Weather BD - বাংলাদেশের আবহাওয়া

Weather BD - বাংলাদেশের আবহাওয়া Now you are visiting Bangladesh's first Facebook weather News page. For getting correct and update ⛅
(32)

Today's Weather News....Save The People from Storm...
following by Bangladesh
Meteorological
Department.

#জেনে_নিন_আবহাওয়ার কিছু সংকেতসমূহ:
১. নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :-
এর অর্থ বঙ্গোপসাগরের কোন
একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এব
সৃষ্টি হতে পারে৷(একটি লাল পতাকা )
২. নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :-
সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷
৩. নম্বর স্থানীয় সতর্ক সংকেত :-
এর অর্থ বন্দর দমকা হাওয়ার সম্ম

ুখীন
৷(দুইটি লাল পতাকা)
৪. নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ
বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে,
তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
৫. নম্বর বিপদ সংকেত :- এর অর্থ
হচ্ছে অল্প বা মাঝারী ধরনের
ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের
দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম
করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব
দিক দিয়ে)৷
৬. নম্বর বিপদ সংকেত :- এর অর্থ
হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড়
হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷
ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক
দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷
(মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক
দিয়ে)৷
৭. নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প
অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়
হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে৷
ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ
দিয়ে অথবা উপর দিয়ে উপকূল
অতিক্রম করতে পারে৷(তিনটি লাল
পতাকা)
৮. নং মহাবিপদ সংকেত :- এর অর্থ
প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের
আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷
ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ
দিক দিয়ে উপকূল অতিক্রম
করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব
দিক দিয়ে)৷
৯. নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ
প্রচণ্ড ঘূর্ণিঝড়ের
প্রভাবে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷
ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের
উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম
করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের
বেলায় পশ্চিম দিক দিয়ে)৷
১০. নম্বর মহাবিপদ সংকেত :- এর
অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের
প্রভাবে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব
কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল
অতিক্রম করতে পারে ।
১১. নম্বর যোগাযোগ
ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার
সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ
কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ
ব্যবস্থা বিচ্ছিন্ন
হয়ে গিয়েছে এবং স্থানীয়
অধিকর্তার বিবেচনায় চরম
প্রতিকূল আবহাওয়ার
আশঙ্কা রয়েছে .

10/12/2023

আজ (১০-১২-২০২৩ সন্ধ্যা ০৬ টা থেকে) পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস :
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
প্রথম দিন (১০.১২.২০২৩ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে)।
বৃষ্টিপাত: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের
উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে।

শীতের আগমনী বার্তা।
08/12/2023

শীতের আগমনী বার্তা।

07/12/2023

দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ০৭ ই ডিসেম্বর ২০২৩ | বার : বৃহস্পতিবার ২২ শে অগ্রহায়ণ ১৪৩০ হেমন্তকাল।

আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আগামি ৭ ই ডিসেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।

আকাশ : দেশের আকাশ সকল এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে।

বৃষ্টি : ৭ ডিসেম্বর দেশের অনেক স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারিবৃষ্টি হতেপারে।

▪৬ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় দিনাজপুর ৩ মিলিমিটার (bmd)

৬ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজার ৩৩.০০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া ১৪.৮০°সেলসিয়াস। ( bmd)

তাপমাত্রা : রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিবলয় : শীতল সক্রিয় ( ৫ টু ৮ ই ডিসেম্বর)
পরবর্তী বৃষ্টিবলয় : শীতল ২ অথবা জুই।
বজ্রপাত : আছে কিছু এলাকায়।
দমকা হাওয়া : কিছুটা।
কুয়াশা : ভোরের দিকে দেশের নদী অববাহিকায় মাঝারি কুয়াশা পড়তেপারে।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : নেই
ম্লান সূর্যের কিরণ ১ থেকে ২ ঘন্টা, পাওয়া যেতেপারে স্থানভেদে।

সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল! নেই
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই।
সূর্যগ্রহণ : ০৮ ই এপ্রিল ২০২৪।
চন্দ্রগ্রহণ : ২৫ শে মার্চ ২০২৪,
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ২৭ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১২ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৪৫ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৫.৬৫ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
আসুন এক নজরে দেখে নেই আগামী ৭ ই ডিসেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ২৫° ২০° সে.
চট্টগ্রাম ২৮° ২১° সে.
রাজশাহী ২৫° ২০° সে.
খুলনা ২৫° ২১° সে.
সিলেট ২৭° ১৯° সে.
বরিশাল ২৫° ২০° সে.
রংপুর ২৭° ১৯° সে

