Md. Raihanul Islam Shishir

Md. Raihanul Islam Shishir একজন সাধারণ মানুষ। খুবই অল্প জানি, যা জানি তা মানুষের সাথে শেয়ার করে আনন্দ পাই। Love to try something new and talk about life goals, and motivate people.

Be happy and spread happiness because the world needs more happy people like you and me. Cheers!

I have reached 28K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
09/05/2024

I have reached 28K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

বাংলাদেশ ক্রিকেট টিম কে 'টাইগার' না ডেকে নতুন করে 'বিলাই' ডাকা উচিত 😑
06/25/2024

বাংলাদেশ ক্রিকেট টিম কে 'টাইগার' না ডেকে নতুন করে 'বিলাই' ডাকা উচিত 😑

03/05/2024

রোজা আসছে শুনলেই,
শয়তান তার দায়িত্ব বাংলাদেশের ব্যাবসায়ীদের কাছে হস্তান্তর করে😂

অলরাউন্ডার রুডোলফ ভ্যান দার মার্ভের জন্ম জোহানেসবার্গে আর তিনি নিজের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন।...
10/18/2023

অলরাউন্ডার রুডোলফ ভ্যান দার মার্ভের জন্ম জোহানেসবার্গে আর তিনি নিজের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন।

২০০৯ সালে ভ্যান দার মর্ভে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০তে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন। এর কিছু সময় পর তিনি ওয়ানডে দলেরও সদস্য হন।

তিনি ১৩ টি ওয়ানডে আর ১৩ টিই টি-২০ ম্যাচ দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি নিজের শেষ ম্যাচের পাঁচ বছর পর ২০১৫ সালে নেদারল্যান্ডে চলে যান। তিনি এখন নেদারল্যান্ড দলের হয়েই খেলছেন আর বর্তমান সময়ে এই দলের তিনি প্রধান অলরাউন্ডারও 😊

10/11/2023

বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং এ ভাল করতে চাইলে এলেন ডোনাল্ড এর মতো কোচ লাগবে ব্যাটিং এর জন্য।
হাতুরি বাটাল দিয়ে কালে ভদ্রে ২/১ টা ম্যাচ ছাড়া আর কিচ্ছু হবে না 😏

গত ২ দিনে "শিক্ষককে চড় মারল ছাত্র" আর "মেয়ের হাতে নির্যাতিত বৃদ্ধ বাবা" সংবাদ দুটি দেখে ভাষা হারিয়ে ফেলেছি। এর আগেও এই...
10/09/2023

গত ২ দিনে "শিক্ষককে চড় মারল ছাত্র" আর "মেয়ের হাতে নির্যাতিত বৃদ্ধ বাবা" সংবাদ দুটি দেখে ভাষা হারিয়ে ফেলেছি। এর আগেও এই ধরনের বেশ কিছু ঘটনা দেখেছি। শিক্ষককে চড় মারা, বাবাকে নির্যাতন লজ্জাজনক ঘটনা, সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ 😕

পারিবারিক শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব, সামাজিক দুর্বল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দূর্বলতা, রাজনৈতিক চাপ ইত্যাদির ফল।

এদের শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, এমন ঘটনা বারবার ঘটবেই আর নিউজ হবে।

প্রকৃতিকে বাঁচাতে শুধু প্রয়োজন একটু ভালোবাসা। পরিবেশটা দেখতেও অনেক সুন্দর লাগতাছে ❤️ যদিও এই পদ্ধ‌তি‌তে গাছ‌গুলোকে বৃ‌দ...
10/08/2023

প্রকৃতিকে বাঁচাতে শুধু প্রয়োজন একটু ভালোবাসা। পরিবেশটা দেখতেও অনেক সুন্দর লাগতাছে ❤️

যদিও এই পদ্ধ‌তি‌তে গাছ‌গুলোকে বৃ‌দ্ধি হওয়া থে‌কে আট‌কে দেওয়া গা‌ছের জন্য খুবই ক্ষ‌তিকারক।

খাটটা যে বানিয়েছে তার মনে হয় ঘন ঘন খাট ভাঙ্গে। তাই চিরস্থায়ী বন্দোবস্ত 🙃যাইহোক, আইডিয়াট দারুন!!! এই খাটের মতো বাড়ির প্...
10/04/2023

খাটটা যে বানিয়েছে তার মনে হয় ঘন ঘন খাট ভাঙ্গে। তাই চিরস্থায়ী বন্দোবস্ত 🙃

যাইহোক, আইডিয়াট দারুন!!!

