Enamul Hasan Sumon

Enamul Hasan Sumon ❤️ আমার শহরে বেঈমানের প্রবেশ নিষেধ ❤️ Our Companies - 1. Akoric Corporation Ltd, 2. Enam Water Company, 3. Enam Chemical, 4. Akoric IT Bazaar, 5. Enam Agru, 7.

Enam Construction, 6. Akoric Real State Ltd. 8. Enam Bazaar

এই পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ প্রাণী/প্রজাতি বাস করে । এর মধ্যে একমাত্র মানুষ ছাড়া কেউ কিন্তু আয় রোজগার করে না। খায় আর ঘ...
27/12/2024

এই পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ প্রাণী/প্রজাতি বাস করে । এর মধ্যে একমাত্র মানুষ ছাড়া কেউ কিন্তু আয় রোজগার করে না। খায় আর ঘুমায় । মানুষ ছাড়া কেউ না খেয়ে মারা যায় না ।
কারো স্বাভাবিক মৃত্যু হয় । কারো অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যু হবে এটা সবাই জানে । যতদিন বাঁচি, ততদিন শুধু খাবার অন্বেষণের জন্যই বাঁচি। কিভাবে অঢেল সম্পদ করা যায়, সে ভাবনায় মগ্ন থাকি। পিছনে ফিরে তাকাতে চাই না । সবাই মনে করে আমিই সেরা ।
আমি ছাড়া সংসার চলবে না । আমি ছাড়া এই দেশ চলবে না । আসলে কি তাই ?
আপনার দাদা-বাবা কেউ নাই । তাই বলে কি আপনার সংসার কি অচল হয়ে গেছে ?
আপনার গ্রামের ৫০ বছর আগের সেই ভালো চেয়ারম্যান এখন আর নাই । তাই বলে কি গ্রামের উন্নয়ন কি থেমে আছে । কারো জন্য কোন কিছু থেমে থাকে না। একবার ভাবুন , আপনার পূর্বপুরুষের মতো আপনিও যদি না থাকেন পৃথিবীতে, তাহলে কারো কিছু যায় আসবে না । সংসারের জন্য অনেক বাজার করেছেন । কোনটাই নাই, সব শেষ হয়ে গেছে। আখেরাতের জন্য বাজার করুন ,সেটা কখনো শেষ হবে না ।
মহান আল্লাহতালা- সবাইকে সুস্থতার সাথে ভাল রাখুন, আমিন।

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি, বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
27/12/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি, বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো, সেটা যতই বেকার ও দরিদ্র হোক তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি, সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক, সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না, চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই,যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

27/12/2024

খুবই স্মার্ট....

আপনাকে কেউ উপদেশ দিলে উত্তেজিত হয়ে যাবেন না। ‘নিজের চরকায় তেল দিন’ বলে অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না।  আল্লাহ সুবহানাহু...
27/12/2024

আপনাকে কেউ উপদেশ দিলে উত্তেজিত হয়ে যাবেন না। ‘নিজের চরকায় তেল দিন’ বলে অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَاد
‘যখন তাকে বলা হয় যে, ‘‘তুমি আল্লাহকে ভয় করো’’, তখন আত্মাভিমান তাকে পাপের প্রতি প্ররোচিত করলো। সুতরাং জাহান্নামই তার জন্য যথেষ্ট এবং এটি নিকৃষ্ট বিশ্রামস্থল।’ [সুরা বাকারা, আয়াত: ২০৬]
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কথা হলো, যখন কোনো ব্যক্তি কাউকে বলে, ‘‘আল্লাহকে ভয় করো’’, তখন সে প্রতিউত্তরে বলে, ‘‘তুমি নিজের চিন্তা করো!’’ [ইমাম নাসায়ি, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৯; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৫৯৮; হাদিসটির সনদ সহিহ]
শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন, ‘আপনাকে যদি কেউ বলে, ‘আল্লাহ আপনাকে হিদায়াত দিন’, তাহলে কষ্ট পাবেন না। আপনি যদি সবচেয়ে আল্লাহভীরু হন এবং সবচেয়ে জ্ঞানী হন, তবুও আপনার হিদায়াত প্রয়োজন। মৃত্যু পর্যন্তই আপনার হিদায়াত প্রয়োজন!’

