তুমি প্রেমিকা না হয়ে, একটি প্রেমের ঘর হইও।
যা হবে আমার জন্য একটু শান্তির আশ্রয়।
যেখানে থাকবে না কোনো দ্বিধা-দ্ব'ন্দ্ব,
রবে শুধু তুমি আমি আর প্রেম।
যেখানে জানালার পর্দার ফাঁকে চলবে
অনবরত প্রেমের শীতল হাওয়া।
যেখানে বিরতিহীন কড়া নাড়ে মায়ামোহে
তোমার আমার প্রেমের আ'লিঙ্গন।
তুমি প্রেমিকা না হয়ে, হও আমার জন্য
একটা প্রশান্তির কা'রাগা'র।
যেথায় আমি সকল ক্লান্তি ভুলে ভালোবাসা মেখে
নির্দ্বিধায় ঘুমিয়ে রবো তোমার বুকে।🖤🌸
© Bimur
NiL🖤
যে হারিয়ে যেতে চায় তাকে চোখের সামনে রাখার
সাধনা করো না। ভালোবাসলে ছাড় দিতে হয়;
কখনো ভালোবাসার মানুষকে,
কখনো নিজের ইচ্ছা কে।
ধরে রাখা যায় শুধু স্মৃতি। মানুষ তার গতিসীমা
কখনোই উপেক্ষা করতে পারেনা।
তাই যে ছেড়ে যাবে ঠিক করেছে
তার পথের সামনে বাঁধা হয়ে দাঁড়িও না।
মানুষকে ধরে রাখা যায়না, যদি সে থাকতে না চায়।
লেখা - Ashraf Ahmed
ভয়েস - RumPa GhOsh
NiL🖤
ব্যস্ততার এই শহরে সবাই আসে
ভালো কিছু মুহূর্ত আর স্মৃতি জোগাড় করতে।
কোথাও যোগাযোগ কমে গেলে -
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে!
সুতরাং কেউ তোমার সঙ্গ ত্যাগ করছে মানে,
অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে!
বাস্তবতার এই করা নিয়ম তোমাকে মানতেই হবে।
"সূর্যের উদয় অস্ত মানেই শুরু আর শেষ না!"
কোথাও সূর্য ডুবে যাওয়া মানে,
অন্য কোথাও তুমুল আলোর সকাল!
© স্বর্গোদ্যান - Swargodyan
এটা নাটক হলেও হয়তো
আপনার জীবনের সাথে মিলে যাবে!
🎬 Natok Name : Third person
© Listener's Dairy
শুভ বিজয়া দশমী..🙂🩷
.
.
#DurgaPuja2024 #BijoyaDashami
মা সবার মঙ্গল করুক ♥️✨🔱
শুভ মহাঅষ্টমী 🌷
Nothing's better than the sound of heavy rain while you're sleeping>🌧️
© Subhajit Halder
হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে, তাকিয়ে দেখি আমার ভিতরের সেই চঞ্চল। হাস্যজ্বালা আমিটাই আর নেই..!😓💔
©
যে বৃষ্টি পাঠিয়ে দিচ্ছে গভীর কোনো বার্তা...
© Asiqullah