এই খাটের মতো বাড়ির প্রত্যেকটা জিনিস বানালে মন্দ হয় না 😁

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার (Anne L'Huillier)। পেশায় তিনি সুইডে...
10/04/2023

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার (Anne L'Huillier)। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি 😍

আর যদি আমাদের দেশে হতো তাহলে ক্লাস ছুটি অনির্দিষ্ট কালের জন্য। তিনি তখন মোবাইল খানা সামনে নিয়ে অপেক্ষা করতেন কখন কল আসবে আর ফেসবুকে স্ট্যাটাস দিবে 😜

10/03/2023

ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজনকে প্রায়ই দেখি ফেসবুকে পোস্ট দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। এদের ভন্ডামি দেখে একটা প্রশ্ন মাথায় না এসে পারে না "আল্লাহর কি ফেসবুক একাউন্ট আছে?" 🤔

এই দুনিয়ায় প্রেমের গল্প কম নেই। কিন্তু মার্গারেট ম্যাকালামের গল্পটা একেবারেই আলাদা।  ২০০৭ সালে মারা যান মার্গারেটের স্বা...
10/01/2023

এই দুনিয়ায় প্রেমের গল্প কম নেই। কিন্তু মার্গারেট ম্যাকালামের গল্পটা একেবারেই আলাদা। ২০০৭ সালে মারা যান মার্গারেটের স্বামী। স্বামীকে চোখের দেখাও দেখতে পান না প্রায় ১৬ বছর। তবু রোজ তার কণ্ঠস্বর শুনবেন বলে ছুটে যান লন্ডনের এমব্যাঙ্কমেন্ট মেট্রো স্টেশনে।

মার্গারেটের স্বামী অসওয়াল্ড লরেন্স ছিলেন থিয়েটারের অভিনেতা। লন্ডনের মেট্রোর আন্ডারগ্রাউন্ডের ঘোষক ছিলেন তিনি। ১৯৫০ সালে তার কণ্ঠস্বরে রেকর্ড করা হয়েছিল। ‘অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন’ তার কণ্ঠের এই ঘোষণা শুনতেই রোজ সেখানে ছুটে যান তার প্রিয়তমা স্ত্রী।

২০১২ সালের নভেম্বর মাস। একদিন এমব্যাঙ্কমেন্ট স্টেশনে বসেছিলেন মার্গারেট। হঠাৎ তিনি লক্ষ করেন, মেট্রো স্টেশনে আর শোনা যাচ্ছে না লরেন্সের কণ্ঠস্বরের ঘোষণা।

মেট্রোরেলের কর্মকর্তাদের দ্বারস্থ হন মার্গারেট। কেন লরেন্সের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না, প্রশ্ন করেন। তারা জানান, নতুন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা হচ্ছে মেট্রো স্টেশনে। সে কারণেই লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হচ্ছে না।

মার্গারেট ভেঙে পড়েন। কর্তৃপক্ষকে জানান যে, স্বামীর কণ্ঠস্বর শুনবেন বলে তিনি রোজ এমব্যাঙ্কমেন্ট স্টেশনে এসে বসে থাকতেন। এ বিষয়টি জানতে পেরে খারাপ লাগে কর্তৃপক্ষেরও। তারা লরেন্সের ঘোষণার রেকর্ড মার্গারেটকে দেন। পাশাপাশি স্থির করেন, অন্তত এমব্যাঙ্কমেন্ট স্টেশনে যাত্রীদের সতর্ক করবে লরেন্সের কণ্ঠস্বর।

সত্যিকারের ভালোবাসা কত সুন্দর🥰

"ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% ট্যাক্স" আগেও ট্যাক্স ছিল না, এখনো নাই। আয়কর আইনে স্পষ্ট করে লেখাই আছে ফ্রিল্যান্সারদের ক...
09/30/2023

"ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% ট্যাক্স" আগেও ট্যাক্স ছিল না, এখনো নাই। আয়কর আইনে স্পষ্ট করে লেখাই আছে ফ্রিল্যান্সারদের কোন ট্যাক্স দেয়া লাগবে না 😍

গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করেছিল, এইটা একদমই রুটিন প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের কারণ হলো সেবা খাত, রেভিনিউ শেয়ারিং খাত এইসব খাত থেকে বিদেশ থেকে যে আয় আসে, সেই আয়ের উপর যে কর তা আগে বিভিন্ন কর অঞ্চলে জমা দিতে হতো।

নতুন আয়কর আইন আসার পর সরকার নিয়ম করলো এই খাতের কর বিভিন্ন কর অঞ্চলে জমা না দিয়ে মাত্র একটা কর অঞ্চলের কোডে জমা দেয়া লাগবে। ওই কর অঞ্চলও (ঢাকা ১১) একটা চিঠি দিয়ে তা বাংলাদেশ ব্যাংককে মনে করায়ে দিছে। দ্যাটস ইট। এর বেশি আর কোন কথা চিঠিতেও লেখা নাই, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনেও লেখা নাই।

এরপরও প্রোপাগান্ডা ছড়ায়ে প্যানিক সৃষ্টি করতেছেন 🙂

09/28/2023

তামিম ইকবালের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো-
১. অফিস পলিটিক্স সব জায়গাতেই আছে।
২. চাকুরিকে আবেগ দিয়ে বিবেচনা করা উচিত নয়। কাজ শেষ করে অফিসকে মাথায় নিয়ে না চলাই উত্তম। অফিসকে আপনি যতই ভালোবাসুন দিনশেষে অবমূল্যায়িত হতে পারেন।
৩. যে প্রতিষ্ঠান একবার ছেড়ে যাবেন সেখানে আবার ফেরা উচিত নয়।

