Taufiq Ahmed Shamim

Taufiq Ahmed Shamim লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি—ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার।

Name: Taufiq Ahmed Shamim
Founder: Baliakandi Riders Club
( স্বাধীন দেশের একজন সাধারণ খেটে খাওয়া নাগরিক)

17/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)

১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

Welcome to electronic visa application system. The official website by ministry of foreign affairs of kingdom thailand.

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো। ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
18/10/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো।

০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
৪৪. মাতারবাড়ী তাপ ও বিদ্যুৎ কেন্দ্র
৪৫. পেকুয়া মগনামা ঘাট
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার।

16/10/2024
বাঙালি যখন হেলিকপ্টার বানায়, আমি তখন খুবই আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখি।প্রথম হেলিকপ্টার বানাতে দেখি বছর দশেক আগে। খুলনা বা ...
14/10/2024

বাঙালি যখন হেলিকপ্টার বানায়, আমি তখন খুবই আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখি।

প্রথম হেলিকপ্টার বানাতে দেখি বছর দশেক আগে। খুলনা বা বাগেরহাট বা অন্য কোনো প্রত্যন্ত এক গ্রামে, এক কিশোর হেলিকপ্টার বানিয়েছেন। সেটা নিয়ে লোকাল মিডিয়ায় তখন সাংঘাতিক হৈ চৈ। একটা টেম্পুর মাথায় সিলিং ফ্যান উল্টা করে লাগানো হয়েছে। সুইচ দিলে সেই সিলিং ফ্যান ঘুরছে। টেম্পুর গায়ে লাগানো হয়েছে বাংলাদেশ বিমানের লোগো। লোগোর পাশে পরিষ্কার লেখা : বাংলাদেশ হেলিকপ্টার, মেকার: হানিফ।

হাজার হাজার মানুষ সেটা দেখতে এসেছে। সাংবাদিকরা আবেগঘন গলায় সেই হেলিক্পটারের বর্ণনা দিচ্ছে। ফেসবুকে সেই ভিডিও শেয়ার দিচ্ছেন লাখ খানেক মানুষ। সবার কথা একটাই, বাঙালি আসলে মেধাবী। শুধু বাংলাদেশে জন্মানোর কারণে তার মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। ইউরোপ আমেরিকা হলে এই বাঙালি ফাটিয়ে দিতো।

সর্বশেষ হেলিকপ্টার বানানো দেখলাম দিন তিনেক আগে। স্টিলের রড দিয়ে হেলিকপ্টারের মতো একটা বডি বানানো হয়েছে। মাথার উপর দুই ব্লেডের পাখা। হেলিকপ্টারের মেকার নিজেই পাইলটের সিটে বসে সুইচ দিয়ে পাখা চালু করলেন। হাজার হাজার মানুষ হাততালি দিলো। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, হেলিকপ্টারে বসার সিট একটা কেন?

পাইলট কাম হেলিকপ্টার মেকার উত্তর দিলেন, টাকার অভাবে একটা সিট রাখছি। সরকারি সাহায্য পেলে দশ সিট বসাতে পারবো।

আবার মাঝে মাঝে অনেককে পিছনে মটর লাগিয়ে লঞ্চ বানাতে দেখি ছোটবেলায় এসব আমরাও খেলতাম।

ভিডিওতে হাজারো বাঙালির কমেন্ট, ইউরোপ আমেরিকা হলে ... শুধু বাংলাদেশ বলে আমরা আগাতে পারছি না ...

তবে এবার নতুন ধরণের কিছু কমেন্ট চোখে পড়লো। একজন লিখেছে, প্রায়ই দেখি আপনারা হেলিকপ্টার বানান। কিন্তু এইসব হেলিকপ্টার উড়ে না ক্যান? বিষয়টা কী?

আসল প্রশ্ন এটাই। হেলিকপ্টার উড়ে না ক্যান। দেখতে হেলিকপ্টারের মতো, উপরে পাখাও ঘুরে, বডির গায়ে বাংলা ও ইংরেজিতে লেখা হেলিকপ্টার। তবুও কেন এইসব হেলিকপ্টার উড়ে না ???

