filimwala

filimwala Welcome to the Official page of Filimwala™

Know more-
https://filimwala.com/ The Bangladesh is renowned for the professionalism of its crews.

At filimwala we live by three rules:

>Proper prior planning prevents p**s poor performance.
>Time spent in reconnaissance is seldom wasted.
>Assume everything is a disaster until proven otherwise. We recognize that a thorough pre-production process is essential to a stress-free shoot. Every film has unique requirements and our flexible and approachable in-house team work hard to provide what is n

eeded, whatever it is. We believe that versatility and accountability are key to successful film making. Most of our clients bring their own director, DP, producer and often production designer, then we find the rest. As soon as our line producer has reviewed the script and established the specific requirements for locations, cast, crew, equipment and logistics, they will put the key people in place. We have a huge network across all departments with extensive feature, TV and commercials experience, which means we will always build the right team.

I have reached 4K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
22/12/2023

I have reached 4K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/10/2023
এলেই যখন, দুটো টাকা দিয়ে যাও’, বলে ঋত্বিক হাত বাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা বললেন ‘ছিঃ দাদা। এমন করে বলছেন কেন ...
07/09/2023

এলেই যখন, দুটো টাকা দিয়ে যাও’, বলে ঋত্বিক হাত বাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা বললেন ‘ছিঃ দাদা। এমন করে বলছেন কেন ? আমি কি দূরের কেউ ?’। বলেই কড়কড়া কয়েকটা ১০০টাকার নোট দিলেন ঋত্বিকের হাতে ...

সাদা রংয়ের একটা এ্যাম্বাসেডরের পিছের সিটে হেলান দিয়ে বসে আছেন সুচিত্রা। তীব্র দাবদাহ, পুরা কলকাতা পুড়ছে। এ্যাম্বাসেডর পার্ক স্ট্রিটে ঢুকে একটু আগাতেই ফুটপাতে একজনকে দেখে সোজা হয়ে সিটে বসলেন সুচিত্রা।

ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলে নিজেই নেমে এগিয়ে গেলেন সেই মানুষটার দিকে। এই কাঠফাটা গরমে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করছেন স্বয়ং ঋত্বিক ঘটক।

হাত জোর করে প্রণাম করতে করতে সুচিত্রা বললেন

– আমাকে চিনতে পারছেন ঋত্বিক দা ? আমি সুচিত্রা, গত বছর শান্তিনিকেতনে দেখা হলো।

চশমার উপর দিকে তাকিয়ে ভালো করে মুখটা দেখলেন ঋত্বিক, তারপরে বললেনঃ

– ও হ্যা। তুমি সুচিত্রা রায় তো ? টালিগঞ্জ বাড়ি। অন্নদাশঙ্কর রায় তোমার কী রকম জ্যাঠা হন না ? ঠিক বলেছি তো ?

সুচিত্রা আপ্লুত হলেন। কি সৌভাগ্য! এত বড় মানুষটা সব মনে রেখেছে। সুচিত্রা কলকাতার শিল্পপ্রেমী বনেদি পরিবারের মেয়ে, জন্মের পর থেকেই কলকাতার সব মহিরুহদের সামনে দেখে বড় হয়েছেন; ইদানিং প্রায়ই বিভিন্ন সাহিত্য পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে প্রবন্ধনিবন্ধ লেখেন। ঋত্বিক ঘটক এর মূল্য সে বোঝে। ঋত্বিক ঘটক কে মনে মনে গুরু মানে সুচিত্রা।

ঋত্বিকদার পরনে ধুলিমলিন পাজামা-পাঞ্জাবি। চোখে কালো ফ্রেমের চশমা। এক মাথা এলোমেলো চুল। মুখে খোঁচা খোঁচা। সে মুখে বিন্দু বিন্দু ঘাম।এই জবুথবু অবস্থাতেও ঋত্বিকের চোখের আগুন একফোটা কমে নি, ঋত্বিক ঘটক মানেই এক আগুনের নাম। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা-এসব ছবিগুলোয় যে আগুনের ছাপ স্পষ্ট।

সুচিত্রা খেয়াল করলেন ঋত্বিকের পিছনে একটা ব্যানারে বড় করে লেখা :

“বাংলাদেশের শরণার্থীদের জন্য দান করুন।”।

ব্যানারের পাশেই একটা বড় বাক্স, সেখানে রাস্তার মানুষ টাকা ফেলে যাচ্ছে।

বাক্সের পাশেই লম্বা একটি টুল। তার ওপর গিটার হাতে এক বিদেশি তরুণ বসে আছে। গায়ের রং তামাটে, হিপিদের মতো লম্বাচুল, চোখে সানগ্লাস আর মুখ ভর্তি লালচে খোঁচা খোঁচা দাড়ি। পরনে ঢোলা বেলবটম প্যান্ট আর রঙ্গিন হাওয়াই শার্ট। মাথায় একটি সাদা রঙের সোলার হ্যাট।

গিটার আর মাউথ অর্গান বাজিয়ে নাকি গলায় তরুণটি গাইছে:

"Come senators, congressmen
Please heed the call
Don’t stand in the doorway
Don’t block up the hall"

গানটা সুচিত্রার পরিচিত, কিংবদন্তি গায়ক বব ডিলানের গান। ঋত্বিক তরুণকে দেখিয়ে বললেন, ও হল স্টিভ টার্নার। গায়ক ও সাংবাদিক। সপ্তাহ খানেক হল আমেরিকা থেকে এসেছে। স্টিভ-এর সঙ্গে কবি অ্যালান গিনসবার্গও কলকাতা এসেছেন।

