Al-kawsar আল কাওছার

Al-kawsar আল কাওছার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-kawsar আল কাওছার, Shahjadpur, Gulshan, Dhaka.
(4)

হে ঘুমন্ত আত্না-জেগে উঠো! তোমার ভাবনার মতই আপন আঙিনা |দুনিয়ার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে দেখো প্রশান্তি লাভ করবে | কিসের নেশায় তুমি এতো ব্যকুল |আজ দুনিয়াবি এই নাজ-সাজ ও নেয়ামত সবই কিছুক্ষণের ধুলি কনা মাত্র।(দোয়া পাঠিও আমার তরে, পড়ে রইবো যখন কবরে)
@আল-কাওছার ** গুরুত্বপূর্ণ হাদিসঃ
১। আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)

২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির

মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩)

৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে।
(দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম,মুকাদ্দামা)

৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)

৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়।
(সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)

৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান।
(সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)

৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে।
(সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)

৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে।
(সহীহ বুখারীঃ ৫৪৬)

৯। আল্লাহ্ তা’আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।
(সহীহ বুখারীঃ ৪১,৬০২০)

১০। যে ব্যক্তি (পুরুষ) পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী।
(সহীহ বুখারীঃ৫৩৭১, মিশকাত, হা/৪১২৫)

১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে।
(বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)

১২। নবী করীম (সাঃ) মিষ্টি ও মধু খুব ভালো বাসতেন।
(বুখারী, হা:৫২৮০)

১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।
(সহীহ বুখারীঃ ৪৬৯৭)

১৪। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ্ তা’আলার, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত ।
(সহীহ বুখারীঃ ৬৮০৮)

১৫। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে
জান্নাতে যাবে না।
(মুসলিম, মিশকাত হা/৫১০৮)

১৬। যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
(সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫, মিশকাত হাঃ৪২৯৮)

১৭। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি–
(ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ
(খ) খোটাদানকারী
(গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী।
(মুসলিম, মিশকাত হা/২৬৭৩)

১৮। “যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ”
(সহীহ মুসলিমঃ ৪৭৭৯, নাসায়ীঃ ৩০৯৯)

১৯। আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
(সহীহ বুখারীঃ ৫৫৫৯,৫৫৬০)

২০। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ্ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ্ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ্ তাকে তাই দান করেন।
ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি।
(সহীহ বুখারী, হা/১৪৬৯, সহীহ মুসলিম , সহীহ আবু দাউদ, হা/১৬৪৪)

আল্লাহ আমাদের কে আমল করার তাওফিক দান করুন।

@ alkawsir.com

29/12/2024

#নামাযের_আদেশ
কোনো বিষয়ে গুরুত্বারোপের একটি সহজ-সরল পদ্ধতি হল সে বিষয়টির আদেশ করা। নামাযের উপর গুরুত্বারোপের জন্য এ পদ্ধতিটি কুরআনে অনেক ব্যবহার করা হয়েছে। কুরআনে নামাযের সুস্পষ্ট আদেশ করা হয়েছে এবং বারবার বিভিন্নভাবে করা হয়েছে।

#যেমন_আল্লাহ_বলেন-

وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ

এবং তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকূকারীদের সঙ্গে রুকূ কর।-সূরা বাকারা (২) : ৪৩

অন্যত্র বলেছেন-

وَجَاهِدُوْا فِی اللهِ حَقَّ جِهَادِهٖ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللهِ هُوَ مَوْلٰىكُمْ فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ.

এবং তোমরা আল্লাহর পথে সাধনা কর, যেমন সাধনা করা উচিত। তিনি তোমাদের মনোনীত করেছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইবরাহীমের দ্বীন (-কে আঁকড়ে ধর)। তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বেও এবং এ কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা (অন্যান্য) মানুষের জন্য সাক্ষী হও। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং আল্লাহকে মজবুতভাবে ধর। তিনিই তোমাদের অভিভাবক। তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী।-সূরা হজ্ব (২২) : ৭৮