বাংলাদেশে যখন কেউ সংস্কারের কথা বলে, তখন আমার এইসব হেলিকপ্টারের কথা মনে পড়ে।

সংস্কারের কথা প্রথম জোরেশোরে শুনি এক এগারোর সময়। দেশে ব্যাপক সংস্কার আনা হবে। বিচার বিভাগ পৃথক হবে। স্বাধীন জুডিশিয়াল হবে। হ্যান হবে, ত্যান হবে। শেষমেষ যেটা হলো, সেটা হচ্ছে একটা হেলিকপ্টার। বাংলা হেলিকপ্টার। এই বস্তুর ঘুরন্ত পাখা আছে, বডি আছে এমনকি লেখাও আছে যে এই যন্ত্রটি হেলিকপ্টার। কিন্তু এটি উড়ে না।

আমাদের অনেকেরই ধারণা, সিস্টেম বদলালেই বোধহয় পরিবর্তন আসে। কিন্তু বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি, তারা জানি, শুধু সিস্টেম দিয়ে কোনো পরিবর্তন আসে না। ভালো সিস্টেমের মধ্যে ভালো মানুষ, যোগ্য মানুষ, সৎ, বুদ্ধিমান ও দরদী মানুষ দরকার।

ষোল বছর পর আবারো সংস্কার শব্দটা উজ্জ্বল হয়ে জাতির সামনে এসেছে। এবার নাকি আমূল সংস্কার হবে। এরই দুই মাস পার হয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই, আমি এবারো জোরেশোরে একটা হেলিকপ্টারের নির্মাণের আয়োজন দেখছি। আমি দুঃখিত এই কথাটি বলার জন্য। সত্যি দুঃখিত।

আপনাদের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনারা আন্তরিকতা নিয়েও আমার কোনো দ্বিধা নেই। আপনাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি।

শুধু এই পছন্দের তাগিদে বলি। আর হেলিকপ্টার বানায়েন না।

এই দেশের মানুষরা ক্লান্ত। তারা সত্যিকারের ম্যাজিক চায়। সত্যিকারের হেলিকপ্টার চায়, যেটা সত্যি সত্যি উড়ে।

মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল কে ভাত ও পানি খাইয়ে তারপর যত্ন সহকারে হত্যা করেছে।মানবতার এমন দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে ব...
19/09/2024

মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল কে ভাত ও পানি খাইয়ে তারপর যত্ন সহকারে হত্যা করেছে।
মানবতার এমন দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে বহাল থাকবে দীর্ঘদিন !!
তোফাজ্জল আপনি পৃথিবীর একটা ভুল ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন 💔
ঢাবির হল থেকে এমন কিছু সত্যিই দুঃখজনক 🥹
অতি দ্রুত তোফাজ্জেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি ।

19/09/2024

বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি জরুরী।
আর প্রকৃত মনুষ্যত্বের দীক্ষা পেতে দরকার ধর্মীয় শিক্ষা ।

11/09/2024

স্বাধীন দেশে পিও অভিভাবকের তৈলাক্ত পা 🦶

আর বাজারে তেলের দাম এখনো কমে নাই 🤮

10/09/2024

আত্নপ্রকাশ 🤔
আর কত ? 🥱

10/09/2024

রক্তের বন্যায় আফা পালিয়ে গেলেও,
দেশের জন্য রেখে গেছে আফসোস লীগ

বন্যার্তদের জন্য সহোযোগীতা চাই যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/floodA/c N...
22/08/2024

বন্যার্তদের জন্য সহোযোগীতা চাই যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood
A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka
📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

22/08/2024

"চলুন এবার বন্যার্তদের পাশে দাঁড়াই"

ফেনী, নোয়াখালি, কুমিল্লা,লক্ষীপুর, কুড়িগ্রাম এবং খাগড়াছড়িসহ আশেপাশের অঞ্চল বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিপাতে মুহুরি নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েছে সংলগ্ন এলাকাগুলো।

মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগী পানিতে ডুবে মরেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য।

দেশের এই অবস্থায়, আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে। আমরা আগামী তিনদিন (২৪ আগস্ট পর্যন্ত) আপনাদের পাঠানো ডোনেশন সংগ্রহ করবো এবং যত দ্রুত সম্ভব সাহায্য নিয়ে পৌঁছে যাবো বন্যা কবলিত গ্রামে।

সাহায্য পাঠানোর মাধ্যমঃ

বিকাশ পেমেন্ট নম্বর - 01818956153 (Make payment)
নগদ পেমেন্ট নম্বর -
01913036428 ( make payment)

আপনাদের কাছে আকুল আবেদন, অতিদ্রুত সাহায্য করুন এবং অন্যকে সাহায্য করতে অনুপ্রাণিত করুন।

