কাশ্মীর ভ্রমণ: পর্ব ২৫
গোধুলির আলোয় কাশ্মীরের গান্দারবাল এর রাস্তায়
#ganderbal #kashmir #jannatekashmir #kashmirvlog #Mukulvlog #bangalibabu
কাশ্মীর ভ্রমণ: পর্ব ২২ -Heading to Zojila pass
ভয়ংকর যোজিলা পাসের পথে এগিয়ে যাচ্ছি...😍😍😍
#Zojilapass #sonmarg #Ladakh #kashmir #jannatekashmir #kashmirvlog #Mukulvlog #bangalibabu
কাশ্মীর ভ্রমণ: পর্ব ১৭ -Way to Sonmarg
শ্রীনগর এয়ারপোর্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে সোনমার্গের পথে যাত্রা শুরু করলাম😍😍😍
#Sonmarg #doodpathri #kashmir #jannatekashmir #kashmirvlog #Mukulvlog #bangalibabu
কাশ্মীর ভ্রমণ: পর্ব ১১ - How to take Taxi from Srinagar Airport in Cheaper way?
'কাশ্মীর ঘুরার জন্য স্বস্তায় গাড়ি ভাড়া করবেন কিভাবে?'
পৃথিবীর যেকোন এয়ারপোর্টে পৌঁছানোর পর, সেখান থেকে গন্তব্য পর্যন্ত যেতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে, ট্যুরিস্ট এলাকাগুলোতে প্রথমবার ভ্রমনকারীদের প্রায়শই জ্ঞানের ভূলে বাড়তি পয়সা গুনতে হয় গাড়ি ঠিক করতে গিয়ে। কিন্তু, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দৃশ্যটা একদম ব্যতিক্রম। আপনারা এয়ারপোর্ট থেকে বের হলেই একটি প্রিপেইড ট্যাক্সি কাউন্টার দেখতে পাবেন। এখানে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ভাড়ার তালিকা টাঙ্গানো আছে। যেকেউ এখান থেকে খুব সহজেই সাশ্রয়ী খরচে চাহিদা মত গাড়ি ঠিক করতে পারবেন। শ্রীনগর এয়ারপোর্ট থেকে কোথায় যেতে কত খরচ হয়, তা জানতে পারবেন এই ভিডিওতে।
ট্রাভেলিংয়ের সঙ্গী হতে পারে Sony ZV-E10 ক্যামেরা
ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুন এক সঙ্গী হতে পারে যা
Rabdentse Ruins এর পথে
ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেকিং করার সময় চারপাশ মেঘে ভরে গেল
Largest Buddha Statue in Sikkim
রাবাংলা বুদ্ধা পার্ক (Ravangla Buddha Park)। ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাভাংলার কাছে অবস্থিত। দক্ষিন সিকিমের রাবাংলা শহরের মূল আকর্ষণ এই বুদ্ধা পার্ক। প্রবেশ দ্বার থেকে শুরু করে পার্কের ভেতরের প্রতিটি অংশ সাজানো হয়েছে অত্যন্ত শৈল্পিকভাবে। সিকিমের সরকার এবং জনগনের উদ্যোগে এই দৃষ্টিনন্দন পার্কটির নির্মান কাজ শুরু হয় ২০০৬ সালে। ২০১৩ সালের ২৫ মার্চ তারিখে গৌতম বুদ্ধের ২৫৫০তম জন্মবার্ষিকিতে পার্কটি উদ্বোধন করা হয়।
পার্কের ভেতরে রয়েছে ১৩০ ফুট উচ্চ একটি বৌদ্ধ মূর্তি। এতে ব্যবহৃত হয়েছে ৬০ টন তামা। মূর্তিটি তিব্বতিয়ান বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ১৪তম দালাইলামা দ্বারা পবিত্র করা হয়েছিল।
পার্কটির ভেতরে রয়েছে সুপ্রশস্ত নান্দনিক পথ এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ। চাইলে এর ভেতরেই দিনের একবেলা অনায়েশে কাটিয়ে দেয়া যায়।
পার্কের ভেতর বৌদ্ধ মূর্তি ছাড়াও