দুনিয়া ছাড়ি যে দিন দিব পাড়ি..ওপারে।
ক্ষমা করে..দোয়া পাঠিও একাকীর ঐ কবরে ,
দেখব আমি সেদিন, প্রিয়মুখগুলো কাঁদবে কিছুক্ষন অঝোরে ,
চলে যাবে যে যার ঘরে, একাকী রইবো পরে ঐ আঁধারে!
সবটুকুই পড়ে রইবে যে এখানে _
বন্ধু তুমিও আসিও আমল নিয়ে এই ঘরে।
ক্ষণিকক্ষনের মুসাফির।
আল হামদুলিল্লাহ 🤲 আল্লাহ আমাকে ভালবেসে যে কন্ঠ/সুর দিয়েছেন তা্হা যেন ইসলামের খেদমতে সঠিক ভাবে ব্যবহার করতে পারি। লোক দেখানো যেনো না হয়🤲
দোয়া চাই।
তিলাওয়াত: আল কাওছার (নিজ)
সূরা বাকারার অংশবিশেষ।
(পড়ুন/শুনুন কিংবা দাওয়াতি কাজে শেয়ার করুন) #qurantilawat #surahbaqara #alkawsar
Tilawat by al-kawsar "Surah Baqarah"
#tilawatquranbestvoice #surah #alkawsar @followers
রোদ বৃষ্টি যেটাই জমিনে আসুক না কেন সবকিছুই মাখলুকাতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।
নিকটস্থ থেকে তোমাকে যতই কষ্ট দেয়া হোক না কেন, ধৈর্য ধরো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, (আমার মন খারাপ থাকলেই শুরু করি || তারই এক অংশ বিশেষ)
@আল-কাওছার
এখানে কেউই তোমার জন্য নয়, বেলা শেষে তোমার জন্য তুমিই শুধু একা। (কিছুক্ষণের জন্য এসেছিলে..আবার আপন গন্তব্যতেই ফিরে যাবে।
@আল-কাওছার
(নিজে শুনুন এবং অন্যকে শুনাতে শেয়ার করুন)
সূরা আল নাসের আরবি উচ্চারণসহ বাংলা অনুবাদ:
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
কুল আউযু বিরাব্বিন নাস
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ النَّاسِ
মালিকিন্ নাস
মানুষের অধিপতির।
إِلَهِ النَّاسِ
ইলাহিন্ নাস
মানুষের মা’বুদের।
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
মিনাল জিন্নাতি ওয়ান্নাস
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে শুদ্ধ আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।
তিলাওয়াতঃ আল-কাওছা
সঙ্গীতটি চলতি শতাব্দীর প্রথম দিকের, ছাত্রজীবনের প্রোগ্রামে
যতবার গিয়েছি ততবারই পুরস্কার পেয়েছিলাম, হৃদয়ে স্পর্শকাতরক
সংগীত গুলো আজ হারানোর পথে,
কন্ঠঃ আল-কাওছার।
𝐀𝐥-𝐤𝐚𝐰𝐬𝐚𝐫
আত্তাহিয়্যাতু লিল্লাহি🤲 বাচ্চাদের ছোটবেলা থেকেই শিক্ষা দিন, (টিউন অটো-এপ্রুভাল করা রয়েছে)
কন্ঠঃ আল-কাওছার
#আত্তাহিয়্যাতু
#তাশাহহুদ
#আল_কাওছার
#alkawsir
#alkawsar
𝐀𝐥-𝐤𝐚𝐰𝐬𝐚𝐫
সূরা ফাতিহা তিলাওয়াত, শেয়ার করে নেক কাজে অংশগ্রহণ করুন।
তিলাওয়াত: আল-কাওছার। শুধুমাত্র ইসলামের জন্য খেদমতে এই মেহনত।
#ইসলামিক_দাওয়াহ #তিলাওয়াত #tilawatilquran
#alkawsar #alkawsirkalarab
𝐀𝐥-𝐤𝐚𝐰𝐬𝐚𝐫
رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
রাব্বানা আতিনা ফিদদুনয়া হাসনাতাও অফিল আখিরতি হাসনাতাও অকিনা আ’যাবান নার।
"Rabbanaaa Aatinaa Fiddunyaa HasanataW wa-Fil Aakhirati Hasanataw Wa-Qinaa Azaaban Naar"
অর্থঃ
আমাদের প্রভু! আমাদের দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালে যা কল্যাণকর তা দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন!
সূরা আল-বাকারা - ২-২০১
@ আল-কাওছার
#মোনাজাত #MONAZAT #praytoALLAH
#alkawsir #kawsar
(শিক্ষামূলক এবং দাওয়াতি ছহী পোস্টগুলো শেয়ার করে রাখুন )দোয়া মাছুরা অর্থঃ হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, দাজ্জালের ফিৎনা থেকে।
@ আল-কাওছার ।
#doaamasura #দোয়া_মাছুরা #alkawsar