Al-kawsar আল কাওছার

Al-kawsar আল কাওছার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-kawsar আল কাওছার, Shahjadpur, Gulshan, Dhaka.
(4)

হে ঘুমন্ত আত্না-জেগে উঠো! তোমার ভাবনার মতই আপন আঙিনা |দুনিয়ার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে দেখো প্রশান্তি লাভ করবে | কিসের নেশায় তুমি এতো ব্যকুল |আজ দুনিয়াবি এই নাজ-সাজ ও নেয়ামত সবই কিছুক্ষণের ধুলি কনা মাত্র।(দোয়া পাঠিও আমার তরে, পড়ে রইবো যখন কবরে)
@আল-কাওছার ** গুরুত্বপূর্ণ হাদিসঃ
১। আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)

২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির

মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩)

৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে।
(দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম,মুকাদ্দামা)

৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)

৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়।
(সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)

৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান।
(সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)

৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে।
(সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)

৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে।
(সহীহ বুখারীঃ ৫৪৬)

৯। আল্লাহ্ তা’আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।
(সহীহ বুখারীঃ ৪১,৬০২০)

১০। যে ব্যক্তি (পুরুষ) পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী।
(সহীহ বুখারীঃ৫৩৭১, মিশকাত, হা/৪১২৫)

১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে।
(বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)

১২। নবী করীম (সাঃ) মিষ্টি ও মধু খুব ভালো বাসতেন।
(বুখারী, হা:৫২৮০)

১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।
(সহীহ বুখারীঃ ৪৬৯৭)

১৪। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ্ তা’আলার, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত ।
(সহীহ বুখারীঃ ৬৮০৮)

১৫। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে
জান্নাতে যাবে না।
(মুসলিম, মিশকাত হা/৫১০৮)

১৬। যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
(সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫, মিশকাত হাঃ৪২৯৮)

১৭। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি–
(ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ
(খ) খোটাদানকারী
(গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী।
(মুসলিম, মিশকাত হা/২৬৭৩)

১৮। “যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ”
(সহীহ মুসলিমঃ ৪৭৭৯, নাসায়ীঃ ৩০৯৯)

১৯। আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
(সহীহ বুখারীঃ ৫৫৫৯,৫৫৬০)

২০। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ্ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ্ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ্ তাকে তাই দান করেন।
ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি।
(সহীহ বুখারী, হা/১৪৬৯, সহীহ মুসলিম , সহীহ আবু দাউদ, হা/১৬৪৪)

আল্লাহ আমাদের কে আমল করার তাওফিক দান করুন।

@ alkawsir.com

02/02/2025

''আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ''

01/02/2025

মানুষ খারাপ হলে...
পৃথিবীর কোন প্রাণীর চরিত্রের সাথে মিলানো যায় না,

31/01/2025
31/01/2025

শবে বরাতে হিংসা-বিদ্বেষ পোষণকারী এবং শিরককারী ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন।
আল হামদুলিল্লাহ 🤲

30/01/2025

''শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৪ ফেব্রুয়ারি
ইনশা-আল্লাহ''

29/01/2025

যে ব্যক্তি আযান শুনে দু’আ করে :اَللّهُمَّ رَبَّ هذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَاماً مَّحْمُوْداً الَّذِيْ وَعَدْتَّهُ‘হে আল্লাহ্‌-এ পরিপূর্ণ আহবান ও সালাতের প্রতিষ্ঠিত মালিক, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে ওয়াসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সে মাকামে মাহমুদে পোঁছিয়ে দিন যার অঙ্গীকার আপনি করেছেন’–কিয়ামতের দিন সে আমার শাফা’আত লাভের অধিকারী হবে।

সহীহ বুখারী, হাদীস ৬১৪ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৮৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

