S2S Production

S2S Production S2S Production house is a full-service creative, production, engineering, operations and distribution firm. Welcome to the official page of S2S Productions Ltd.
(14)

Our team consists of seasoned professionals with backgrounds in video production, advertising, interactive multimedia, graphic design. S2S Productions Ltd. is one of the video production company in Bangladesh.

31/10/2024

(series) , ৩ বছর আগে চেষ্টা করেছিলাম লাইফের সবথেকে চ্যালেঞ্জিং প্রজেক্ট করার । ৯০% সম্পূর্ণও করেছিলাম টানা ৬ মাসের গ্রুমিং থেকে শুরু করে টেক রিহার্সাল, লুক, কস্টিউম, সেট সহ টানা ১০ দিনের শুট সাথে দিনরাত মিলিয়ে টানা ৪০ ঘন্টার টাইটেল মিউজিক ভিডিও । প্রজেক্টের সাথে জড়িত ম্যাক্সিমাম আর্টিস্ট এবং ক্রুদেরও ছিলো সব থেকে বড় এক্সক্লুসিভ প্রজেক্ট । সকলের অমানুষিক পরিশ্রম এর ফল খুব ভালো একটা সিরিজ হতে যাচ্ছিলো ।এই প্রজেক্টের ৯০% লিড আর্টিস্টরা ছিলো সেই সময় নিউ কামার বা স্ট্রাগেলার যাদের কে নিয়ে এই প্রজেক্ট শুরু করেছিলাম যা ছিলো #সাটিকাপ এরও পূর্বে । কিন্তু কপালের লিখন , না যায় খন্ডন । প্রজেক্টের সম্পূর্ণ ফুটেজ ব্যাকআপ সহ ডেস্ট্রয় হয়ে যাওয়ার ফল, আর কোনদিন আলোর মুখ দেখতে পেলো না।আমার অবস্থান থেকে তখন যে এতবড় রিস্ক নিয়েছিলাম, সেরকম রিস্ক এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ নিয়েছে বলে আমার জানা নাই । স্বপ্ন দেখেছিলাম সেটা দোষ হয়ে শেষ হয়ে গেলো । এখন এই কিছুটা প্রিভিউ কপি ফাইল ছাড়া কিছুই নাই ।ভাবছি এই ফাইল থেকেই ক্লিপ কেটে ছেড়ে দিবো

    এই এক বছরের ও বেশি সময় পর এসে এই কথা গুলা আর না জানিয়ে পারছি না। এই লিখা আজকে তাদের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে অনে...
10/09/2024



এই এক বছরের ও বেশি সময় পর এসে এই কথা গুলা আর না জানিয়ে পারছি না। এই লিখা আজকে তাদের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে অনেক ভাল খারাপ চিন্তার মাঝ দিয়ে যাচ্ছেন । আমাকে নিয়ে নেতিবাচক অথবা ইতিবাচক যে যাই ভেবে থাকেন না কেন , এই কথা আপনাদের জানা উচিত । এতদিন এক পক্ষ থেকে জেনেছেন এবার বাকিটাও জানুন , কেন আমাদের সম্পর্ক নষ্ট হল ।

দেশের মিডিয়াতে প্রায় ১০ বছর মত কাজ করে এসেছি সেখানে আমার চরিত্র ভালো খারাপ কতটা সেটা কম বেশি সবাই জানে । একজন কে প্রথম দেখায় ভাললাগে এর পর সেটা জানিয়ে তাকে প্রস্তাব দেই , সেও বিবেচনা করে প্রস্তাবএ রাজি হয় । চলতে থাকে প্রেম , কিন্তু আমি তাকে হারাতে চাইনা এজন্য বিয়ের প্রস্তাব দেই এক মাসের মাথায় কারণ তার পরিবার মিডিয়ার ছেলের সাথে বিয়ে দিবে না আমি হারাম আমার ইনকাম হারাম এজন্য । তাকে হারাতে যেন না হয় তাই তাকে কিছুটা জোর করেই বিয়ে তে রাজি করি এবং ২০২২ এর মার্চ ৩১ বিয়ে করি । বিয়ের পর তার বাসা থেকে জেনে গেলে এপ্রিল ১ রাত ১ টার সময় তার ফোন পেয়ে তাকে তার পরিবার থেকে ৯৯৯ এর সাহায্যে চকবাজার থানার পুলিশ নিয়ে উদ্ধার করে আমার বোনের বাসায় নিয়ে আসি । কারণ তার পরিবার তাকে মেরে রক্তাত্ত করেছে এই বিয়ের কথা জানার পর । এর পর আমার বড়বোনের বাসাই আমাদের সংসার শুরু হয় ।