07/12/2023

07/12/2023

০৭/১২/২০২৩ ইং তারিখ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসঃ
আকাশ : আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া : বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাতাস : উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা : দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সকাল ০৬ টায় তাপমাত্রা : ১৯.৩ °সে।
সকাল ০৬ টায় আদ্রতা : ৯৫%।
গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা : ২৭.০°সে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.২°সে।
আজকের সূর্যাস্ত : সন্ধ্যা ০৫-১১ মি।
আগামীকালের সূর্যোদয় : ভোর ০৬-২৯ মি।
গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত : ১০ মি: মি: ।

• এ সপ্তাহে দৈনিক উজ্জ্বল সূর্যকিরণ কাল ৬.৫০ থেকে ৮.৫০ ঘন্টার মধ্যে থাকতে পারে।এ সপ্তাহে বাষ্পীভবনের দৈনিক গড় ৩.০০ থেকে...
06/12/2023

• এ সপ্তাহে দৈনিক উজ্জ্বল সূর্যকিরণ কাল ৬.৫০ থেকে ৮.৫০ ঘন্টার মধ্যে থাকতে পারে।
এ সপ্তাহে বাষ্পীভবনের দৈনিক গড় ৩.০০ থেকে ৫.০০ মি.মি. এর মধ্যে থাকতে পারে।
• এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
·
এ সময়ের শেষেরদিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

06/12/2023

০৬.১২.২০২৩ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে আবহাওয়া পরিস্থিতি:-
বৃষ্টিপাত: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ
হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ
হতে পারে।
তাপমাত্রা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ের অশোকনগরে বন্যা।
06/12/2023

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ের অশোকনগরে বন্যা।



05/12/2023

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে০৩ (তিন) নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে আজ (০৫ ডিসেম্বর ২০২৩) বিকাল ০৩ টায় ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ।
#ঘূর্ণিঝড়_মিগজাউম

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১ (তারিখ: ০৫.১২.২০২৩খ্রিঃ)পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় '...
05/12/2023

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১ (তারিখ: ০৫.১২.২০২৩খ্রিঃ)
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মিগজাউম' আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর
হয়ে একই এলাকায় (১৪.৮° উত্তর অক্ষাংশ এবং ৮০.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সকাল ০৬ টায় (০৫ ডিসেম্বর
২০২৩) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র
বন্দর থেকে ১৩৪৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আজ (০৫
ডিসেম্বর ২০২৩) সকাল নাগাদ নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার
আকারে ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের
কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
(ঝড় সতর্কীকরণ কেন্দ্র ই-২৪, আগারগাঁও, ঢাকা-১২০৭)
#মিগজাউম
#ঘূর্ণিঝড়_সতর্কতা



05/12/2023

বঙ্গপ্রসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "মিগজাউম" শব্দটির অর্থ কী?
ঘূর্ণিঝড় মিগজাউম-এর নামকরণ করেছে মায়ানমার। মিগজাউম শব্দের অর্থ শক্তি বা প্রতিরোধ। ২০০০ সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-এর অন্তর্গত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওমান ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। পরে এই প্য়ানেলে ২০১৮ সালে সামিল হয় ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী। ঝড়ের নাম ঠিক করার জন্য কিছু নাম প্রস্তাব করেছে প্রত্যেক দেশ। 'প্যানেল অন ট্রপিকল সাইক্লোন'-এর কাছে সেই নামগুলি পেশ করা হয়। তারপর একটি তালিকা করা হয়।
#মিগজাউম

ঘূর্ণিঝড়  #মিগজাউম এর সম্ভাব্য গতিপথ।
05/12/2023

ঘূর্ণিঝড় #মিগজাউম এর সম্ভাব্য গতিপথ।

05/12/2023

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউ’ আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোরের( ৫ ডিসেম্বর) মধ্যে নিলর ও মাসুলিপট্টমের নিকট হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকুল অতিক্রম করতে পারে।
(বিস্তারিত আসছে.....)
#ঘূর্ণিঝড়_সতর্কতা

ঘূর্ণিঝড় মিগজাউমের বর্তমান অবস্থান।
05/12/2023

ঘূর্ণিঝড় মিগজাউমের বর্তমান অবস্থান।

ঘূর্ণিঝড় ‌‘মিগজাউম’ আরও উত্তরে অগ্রসর হয়েছেবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তরে অগ্রসর হয়েছে। মঙ্গলবার আবহাওয়া ...
05/12/2023

