হাতিরঝিল প্রকল্পের পেছনে অন্যান্য লক্ষ্যের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ছিল অন্যতম। কিন্তু হাতিরঝিল প্রকল্প দিয়ে কোনো গণপরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। ফলে নগরীর সাধারণ নাগরিকদের কোনো উপকারে আসছে না এ প্রকল্প।
হাতিরঝিলের রামপুরা ও বাড্ডা অংশে অফিসগামী লোকজনের এ ব্যস্ততা প্রতিদিনের। এ পথ দিয়ে তারা কারওয়ানবাজার, তেজগাঁও এবং গুলশান হয়ে রাজধানীর পশ্চিমের বিভিন্ন জায়াগায় আসা যাওয়া করেন। তবে গণপরিবহন না থাকায় অনেকেই হেঁটে চলাচল করেন। অনেকে নির্ভর করেন অনুমোদনহীন কয়েকটি মাইক্রোবাসের ওপর।
নগরবিদরা বলছেন, গণপরিবহন চলতে না দেয়ায় রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্য পুরোপুরি সফল হচ্ছে না।
রাজজউকের দাবি, গণপরিবহনের অবাধ চলাচল হাতিরঝিলের পরিবেশ নষ্ট করবে।
রাত ঠিক সাড়ে ১০টায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাসি কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সনিয়ির জেল সুপার ফরমান আলী।
বিশ্বকাপ থেকে ফিরে রুবেল বিয়ের পিড়িঁতে বসবেন এটি আগে থেকেই জানতেন হ্যাপি। আর এজন্যই তিনি বেশ কিছুদিন থেকে তার ফেসবুক স্টেটাসে রুবেলকে নিয়ে বেশ কিছু আবেগী এবং অশ্লীল স্টেটাস দেন। যার মধ্যে রাতভর হ্যাপিকে নিয়ে টি-২০ খেলা, টেস্ট খেলা ইত্যাদি অশ্লীল স্টেটাস এখনো তার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে।
তবে সর্বশেষ আর নিজেকে ধরে রাখতে পারলেন না হ্যাপি। এবার তিনি তার ওয়ালে রুবেলকে নিয়ে প্রায় ২৪ মিনিটের একটি অডিও ক্লিপ আপলোড করেন। তবে ২৪ মিনিটের অডিও আপলোড করা হলেও প্রকৃত পক্ষে সেখানে ৩:৫০ মিনিটের কথোকথন আছে, এরপর একই কথা বার বার রিপিট হয়েছে।
ফোনালাপের বেশির ভাগ সময়ই রুবেলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। ফোনালাপে রুবেল মূলত হ্যাপিকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, এবং বাড়াবাড়ি করলে অনলাইনে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দেন তিনি। আবার কথোকথনের এক পর্যায়ে রুবেল হ্যাপীকে বলেন , আপনাকে তো ১২ জন মিলে ধর্ষন করেছে। ফোনালাপের এই অডিওটি প্রকাশের সময় হ্যাপী তার স্ট্যাটাসে লেখেন।
“সবাই দেখেন রুবেল এর হুমকি । আমি মামলা চালালে আমার নাকি খবর আছে। আমার সরলতার সুযোগ নিয়ে সে যেই ছবি ও ভিডিও করেছিল সেটা নেট এ ছাড়বে। এই হল আসল চেহারা । ভালবাসার মানুষের ওপর ভরসা করার ফল। বাহ রুবেল! তুমি আসল মানুষ। এই মানুষ রুপে শয়তান এর কোনো বিচার হবে না?”
ভিডিওটি দেখতে ক্লিক করুন