বিয়ের আগে আমি আমার অতীত সম্পুর্নই তাকে জানিয়েছি যে আমি কি কেমন । কোন কিছুই গোপন করি নাই । সে শব কিছু জেনেশুনেই আমাকে বিয়ে করেছিলো ।সে ও আমাকে তার অতীত এর ব্যাপারে জানিয়েছিল এবং আমিও সব জেনেই অতীতকে ভুলে বিয়েতে আগ্রহী হই । বিয়ের ২ য় দিনের মাথায় একটা অপরিচিত ফেসবুক আইডি থেকে আমাকে তার অন্য এক পুরুষের সাথের কাঁপল ছবি ইনবক্স করে । এই ছবির পুরুষের সাথের ছবিগুলা বলে দেয় অনেক বেশি কাছাকাছি থেকেছে তারা । সেই আইডি মালিকের দাবি ছিল আগেও সে বিয়ে করে সংসার করেছে কিন্তু ছবি দেখে বোঝা যাচ্ছে বিয়ে করে সংসার না করলেও সেখানে ঘর তারা পেতেছিল । আমার ওয়াইফ আমাকে তার অতীত সম্পর্কে জানালেও অনেক কিছুই জানায় নাই । জিজ্ঞেস করলে জানালো ভুলে গেছিল এবং এক এক সময় এক এক কথা । এর পর আমাকে পাশে রেখেও সে দির্ঘ সময় অনলাইন e বাস্ত থাকে , ম্যাসেজ আদান প্রদান করে ডিলেট করে রাখে । এসব নিয়ে কিছু বললে বা জিজ্ঞেস করলে কখনোই কোন সদুত্তর পায় নাই । রাগলে এমন লেভেলের এগ্রেসিভ সে হত যে প্রথম ৪ বা ৫ মাস আমাকে মেরে রক্তাত্ত করেছে , হাত ভাংসে । এর পর চেষ্টা করে গেছি একসাথে থাকার । সে মিডিয়ায় কাজ করবে সেখান থেকেই আমার পরিচয় এবং তাকেও কাজ করতে দিব সেই কথাই বিয়ে করতে রাজি হয় আমাকে । আমিও তাকে বলেসিলাম যে সাপোর্ট করব । বিয়ের পর সে আমার গাইডলাইন এ কাজ করবে না , আমার সাজেশন মানবে না । তাকে টিক টক ইউটিউব ভিডিও রিলস বানানোর জন্য অপরিচিত যেই নক দিত সে না জানিয়ে অডিশন বা আউটডোর শুটে চলে যেত একাধিক দিনের জন্য । সেটা রাত দিন যখনই হক না কেন , যেকোনো উপাইয়ে ঝগড়া করে বাসা ছেরে চলে যেত দিনের পর দিন রাতের পর রাত । আজও জানি না কোথায় কার কাছে কার সাথে থেকেছে । এই প্রশ্নের উত্তর আজও অজানা ।

একটা পর্জায়ে আমিও নিজেকে সংযত করতে পারী নায় আমিও তার গায়ে হাত তোলা শুরু করি । পরে জানতে পারী জে সে প্রাক্তনদের কে মানেজের চেষ্টা করছে বের হয়ে আশার তাদের থেকে । যেটা সে আমাকে বিয়ে করেও পারে নাই ।

ঝগড়া হলে গায়ে হাততোলা এবং ভাংচুরকরা ছিল নিয়মিত ব্যাপার , কারণ আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারব না সে কোথায় যাচ্ছে , কার সাথে যাচ্ছে কি করছে কিছুই জিজ্ঞেস করতে পারব না । সে রাতের পর রাত বাইরে কাটাবে কোথায় ছিল সেটা আজও অজানা , বাইরে শুটে জাওয়ার এক বা ২ ঘটা পুর্বে জানাবে তার কাজ আছে কিন্তু সে জানে না কার কাজ কিসের কাজ কি কাজ । এত সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন জিজ্ঞেস করেছি তাকে তখন সে আমার লাইফ এর প্রথম ওয়েব সিরিজের হার্ডদিস্ক ব্যাকআপ সহ ধ্বংস করে দিয়েছে , মাকবুক , মোবাইল কি ধ্বংস করে নায় । প্রজেক্টের মূল্য ছিল ৪৫ লক্ষ টাকার মত এবং নির্মান করতে ক্যাশ ৩৫ লক্ষ টাকা খরচ ও হয়েছিল । ইনভেস্টর আমার নামে মামলা দিলো আমার বউ গিয়ে মামলার ব্যাপারে ইনভেস্টরকে সাহায্য করতে থাকলো ।

