ভালোবাসার ক্যানভাস

ভালোবাসার ক্যানভাস হৃদয় ছোঁয়া ভালোবাসার
অসাধারণ কিছু ভালোলাগার কথা 🥰💙 হৃদয় ছোঁয়া ভালোবাসার
অসাধারণ কিছু
ভালো লাগার কথা...
কখনো আবেগ,
কখনো বাস্তবতা..

শুভ মকর সংক্রান্তি-১৪৩১..❤️
14/01/2025

শুভ মকর সংক্রান্তি-১৪৩১..❤️

কেন নিয়ম ভা'ঙা যায় না?কাউকে খুব করে মন চাইলেও, সুখে থাকার তাগিদে নিয়ম ভে'ঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না?কারো প্...
09/01/2025

কেন নিয়ম ভা'ঙা যায় না?
কাউকে খুব করে মন চাইলেও, সুখে থাকার তাগিদে নিয়ম ভে'ঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না?

কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও, কেন নিয়ম ভে'ঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন।
কাউকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভে'ঙে তাকে জড়িয়ে ধরা যায় না?

কারো জন্য প্রচন্ড কষ্ট হলেও, কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয়?
কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না?
কারো হাত ধরে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না?

কারো জন্য বুকের ভিতর আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভে'ঙে প্রকাশ করা যায় না?
বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্ট ভাবে জেনে গেছি নিয়ম ভে'ঙে থাকা যায় না...

কেন কিছু নিষ্ঠুর নিয়মের তি'ক্ত দায়ভারে ভেতরটা ভে'ঙে চু'রে যায়?
নিয়ম কি জীবনের থেকেও বেশি মূল্যবান?

কেন নিয়ম ভা'ঙা যায় না?!

- সায়েম উদ্দিন রাকিব

❞কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী। ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি ...
08/01/2025

❞কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী। ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর।
অতি প্রিয় কোনকিছু ছুঁয়ে ফেলতে নেই। দূরত্বই সুন্দর। 🖤✨

___ • সু'হা'সি'নী' • 🌸

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
08/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤

©

ভালোবেসে মানুষ নাকি অন্ধ হয় ! অথচ দেখো, মনের চোখ খোলা রেখে আমি শুধু তোমায় দেখি । মন, মস্তিষ্ক আর শরীর জুড়ে শুধু তোমার বি...
08/01/2025

ভালোবেসে মানুষ নাকি অন্ধ হয় !
অথচ দেখো, মনের চোখ খোলা রেখে আমি শুধু তোমায় দেখি । মন, মস্তিষ্ক আর শরীর জুড়ে শুধু তোমার বিচরণ, তোমায় ছাড়া প্রেম জমে না !
এ চোখে তাকিয়ে দেখো, কিছুই বোঝো না তুমি ? সত্যি বোঝো না ? আমি তো তোমায় বুঝি, তোমায় খুঁজি । যে ফুল মানুষ ভুল করে ছিঁড়ে, সেই ফুল তো তুমি নও ।
মনের বাগানে তুমিই একমাত্র ফুল ।
যে বাগানের মালি শুধু আমি, রোজ ভালোবেসে একটু একটু করে সতেজ করে তুলি তোমায় ।
ভালোবাসা অধিকারবোধের জন্ম দেয় ।
জোর করতে হয় না, জোর খাটাতে হয় না । তুমি আমার মানে পুরোটাই শুধু আমার । ভালোবেসে মানুষ যে ফুল নষ্ট হতে দেয় না, সেই ফুলের নাম “ তুমি ”।
এই যে এত মাখোমাখো প্রেম, এত ভালোবাসা, তোমার কী মন ভরে না তাতে ? এই চোখের দিকে তাকিয়ে দেখো, অস্বীকার করিনি । ভালোবেসে আমিও বুঁদ হয়ে আছি । তোমায় ছাড়া কোনো ফুল আমার প্রিয় নয় । আমার পছন্দের ফুল, তোমার ঐ নাক ফুল । অযত্নে, অবহেলায় সে ফুল নষ্ট হতে দেই কী করে? বলো তো...।

©

কোন কারণ ছাড়াই কাউকে ভালবাসতে পাড়াই প্রেম বাকি সব লেনদেন। – প্রবর রিপন©
07/01/2025

কোন কারণ ছাড়াই কাউকে ভালবাসতে পাড়াই প্রেম
বাকি সব লেনদেন।

– প্রবর রিপন

©

- আমার তো বুকে থাকার লোভ! একদম বুক ঘেষে, বুক আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ। অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়...
06/01/2025

- আমার তো বুকে থাকার লোভ! একদম বুক ঘেষে, বুক আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ। অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে লণ্ডভণ্ড সব! বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায়না। তবে আমি নই, তুমি। আমি চাই, তুমিই আগে আসো। এসে খুব শক্ত করে জড়িয়ে ধরে চুমু খাও, বুকের সাথে বুক-মাথা মিশিয়ে ধরো। তারপর তো আমি সাড়া দিবো।

- অভিমানে আমি চাই আদর। নরম আদর, শীতের কোলাজ সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন, ঠিক তেমন। আমি চাই, অবুঝ শিশুর মতো বুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে। ঘুম না আসা রাতে, তোমার কাজল চোখে তাকিয়ে নির্ঘুম কাটিয়ে দিতে চাই।

- আমার যে বুকে থাকার লোভ! অভিমানে, হতাশায় বুকের সাথে বুক, বুকের উপর মাথা রাখার লোভ। আমি যে আদর চাই, যে রাতে ভীষণ কান্না পায়, নিজেকে খুব একা লাগে, সেই রাতেই আমার ভীষণ আদর চাই। আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না, কষ্ট লাগে না!'😌🌸

