Mcfnchoton Digital Marketing Service Agency

Mcfnchoton Digital Marketing Service Agency Hi I am Mizanur Rahman is a professional expert, marketer and designer. Now I worked at . They have five websites.

Hi, I am expert, marketer and designer. 2019 to now I worked at this field. I work there as expert and designer. I also work out side off office and work some international market place. I think if you work with me, you love my work so much. Thank you

বাংলাদেশে নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। নিচে তাদের তালিকা দেওয়া হলো:এই ওয়েবসাইটগুলো...
20/10/2024

বাংলাদেশে নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। নিচে তাদের তালিকা দেওয়া হলো:

এই ওয়েবসাইটগুলো থেকে আপনি নিয়মিতভাবে নতুন চাকরির বিজ্ঞপ্তি ও আপডেট পেতে পারেন যা আপনার জব পেতে দারুণভাবে সহায়ক হবে।

✔BDjobs.com

https://www.bdjobs.com

বাংলাদেশে চাকরি খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম ওয়েবসাইট। বিভিন্ন সেক্টরের প্রচুর চাকরির আপডেট পাওয়া যায়।

✔Prothom Alo Jobs

https://lnkd.in/gerQ_K9q

জনপ্রিয় দৈনিক প্রথম আলোর অধীনে চাকরির জন্য বিশেষ ওয়েবসাইট।

✔Chakri.com

https://chakri.com

সহজে চাকরি খোঁজার ও চাকরিদাতাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট।

✔Bdjobstoday.com

https://lnkd.in/gsA447Mr

সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম।

✔Bangladesh Government Job Portal
http://www.bpsc.gov.bd

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর অফিসিয়াল সাইট, যেখানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

✔Careerjet.com.bd

https://lnkd.in/gHTAxJQq

একটি আন্তর্জাতিক চাকরি খোঁজার প্ল্যাটফর্ম, যা বাংলাদেশে নিয়মিত চাকরির আপডেট প্রদান করে।

✔NRB Jobs

https://www.nrbjobs.com

প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের জন্য চাকরি খোঁজার একটি ওয়েবসাইট।

✔Jagojobs.com

https://www.jagojobs.com চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার টিপস পাওয়ার জন্য জনপ্রিয় একটি সাইট।

✔Bdjobs Circular

https://bdjobscircular.com

নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার পাওয়া যায় এখানে।

Alljobsbd.com

https://www.alljobsbd.com

এই সাইটটি সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সংস্থার চাকরির সার্কুলার আপডেট করে।

সংগৃহীত

Website SEO Can Change Your Business. Website:mcfnchoton.comWhatsApp:+8801726955819
28/09/2024

Website SEO Can Change Your Business.

Website:mcfnchoton.com
WhatsApp:+8801726955819

25/09/2024

Need a Professional Website?
Visit us: mcfnchoton.com
Call or WhatsApp: +8801726955819

27/06/2024

“রিজিক ও জীবন—দুটো যেন এক পয়সারই এপিঠ-ওপিঠ।

কারণ, দুটোই নিশ্চিত। যতক্ষণ তুমি জীবিত আছো, রিজিক আসবেই।

একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনে রেখো সেটা তাঁর প্রজ্ঞা। কারণ, আরেকটি দরজা ঠিকই খুলে যাবে তাঁর রহমতস্বরূপ।

পুরষ্কার হিসেবে যেটা কিনা আরও বড় হতে পারে...”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল-ফাওয়ায়িদ, ৭৯]

বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা...
22/03/2024

বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মা'রা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মা'রা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।

আমাদের জীবন সুখের হবে।
#সংগৃহীত পোস্ট...

21/03/2024

মানুষ বোঝে না-
"মৃ’ত্যু’র আগের হাজারো পদবী, মৃ’ত্যু’র পরে তার লা’শ শব্দটার কাছে হেরে যায়!"

আমার দেখা সবচেয়ে দুর্ভাগা খেলোয়ারদের একজন সে। ভালো খেলেও সকল দল থেকে বাদ পরেছেন।  জুনায়েদ সিদ্দিকি, শাহরিয়ার নাফিস ও তাদ...
04/03/2024

আমার দেখা সবচেয়ে দুর্ভাগা খেলোয়ারদের একজন সে। ভালো খেলেও সকল দল থেকে বাদ পরেছেন।

জুনায়েদ সিদ্দিকি, শাহরিয়ার নাফিস ও তাদের মাঝে একজন।
আমাদের দেশে প্রতিভাকে যেমন গলা টিপে মা'রা হয় ঠিক তেমনি সিনিয়র হয়ে গেলেও দাম কমে যায়, আর একটা কথা আমাদের দেশের সকল কিছু এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আন্তরিকতা এখন টাকায় বিক্রি হয়।