আমি দেশ থেকে চলে আশার ৪/৫ দিন আগেও এরকম আমাকে না জানিয়ে সে বাইরে কোথায় কার কাছে ছিল জানি না নিজের বাড়িতেও ছিল না , জিজ্ঞেস করার পরবর্তি ৬ মাষ পর্যন্ত সে অন্তত ১০ ধরনের কথা আমাকে জানিয়েছে কোথায় ছিল । ১০ ধরেনের মাঝে কোনটা বিশ্বাস করবও ? তাকে আমার কাছে আনার জন্য ২ বার চেষ্টা করেছি এখানে আশার পর , প্রথমবার সময়মত প্রিপারেশন নিতে পারলও না বন্ধুকে সময় দিতে লঙ ড্রাইভ এ গিয়ে। পরেরবার তার সময়ই থাকে না এভাবে শেষ করল আশার সুযোগ কারণ নতুন মিডিয়া বাক্তিত ২/৩ জন কে পার্সোনাল সময় দিতে হচ্ছে কারণ তারা প্রমিজ করেছে তাকে ক্যারিয়ার দার করিয়ে দিবে ।

তার এসব জানার পর যখন তাকে কঠোর ভাবে জানিয়েছি আমি তার সাথে আর থাকবো না ঠিক তখন থেকেই আমি ভাইরাল , তার সাথের আমার পার্সোনাল সব ছবি ভিডিও অনলাইনে ভাইরাল করল নিজেকে ঢেকে দিয়ে অন্যভাবে এডিট করে । চালিয়ে দিলো অন্যের নামে যে আমি তার মত বউয়ের বাইরে সম্পর্কে জরিয়েছি । অথচ বাইরের কোন মেয়ে এসে এখনও বলতে পারলও না শুধুমাত্র সে ছাড়া । সুধু আমাকে না , আমার বড় ২ বোন ছোট ২ ভাগ্নির ছবি তাদের বাক্তিগত নাম্বার সহ ভাইরাল করল গ্রুপে গ্রুপে এইবলে যে তারা সেক্স ওয়ার্কার । পারবারিক আদালতে আমার মাকে ডেকে নিয়ে হেনস্থা করল । এর আরও অনেক আগেই আমার মা বোনদের সাথে আমার সম্পর্ক সম্পুর্ন শেষ হয়ে গিয়েছিল । এর পর খুঁজে খুঁজে আমার সাথে যত মানুষের লেনদেন সম্পর্ক ছিল বা আমি কখনো কারও ব্যাপারে নেতিবাচক কথা বলসি সবাইকে লিস্ট করে খুঁজে বের করে তাদের প্রত্যেককে আমার বা আমার পরিবারের পেছলে লেলিয়ে দিচ্ছে , কেও একটু স্লো হলে তাকে পুশ করছে ।

এমনকি সে আমার ওপর রিভেঞ্জ নেয়ার জন্য ডিবির এ ডি সি নাজমুল কেও ব্যাবহার করেছে । নাজমুলকে রাজিকরাতে সে নাজমুলের সাথে অনেক পার্সনাল সময় কাটিয়েছে দিনের পর দিন , রাতের পর রাত । সে আমার সকল দেশী বিদেশি কন্টাক্ট লিস্ট কপি করে নিয়েছিল , এখান থেকে প্রত্যেকটা মানুষকে সে নক করছে । আমার কলেজে নক করে জানিয়েছে , আমার কাজের জায়গায় জানিয়েছে । আমার আশেপাশে এমন ১ ইঞ্চি জায়গা নায় যেখানে সে আমাকে ভাইরাল করতে বাকি রেখেছে । আমেরিকান এম্বাসি তে জানিয়েছে । আমার নামে কয়েক শত সোশ্যাল একাউন্ট খুলে পোস্ট শেয়ার চালিয়ে যাচ্ছে ।

