ভালোবাসার ক্যানভাস

ভালোবাসার ক্যানভাস হৃদয় ছোঁয়া ভালোবাসার
অসাধারণ কিছু ভালোলাগার কথা 🥰💙 হৃদয় ছোঁয়া ভালোবাসার
অসাধারণ কিছু
ভালো লাগার কথা...
কখনো আবেগ,
কখনো বাস্তবতা..

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে, আমাদের মহান বিজয় দিবস,তাদের জানাই বিনম্র শ্রদ্ধা.!🌸🌻
16/12/2024

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে,
আমাদের মহান বিজয় দিবস,
তাদের জানাই বিনম্র শ্রদ্ধা.!🌸🌻

16/12/2024

_অপেক্ষা সুন্দর 🖤

লেখা- মুক্তা কুন্ডু
08/12/2024

লেখা- মুক্তা কুন্ডু

07/12/2024

🖤🖤

তোমার মনে আছে আমাকে একটু বেশি সময়ের জন্য না পেলে কি পরিমাণ কল মেসেজ করতে? ব্যস্ততা শেষে বালিশে মাথা রাখার পর, মোবাইল হাত...
07/12/2024

তোমার মনে আছে আমাকে একটু বেশি সময়ের জন্য না পেলে কি পরিমাণ কল মেসেজ করতে?

ব্যস্ততা শেষে বালিশে মাথা রাখার পর, মোবাইল হাতে রেখেই নিজের অজান্তে ঘুমিয়ে যেতাম। হঠাৎ ঘুম ভাঙলে স্বভাবগত মোবাইল টা হাতে নিয়ে আশ্চর্য হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। একটা মানুষ কতটা চিন্তিত হয়ে পড়লে এত কল মেসেজ দিতে পারে।

এখন দিনের পর দিন পার হয়ে যায়; মোবাইলে প্রয়োজন ছাড়া রিং বাজে না। কেউ আমাকে না পেয়ে কল মেসেজ দিয়েই যাচ্ছে এমন ঘটনাও আর ঘটেনি। বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়ার অভ্যাস টাও তোমাকে হারাবার পর হারিয়ে গেছে।

আমাদের কিছু সুন্দর মুহূর্ত ছিলো;
মুহূর্ত গুলো এখন স্মৃতি হয়ে গেছে,
মুহূর্ত গুলো এখন, স্মৃতি হয়ে গেছে।

লেখা - Ashraf Ahmed Taqdeer
ছবি - সংগৃহীত

পাহাড়ের উপরে মেঘের ছায়া,যেন সৃষ্টির গোপন রহস্য উন্মোচিত হচ্ছে।© Beauty Of Bangladesh
04/12/2024

পাহাড়ের উপরে মেঘের ছায়া,
যেন সৃষ্টির গোপন রহস্য উন্মোচিত হচ্ছে।

© Beauty Of Bangladesh

04/12/2024

"মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

কথার, কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর,
রুচিবোধ আর শব্দ চয়ন।
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়।
কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়,
কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়। 🖤🌸

প্রিয়,তুমি আমার কল্পনা জড়িয়ে থাকা এক অদ্ভুত মায়া।🤍
04/12/2024

প্রিয়,
তুমি আমার কল্পনা জড়িয়ে থাকা এক অদ্ভুত মায়া।🤍

তব হৃদয়ে হৃদয়ে লাগিয়ে কহিবো মোর এ জীবন ধন্য যেতা রহিয়াছো তুমি দিয়াছো ভালোবাসা।🖤
03/12/2024

তব হৃদয়ে হৃদয়ে লাগিয়ে কহিবো
মোর এ জীবন ধন্য যেতা রহিয়াছো তুমি
দিয়াছো ভালোবাসা।🖤

তোমার কপালে হাত রেখে জ্বর মাপার অধিকারটুকু আমার হোক।লেখা: Monzur Saad টাইপোগ্রাফি : হুমায়ুন আহমেদ©
02/12/2024

তোমার কপালে হাত রেখে জ্বর মাপার অধিকারটুকু আমার হোক।
লেখা: Monzur Saad
টাইপোগ্রাফি : হুমায়ুন আহমেদ

©

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, স...
02/12/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে !!!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু !!!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না !!!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না !!!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা!
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় !!!
সফলতার গল্প।

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅
29/11/2024

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅

🍁
25/11/2024

🍁

তুমি আসার পর সেই কবেই নিঃস্ব হয়ে গিয়েছিহৃদয় হয়ে গিয়েছে দেউলিয়া 🖤
25/11/2024

তুমি আসার পর সেই কবেই নিঃস্ব হয়ে গিয়েছি
হৃদয় হয়ে গিয়েছে দেউলিয়া 🖤

17/11/2024

তুমি প্রেমিকা না হয়ে, একটি প্রেমের ঘর হইও।
যা হবে আমার জন্য একটু শান্তির আশ্রয়।
যেখানে থাকবে না কোনো দ্বিধা-দ্ব'ন্দ্ব,
রবে শুধু তুমি আমি আর প্রেম।

যেখানে জানালার পর্দার ফাঁকে চলবে
অনবরত প্রেমের শীতল হাওয়া।
যেখানে বিরতিহীন কড়া নাড়ে মায়ামোহে
তোমার আমার প্রেমের আ'লিঙ্গন।

তুমি প্রেমিকা না হয়ে, হও আমার জন্য
একটা প্রশান্তির কা'রাগা'র।
যেথায় আমি সকল ক্লান্তি ভুলে ভালোবাসা মেখে
নির্দ্বিধায় ঘুমিয়ে রবো তোমার বুকে।🖤🌸

© Bimur

17/11/2024

যে হারিয়ে যেতে চায় তাকে চোখের সামনে রাখার
সাধনা করো না। ভালোবাসলে ছাড় দিতে হয়;
কখনো ভালোবাসার মানুষকে,
কখনো নিজের ইচ্ছা কে।

ধরে রাখা যায় শুধু স্মৃতি। মানুষ তার গতিসীমা
কখনোই উপেক্ষা করতে পারেনা।
তাই যে ছেড়ে যাবে ঠিক করেছে
তার পথের সামনে বাঁধা হয়ে দাঁড়িও না।

মানুষকে ধরে রাখা যায়না, যদি সে থাকতে না চায়।

লেখা - Ashraf Ahmed
ভয়েস - RumPa GhOsh

ঠিক এভাবে গভীর রাতে নির্জনতা শহরে তোমাকে নিয়ে চাঁদ দেখবো..🌗✨🌸
17/11/2024

ঠিক এভাবে গভীর রাতে নির্জনতা শহরে
তোমাকে নিয়ে চাঁদ দেখবো..🌗✨🌸

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার ক্যানভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসার ক্যানভাস:

Videos

Share

Category