এ আয়াতে আল্লাহ তাআলা এই উম্মতকে (উম্মতে মুহাম্মাদী) সাক্ষী সাব্যস্ত করেছেন। কিয়ামতের দিন যখন অন্য উম্মতেরা অস্বীকার করে বলবে যে, নবীগণ আমাদের নিকট দ্বীনের কথা পৌঁছাননি তখন উম্মতে মুহাম্মাদী নবীদের পক্ষে সাক্ষ্য দেবে-নিশ্চয় নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলাবাহুল্য, উম্মতে মুহাম্মাদীর উপর এটা আল্লাহর বড় নিআমত। এ নিআমতের শোকরিয়া স্বরূপ আল্লাহ তাদেরকে নামায কায়েম করা, যাকাত আদায় করা এবং তাঁকে মজবুতভাবে ধরার আদেশ করেছেন।

এ থেকে নামাযের বিশেষ গুরুত্ব যেমন প্রমাণিত হয়, তেমনি এও বোঝা যায়, এই নিআমতের শুধু মৌখিক শোকরিয়া আদায় করা যথেষ্ট নয়; বরং আমলগতভাবেও শোকরিয়া আদায় করতে হবে। যে সকল আমল দ্বারা এ নিআমতের শোকরিয়া আদায় করা যায় তার শীর্ষে রয়েছে নামায, যাকাতসহ সর্বক্ষেত্রে আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করা।

খেদমতেঃ আল কাওছার ।

29/12/2024

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল।
(মুসলিম, হাদিস : ১৩৭৯)

27/12/2024

''আলেম-ওলামাদের যে কোন বিষয় নিয়ে কখনোই আপনাকে দ্বারা যেন ফে-ত-না সৃ-ষ্টি না হয়''
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।

27/12/2024

ফজরের সময় যে কতোটা বরকতময়.. একমাত্র ফজরের নামাজ যারা আদায় করেন তাহারাই বুঝতে পারেন।

আল-হামদুলিল্লাহ

26/12/2024

পুরো শুক্রবার জুড়ে বেশি বেশি দরুদ পড়ুন-
''সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম''

26/12/2024

সৎ এবং ন্যায়পরায়ন ইনসাফ ভিত্তিকভাবে দুনিয়াতে আপনি যে কোন কাজই করেন না কেন।
সেটা আপনার নেক কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

26/12/2024

সময় জীবন থেকে চলে যায়,
শুধু রয়ে যায় অতীতের তি-ক্ত-তা আর পা-প যুক্ত খা'রা'প অভিজ্ঞতা।

25/12/2024

#গুরুত্বপূর্ণ_বয়ান_নিজে_পড়ুন এবং অন্যের নিকট শেয়ার করুন,
দুনিয়াতে একজন ভালো মানুষ এমন ব্যক্তিকে বলা যায় যিনি তার চরিত্র, আচরণ, এবং কাজের মাধ্যমে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠেন। একজন ভালো মানুষের চরিত্রের কিছু মৌলিক বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো:

১. #সততা (Honesty):
তিনি সবসময় সত্য কথা বলেন এবং মিথ্যা বা প্রতারণা থেকে দূরে থাকেন।
তার আচরণে বিশ্বাসযোগ্যতা থাকে।
২. ন্যায়পরায়ণতা (Justice):
অন্যদের সঙ্গে ন্যায়বিচার করেন এবং কখনো পক্ষপাতিত্ব করেন না।
নিজের লাভের জন্য অন্যায় কোনো কাজে লিপ্ত হন না।
৩. #দয়া_এবং_সহানুভূতি (Kindness and Empathy):
অন্যদের কষ্ট বা সমস্যা বোঝার চেষ্টা করেন এবং সাহায্য করার মানসিকতা রাখেন।
তিনি দরিদ্র, অসহায়, এবং দুর্বলদের প্রতি সদয় থাকেন।
৪. #দায়িত্বশীলতা (Responsibility):
নিজের কাজ এবং দায়িত্ব ঠিকভাবে পালন করেন।
পরিবার, সমাজ এবং আশেপাশের মানুষের প্রতি তার দায়িত্ব সচেতন থাকেন।
৫. #ধৈর্য এবং #সহনশীলতা (Patience and Tolerance):
যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল এবং সহনশীল থাকেন।
ভিন্ন মতামত বা সংস্কৃতি গ্রহণ করার মানসিকতা রাখেন।
৬. #বিনয় (Humility):
অহংকারহীন এবং সবসময় নম্র।
নিজের সাফল্য বা ক্ষমতার জন্য অন্যদের অবমূল্যায়ন করেন না।
৭. #সাহায্যপ্রবণতা (Helpful Nature):
অন্যদের জন্য সুবিধা তৈরি করতে চেষ্টা করেন।
নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের মঙ্গলের জন্য কাজ করেন।
৮. #ইতিবাচক মনোভাব (Positive Attitude):
প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে আশাবাদী থাকেন।
তার উপস্থিতি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করে।
৯. #ঈমানদারি এবং আত্মশুদ্ধি (Faith and Self-Purification):
নিজের আত্মাকে শুদ্ধ রাখতে চেষ্টা করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন।
প্রতিদিন নিজেকে উন্নত করার প্রচেষ্টা চালান।
১০. #পারস্পরিক_সম্পর্কের গুরুত্ব (Respect in Relationships):
পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী, এবং প্রতিবেশীর প্রতি শ্রদ্ধাশীল।
মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌজন্য বজায় রাখেন।

