22/05/2020
🌿PATA ছাদ বাগান প্রকল্প :-Motivational Work 04
**************************************************
টসটসে আম, গাছ ভর্তি কাঁঠাল আর থোকা থোকা লিচু কার না দেখতে ভালো লাগে, ঠিক তেমনই যদি নিজের বাগানে হয়...! তাহলে কিন্তু, আনন্দের মাত্রাটা আরো বেড়ে যায়...
তেমনি আমাদের PATA Organisation এর একজন স্বেচ্ছাসেবক Md. Sujatur Rahaman ফরিদপুর থেকে তার নিজের বাগানের গল্প আজ আমাদেরকে জানিয়েছেন... তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের পাতা পরিবারের পক্ষ থেকে... এত সুন্দর কিছু বাগানের ছবি এবং কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য....
------------------------------------------------------------------------------
🌿 মোঃ সুজাতুর রহমান
চাকুরীজীবী
ফরিদপুর
PATA স্বেচ্ছাসেবক
PATA ছাদ বাগান প্রকল্প.. খুব চমৎকার একটি উদ্যোগ... আমি খুবই গর্বিত যে, আজ আমার এই ছোট্ট বাগানের গল্পটি আপনাদেরকে শেয়ার করতে পারবো বলে...
ভাগ্যবশত, আমার ছাদের সাথে সাথে এক চিলতে উঠান ও আছে... সেখানে আম, জাম, কাঁঠাল, জাম্বুরা, পেয়ারা, লেবু, অনেক ধরনের সবজি ছাড়াও বেশ কিছু ফুলের মধ্যে গোলাপ, বেলি, টগর, মাধবীলতা, হাসনাহেনা আরো অনেক ধরনের গাছ আছে...
আমি অনেক আগে থেকেই বাগান পরিচর্যা করতে পছন্দ করি কিন্তু লকডাউন থাকা অবস্থায় আমি যখন দেখলাম যে, আমাকে বাহিরের কোন কাজ এখন করা যাবে না, ঠিক তখনই আমার পাতার এই ছাদ বাগানের পোস্টটি চোখে পড়ে এবং সাথে সাথে আমি নিজেই মনস্থির করি যে আমি পাতার ছাদ বাগান বাগানের পোস্টে আমার কিছু কথা আপনাদেরকে শেয়ার করব....
লকডাউন হলেই যে আমাদেরকে অস্থির এবং হতাশ হতে হবে তা কিন্তু নয়, এটার বড় প্রমান আমি নিজেই... আমি যখনই নিজেকে অস্থিরতার মধ্যে থাকতে দেখেছি তখনই আমি আমার বাগানের দিকে মনোযোগ দিয়েছে...
যখন আমার হাত দিয়ে পরিচর্যা করা গাছ গুলো থেকে ফুল এবং ফল হতে থাকে তখন এই আনন্দ মুখর সময়টুকু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম...
আমার এই বাগানের ছবি আপনাদের কতটুকু ভালো লাগবে সেটা আমি জানি না কিন্তু, আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে, পাতা অরগানাইজেশনের পরিবারের একজন সদস্য হতে পেরে এবং আমার বাগানের সুন্দর সুন্দর ফল এবং ফুলের ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে...
তবে সব শেষে যার কথা না বললেই না, তিনি হলেন পাতার উদ্যোক্তা ডিজাইনার মোহাম্মদ রাকিব ভাইয়া... আমি দীর্ঘদিন ধরেই ভাইয়া কে চিনি এবং তার প্রত্যেকটি কাজকর্ম এবং উদ্যোগগুলো আমার খুবই ভালো লাগে...
ব্যতিক্রমধর্মী, এই ছাদ বাগান প্রকল্পের উদ্যোগটি তে আমি আশা করি, আমার মত আপনারাও আপনাদের এই অবসর সময়টুকু ছাদ বাগান অথবা উঠোনের বাগান করে কাটাতে পারবেন এবং নিজেকে এই পাতা ছাদ বাগান প্রকল্পের মাধ্যমে প্রকাশ করতে পারবেন...
সকলে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন...
ধন্যবাদ
আল্লাহ হাফেজ...
🌿*****🌿******🌿*****🌿******🌿*****🌿*****🌿
Peacefully Actively Target Achievement (PATA)
Admin & Planner
Md Rakib Khan ☺