29/01/2025

রব্বে কারীম সর্বদাই মজলুমের পাশে থাকেন..
।ইনশা-আল্লাহ।

28/01/2025

কুরআন-হাদীসে ইসরা ও মিরাজ : বর্ণনা ও শিক্ষা-
লিংক কমেন্ট বক্সে দেয়া হল,

28/01/2025

বিয়ে, বিনোদন বা রাজনৈতিক সভা-সমাবেশ কিংবা ধর্ম প্রচার— কোন ক্ষেত্রেই মানুষকে অতিষ্ঠ করে এমন উচ্চ আওয়াজ গ্রহণযোগ্য নয়।

এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন।

28/01/2025

মেরাজের সফরে নবীজীকে জান্নাত-জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজী বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস ৭৫১৭)

27/01/2025

‘‘আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।’’
(যারিয়াত . ৫৬)।

27/01/2025

ইয়াহুদিদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দিই, যা (পূর্বে) তাদের পক্ষে হালাল করা হয়েছিল এবং আল্লাহর পথে তাদের অত্যধিক বাধাদানের কারণে, এবং তাদের সুদখোরির কারণে, অথচ তা খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এবং তাদের কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে। তাদের মধ্যে যারা কাফির, আমি তাদের জন্যে যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি।

সূরা আন-নিসা, আয়াত ১৬০, ১৬১সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকা:

ইয়াহুদিরা দীন পালনে যথেষ্ট সীমালঙ্ঘন করত। এর পাশাপাশি তারা অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিত। সুদ খেত। অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করত। এসব অন্যায়ের শাস্তিস্বরূপ তাদের জন্যে উৎকৃষ্ট কিছু খাবার হারাম করে দেয়া হয়। লক্ষণীয় বিষয় হলো, যেসব অন্যায়ের কারণে তারা দুনিয়াতে সে শাস্তি ভোগ করেছিল সেগুলো আমাদের শরিয়তেও অন্যায়, হারাম। এ ধরনের অন্যায় থেকে আমাদেরও বেঁচে থাকা জরুরি। না হয় পরকালে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

26/01/2025

মানসিক শান্তি ও স্ট্রেস মুক্তিঃ
নামাজ পড়ার মাধ্যমে মানসিক চাপ কমে যায়, কারণ এটি আত্মা ও মনের শান্তি প্রদান করে।
কর্মক্ষেত্রের চাপ বা ব্যস্ততা সামলানোর জন্য নামাজ একটি মেডিটেশন হিসেবে কাজ করে।

26/01/2025

আপনি নিজেকে মুসলিম দাবি করেন, অথচ বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য নিজেকে নিয়োজিত করবেন না...? নিজের বিবেককে জাগ্রত করুন!

25/01/2025

রাগ সব শেষ করে দেয়...

25/01/2025

"আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই।" -
[আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)]

রোড এক্সিডেন্টে আহত দেশের শীর্ষ আলেম এবং মুরব্বি, পীর  সাহেব মধুপুরীকে দেখতে যান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন...
24/01/2025

রোড এক্সিডেন্টে আহত দেশের শীর্ষ আলেম এবং মুরব্বি, পীর সাহেব মধুপুরীকে দেখতে যান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।
আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন।

আবূ হুরাইরাহ্‌ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ...
24/01/2025

আবূ হুরাইরাহ্‌ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلاَلِى الْيَوْمَ أُظِلُّهُمْ فِى ظِلِّى يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّى

কিয়ামাতের দিন আল্লাহ বলবেন, আমার মাহাত্মের নিমিত্তে যারা একে অপরকে ভালোবেসেছে তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই।

সহীহ মুসলিম, হাদীস ২৫৬৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৩১৫ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
এই পুরস্কার তাদের জন্য যারা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবাসে। তাদের এই ভালোবাসার পেছনে দুনিয়ার কোন স্বার্থ থাকেনা। মুসলমানরা একে অন্যকে যখন দ্বীনি ভাই হিসেবে ভালোবাসে সে ভালোবাসাও এর অন্তর্ভুক্ত।

Address

Shahjadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-kawsar আল কাওছার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-kawsar আল কাওছার:

Videos

Share