ঘূর্ণিঝড় ‌‘মিগজাউম’ আরও উত্তরে অগ্রসর হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তরে অগ্রসর হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোররাত নাগাদ নিলর ও মাসুলিপট্রমের কাছ দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূল থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

02/12/2023

এইমাত্র বাংলাদেশের ঢাকা ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত...... মাত্রা ছিল ৫.৫ মেগাহার্জ।

17/11/2023

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মিধিলি' (MIDHILI) উত্তর-উত্তরপূর্ব দিকে
অগ্রসর হয়ে আজ (১৭ নভেম্বর ২০২৩) বিকাল ৩ টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও
তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে
ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর
স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর (পুন:) ত
(তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা
হয়েছে।

ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।
17/11/2023

ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

24/10/2023

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হামুন ।।

টাইফুন কোইনুরের প্রভাবে লন্ডভন্ড তাইওয়ান।
06/10/2023

টাইফুন কোইনুরের প্রভাবে লন্ডভন্ড তাইওয়ান।

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়বাংলাদেশে ফের আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশম...
02/10/2023

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়

বাংলাদেশে ফের আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।


পূর্ণিমার চাঁদ।
30/09/2023

পূর্ণিমার চাঁদ।

আগামীকাল আকাশে দেখা মিলবে  ‘নিশিমুরা ধূমকেতু’, যা ৪৩৭ বছরে একবার দেখা যায়। এটি সূর্যাস্ত থেকে সূর্যদয় পর্যন্ত দেখা যাব...
12/09/2023

আগামীকাল আকাশে দেখা মিলবে ‘নিশিমুরা ধূমকেতু’, যা ৪৩৭ বছরে একবার দেখা যায়। এটি সূর্যাস্ত থেকে সূর্যদয় পর্যন্ত দেখা যাবে। রাত যত গভীর হবে ধূমকেতুটি তত উজ্জ্বল হবে। দেখা যাবে খালি চোখেই।

অবস্থান হবে পশ্চিম থেকে পূর্ব দিকে...✨
আজকে রাতে আকাশে চোখ রাখুন শিশিমুরা ধুমকেতু খালিচোখে দেখতে।

সোর্স: সময় টিভি

12/08/2023

দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

01/08/2023

দেশের সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে।

25/07/2023

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

20/07/2023

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ২২ মিনিটে।

বিস্তীর্ণ নীল আকাশ।
24/06/2023

বিস্তীর্ণ নীল আকাশ।

বৃষ্টির দিনে চায়ের সাথে পাশে বন্ধু থাকলে তো কথাই নেই ❤☕️📷: Susmita Saha
23/06/2023

বৃষ্টির দিনে চায়ের সাথে পাশে বন্ধু থাকলে তো কথাই নেই ❤☕️
📷: Susmita Saha

16/06/2023

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট।

গরমেও কুয়াশ!!!! #প্রকৃতির_রুপ
28/05/2023

গরমেও কুয়াশ!!!!
#প্রকৃতির_রুপ

25/05/2023

শিলাবৃষ্টি নাকি বোম!! আস্তো ৫ কেজি ওজনের শিলাবৃষ্টি হলো | weather_BD

গরমের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদপ্তরবঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের পর সারাদেশে আবারও গরম বাড়তে ...
22/05/2023

গরমের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের পর সারাদেশে আবারও গরম বাড়তে শুরু করেছে। প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তি খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২০ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে, এ সময়ে সমুদ্রবন্দরগুলোর জন কোনো সতর্কতা নেই।

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শেষ না হতেই আবার দুঃসংবাদ। এর মধ্যেই দক্ষিণ ভারত মহাসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেখা গেছে।...
16/05/2023

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শেষ না হতেই আবার দুঃসংবাদ। এর মধ্যেই দক্ষিণ ভারত মহাসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেখা গেছে।

রবিবার (১৪ মে) জুম আর্থে দেখা যায়, নতুন এই ঘূর্ণিঝড়ের নাম 'ফ্যাবিয়েন'। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ঝড়টি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে।

এটি সোমবার (১৫ মে) ১০০ কিলোমিটার, মঙ্গলবার ১২০ কিলোমিটার, বুধবার ১৬৫ কিলোমিটার, বৃহস্পতিবার ১৫৫ কিলোমিটার এবং শুক্রবার ১৫০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করেছে। উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র বিকাল ৩টায় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগে অবস্থান করছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করবে এবং ক্রমান্বয়ে দুর্বল হবে।


