-কমার্স সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরি করে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই এবং ই-কমার্স সেক্টরের দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে ভূমিকা রাখতে চাই। এই জন্য আমি ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতির নামে ""রাজিব আহমেদ রিসার্চ এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" তৈরি করতে চাই।
তিনি আরও বলেন, ই-ক্যাবের জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করার পাশাপাশি ই-ক্যাব সদস্যদের জন্য বিভিন্ন মিটিং, আড্ডা, অনুষ্ঠানের জন্য ই-ক্যাব অফিস এবং ই-ক্যাব অডিটোরিয়াম ব্যবহারের জন্য বিশেষ সুযোগ করে দিতে চাই। এ ছাড়া সারাদেশে ই-ক্যাবের বিভাগভিত্তিক অফিস স্থাপন করে বিভাগীয় কমিটি গঠন করতে চাই। সেই সাথে সদস্যদের বিভাগভিত্তিক সাপোর্ট সেন্টার স্থাপন করতে চাই। বিভাগীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভাগীয় কমিটির এবং সকল সদস্যদের সব সমস্যা চিহ্নিত করে সমাধান করার জন্য প্রতি মাসে একটি বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করে বিষয়টি সুরাহা করতে চাই। বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত বিভাগীয় সদস্যদের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে চাই। সেই সাথে ই-ক্যাবকে সম্পূর্ণ ডিজিটালাইজ এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে দেশের অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when CampusNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All