#উপসংহার:
একজন ভালো মানুষ শুধু নিজের জন্য নয়, তার চারপাশের মানুষ এবং সমাজের জন্যও উপকারী হয়ে ওঠেন। তিনি তার সৎ চরিত্র, সহানুভূতি এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশা দেখান। ভালো মানুষের এসব বৈশিষ্ট্য অর্জন করা আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত।

খেদমতে- আল-কাওছার।

25/12/2024

শীতকাল হচ্ছে মুমিনদের জন্য ইবাদতের এক মৌসুম।

"আল-হামদুলিল্লাহ"

24/12/2024

দোয়া করতে থাকুন,
দেখবেন আপনার আমার মালিক একদিন আমাদের দোয়া কবুল করবেন ইনশা-আল্লাহ।

23/12/2024

দুনিয়াতে পপুলারিটি-হতে পারে আখেরাতের জন্য বি'প'দ', ''তাই নিজেকে দুনিয়াকে উদ্দেশ্যে হাইলাইট করা থেকে বি'র'ত থাকাই সর্বোত্তম''

23/12/2024

মানুষের সাথে ভালো ব্যবহার করুন-
''আপনার ভালো ব্যবহার আপনার চ'রি'ত্রে'র বৈশিষ্ট্য''

23/12/2024

চারপাশ আপনার মনের মত হবে না এটা খুবই স্বাভাবিক,
অস্বাভাবিক হচ্ছে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া।

22/12/2024

অন্যকে খা'রা'প বলার পূর্বে নিজের আত্ম উপলব্ধি করা উচিত,
যদি একই ভু'ল নিজের ভিতরে থাকে তাহলে সংশো'ধ'নী একমাত্র পন্থা।

21/12/2024

স্বা'স্থ্যে'র চাইতে বড় স'ম্প'দ
এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই।

21/12/2024

হে মু’মিনগণ! তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারবর্গকে রক্ষা কর সেই আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব, কঠিন হৃদয় ফেরেশতাগণ। যারা আল্লাহর কোনো হুকুমে তাঁর অবাধ্যতা করে না এবং সেটাই করে, যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়।

সূরাহ আত-তাহরীম, আয়াত ৬

21/12/2024

সময়কে নেক কাজে ব্যবহার করলে সময়ের বরকত বাড়ে.. ইনশা-আল্লাহ।

21/12/2024

#তোমরা_সাতটি_জিনিস_আসার_আগে_দ্রুত_আমলে_লিপ্ত_হও। তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা সবকিছু ভুলিয়ে দেয়? না এমন প্রাচুর্যের, যা অবাধ্য করে তোলে? না এমন রোগব্যাধির, যা অথর্ব করে তোলে? না এমন বার্ধক্যের, যা বুদ্ধি লোপ করে দেয়? না আকস্মিক আগত মৃত্যুর? না দাজ্জালের- সে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত, যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে? না কিয়ামতের, যে কিয়ামত কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত?

জামে তিরমিযী, হাদীস ২৩০৬ (বাশশার আওয়াদ কর্তৃক তাহকীককৃত)সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৩

Address

Shahjadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-kawsar আল কাওছার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-kawsar আল কাওছার:

Videos

Share