 #ঝড় 🌀: ফ্যাবিয়েন মেটিও-ফ্রান্স ভারত মহাসাগর অনুসারে, ➡️ মাঝারি গ্রীষ্মমন্ডলীয় ঝড় 10 নম্বর ফ্যাবিয়েন চলছে কেন্দ্রে ...
14/05/2023

#ঝড় 🌀: ফ্যাবিয়েন

মেটিও-ফ্রান্স ভারত মহাসাগর অনুসারে,

➡️ মাঝারি গ্রীষ্মমন্ডলীয় ঝড় 10 নম্বর ফ্যাবিয়েন চলছে

কেন্দ্রে আনুমানিক চাপ: 1001 hPa।

14 মে স্থানীয় সময় সকাল 10টায় অবস্থান: 4.8 দক্ষিণ / 82.4 পূর্ব।

পুনর্মিলনের উপকূল থেকে দূরত্ব: সেক্টরে 3395 কিমি: পূর্ব-উত্তর-পূর্ব

চলাচল: পশ্চিম-দক্ষিণ-পশ্চিম, 20 কিমি/ঘন্টা বেগে।

পদ্ধতিগত তথ্য:

- 10-20222023 সিস্টেমটি এই রবিবার সকালে মাঝারি গ্রীষ্মমন্ডলীয় ঝড় পর্যায়ে পৌঁছানোর জন্য রাতারাতি নিজেকে সংগঠিত করতে থাকে, যার নাম Fabien 06utc.
- এই সিস্টেমটি দিয়েগো-গার্সিয়ার পশ্চিমে বসতিভূমি থেকে অনেক দূরে অবস্থান করে দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়া উচিত। আগামী সপ্তাহে এটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছাতে পারে।
আগামী কয়েক দিনের এই নিম্নচাপ ব্যবস্থার তীব্রতা এবং অবস্থানের পূর্বাভাস এখানে দেওয়া হল:

মাঝারি গ্রীষ্মমন্ডলীয় ঝড়,
কেন্দ্র 05/15 তারিখে সকাল 10টায় স্থানীয়, 5.6 দক্ষিণ / 78.5 পূর্বে অবস্থান করে।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়,
কেন্দ্র 05/16 তারিখে সকাল 10টায় স্থানীয়, 6.8 দক্ষিণ / 75.9 পূর্বে অবস্থান করছে।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়,
কেন্দ্র 05/17 তারিখে সকাল 10 টা স্থানীয়, 8.8 দক্ষিণ / 74.6 পূর্বে অবস্থান করে।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়,
কেন্দ্রের অবস্থান 05/18 তারিখে সকাল 10 টা স্থানীয়, 10.4 দক্ষিণ / 73.2 পূর্বে।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়,
05/19 তারিখে সকাল 10 টা স্থানীয়, 11.1 দক্ষিণ / 72.1 পূর্বে কেন্দ্রের অবস্থান।

একই সাথে দক্ষিণ এশিয়ায় দুটি ঝড়ের অবস্থান।ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ও ফেবিয়েন।
14/05/2023

একই সাথে দক্ষিণ এশিয়ায় দুটি ঝড়ের অবস্থান।
ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ও ফেবিয়েন।


14/05/2023

মোখার কেন্দ্র ৩টা নাগাদ উপকূল পেরোতে পারে।

14/05/2023

গতি বাড়িয়ে কক্সবাজারের আরও কাছে ঘূর্ণিঝড় ‘মোখা’

14/05/2023

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সেন্টমার্টিনে যেহেতু বড় কোনও অবকাঠামো নেই, সেহেতু ঝড়টি কোথাও বাধা পাবে না। সরাসরি দ্বীপে এসে আঘাত করবে। ঝড়ের কেন্দ্র যখন সেন্টমার্টিন অতিক্রম করবে তখন দ্বীপের এই পাড় থেকে পানি ওই পাড়ে চলে যাবে। ঝড়ের তীব্রতার কারণে কিছু সময়ের জন্য তলিয়ে যেতে পারে দ্বীপটি।

14/05/2023

এইমাত্র পাওয়া-

সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের বেগ, পাল্লা দিয়ে বাড়ছে পা‌নির উচ্চতা।

Address

Meteorological Research Zone, Rajbari Sadar, Rajbai
Dhaka
7700

Alerts

Be the first to know and let us send you an email when Weather BD - বাংলাদেশের আবহাওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weather BD - বাংলাদেশের আবহাওয়া:

Videos

Share

Category

Nearby media companies


Other Newspapers in Dhaka

Show All

You may also like