✅জীবনের নিয়ম ভেঙ্গে জীবন লীড করতে পারে খুব কম মানুষ। রিপন মিয়া এই খুব কম মানুষের একজন। একটা মানুষ ঘুম থেকে উঠে রান্নাবান...
26/12/2024

✅জীবনের নিয়ম ভেঙ্গে জীবন লীড করতে পারে খুব কম মানুষ। রিপন মিয়া এই খুব কম মানুষের একজন। একটা মানুষ ঘুম থেকে উঠে রান্নাবান্না করতেছে, কাজে যাচ্ছে, কাজ থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, ভিডিও করতেছে। যা মন চায় তাই করতেছে। একদম রিলাক্স।

✅সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ ফেইক এপেয়ার নিয়ে হাজির হয়, কিন্তু রিপন মিয়ার হাসি কিংবা জীবনধারণ কোনটাই ফেইক নয়। কিছু জিনিস আছে প্রকৃতির মত খাঁটি, আলাদা ভাবে তাদের আইডেন্টিফাই করতে হয় না। রিপন মিয়া এরকমই একজন। আমাদের কিছু করতে হলে সমাজ, সংস্কার, পরিবার, বন্ধুবান্ধব কতকিছু মেন্টেইন করতে হয়।

✅কত কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়। এই লোকটাকে দেখলে মাঝেমধ্যে মনে আমরা দুনিয়ায় আসছি শুধুমাত্র ধরাবাঁধা নিয়ম মেনে চলতে। আর এই রিপন মিয়ারা আসছে জীবন উপভোগ করতে!
হা হা হা!
এটাই বাস্তব।✔️

একটা অনেস্ট কথা বলি জানিনা কে বিষয়টা কেমনে দেখে৷ মানে সমাজে প্রচলিত অর্থে আমরা যাদের "খারাপ" বলি, আমি দেখলাম তারাই কীভাব...
26/12/2024

একটা অনেস্ট কথা বলি জানিনা কে বিষয়টা কেমনে দেখে৷ মানে সমাজে প্রচলিত অর্থে আমরা যাদের "খারাপ" বলি, আমি দেখলাম তারাই কীভাবে যেন খুব ভালো ভালো জীবনসঙ্গী পেয়ে যায়৷ মেয়েদের ক্ষেত্রে এইটা আমি আরো বেশি দেখি৷ মানে ১৭ ঘাটে পানি খেয়ে, দুনিয়ার স্ক্যান্ডাল ফ্যান্ডাল করে, কথায় কথায় প্যাচ লাগায়ে, চুড়ান্ত অ'সভ্যতার পরেও দেখি এরা এত সাপোর্টিভ জামাই পেয়ে বসে আছে যা বলার বাইরে৷

আমার পরিচিত এক মেয়ে ছিল, আমার নিজের চোখে দেখা ওর সব কৃতকর্ম। কেমনে ও প্যাচ লাগাইতো, চিটিং করতো এবং একটা রাইখা আরেকটা ধরতো৷ ওর বিয়া হয়া গেলো ইন্টার পাশের পরে। ওর বিয়ের পরে ওর তানশান আরো বাইড়া গেলো, জামাই সব জায়গায় নিয়ে যায়, দামী দামী শাড়িকাপড় তো আছেই। সে পড়াশুনা করতে চায়নাই জামাই জোর করে একপ্রকার পড়াশুনা করাইছে তাকে৷ এমনকি তার জায়ের সাথে ঝামেলার পরে ছেলে সংসারের শান্তি রাখার জন্য এই মেয়ের জন্য বাড়ি থেকেও আলাদা হয়ে গেছে। এখন তারা ভালোই আছে৷

আর আমার নিজের এক ক্লোজ বান্ধবী, অমন মেয়ে হাজারে ১/২ টা হয়৷ যেমন সুশ্রী, তেমন কাবিল, তেমন গুনবতী এবং জীবনে কোনোদিন প্রেম করেনাই৷ বাপ মা যার সাথে দিছে একদম সোনামুখ করে বিয়ে করে নিছে৷ সেই মেয়ের জামাই ঠিক করে বউরে ভাত ও দেয়না।

দুনিয়াটা মাঝেমাঝে এতো আনফেয়ার লাগে!

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
26/12/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

সঠিক সময়ে Sorry বলতে পাড়া মানেই জীবন সুন্দর 🥢
26/12/2024

সঠিক সময়ে Sorry বলতে পাড়া মানেই জীবন সুন্দর 🥢

26/12/2024

লোহাও পানিতে ভাসতে দেখছি....

ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ) তখন কাপড়ের ব্যবসা করতেন। একবার একজন মহিলা ইমাম আবু হানিফার কাছে একটি কাপড় বিক্রি করতে আস...
24/12/2024

ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ) তখন কাপড়ের ব্যবসা করতেন। একবার একজন মহিলা ইমাম আবু হানিফার কাছে একটি কাপড় বিক্রি করতে আসলেন। কাপড়টি দেখে ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন, "কতো দেবো?"মহিলা বললেন, "একশো দিরহাম।"

ইমাম আবু হানিফা আবার কাপড়টি ভালো করে দেখে নিলেন। মহিলাকে বললেন, "এই কাপড়ের দাম তো এরচেয়েও বেশি!"
কমদামে দামী জিনিস পেয়ে তো তিনি খপ করে কিনে ফেলতে পারতেন। কিন্তু, না। তিনি চাচ্ছেন কাপড়ের ন্যায্য মূল্য দিতে। মহিলা দাম বাড়ালেন।
- দুশো দিরহাম দিন
- না, এই কাপড়ের দাম আরো বেশি।

মহিলা ভাবলেন, ইমাম আবু হানিফা তার সাথে মজা করছেন। মানুষ কি এতোই বোকা যে কমদামে পেয়েও না কিনে দাম বাড়াবে?

ইমাম আবু হানিফার মহিলার ইতস্ততা দেখে বললেন, "তাহলে এক কাজ করলে কেমন হয়, পাশের দোকানদারকে জিজ্ঞেস করে নিই কাপড়টির আসল দাম কতো?" মহিলা রাজী হলেন।

পাশের দোকানদারকে কাপড়টি দেখানো হলো। দোকানদার বললেন, "এই কাপড়ের দাম তো পাঁচশো দিরহাম।" শেষমেশ ইমাম আবু হানিফা পাঁচশো দিরহাম দিয়ে কাপড়টি কিনলেন। মহিলাকে কাপড়ের ন্যায্য দাম দিলেন, কম দামে কাপড়টি পেয়ে তাকে ঠকাননি।

['চার তারা' বই থেকে এক টুকরো]

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বা...
24/12/2024

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বাবা তুমি এখন কি করবা তখন বলে স্যার আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসার এক কোণায় গিয়ে শুয়ে থাকি ।
তখন সে কান্না করতে করতে এক মাদ্রাসার এক কোনায় গিয়ে ঘুম পড়ে গেছে, এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদেরকে জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম বানায় আমিন 🤲😭
#এতিমখানা
#মাদ্রাসা

24/12/2024

নতুন অফিস মানেই নতুন সংসার, পুরাতনকে বাদ দেওয়া.....

বাস্তবতা মেনে নিলেই জীবন সুন্দর...
23/12/2024

বাস্তবতা মেনে নিলেই জীবন সুন্দর...

23/12/2024

মাজারে দানবক্সে দান করা বন্ধ করুন, দেখবেন মাজার বন্ধ হয়ে যাবে.....

সবাইকে চায়ের দাওয়াত......
22/12/2024

সবাইকে চায়ের দাওয়াত......

22/12/2024

আপনার বাবার বাড়ী-গাড়ি আছে তাই আপনি মানুষ, আর যার বাবার বাড়ি-গাড়ি নেই সে মানুষ না....?.

একই লোকের লন্ডনে বাড়ী,ঢাকায় বাড়ী গ্রামে একটা বাড়ী অথচ কোথাও থাকার মতো লোক নেই। পরিবারের সাথে সম্পর্ক ভালো নেই,ব্যস্ত...
21/12/2024

একই লোকের লন্ডনে বাড়ী,ঢাকায় বাড়ী গ্রামে একটা বাড়ী অথচ কোথাও থাকার মতো লোক নেই। পরিবারের সাথে সম্পর্ক ভালো নেই,ব্যস্ততার কারণে কোনো বাড়িতেই শান্তিতে একদিন ঘুমানোর সময় নেই। আবার কিছু মানুষের একর একর জমি নেই, দেশে বিদেশে বাড়ী নেই কিন্তু পরিবারের টানে বাড়ির বাইরে থাকার সময় নেই। আসলে দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা আমাদের ভুলিয়ে দেয়,কবর হচ্ছে আমাদের স্থায়ী বাড়ী।

21/12/2024

লোন দেওয়া মানে আপনি তার কাছে ধরা.....

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Enamul Hasan Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul Hasan Sumon:

Videos

Share