09/02/2022
ফেরাউন নিজেকে খোদা দাবী করার আগে তার বন্ধু হামানকে ডেকে পরামর্শ চাইলো। বন্ধু হামান তখন ফেরাউনের মন্ত্রী। বিচক্ষণ লোক। রাজকার্য পরিচালনায় ফেরাউনকে সকল পরামর্শ হামান দিয়ে থাকে।
বন্ধু হামান অনেক ভেবে বলল, তুমি খোদা দাবী করবে ভালো কথা। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। মহা প্রজেক্টের আগে মহা পরিকল্পনা করতে হয়। তোমাকে পরিকল্পনা করে আগাতে হবে। তুমি যদি হুট করে এখন খোদা দাবী করে বসো তাহলে তোমাকে কেউ মানবে না। কারণ শিক্ষিত জনগণ কখনই তোমাকে খোদা হিসেবে মেনে নিবে না।
---ফেরাউন চিন্তিত হয়ে বলল, তাহলে উপায় কী?
---হামান বলল, উপায় আছে। তোমাকে মহা পরিকল্পনা হাতে নিতে হবে।
---মহা পরিকল্পনা বলতে তুমি কী বোঝাতে চাইছো?
---হামান বলল, তোমাকে আগামী তিরিশ বছরের জন্য মিশরের ভূমিতে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিতে হবে। তুমি শিক্ষা নিষিদ্ধ করে দাও।
---শিক্ষা নিষিদ্ধ করলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে। তিরিশ বছর শিক্ষা নিষিদ্ধ করলে আমাদের জাতি ১০০ বছর পিছিয়ে পড়বে।
---জাতির পিছিয়ে পড়া নিয়ে তোমাকে ভাবলে তো হবে না। তোমাকে তোমার নিজের স্বার্থ নিয়ে ভাবতে হবে। তোমার মূল উদ্দেশ্য নিজেকে খোদা হিসেবে প্রতিষ্ঠা করা। আর শিক্ষিত জাতি কখনোই তোমাকে খোদা হিসেবে মেনে নিবে না। তুমি যদি আগামী তিরিশ বছর মিশরে শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করো, তাহলে বর্তমানে যারা শিক্ষিত যুবক আছে, তিরিশ বছর পর তারা বৃদ্ধ হয়ে যাবে। আর এদিকে নতুন করে কোনো শিক্ষিত যুব সমাজ গড়ে উঠবে না। তিরিশ বছর পর যখন তুমি নিজেকে খোদা বলে দাবী করবে, তখন তোমার বিরুদ্ধে প্রতিবাদ করার মত কেউ থাকবে না। শিক্ষিতরা বয়সের কারণে মেরুদন্ডহীন, আর যুবকদের মেরুদন্ড তো তুমি শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করে আগেই ভেঙ্গে দিয়েছো। কাজেই, তিন দশক পর তুমিই মিশরের খোদা।
হামানের পরামর্শ শুনে ফেরাউন পুলকিত হল। এই না হলে বন্ধু। এমন বন্ধুই তো দরকার। যোগ্য ব্যক্তিকেই মন্ত্রী পদে নিযুক্ত করেছে সে। হামানের পরিকল্পনা মত কাজ করলে সত্যি সত্যিই তিরিশ বছর পর সে মিশরের খোদা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ফেরাউন চোখের সামনে অদূর ভবিষৎ দেখতে পেল।
উপরের কথপোকথনটা আমার লেখক মস্তিস্কের কল্পনা। ৪০০০ বছর আগে ফেরাউন হামানের সাথে কী কী কথা বলেছিলো আমার জানার কথা না। তবে ঘটনার প্রেক্ষাপট ছিল ঠিক এমনই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেই ফেরাউন নিজেকে খোদা দাবী করেছিল। একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে সহজ পদ্ধতি এটা। সুশিক্ষিত জাতিকে পারমানবিক বোমা মেরেও ধ্বংস করা যায় না। জাপান তার শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কোনো জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।
পৃথিবীর ভূপৃষ্টে বাঙালী নামে একটা জাতি আছে। অদূর ভবিষ্যতে সেই জাতির নতুন প্রজন্ম একটি প্রতিবন্ধী প্রজন্ম হিসেবে আবির্ভাব ঘটবে।
কারণ, সেই দেশে বানিজ্যমেলায় আইসক্রিম ড্যান্স দিতে মানুষের ভীর সামলানো যায় না। নিউমার্কেটে শীতের কেনাকাটা দেখলে মনে হয় ইদের আগের চাঁদরাত।
অথচ করোনার দোহাই দিয়ে মাসের পর মাস স্কুল-কলেজ বন্ধ ঘোষনা করা হয়। বাচ্চারা বই রেখে টিকটক সেলিব্রিটি হওয়ার বাসনায় রাত জাগে।
ওই একই দেশে বানিজ্যমেলায় করোনা বসবাস না করলেও বইমেলায় করোনার জন্মস্থল হিসেবে নিশ্চিত করা হয়।
ওই দেশে সবচেয়ে সস্তা বস্তুটির নাম হচ্ছে "বই"
লেখক--কবি সাহেব।