যে কোন তথ্যের জন্য -
টুটুল - 01797557902
সায়ন্তন - 01873385913
ফারদিন - 01766480679

ডোনেশনের আপডেট দেখতে নীচের লিংকে ক্লিক করতে পারেন:

https://shorturl.at/nZgR5

20/08/2024

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য।
সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

18/08/2024

এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে
মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুন এর গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা
ফ্যাসিষ্ট কারা? স্বৈরাচার কে?
শকুন এর ভয়ে থাকে ঘরে কে ?
মায়ের বুকের আর্তনাদ-
হামার বেটাকে মারলু কেনো?
তৃষ্ণার্ত কালো র‍্যাব,
পানি লাগবে আর কারো?
শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়,সাঈদ এর রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই ।
কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দ বোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেল এর ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ
প্লেন এর শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টার এর শব্দে আতংক লাগার সময়ে আজ
এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহর নেশায় বুদ বারুদের গন্ধে।। ....
( মাথার মধ্যে দেশ, বুকের মধ্যে প্রেমিকা )
~রিশি কাব্য (RIP)😭😢
- জুলাই/২০২৪

প্রিয় স্বধীন দেশের নাগরিকগণ,আজ আমরা অনেকেই বাংলাদেশ পুলিশের অসহায়ত্ব দেখেছি, তারা তাদের সকল দ্বায়ভার স্বীকার করে দেশবাসী...
06/08/2024

প্রিয় স্বধীন দেশের নাগরিকগণ,

আজ আমরা অনেকেই বাংলাদেশ পুলিশের অসহায়ত্ব দেখেছি, তারা তাদের সকল দ্বায়ভার স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইবে,
বাংলাদেশ পুলিশ বাহিনীকে আপনারা নিঃশর্তে ক্ষমা করে দিন। তারাও আমাদের ভাই বোন কারো মাযের সন্তান, তারাও এদেশের জনগণ,তাদেরও বাঁচার অধিকার আছে অনেক তো হল, অনেক জায়গায় পুলিশকে হত্যা করা হয়েছে, তাদেরকে অন্তর থেকে ক্ষমা করে দিন। যে আমার আপনাকে নিরাপত্তা দিবে, সেই পুলিশই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের গুরুত্ব অসীম। দেশে আইন শৃঙ্খলা সঠিক নিয়মে না চললে দেশে অপ্রীতিকর ঘটনা বৃদ্ধি পাবে। বাংলাদেশ পুলিশ আজ অনেক অসহায়, আপনারা তাদের পাশে থাকেন। আপনারা অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দেন। যা হারিয়েছি তা কখোনই ফিরে পাবো না, এখন যা আছে সেটাকে নিয়েই চলতে হবে আমাদের সকলের। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেয়া হবে কিন্তু একজনের জন্য ১০ জন কেন শাস্তি পাবে ?
তাদেরকে একটিবার সুযোগদিন জনগনের সেবা করার। আমি আবারও হাত জোর করে বলছি আমাদের পুলিশ ভাইদেরকে আপনারা দয়া করে ক্ষমা করে দিন। দেশটা তো স্বাধীন হলো সেই আনন্দে তাদের প্রতি হিংসাত্বক ও সকল আক্রোশ মন থেকে মুছে ফেলুন।

তাদেরকে জন বান্ধব হিসেবে গড়ে তুলুন, পুলিশ জনতার বন্ধু সেটা তাদেরকে প্রমাণ করতে দিন। এতোদিন মূখে শুনছেন এখন বাস্তবে দেখবেন। বাংলাদেশের আইনকে সবাই শ্রদ্ধা করুন। এই দেশকে বিশ্বের বুকে নতুন করে তুলে ধরতে হবে। এই দেশ আমার, আপনার, সবার এই দেশকে কেউ অপমান করবেন না। এই দেশ হবে বৈষম্যবিরোধী গণমানুষের।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন।

ভুলক্রটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

--তৌফিক আহমেদ শামীম
স্বাধীন দেশের একজন সাধারণ নাগরিক।

Address

Baliakandi, Rajbari
Dhaka
7730

Alerts

Be the first to know and let us send you an email when Taufiq Ahmed Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taufiq Ahmed Shamim:

Videos

Share

Our Story

page for Bangladeshi National Daily, Kalerkantho. This Newspaper is widely circulated all over Bangladesh. It has a huge audience for its online edition.