Weather BD - বাংলাদেশের আবহাওয়া

Weather BD - বাংলাদেশের আবহাওয়া Now you are visiting Bangladesh's first Facebook weather News page. For getting correct and update ⛅
(30)

Today's Weather News....Save The People from Storm...
following by Bangladesh
Meteorological
Department.

#জেনে_নিন_আবহাওয়ার কিছু সংকেতসমূহ:
১. নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :-
এর অর্থ বঙ্গোপসাগরের কোন
একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এব
সৃষ্টি হতে পারে৷(একটি লাল পতাকা )
২. নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :-
সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷
৩. নম্বর স্থানীয় সতর্ক সংকেত :-
এর অর্থ বন্দর দমকা হাওয়ার সম্ম

ুখীন
৷(দুইটি লাল পতাকা)
৪. নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ
বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে,
তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
৫. নম্বর বিপদ সংকেত :- এর অর্থ
হচ্ছে অল্প বা মাঝারী ধরনের
ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের
দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম
করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব
দিক দিয়ে)৷
৬. নম্বর বিপদ সংকেত :- এর অর্থ
হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড়
হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷
ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক
দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷
(মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক
দিয়ে)৷
৭. নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প
অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়
হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে৷
ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ
দিয়ে অথবা উপর দিয়ে উপকূল
অতিক্রম করতে পারে৷(তিনটি লাল
পতাকা)
৮. নং মহাবিপদ সংকেত :- এর অর্থ
প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের
আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷
ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ
দিক দিয়ে উপকূল অতিক্রম
করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব
দিক দিয়ে)৷
৯. নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ
প্রচণ্ড ঘূর্ণিঝড়ের
প্রভাবে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷
ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের
উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম
করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের
বেলায় পশ্চিম দিক দিয়ে)৷
১০. নম্বর মহাবিপদ সংকেত :- এর
অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের
প্রভাবে বন্দরের
আবহাওয়া দুর্যোগপূর্ণ
থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব
কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল
অতিক্রম করতে পারে ।
১১. নম্বর যোগাযোগ
ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার
সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ
কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ
ব্যবস্থা বিচ্ছিন্ন
হয়ে গিয়েছে এবং স্থানীয়
অধিকর্তার বিবেচনায় চরম
প্রতিকূল আবহাওয়ার
আশঙ্কা রয়েছে .

24/10/2024

ঘূর্ণিঝড় ‘দানা’ তাণ্ডব চালাবে ৩ জেলায়, আরও যা জানা গেল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে এরইমধ্যে রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে এবং বর্তমানে ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আছড়ে পড়ার সময় দানা’র বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে আতঙ্কে রয়েছে গোটা ওড়িশা। ইতোমধ্যেই ভারতের আবহাওয়া বিভাগ এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বা আছড়ে পড়ার সম্ভাব্য জায়গার কথাও উল্লেখ করেছে। বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দূরে রয়েছে ‘দানা’। ধামারা থেকে ৩১০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে।

ভারতের আবহাওয়া বিভাগের ভুবনেশ্বর আঞ্চলিক অফিসের তথ্য বলছে, এই ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যাবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায়। এই তিন জেলায় তাই বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজ্যের কোন কোন জোলায় কত গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে তারও একটি তথ্য দিয়েছে ভুবনেশ্বর আঞ্চলিক আবহাওয়া অফিস। ওই অফিসের অধিকর্তা মনোরমা মোহান্তি গণমাধ্যমকে জানিয়েছেন, ময়ূরভঞ্জ জেলায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। জগৎসিংহপুর, কটক, জাজপুর জেলায় এই গতিবেগ হতে পারে ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।



অন্যদিকে পুরী, খুরদা, ঢেঙ্কানল এবং কেওনঝড়ে ‘দানা’র গতি হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার, সুন্দরগড়ে ৫০-৬০ কিমি, গঞ্জাম নয়াগড়, আঙ্গুল, দেওগড় এবং সম্বলপুরে এই ঝড়ের গতি হতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
ঝোড়ো হাওয়ার পাশাপাশি এই জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টি হবে ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, খুরদা, পুরী এবং গঞ্জাম জেলায়।
ভারি বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে পুরী, খুরদা, নয়াগড়, কেওনঝড় এবং ঢেঙ্কানলের বেশ কিছু জায়গায়। শুক্রবার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ময়ূরভঞ্জ, কেওনঝড়, ভদ্রক এবং বালেশ্বরে।
এদিকে, প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। ঘূর্ণিঝড় দানার বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