নিজে নিজের বিড়াল মেরে রবিনহুড কে দায় দিলো। এই মেয়ে নিজের সার্থের জন্য করতে পারে না এমন কোন কাজ এই পৃথিবীতে নাই । কামের আশায় এখন মিডিয়ায় অনেক ডিরেক্টর , অ্যাসিস্ট্যান্ট এর সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে ।

আমাকে টেনে নামাতে রিভেঞ্জ নিতে সব চেষ্টায় চালিয়ে যাচ্ছে , এসবের পরও কি মনে হয় এই মেয়ে স্বাভাবিক ? কারও বিয়ে করা বউ যে এত নিচে নামতে পারে বা সাইকগিরি করতে পারে সেটা একে না দেখলে বিশ্বাসই করতাম না । আমি খুব ভাল করেই জানি একে যারা চিনে জানে তারা খুব ভালো করে জানে এই মেয়ে কোন লো গ্রেডের সাইকো ।

আমি এখনও একে ডিভর্স দেয় নাই এবং সেও হয়ত দেয় নাই কারণ এরকম কোন নোটিস আমি পায় নাই। এক বছরেও বেশি সময় আমাদের যোগাযোগ খোঁজখবর কিছুই নাই । একটা সময় এই মেয়ে নিজের পরিবারকে ধুয়ে দিছে বাপ মা ভালো না এখন আমি আমরা ।

এই সেম কাজ আপনার বউ করলে আপনি কি করতেন ?????? প্রশ্নটা সকল বিবাহিত পুরুষের কাছে ।

05/09/2024

যারা এখন #আমিতাভ_রেজাকে নিয়ে সাফাই গাচ্ছে ,এরা তার থেকেও বড় স্যাডিস্ট .......
🫵😂😂🫵

এখন কেমন লাগছে ??? এই    কে আন্দোলনই শিখাইলেন সুধু , নৈতিকতা বা ভাল মন্দ বিচার করার কোন শিক্ষাই দিতে পারেন নাই আপনারা । ...
15/08/2024

এখন কেমন লাগছে ???

এই কে আন্দোলনই শিখাইলেন সুধু , নৈতিকতা বা ভাল মন্দ বিচার করার কোন শিক্ষাই দিতে পারেন নাই আপনারা । আন্দোলনে জয়ের পর যে যা করেছে সেটাই ঠিক বলার ফল এইটা । অপেক্ষাই থাকেন যারা বাহবা দিচ্ছেন এসব বেয়াদপির খুব শিগ্রই আপনাদের কপালেও এসব জুটবে এদের থেকেই । আর বলে রাখছি , এই বিজয় এরা বেশিদিন ধরে রাখতে পারবে না নিজেদের পরিবর্তন ও সংশোধন করতে না পারলে।

পরিবর্তন সংস্কার চেয়েছি , তার মানে এই না যে যা হচ্ছে সেটা মেনে নিতে হবে । খুব অল্পতেই এরা অতীত ভুলে যায় । এরকম চলতে থাকলে পুর্বের থেকেও বিষাক্ত হবে দেশ।

14/08/2024

মিডিয়ার একটা অনেক বড় অংশ এজেন্সি সিন্ডিকেট এবং তাদের ভাই ব্রাদার এর হাতের কন্ট্রোল এ আছে এখনও । এই এজেন্সিরা বিগত ১৫ বছরেরও বেশি সময় সরকারী বেসরকারি প্রাইভেট সকল সেক্টরের প্রোজেক্ট ভাগবাটোয়ারা করে খেয়েছে এখনও খাচ্ছে । এদের ভাইব্রাদার সিন্ডিকেট এবং তাদের অনুসারীদের বাইরে বাকি সবাই ঢেউটিন হয়ে আছে। এশিয়াটিক , গ্রে (নৌকার মার্কেটিং পার্টনার) সহ আরও আছে , এর মত এজেন্সির দালালীর ঠেলায় এবং তাদের ভাইব্রাদার সিন্ডিকেট এর কারণ এ নবীন প্রবীণ কেওই সুযোগ পায় না। এরাই ওটিটি টিভি অনলাইন বিজ্ঞাপন সব দখল করে রেখেছে। এদের সিন্ডিকেট দেখলে সেই রথসচাইল্ড ফ্যামিলির কথা মনে পরে। এখনই সময় এই সিন্ডিকেট ভাঙ্গার , মিডিয়ায় সিস্টেম পরিবর্তন করার।