একটা স্বর্নযুগ ছিলো, যেকালে টেইল এন্ডাররাও ব্যাট চালাতে পারতো  🥲
09/10/2023

একটা স্বর্নযুগ ছিলো, যেকালে টেইল এন্ডাররাও ব্যাট চালাতে পারতো 🥲

05/03/2023

বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে! 🤨

কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাতে চিন্তার খোরাক পেয়েছেন ব্যাংকার বলেন, একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্যে দুর্যোগ স্বরূপ।
👎তিনি গাড়ি কিনেন না।
👎ফলে গাড়ি কেনার জন্য ধারও করতে হয় না তাকে।
👎একজন সাইকেল ব্যবহারকারী ইন্সুরেন্স করেন না।
👎জ্বালানী কিনেন না, তাকে এমনকি গাড়ি মেরামত বাবদও কোনো খরচ করতে হয় না।
ব্যাংকার আরো বলেছেন, যিনি সাইকেল চালিয়ে অভ্যস্ত-
👎তাকে পার্কিং করার জন্যে কোনো পয়সা দিতে হয় না।
👎সাইকেলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটে না,
👎ফলে হাসপাতালও রোগী পায় না।
👎সাইকেল চালানো মানুষ বহু লেইনের রাস্তাও ব্যবহার করে না।
এমনকি অধিকাংশ সাইক্লিস্ট মোটাও হয় না সাইকেল চালানোর কারণে।
👎ব্যাংকার বলছেন, অর্থনীতির জন্যে স্বাস্থ্যবান মানুষ মোটেও উপকারী বা প্রয়োজনীয় নয়।
👎তাদের ডাক্তার দেখাতে হয় না।
👎হাসপাতালে যেতে হয় না।
👎ওষুধই কিনতে হয় না।
👎তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখে না!
অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের একটা নতুন শপ বা পাড়া মহল্লায় পিৎজা- বার্গারের দোকান হওয়া মানে-
কিছু লোকের চাকরি হওয়া।
পাশাপাশি কমপক্ষে ৩০ জনের আয়ের সুযোগ করে দেয় নতুন দোকানটি।
তারা হলেন ১০ জন হার্টের ডাক্তার,
১০ জন ডেন্টিস্ট এবং
১০ জন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ।
সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, সাইকেল কিনবেন নাকি
ম্যাকডোনাল্ডসের দোকান? আর যারা পায়ে হাঁটে, তারা সবচেয়ে খারাপ। কারণ তারা একটি সাইকেলও কেনে না!

সংগ্রহীত 🫣

05/03/2023

ইসলাম তো বিবাহিত মেয়েকে বিয়ে করতে নিষেধ করেনি, বরং এই কাজকে সম্মান দিয়েছে।

তাহলে সালমান মুক্তাদির করলে কি সমস্যা? 🤔

এইসব খেয়ে ডাক্তার ইন্জিনিয়ার সব একসাথে হওয়া যাবে কি 🧐
05/01/2023

এইসব খেয়ে ডাক্তার ইন্জিনিয়ার সব একসাথে হওয়া যাবে কি 🧐

04/28/2023

মানুষ বলে যে টাকা ছাড়া আপনি ঠিকমতো বাঁচতে পারবেন না, কিন্তু কেউ এইটা বলে না যে টাকা ছাড়া আপনি ঠিকমতো মারাও যেতে পারবেন না 😒

04/26/2023

ব্যবসায় যদি আল্লাহকে অংশীদার বানাই, সেই ব্যবসা আল্লাহই দেখাশোনা করবেন ☺️

04/23/2023

প্রতি ইদে এটিএনের মাহফুজ ভাই আর অনন্ত জলিল যেনো অপরিহার্য হয়ে উঠেছে ইদ আনন্দের জন্য 😇

তাদের গান আর সিনেমা ছাড়া ইদ ইদ লাগে না 😏

ঈদের চাঁদ দেখা এটি একটি সুন্নত আমল, চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলে দোয়া পড়াও সুন্নত। নতুন চাঁদ দেখে দোয়া করলে সেই দোয়া কবু...
04/21/2023

ঈদের চাঁদ দেখা এটি একটি সুন্নত আমল, চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলে দোয়া পড়াও সুন্নত। নতুন চাঁদ দেখে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। ঈদের রাতের আমল ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ 😊

আজ ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী সমাদরের দিন😇
04/15/2023

আজ ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী সমাদরের দিন😇

04/15/2023

রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন 😞

ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।

Address

Fairborn, OH
45323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Raihanul Islam Shishir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Raihanul Islam Shishir:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Fairborn

Show All