রাতেই ‘দানা’র গতি উঠতে পারে ১০০ কিমিবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার...
24/10/2024

রাতেই ‘দানা’র গতি উঠতে পারে ১০০ কিমি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন ৬- এ জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
এদিকে ভারতের আলিপুর আবহাওয়া কেন্দ্রের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দানা এখনও সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে। শক্তি বাড়িয়ে রাতে তা ‘প্রবল’ আকার নিলে হাওয়ার বেগ আরও বাড়বে। মধ্যরাতের পর থেকেই সমুদ্রের ওপর হাওয়ার গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। আর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তা ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে।
বুধবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া ভারতের আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত সমুদ্রের ওপর ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও হতে পারে ১২০ কিলোমিটার। শুক্রবার ঝড়ের বেগ কিছুটা কমতে পারে। ওইদিন সকালে ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত ঝড় চলতে পারে। রাতে ঝড়ের গতি কমে হবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে পারে। অর্থাৎ, ল্যান্ডফলের (স্থলভাগ অতিক্রম) পর ঝড়ের গতি কমে যাবে। শক্তি হারিয়ে শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি আবার নিম্নচাপে পরিণত হবে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ১৪ জনের মৃত্যুগ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১৪ জনে...
24/10/2024

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ১৪ জনের মৃত্যু

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, ঘূর্ণিঝড়টি দেশের পূর্ব উপকূলের কাছাকাছি এগিয়ে আসায় কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।

বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করছে ফিলিপিন্সের কোস্টগার্ড সদস্যরা।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এতে বলা হয়, ‘ট্রামি’র চিহ্ণিত বিপজ্জনক এলাকায় আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া, মুষলধারে বৃষ্টির ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। আর পুরো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

পুলিশ প্রধান এরুইন রেবেলন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে বিকল অঞ্চলের নাগা শহরে কমপক্ষে ১২ জনের মৃত্যু।

ঘূর্ণিঝড়  #দানা'র সম্ভাব্য গতিপথ। ⟳
24/10/2024

ঘূর্ণিঝড় #দানা'র সম্ভাব্য গতিপথ। ⟳


ঘূর্ণিঝড় "দানা"র বর্তমান অবস্থান।🌀🌪️🌊
24/10/2024

ঘূর্ণিঝড় "দানা"র বর্তমান অবস্থান।🌀🌪️🌊


পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “দানা” আরো উত্তর-উত্তরপশ্চিম দিক...
24/10/2024

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “দানা” আরো উত্তর-
উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর
অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সকাল ০৬ টায় (২৪ অক্টোবর ২০২৪) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে
৫৯৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কি.মি.
দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে
অগ্রসর হতে পারে।
প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর
অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (> ৮৯ মি.মি.) বর্ষণ
হতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা
ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


 #ঘূর্ণিঝড়_দানা #দানা
23/10/2024

#ঘূর্ণিঝড়_দানা
#দানা

পূর্বমধ্য  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি  ঘূর্ণিঝড় “দানা’  এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।...
23/10/2024

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় “দানা’ এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে। সকল সমুদ্রবন্দরকে দুরবর্তী সতর্কতা সংকেত দুই (পুনঃ) দুই দেখাতে বলা হয়েছে।

01/10/2024

The Moon is the reflection of your heart, and moonlight is the twinkle of your love.Time: 1am, Date:18th September 2024P...
19/09/2024

The Moon is the reflection of your heart, and moonlight is the twinkle of your love.

Time: 1am, Date:18th September 2024
Photo Credit: সাদমান সাকিব নোবেল

15/09/2024

ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রুপান্তরিত হয়ে সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা
০৬ টায় (১৪ সেপ্টেম্বও, ২০২৪) গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। এটি আরো
পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর
সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের
উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বঙ্গপ্রসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
15/09/2024

বঙ্গপ্রসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।

এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ অঞ্চলসমূহ।
26/08/2024

এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ অঞ্চলসমূহ।

আকাশে রামধনু। 🌈🌈🌈
26/08/2024

আকাশে রামধনু। 🌈🌈🌈

25/08/2024

বন্যার সময় ও শেষে নির্দেশনাসমূহ।

ঐ দূরে বৃষ্টি হচ্ছে।
24/08/2024

ঐ দূরে বৃষ্টি হচ্ছে।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খ...
22/08/2024

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও ৪৮ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। (সূত্র: দৈনিক প্রথম আলো)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Weather BD - বাংলাদেশের আবহাওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weather BD - বাংলাদেশের আবহাওয়া:

Videos

Share

Category

Nearby media companies