© - অর্বাচীন

প্রতিনিয়ত এই পৃথিবী আমাকে মনে করিয়ে দেয় আমাকে কঠিন হতে হবে। আমি কঠিন হয়ে গেছি প্রচন্ড,প্রকৃতি আমাকে তা বুঝিয়েও দেয়। আমি ...
06/01/2025

প্রতিনিয়ত এই পৃথিবী আমাকে মনে করিয়ে দেয়
আমাকে কঠিন হতে হবে।
আমি কঠিন হয়ে গেছি প্রচন্ড,
প্রকৃতি আমাকে তা বুঝিয়েও দেয়।

আমি বুঝতে শিখেছি মানুষ মূলত এক।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,জীবনের পথ এ পথে
চলতে চলতে অনেকেই সঙ্গী হবে,
যার সঙ্গ দেবার সময় শেষ,তিনি চলে যাবে।
চলে যেতে হয়, চলে যেতে দিতে হয়! তবেই তো মুক্তি!
আমি জেনে গেছি মানুষ মূলত একা।

শিমুল তুলোর মতো নরম এক মনকে আমি ভেঙেচুড়ে কংক্রিট করে ফেলেছি।
আমি সবাইকে বুঝিয়ে গেছি,মানুষ মূলত একা।
মনে হয়েছে,এ আমার দায়িত্ব।
ভালোবাসি বলেই সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি।
আসির আরমানের বলা সে কথাটা আমার কানে বাজে,
"একা বেঁচে থাকতে শেখো প্রিয়।"

আমি জেনে গেছি, দিনশেষে মানুষ মূলত একা।
আগে, পিছে কিংবা সাথে কেউ নেই। কেউ থাকে না।

আমি জন্মেছিলাম আমার মায়ের কোলে,
শিমুল তুলোর মতো নরম মনে।
এই পৃথিবী আমাকে প্রতিবার বুঝিয়ে দিয়েছে কঠিন হতে হবে। কঠিন হতে হয়।
অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে কঠিন তোমাকে হতেই হবে।

এই পৃথিবীর সবাই আগলে রাখবার জন্যে জন্মায় না।
কেউ কেউ কঠিন বাস্তবকে বুঝিয়ে যাবার জন্যেও জন্মায়। আমার কোমল কবিতারা হারিয়ে গেছে।
সেখানে আজ কেবল বিধ্বংসী,ক্ষতবিক্ষত লাশের ছড়াছড়ি।
এই পৃথিবীতে কত কোমল কবিতা চাপা পড়ে মরে গেছে কংক্রিটের আড়ালে,তার হিসেব আমার সৃষ্টিকর্তাই রাখুক। ভালোবাসুক।

©

যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন, তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে।কোনো গসিপ ছড়...
06/01/2025

যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন, তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে।

কোনো গসিপ ছড়ানোর সুযোগ থাকবে না।আপনার সিদ্ধান্ত নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না।

সবাই, যাদের আপনি বন্ধু মনে করেন বা বন্ধু বলে ডাকেন, তারা সত্যিকারের বন্ধু নয়।

কিছু মানুষ কেবল শত্রুদের খবর পৌঁছানোর জন্যই আপনার বন্ধু সাজে।

আপনার কাকে বন্ধু মনে করবেন, সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি, যিনি বন্ধু সেজে আপনার আস্থা অর্জন করে।

গোপনীয়তাই আপনার শক্তি; মানুষ যা জানে না, তা তারা নষ্ট করতে পারবে না।

©

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও? আমায় নাকি দূরত্ব —তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।আমিও নিরব থেকে তোমার দূরত্বের...
05/01/2025

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও?
আমায় নাকি দূরত্ব —
তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।
আমিও নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।

দূরত্বে থাকার ইচ্ছেয় তুমিও অজুহাতের পথে হাঁটলে—
খুঁজে পেলে নিরবতার অজুহাত —
হ্যাঁ,নিরবতার অজুহাত__দূরত্ব তোমায় টানছে খুব।
তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম।

তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ,বলব না দূরত্ব কমাও—
বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছোয়।

অনিহার দৃষ্টিতে আমার সীমানা ছুঁয়ো না।
হ্যাঁ,সীমানা ছুঁয়ো না—
এইযে বারণ করলাম এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল, আমার থেকে দূরত্বে থাকতে বারণ হোক তোমার প্রধানস্ত্র।

__দূরত্ব যখন প্রয়োজন অজুহাত তখন প্রধানস্ত্র

©

মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে,মৃত মানুষ ফিরে আসেনা কখনও এমনটা ভেবে মন সান্ত্বনা পেয়ে শোক সা...
03/01/2025

মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে,
মৃত মানুষ ফিরে আসেনা কখনও এমনটা ভেবে মন সান্ত্বনা পেয়ে শোক সামলে ওঠে....!!

কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধহয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায়,
এখানে অপেক্ষা থাকে কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না....!!

আশা আছে, তবে নিশ্চয়তা?
চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবার্থ বলে বুঝানো সম্ভব?
এখানে কোনো সান্ত্বনা নেই....!!

©

💔
31/12/2024

💔

মৃ'ত্যুতেই শান্তি -
29/12/2024

মৃ'ত্যুতেই শান্তি -

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে, আমাদের মহান বিজয় দিবস,তাদের জানাই বিনম্র শ্রদ্ধা.!🌸🌻
16/12/2024

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে,
আমাদের মহান বিজয় দিবস,
তাদের জানাই বিনম্র শ্রদ্ধা.!🌸🌻

16/12/2024

_অপেক্ষা সুন্দর 🖤

লেখা- মুক্তা কুন্ডু
08/12/2024

লেখা- মুক্তা কুন্ডু

07/12/2024

🖤🖤

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার ক্যানভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসার ক্যানভাস:

Videos

Share

Category