
28/05/2021
এই প্রথম ইন্টারনেটের ব্যাপারে সরাকারী ঘোষনা অক্ষরে অক্ষরে পালন করা হল। ঠিক রাত ১০ ট পর্যন্তই আমাদের অনেকবার ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার মত সমস্যার সম্মুখিন হতে হল। আশাকরি, এখন সবার সংযোগ স্বাভাবিক অবস্থায় আছে। এখনও যদি কেউ সমস্যা পেয়ে থাকেন দয়াকরে আমাদের ফোনে জানাবেন, আমরা যত সম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
--------- জেড-অনলাইন (Z-Online)
সম্মানিত গ্রাহকবৃন্দ,
আগামীকাল ২৮ মে ২০২১ দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ ঘন্টা বাংলাদেশের অন্যতম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE 4 সম্পূর্নরুপে বন্ধ থাকবে। এতে আপনার ইন্টারনেট কিছুটা ধীর গতির হতে পারে এবং গেমিং ল্যাটেন্সি কিছুটা বাড়তি থাকতে পারে। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তিতে।