স্টিভকে হ্যালো বলে কৌতুহলী সুচিত্রা জানতে চাইলেন গিনসবার্গ কোথায়। ঋত্বিক বললেন,অ্যালান আজ সকালে শক্তির সঙ্গে বারাসাত শরনার্থী শিবিরে গিয়েছে।

– শক্তি ? মানে কবি শক্তি চট্টোপাধ্যায় ?
– হ্যা। গতকাল অবধি টাকাপয়সা যা জমেছিল তা দিয়ে ওরা ওষুধ আর খাবার কিনে নিয়ে গেল ।

ঋত্বিক সুচিত্রাকে বললেন ‘এলেই যখন, দুটো টাকা দিয়ে যাও’, বলে ঋত্বিক হাত বাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা বললেন ‘ছিঃ দাদা। এমন করে বলছেন কেন ? আমি কি দূরের কেউ ?’। বলেই কড়কড়া কয়েকটা ১০০টাকার নোট দিলেন ঋত্বিকের হাতে। হঠাৎ করে ঋত্বিক সুচিত্রাকে প্রশ্ন করলেনঃ

– সুচিত্রা তুমি একসঙ্গে কত লাশ দেখেছ ? ১০০? ২০০? ৩০০? ৪০০? ৫০০? ৬০০? ৭০০? ৮০০? ৯০০?
এই প্রশ্নের উত্তর না দিয়েই অদ্ভুত এক ঘোরলাগা নিয়ে সুচিত্রা আবার এ্যাম্বাসেডরে চড়ে বসলেন।

যে ভূখন্ডের অসহায় মানুষের জন্য এই পাগলাটে মানুষটা তীব্র তাপদাহে পুড়েছেন, কেঁদেছেন,চিৎকার করেছেন সেই ভূখন্ডে তো ঋত্বিকদা আর কখনোই ফিরে যাবেন না জেনেও। ঋত্বিকদারা পরিবারসহ ’৪৭ সালেই এ পাড়ে চলে এসেছেন ।

তবুও … এত বড় ফিল্ম ডিরেক্টর, ভাবলে আশ্চর্য হতে হয়, যে ঋত্বিক ঘটককে জগদ্বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে তুলনা করা হয় সে মানুষটি কেমন নাওয়াখাওয়া ভুলে জ্বলন্ত ফুটপাতে দাঁড়িয়ে তৎকালীন পূর্ব বাংলার শরণার্থীদের জন্য ভিক্ষে করছেন।

(ছবিতে: ঋত্বিক ঘটক ও রমেশ জোশী।)

💝 শুভ জন্মদিন মহারাজা 💝সত্যজিৎ রায়[২ মে ১৯২১-২৩ এপ্রিল ১৯৯২]
02/05/2023

💝 শুভ জন্মদিন মহারাজা 💝

সত্যজিৎ রায়
[২ মে ১৯২১-২৩ এপ্রিল ১৯৯২]

আমাদের স্বাধীনতার স্বপ্ন...
07/03/2023

আমাদের স্বাধীনতার স্বপ্ন...

আমাদের মেয়েদের ছাঁদ খোলা অভিনন্দন।✌ জয়বাংলা ✌
19/09/2022

আমাদের মেয়েদের ছাঁদ খোলা অভিনন্দন।
✌ জয়বাংলা ✌

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলার মেয়েদের স্কোরকার্ড: মালদ্বীপ ০ - ৩ বাংলাদেশ পাকিস্তান ০- ৬ বাংলাদেশভারত ০- ৩ বাং...
16/09/2022

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলার মেয়েদের স্কোরকার্ড:

মালদ্বীপ ০ - ৩ বাংলাদেশ
পাকিস্তান ০- ৬ বাংলাদেশ
ভারত ০- ৩ বাংলাদেশ
ভুটান ০- ৮ বাংলাদেশ

এখন পর্যন্ত একটাও গোল হজম না করা আমাদের মেয়েদের ফিলিমওয়ালার অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। 💝

London Bridge is Down.
08/09/2022

London Bridge is Down.

বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরম শ্রদ্ধেয় ...
04/09/2022

বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বর্ণিল কর্মময় জীবনে গাজী মাজহারুল আনোয়ার গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি শাখায় তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য।

মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ; বৈচিত্রময় সব অনুভূতি প্রকাশে এদেশের মানুষের হৃদয়ে মনিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।

11/07/2022

ইরানী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি, মোহাম্মাদ রাসুলফ ও মোস্তফা আলিয়াহমেদকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে এক দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার পর সরকারের সমালোচনা ও প্রতিবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দমনমূলক আচরণ করে, আর সেটার প্রতিবাদ করায় তাদের গ্রেফতার করা হয় গত সাতদিনে। পানাহিকে আজ। এ অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্প্রদায়। আমরা filimwala পরিবার সংহতি জানাই।

.

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশকেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশজলে ও মাটিতে ভা...
24/06/2022

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,
সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।

সাবাস বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়:
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।



Address

House 51, Road 9, South Baridhara Residentail Area, D. I. T. Project
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801711934398

Alerts

Be the first to know and let us send you an email when filimwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to filimwala:

Videos

Share

we are

To provide you with entertainment that takes you to worlds full of magic, mystery, love, heartbreak and epic battles and so much more!!!

Nearby media companies