ই সিন্ডিকেটদের অনেকেই দেখা গেছে কি পরিমাণ দালালী তেলবাজি করেছে এরা বিগত সরকারের সান্নিধ্যে । কথায় কথায় পুলক আরাফাত টাইপ ভিভিআইপিদের সাথে সকাল বিকাল উঠা বসা আর দালালী করতে ১৮ কোটি মানুষ দেখেছে এদের । ঠিক রঙ বদলে ফেলসে এরা ইকবাল টাকলার মত । হাউন আঙ্কেল নামটা এখন যেমন গালি কিছু দিক থেকে তেমনি মিডিয়ার জন্য ইকবাল টাকলা নামটাও গালি হয়ে উঠুক এই মিডিয়ার দালালদের জন্য ।
এরা ইকবাল টাকলা 😂😂😂

কি ভাবছেন ? 🤔আয়নাঘর ও আর নয় , হাওয়া ভবন ও আর নয় . আহা !! প্রাণের  #মাগুরা । পোলাপাইন নিজের আইডেন্টিটি বুঝতে পেরেছে P...
09/08/2024

কি ভাবছেন ? 🤔

আয়নাঘর ও আর নয় ,
হাওয়া ভবন ও আর নয় .

আহা !! প্রাণের #মাগুরা ।
পোলাপাইন নিজের আইডেন্টিটি বুঝতে পেরেছে

P.C : Kazi Ashik

08/08/2024

একটাই ভয় ,
মৌলবাদ এবং মৌলবাদী তত্ত্ব।
স্বাধীনতা যেন স্বাধীন থাকে

08/08/2024

এক শ্রেণীর হুজুরেরা যেভাবে বিভিন্ন সড়ক ,স্থাপনাই নিজের ইচ্ছা মত নামকরণ করছে,
সেটা দেখে কি মনে হয় ?
🤔🤔🤔

বাংলাদেশে আর কোন দলীয়  সরকার বাবস্থা চাইনা, এমনকি জনপ্রতিনিধিও । স্বতন্ত্র ভাবে দাঁড়াবে কোন দলীয় ব্যানার ছাড়া , জনগণ...
07/08/2024

বাংলাদেশে আর কোন দলীয় সরকার বাবস্থা চাইনা, এমনকি জনপ্রতিনিধিও । স্বতন্ত্র ভাবে দাঁড়াবে কোন দলীয় ব্যানার ছাড়া , জনগণ মার্কা বাদ দিয়ে মানুষটাকে নির্বাচিত করবে যে মানুষের জন্য কাজ করবে । সরাসরি জনগনের সাথে কানেক্ট থাকবে কোন দলীয় দালালী বেড়াজাল মুক্ত ।

পাশাপাশি একটা ওপেন সোর্স প্লাটফরম তৈরি করতে হবে যেখানে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ধরনের অন্যায় , অত্যাচার , নিপীড়ন , অনিয়ম দুর্নিতির কথা বিস্তারিও জানিয়ে দিবে ওই প্লাটফর্মের মাধ্যমে । সেটা জনগণ সহ সবাই জানবে । এই সমন্বয়কদের সাথে নিয়ে একটা স্বাধীন টাস্ক ফোর্স গঠন করে মনিটরিং করতে হবে । এই সিস্টেমটা ৯৯৯ থেকেও বেশি কার্যকর করতে হবে । তাহলে যেখানেই অনিয়ম বা দুর্নিতি অত্যাচার হবে সেটা সারা দেশের মানুষ জানতে পারবে এবং এই ভয়টা থাকতে হবে যেই ক্ষমতাই থাকুক সে যেকোনো কৈফিয়ত জনগণকে দিতে বাধ্য থাকবে এমনকি জনগণ না চাইলে ক্ষমতাও ছেরে দিতে হবে ।

এরকম স্বাধীন রাষ্ট্র বাবস্থা চাই ।
ভুলে যাবেন না যারা শহীদ হয়েছেন তারা কেমন রাষ্ট্রের স্বপ্ন দেখে গেছেন !!!

2.0

Address

Middle Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when S2S Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S2S Production:

Videos

Share

Our Story

Welcome to the official page of S2S Productions Ltd. S2S Productions Ltd. is one of video production and film production logistic company in Bangladesh.

Nearby media companies


Other Broadcasting & media production in Dhaka

Show All