Tonmoy's Reflection

Tonmoy's Reflection Welcome to my profile.Stay with us. For sponsor: [email protected]
(5)

30/01/2025

তোমরা যারা ডিপশেইখের ইতিহাস জানো না 😵‍💫

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, ...
30/01/2025

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, আর সাথে চেয়ে নিলো ওই ট্রের এক কোনায় রাখা দুইপিস ভালো মাংস। অভিযোগের সুরে বলতে লাগলো যেই টাকা বেতন পাই, তাতে করে এইদামে আস্ত মুরগি কেনা আর সম্ভব না। আগে সোনালি কিনতাম। ব্রয়লার ছুঁয়েও দেখতাম না, সেই ব্রয়লার এখন ১৮০-২০০ টাকা কেজি! ভাবতে পারেন?

এই গিলা-কলিজা দিয়েই কাজ চালাতে হচ্ছে। কিন্তু ঘরে তো ছোট ছেলে আছে, সে তো এসব বুঝেনা। তার তো গলা-গিলা ভালো লাগেনা, খাইতে চায়না এসব। তাই তার জন্য জাস্ট দুইপিস ভালো মাংস নিলাম।

29/01/2025

যদি তুমি নারীকে তার যগ্য সম্মানটুকু দিতে পারো তবেই তুমি মহাপুরুষ, সুদর্শন পুরুষ। 🌸

হে যুবক-জুবতি অল্প বয়সে বিয়ে করো
29/01/2025

হে যুবক-জুবতি অল্প বয়সে বিয়ে করো

29/01/2025

আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। তারপর সফলতার কথা চিন্তা করতে হবে ❤️❤️

29/01/2025

২০২৫ সালে এসে সবচেয়ে বেশি ফোকাস দিন পেজের Engagement এর উপর
ভিউ অটোমেটিক বেড়ে যাবে.. 💕Let's Go

29/01/2025

যারা ফেসবুকে একদমই নতুন
কাজ করতে সমস্যা হচ্ছে
তারা যে কোন সময় আমাকে নক করবেন যে কোন প্রয়োজনে

28/01/2025

হাসনাত আব্দুল্লাহ্ অন ফায়ার স‍্যালুট🔥♥️
Hasnat Abdullah

28/01/2025

ফেসবুক থেকে সফলতা পেতে চাইলে ডুয়েট ভিডিও মিউজিক ভিডিও বাদ দিয়ে অরজিনাল ভিডিও তৈরি করুন ❤️❤️🙏

আপনি নামি দামি রেস্টুরেন্ট থেকে যেসব দামী খাবার অর্ডার করেন দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই সেইসব খাবার আপনার বাসায় পৌছে দে...
26/01/2025

আপনি নামি দামি রেস্টুরেন্ট থেকে যেসব দামী খাবার অর্ডার করেন দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই সেইসব খাবার আপনার বাসায় পৌছে দেয়। আপনার এক অর্ডার পরিমান খাবারের টাকা আয় করতে তাদের হয় তো কয়েক দিন লেগে যায়।

খাবার নিয়ে এলে তাদেরকে দাড়া করিয়ে রাখবেন না,খারাপ ব্যবহার করবেন না, ভালবাসতে শিখুন। জয় হোক মানবতার।

She 👑
26/01/2025

She 👑

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
25/01/2025

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই।

Big shout out to my newest top fans! 💎 Alamgir Alamgir, MD Nazmul, Jaynal Mandal, Md Shamim Ahmed, Faisal Husain, Robiul...
24/01/2025

Big shout out to my newest top fans! 💎 Alamgir Alamgir, MD Nazmul, Jaynal Mandal, Md Shamim Ahmed, Faisal Husain, Robiul Islam, Md Mustain, Mithun Mia, BM Robel Bhuiya, Sunil Kumar, মনির পার্নিচার মার্ট, Motaher Hossen, কফিল উদ্দিন শতগ্রাম, Md Shakil, কুমিল্লার ছেলে, Natorer Pola, Nazmul N Jr., MD Rajib Rana, কিউট ছেলের বউ হবা

Drop a comment to welcome them to our community,

21/01/2025

এনগেজমেন্ট বৃদ্ধি করুন ভিডিওতে ভিউ অটোমেটিক আসবে

আপনার মতামত কি?👌💚👌💚  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সাল...
21/01/2025

আপনার মতামত কি?👌💚
👌💚
সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, যা বৈশিষ্ট্যযুক্ত

20/01/2025

নতুন পেজ খোলার পর ভিডিওতে ফোকাস দিন। ভিডিওতে তো ভালো করবেন আপনার পেইজে দ্রুত সফলতা আপনি অর্জন করতে পারবেন ধন্যবাদ শুভরাত্রি।।

20/01/2025

যারা চেহারায় পুরুষ মানুষের সৌন্দর্য খুঁজে তারা ভীষণ

বোকা-পুরুষের সৌন্দর্য থাকে মস্তিষ্কে, ব্যক্তিত্বে আচরণে।

Big shout out to my newest top fans! 💎 Alamgir Alamgir, Jaynal Mandal, Md Shamim Ahmed, Md Mustain, Mithun Mia, BM Robel...
17/01/2025

Big shout out to my newest top fans! 💎 Alamgir Alamgir, Jaynal Mandal, Md Shamim Ahmed, Md Mustain, Mithun Mia, BM Robel Bhuiya, Sunil Kumar, মনির পার্নিচার মার্ট, কফিল উদ্দিন শতগ্রাম, Md Shakil, কুমিল্লার ছেলে, Nazmul N Jr., কিউট ছেলের বউ হবা

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Tonmoy's Reflection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share