পিকঃ ক্রিকেট জোন ২৪

04/03/2024

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তুমি যদি তা হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন .. 'ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন।' -সূরা আয-যুমার ১০।

সুবাহানআল্লাহ।

বিসিবি নকল করে সকল জায়গায় জানতাম তাই বলে একটা ব্যাকগ্রাউন্ড ও নকল করা লাগে? মাথা কে'টে এক প্লেয়ারের জায়গায় আরেকজন দেয় বু...
28/01/2024

বিসিবি নকল করে সকল জায়গায় জানতাম তাই বলে একটা ব্যাকগ্রাউন্ড ও নকল করা লাগে? মাথা কে'টে এক প্লেয়ারের জায়গায় আরেকজন দেয় বুঝলাম কঠিন কাজ কিন্তু এটা তো অনেক সহজ কাজ ছিল।

#বিসিবি #বাংলাদেশক্রিকেট

20/01/2024

জব মার্কেটে সাধারণতঃ দুই ধরণের ক্যা'রে'ক্টা'র পাওয়া যায়ঃ

শ্র'ম'জীবিঃ যারা কোম্পানীর কাছে তাদের শ্র'ম, মে'ধা, আই'ডি'য়া, ইত্যাদি বিক্রয়ের বিনিময়ে স্যালারী পায়। মন দিয়ে কাজ করে, তাঁর উপর কোম্পানীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেস্টা করে।এদের মে'রু'দ'ন্ড শক্ত থাকে কারন এরা শ্রম, মেধা বেঁচে উপার্জন করে। এরা সংখ্যায় খুবই কম।এরা বেশিদুর উঠতে পারেনা কিন্তু থেমে যায় না। এরা মা'ন'সি'ক শান্তিতে ভরপুর থাকে।

চাকুরীজীবিঃ এনারা বেসিক্যালী চা'ক'র টা'ই'পের। এনারা নিজেদের শ্রম ও মেধাকে সর্বদা উর্ধ্বতন কর্মকর্তাদের খুশী করার (সকল ধরনের) আইডিয়া জেনারেট করার পিছনে ব্যয় করে। তৈ'লা'ক্ত'তা এনাদের প্রধান অ'স্ত্র।এনাদের মে'রু'দ'ন্ড মাঝে মাঝে নিজেরাই খুঁজে পায় না।উর্ধ্বতন কর্মকর্তাদের দয়ায় এনারা বেঁ'চে থাকেন এবং জব’এর পরিবেশ ন'স্ট করতে থাকেন।সারাজীবনে মা'ন'সি'ক শান্তি কখনই পায় না, কিন্তু শো অফ করতেই থাকে যে সকল কোম্পানী শ্রমজীবি’দের প্রাধান্য দেয়, সেসব কোম্পানীগুলো কন্টিনিউয়াসলী ডেভেলপ করে। অন্যদিকে চাকুরীজীবি’র সংখ্যা বেশী থাকা কোম্পানীগুলো হঠ্যাৎ করে উপরে উঠেই, দ্রু'ত ফ'ল'ডা'উ'ন করে এবং ধুঁ'কে'ধুঁ'কে বাঁ'চে।
আর তাই, নিজে কোন গ্রুপে থাকবেন তা সিলেকশনটা ভীষণ জরুরী, সেই সাথে কোম্পানীও।

Collected

রিয়েল ডলারে বুস্টিং করতে মেসেজ দিন অথবা সরাসরি কল বা হোয়াটসএ্যাপ করুন। 📞+8801726955819অর্ডার করতে ইনবক্স করুন:•আপনার বিজ...
20/01/2024

রিয়েল ডলারে বুস্টিং করতে মেসেজ দিন অথবা সরাসরি কল বা হোয়াটসএ্যাপ করুন।

📞+8801726955819

অর্ডার করতে ইনবক্স করুন:

•আপনার বিজনেস পেইজ এর ক্যাটাগরীর সাথে মিল রেখে রিয়েল অডিয়েন্স টার্গেটিং।
•পোস্ট/ভিডিও বুস্ট।
•পেজ প্রমোটিং।
•প্রফেশনাল পেজ সেটআপ।

বিঃদ্রঃ হারাম পণ্য বুস্টিং হয় না। সর্বনিম্ন ৪ ডলার প্রতিদিন এবং সর্বনিম্ন ৭ দিন বুস্ট করতে হবে ভালো রেজাল্টের জন্য।

ভিজিট করুনঃ https://mcfnchoton.com/

Address

House-80, Blck-C, Shopnodhara Housing, 40 Feet Main Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mcfnchoton Digital Marketing Service Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mcfnchoton Digital Marketing Service Agency:

Share